বাংলাদেশের সেরা ১০ টি ওয়েবসাইট

আজ আমি আলোচনা করব বাংলাদেশের টপ ১০ সাইট নিয়ে। আমার লেখার যাবতীয় তথ্য এলেক্সা ডট কম হতে সংগৃহীত।

১। বাংলাদেশে ১ নং অবস্থানে আছে ফেসবুক ডট কম।ফেসবুক সম্পর্কে নতুন করে বলার মত কিছু নাই। বোঝা যাচ্ছে যে বাঙালি ফেসবুকে সময় নষ্ট করে বেশি। ফেসবুক গ্লোবাল র‍্যাংকে আছে ২ এ।
URL: http://www.facebook.com

২। বাংলাদেশে ২ নং অবস্থানে আছে গুগোল ডট কম। গুগোল হলো সার্চ ইঞ্জিন। এটি বর্তমানে বিশ্বে ১ম অবস্থানে আছে।
URL: http://google.com

৩। বাংলাদেশে ৩ নং অবস্থানে আছে গুগোল ডট কম ডট বিডি।এটি গুগোল বাংলাদেশের ওয়েবসাইট। গুগোল ডট কম আর গুগোল ডট কম ডট বিডি একই কাজ করে থাকে।
URL: http://google.com.bd

৪। বাংলাদেশে ৪ নং অবস্থানে আছে ইউটিউব ডট কম।বাঙালি যে ভিডিও পাগল এটি তার প্রমাণ। ইউটিউবের গ্লোবাল র‍্যাংক ৪।আর মজার বিষয় যে ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা বাংলাদেশের বংশভূত জায়াদ করিম।
URL: http://youtube.com

৫। বাংলাদেশে ৫ নং অবস্থানে আছে প্রথম আলো ডট কম।পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বাংলা দৈনিক যে সেরা ১০ এ থাকবে এতে অবাক হওয়ার কিছু নাই। সারা বিশ্বে আছে ৯৭৪ নম্বর অবস্থানে।
URL: http://www.prothom-alo.com

৬। বাংলাদেশে ৬ নং অবস্থানে আছে ইয়াহু ডট কম। এটিও একটি সার্চ ইঞ্জিন। বর্তমানে এটির জনপ্রিয়তা কমে গেলেও বাংলাদেশে এটি ভাল একটা অবস্থান রাখে তা নিশ্চিত।
URL: http://yahoo.com

৭। বাংলাদেশে ৭ নং অবস্থানে আছে বিডিনিউজ২৪ ডট কম। এটি একটি অনলাইন নিউজ পোর্টাল। গ্লোবালে তারা আছে ১৬৬৬ এ।
URL: http://bdnews24.com

৮। বাংলাদেশে ৮ নং অবস্থানে আছে ব্লগস্পট ডট কম। এর মাধ্যমে ব্লগ তৈরি করা হয়।
URL: http://blogspot.com

৯। বাংলাদেশে ৯ নং অবস্থানে আছে আসক ডট কম। আমার মতে এটি এতো জনপ্রিয় হওয়ার কথা না। তবে মনে হয় ইন্টারনেট ডট অর্গের কল্যাণে আসক ৯ম এ আস্তে পেরেছে।
URL: http://ask.com

১০। বাংলাদেশে ১০ নং অবস্থানে আছে বাংলানিউজ২৪ ডট কম। এটিও একটি বাংলা নিউজ পোর্টাল।
URL: http://banglanews24.com

আমাদের জন্য গর্বের বিষয় যে বাঙালি নিউজ পেপার বেশি পড়ে। আশা করি যে বাংলা নিউজ পোর্টাল গুলা আরও ভাল করবে।তবে দুঃখের বিষয় হলো যে টেকটিউনস ১০ এর মাঝে নাই। 🙁
তবে ভবিষ্যতে ইনশাল্লাহ ১ এ দেখবো বলে আশা করি।

পূর্বে প্রকাশিত এখানে
টিউনটি ভাল লাগলে আমার সাইট থেকে ঘুরে আসতে পারেন।

আমি আছি ফেসবুকে

বিঃদ্রঃ আমার জানা মতে আমার টিউনে আমি টেকটিউনস নীতিমালা বিরুদ্ধ কোনও কিছু লেখি নাই। এমন কিছু থাকলে দয়া করে জানাবেন। 🙂

Level 0

আমি তাসনিমুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Ask.com খানিকটা অজান্তেই ব্যবহৃত হয়ে থাকে ! যেমনঃ KM Player ইনষ্টল করলে ওদের টুলবার ইনস্টল হয়ে থাকে ব্রাউজারে এবং সে হয়ে হয়ে যায় ডিফল্ট সার্চ ইন্জিন ! আর যারা কম্পিুটার ব্যবহার করে থাকে তাদের ৯০% + KM Player ব্যবহার করে থাকে এবং এদের মধ্যে বেশিরভাগই এই সমস্যা যুক্ত।
সেরা দশে সামু এন্ড টিটি’র নাম থাকলে ভাল লাগতো।

টিটি কত নম্বরে ?

টিটিতে যে হারে ভিজিট হয় টিটিও দশের মধ্য যেকোনো এএকটা স্থান থাকার কথা।

ধন্যবাদ।