টেক্টিউন্স এর কর্মকর্তাদের অনেক অনেক ধন্যবাদ রেজিস্ট্রেশন আবার খুলে দেবার জন্য । এতে আরো অনেক ভালো ভালো টিউন পাবো বলে আশা রাখি । তবে হ্যা এখানেও এখন দেখি সব আজাইড়া টিউন করা হচ্ছে । হয়তো এটাও ঐ ক্যাটাগরিতে পরে । যদি এই টিউন টা পড়ে একজন লোক ও উপকৃত হন আমি তাতেই নিজেকে সার্থক বলে মনে করব ।
প্রায় ১ বছর হয়ে যাচ্ছে কোন ফ্রি নেট নাই । রবি যদিও ইন্টারনেট ডট অরগ এ ২০ টি সাইট দিচ্ছে সেটাতেও অনেক প্রব্লেম ।টাকা থাকলে সেটা নাকি কেটে নেয় বলে অনেকে অভিযোগ করেছে । এই ফালতামির মাঝে জিপির এরকম একটা অফার সত্যিই ভালো লাগলো । এখন প্রায়ই জিপি বিভিন্ন ধরনের অফার দিচ্ছে। এর প্রধান কারন হতে পারে এখনকার এই প্রতিযোগিতার মাজারে নিজেকে আপ টু ডেট রাখা ।
জিপি দিচ্ছে ১ টাকায় ৭৫ মেগাবাইট । আপনার যতবার ইচ্ছা নিতে পারবেন । তবে কেউ যদি না পান তাহলে আমি দায়ী না ।
শুনে অবাক লাগছে ?
অবাক হবার কিছু নাই । আগে নিচের ছবিটা দেখেন । ভালো করে নিচের মেসেজটি পড়ুন ।
অফারটি নাকি শুধু জিপি স্টারদের জন্য । কিন্তু আমি জিপি স্টার না হয়েও পেলাম ।
ডায়াল করুন *৫০০*৮৪#
আমার কাছে অবশ্য জিপি থেকে মেসেজ আসছিলো । আপনিও ট্রাই করে দেখতে পারেন ,।
আমার ব্লগটা ঘুরে আসতে পারেন এখানে ক্লিক করে
আমি অমিত বসুনিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা আসলেই সত্যি কিন্তু এটা সবার জন্য না আমিও পেয়েছি এখনো এই আওতায় আছি ৭ জিবির মতো নিছি আরো নেবো