জিপির পাগলা অফার । ১ টাকায় ৭৫ মেগাবাইট । বিশ্বাস না হলে স্ক্রিনশট দেখুন ।

টেক্টিউন্স এর কর্মকর্তাদের অনেক অনেক ধন্যবাদ রেজিস্ট্রেশন আবার খুলে দেবার জন্য । এতে আরো অনেক ভালো ভালো টিউন পাবো বলে আশা রাখি । তবে হ্যা এখানেও এখন দেখি সব আজাইড়া টিউন করা হচ্ছে । হয়তো এটাও ঐ ক্যাটাগরিতে পরে । যদি এই টিউন টা পড়ে একজন লোক ও উপকৃত হন আমি তাতেই নিজেকে সার্থক বলে মনে করব ।

 

প্রায় ১ বছর হয়ে যাচ্ছে কোন ফ্রি নেট নাই । রবি যদিও ইন্টারনেট ডট অরগ এ ২০ টি সাইট দিচ্ছে সেটাতেও অনেক প্রব্লেম ।টাকা থাকলে সেটা নাকি কেটে নেয় বলে অনেকে অভিযোগ করেছে । এই ফালতামির মাঝে জিপির এরকম একটা অফার সত্যিই ভালো লাগলো ।  এখন প্রায়ই জিপি বিভিন্ন ধরনের অফার দিচ্ছে। এর প্রধান কারন হতে পারে এখনকার এই প্রতিযোগিতার মাজারে নিজেকে আপ টু ডেট রাখা ।

জিপি দিচ্ছে ১ টাকায় ৭৫ মেগাবাইট । আপনার যতবার ইচ্ছা নিতে পারবেন । তবে কেউ যদি না পান তাহলে আমি দায়ী না ।

শুনে অবাক লাগছে ?

অবাক হবার কিছু নাই । আগে নিচের ছবিটা দেখেন ।  ভালো করে নিচের মেসেজটি পড়ুন ।

অফারটি নাকি শুধু জিপি স্টারদের জন্য । কিন্তু আমি জিপি স্টার না হয়েও পেলাম ।

ডায়াল করুন *৫০০*৮৪#

আমার কাছে অবশ্য জিপি থেকে মেসেজ আসছিলো । আপনিও ট্রাই করে দেখতে পারেন ,।

 

আমার ব্লগটা ঘুরে আসতে  পারেন এখানে ক্লিক করে

Level 0

আমি অমিত বসুনিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 54 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা আসলেই সত্যি কিন্তু এটা সবার জন্য না আমিও পেয়েছি এখনো এই আওতায় আছি ৭ জিবির মতো নিছি আরো নেবো

thank u bhaia

হয়না তো

ami niyechi ,150 MB 3g te kaj korchilo akhon 2g hoyegeche,,
2g speed akhon,
akhon ki korbo?

ধন্যবাদ শেয়ার করার জন্য।

আমার ব্ন্ধু প্যাকেজ,*৫০০*৮৪# ডায়াল করার পর । Sorry, this package is not available anymore or you have requested with an invalid keyword or sms format. Dial *5000# or Call 5000 IVR (free of cost) to activate GP Internet Packages.এই লেখা আসে। এখন আমি উক্ত অফার টি কিভাবে পেতে পারি।help করার অনুরোধ রইল।

@রায়হান চৌধুরী 1ta 3g pack kine chalan.

এই অফার গুলি কিছু কিছু সিমে দেয় কিন্তু মাঝে মাঝে ২জি স্পীড দেয় তখন আর করার কিছুই থাকে না, মেজাজ আরো খারাপ হয়ে যায়। তর পর শেয়ার করার জন্য ধন্যবাদ

আমার কাজ হল না। জিপির এই একটা দোষ সবাই সব অফার পায়না।

GP ফাটাফাটি ইন্টারনেট অফার! ১GB ইন্টারনেট পাচ্ছেন মাত্র ৫৫ টাকায় ভ্যাটসহ (১৫দিন মেয়াদ)। অফারটি পেতে আগামি ৩০জুনের মাঝে ডায়াল করুন *৯৯৯*৩#অামাকে দিছে অাপনি পেতে পারেন

Level New

1 ta sim e 1 takai 75MB & r ekti sim e 9 tk e 1GB er offer paisi.