এই গরমে লুফে নিন জিপিতে ৯ টাকায় ৩০ দিনের জন্য ১জিবি ইন্টারনেট!

আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন! আজ আমি আমার ২য় টিউন করতে যাচ্ছি 😛 আজ গ্রামীণফোনের দূর্দান্ত ইন্টারনেট অফার নিয়ে টিউন করব। কিছু দিন আগে অনেকেই ৯টাকায় ১জিবি অফার টি পেয়েছিলেন।কিন্তু গতকাল থেকে অফার টি বন্ধ হয়ে যায়। এবং সেই সাথে নতুন শর্ত সহ আবারও ৯টাকায় ১জিবি অফারটি চালু করা হয়। আশা করি সবাই নতুন তথ্য পাবেন এবং উপকৃত হবেন।

০৮-০৬-১৫ থেকে ১জিবি ইন্টারনেট + ১জিবি ফ্রী ফেসবুক অফার পাওয়া যাবে মাত্র ৯ টাকায় ৩০ দিনের জন্য।

অফারটির জন্য মোট খরচ হবে ভ্যাট সহ ১০.৩৫ টাকা মাত্র।

অফারটির শর্ত সমূহঃ

  • যারা গত ৯০ দিনে ১৫০কেবি এর কম ইন্টারনেট ব্যবহার করেছে কেবল তারাই এই অফারটি পাবে।
  • অফারটি পেতে ডায়াল করুন *৫০০*৯১#
  • ইন্টারনেট ভলিয়াম জানতে ডায়াল করুন *৫৬৬*১০#
  • ফেসবুক ইন্টারনেট ভলিয়াম জানতে ডায়াল করুন *৫৬৬*১#
  • ইন্টারনেট এবং ফ্রী ফেসবুক ২৪ ঘন্টাই ব্যবহার করা যাবে।
  • ১জিবি ইন্টারনেট দিয়ে সকল ব্রাউজার এবং এপস ব্যবহার করা যাবে।
  • ফ্রী ফেসবুক শুধুমাত্র হ্যান্ডসেটের ডিফল্ট ব্রাউজার, ফেসবুক অফিসিয়াল এপস, ফেসবুক মেসেঞ্জার, এবং ফেসবুক লাইট দিয়ে ব্যবহার করা যাবে।
  • যাদের গত ৩মাস যাবত জিপি সিম বন্ধ রয়েছে তারাও এ অফার টি পাবেন।
  • যারা বন্ধ সিমে এ এই ১জিবি নিতে চান তারা যদি আগেই ২৯টাকায়  ২জিবি নিয়ে থাকেন তাহলে এই ১জিবি পাবেন না।

 

তাই আর দেরি না করে এরকম ৯০ দিনে ১৫০কেবি এর কম ইন্টারনেট ব্যবহার  হয়েছে এমন কোন জিপি সিম খুজে বের করুন আর আরামসে চালান 😆 আজ এতটুকুই, কোন সমস্যা হলে আমাকে জানাবেন।

ফেসবুকে আমি।

Level 0

আমি বয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 26 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউন করার জন্য ধন্যবাদ আপনাকে।।

টোটাল কতবার নেয়া যাবে এটা আর দিনে কতবান নিতে পারবো

bondho hoice ke bollo apnake?Ami to ajke o 10.35 takay 1GB nilam.

অপারেটর গুলা এত্ত খারাপ , যারা নিয়মিত টাকা খরচ করে নেট ব্যবহার করে তাদের জন্য কোন সুযোগ নাই , কিন্তু যারা কোন দিন ব্যাবহার না করে অফার সুদু তাদের জন্যই দেয় ।

যারা প্রতিদিন এতো টাকার নেট ইউস করে তাদের কোনো খবর নাই…

amar sim offer ar aotai asa ki na janar kono upay asa ki

besi use korle hobe na…mane 150kb?

অফারের আওতায় আছে কিনা তা কি মেসেজ দিয়ে জানা জাবে কি গেলে পদ্ধতি টা দেন।

অফারের আওতায় আছে কিনা তা কি মেসেজ দিয়ে জানা জাবে গেলে পদ্ধতি টা দেন।

বন্ধ সিমে হবে কি

ভাল টিউন।

টোটাল কতবার নিতে পারবো জানালেন্না

অনুগ্রহ করে কেউ কি বলবেন ১টি সিমে কতবার ১
gb নিতে পারব।

ভাই আপনারে অসংখ্য ধইন্যা (ধন্যবাদ :-P)
আমি পাইয়ালছি… 😛 😀

Congratulations! 2GB (1GB FB + 1GB for Internet) internet pack will be activated soon at only Tk 9 (+VAT & SD), Please wait for the confirmation SMS

palam Congratulations! 2GB (1GB FB + 1GB for Internet) internet pack will be activated soon at only Tk 9 (+VAT & SD), Please wait for the confirmation SMS THANKS

Level 0

এটা কয় বার নেওয়া যাবে বলেন… টিউন করলে কমেন্ট এর রিপ্লাই দিতে হয়….না জানলে বলবেন জানি না….

এই অফার টা একটা সিমে একবার নেওয়া যায়… @Nahian777

একটা সিমে এই অফার কতবার নেওয়া যায়? কেউ কি একাধিক বার নিয়েছেন, আমার তো মনে হয় একাধিকবার নেওয়া যাবে।

Thanks for your tune on techtunes.io.I am already get this offer.Thank you brother.

Dear Customer, Sorry you are not eligible to avail this offer মেছেজটি আসে।

Level 2

এই অফার আমার জন্য না…। 🙁

thanks

খুব সুন্দর টিউন করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।