আসসালামু আলাইকুম সবাই কেমন ? আছেন আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়ে বলবো App.net। App.net নামটা অনেকের কাছে নতুন মনে হতে পারে। তাই প্রথমেই জেনে নেয়া দরকার App.net কি এটা কি ধরনের ওয়েব সাইট। এটা এক ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম, এ মাধ্যমে আপনি আপনার বন্ধুদের সাথে ছবি, ভিডিও, বিভিন্ন কিছু শেয়ার করতে পারবেন। App.net আপনি পিসি ভার্সন ছাড়াও অ্যান্ড্রয়েড, IOS ইত্যাদি ভার্সনে ব্যবহার করতে পারবেন। ফেসবুক, টুইটারকে যেমন আনেক কাজে ব্যবহার করা হয়ে থাকে, তেমনি App.net কে হয়তো অনেক ভাবে ব্যবহার করা যায়। তবে আমি বেশি কিছু জানি না যেটুকু যানি আপনাদের সাথে শেয়ার করলাম। App.net কে আমি এসইওর কাজে বেশি ব্যবহার করে থাকি। আমার ওয়েবসাইটের টিউন এর লিংক শেয়ার করে থাকি। এতে করে মোটামুটি ভালোই ভিজিটার পাই। যাই হোক এবার দেখুন কিভাবে সাইন আপ করতে হবে।
আর বলে রাখি এই টিউটা করার বিশেষ কারন হল, আমার পরের টিউনে App.net এর একটা Account লাগবে।
ধাপ:১
ধাপ:2
কিভাবে ব্যবহার করবেন তা আমার মনে হয় লেখার প্রয়োজন নাই, বিভিন্ন মেনু দেখুন দেখলেই বুঝতে পারবেন আশা করি। না বুঝলে টিউমেন্ট করুন আমি এই নিয়ে একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করে দেব।
আমি আশরাফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, আমি "আশরাফুল ইসলাম"। আমি বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আমি আপনাদের দারুন আর মানসম্মত টিউন নিয়মিত উপহার দিতে পারব বলে আশা করি।
ধন্যবাদ আপনাকে!