আসসসালামু আলাইকুম!! কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন।
“স্লো নেট এ বাফারিং ছাড়া ইউটিউব এর ভিডিও দেখতে চান?? তাহলে দেখে নিন ঝটপট !!!!” এই শিরোনামে গত টিউনটি করেছিলাম। আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সহজেই টেনডা ওয়াইফাই রাওটার কনফিগারেশন করবেন। আমরা যারা ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করি সবারই ওয়াইফাই রাওটার ব্যবহার করার প্রয়োজন পরে। কারন ব্রডব্যান্ড ইউজাররা একটা ডিভাইস ই ইন্টারনেট ব্যবহার করেন না।একের অধিক ডিভাইস এ ইন্টারনেট ব্যবহার করার জন্য দরকার হয় রাওটার এর।
সুতরাং, আমরা যারা নতুন রাওটার কিনি তাদের মধ্যে অনেকই রাওটারটা ঠিক মত কনফিগারেশন করতে পারেন না বিধায় ইন্টারনেট ও ব্যবহার করতে পারেন না।মুলত তাদের জন্য আমার এই টিউন। সাধারনত সব ব্র্যান্ড এর রাওটার কনফিগারেশন এক ই রকম। আমি টেনডা ওয়াইফাই রাওটার এর কনফিগারেশনটা দেখাচ্ছি।
১) টেনডা ওয়াইফাই রাওটার এর ডিফল্ট ip হল http://192.168.0.1/login.asp
২) Ip টি যেকোনো ব্রাউজার এ লিখে এন্টার দেন।
৩) এই রকম একটা পেজ আসবে।
৪) ইউজার নেম দেয়া থাকবে। আপনি password দিবেন admin.সব রাওটার এর ই ডিফল্ট password admin দেয়া থাকে। আপনি পরে চাইলে এটা পরিবরতন ও করতে পারবেন।
৫) এরপর এই রকম একটা পেজ আসবে।
৬) PPPoE টাইপ সিলেক্ট করে আপনার ISP এর ইউজারনেম এবং পাসওয়ার্ড দিয়ে ওকে করুন।
৭) এটা ই মুলত প্রাইমারি সেটআপ ইন্টারনেট Connect করার জন্য।
আশা করি সবাই বুজতে পেরেছেন। বাকি সেটআপ গুলো দেখতে ভিডিও টি দেখুন
ভিডিও টি ভালো লাগলে সবাই শেয়ার করবেন।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেয!!!
আমি সুমন রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
tnx