সবাইকে স্বাগতম জানিয়ে আসল কথায় আসি।
বর্তমানে ইন্টার্নেটে এমন কোন ওয়েব সাইট খুজে পাওয়া যাবে না যেই সাইটে কোন এড থাকে না। প্রায় সবগুলো সাইটে ডুকলেই এখন এড আর এড। এই এড গুলো যেমন প্রচুর বিরক্তি কর তেমনি যথেষ্ট ঘাতক ও বটে। ঘাতক বলার কারণ হচ্ছে এগুলো প্রচুর পরিমানে ব্যান্ডওইথ (বা এমবি) গিলতে থাকে। যেহেতু এই এড গুলো আমাদের কোন উপকার করে না, বরং ক্ষতিই করে, তাই এই এড গুলোকে নিজের ইচ্ছে মত চলতে দেওয়ার প্রশ্নই ওঠে না।
তাই আমি আমার তৃতীয় টিউনে আপনাদের সাথে এমন একটি add-ons শেয়ার করবো যা যেই কোন ওয়েব সাইটের যে কোন ধরনের এড ব্লক করে দিবে আর আপনাকে দিবে একটি পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েব সাইট। আমি ব্যক্তিগত ভাবে এটি ব্যবহার করি।
এই এড অনস টির নাম “ Add block Plus ”
যেকোন ব্রাউজারের add-ons স্টোরে গিয়ে “ Add block Plus ” এই নাম টি টাইপ করলেই পেয়ে যাবেন। এটার সাইজ মাত্র ৫০০ কেবি।
🙂 আমি সব ব্রাউজারেই ব্যবহার করেছি। অপেরা ব্রউজরের স্ক্রিনশর্ট দিলাম 🙂
অপেরা ব্রাউজার এর জন্য : Add block plus for Opera
গুগল ক্রোমে এর জন্য : Add block plus for Google Chrome
মজিলা ফায়ারফক্স এর জন্য লিংক দিতে পারি নি,
তবে স্টোরে গিয়ে নিচের ছবির মত টাইপ করে, Install করলেই হবো... 🙂
এবার পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েব সাইট ভিজিট করুণ আর অল্প হলেও ব্যান্ডওইথ অপচয় রোধ করুন। 🙂
সবার জন্য অনেক গুলো শুভ কামনা 🙂 🙂
আমি মিজানুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
© সাইকেল চালাইতে ভালবাসি © rubik's কিউবার:) © সেরাম চা খোর © বিরিয়ানি খোর © বিদ্রোহী © পাগল © হিটলার ভক্ত © চেতনাবাদী মুসলমান © অন্নেক বড় দুইটা স্বপ্ন আছে!! © এটুকুই আমার বায়োগ্রাফী, খুব সাধারণ একজন মানুষ, সবার দোয়াই চলছে কোন রকম :)
thex