vpnকি? নিয়ে নিন Avast secureline vpn-এর ২০১৫ License key তাও ২ বছরের জন্য!!

v.p.n কি ? তা সংক্ষেপে ,সহজে বলি...নতুনদের জন্য। V.P.N এর পুর্ণরূপ হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক(“Virtual Private Network”)।ইন্টারনেট বা কোন অনিরাপদ নেটওয়ার্কে কোন প্রাইভেট LAN এর সাথে যুক্ত হওয়ার নিরাপদ পদ্ধতি হচ্ছে VPN। VPN এ সাধারনত এনক্রিপশনের( encryption) মাধ্যমে ডাটা আদান প্রদান করা হয়।এনক্রিপশন অর্থাৎ ডাটা বা তথ্য কে কোডে পরিনত করা। এই এনক্রিপশন করার কারণে বাইরের কোন ইউজার VPN এ আদানপ্রদানকৃত ডাটা পড়তে পারে না। তাই একে প্রাইভেট নেটওয়ার্ক বলে। সাধারণত বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো VPN ব্যবহার করে। কোন একটি মাল্টিন্যাশনাল কোম্পানির বিভিন্ন শহরে অবস্থিত শাখা অফিসে ইন্টারনেট এর মাধ্যমে তথ্য আদান প্রদান করতে হয়। তাদের এই তথ্য আদান প্রদানকে নিরাপদ করার জন্য তারা VPN ব্যবহার করে।

vpn server দিয়ে তার মানে আপনি যখন vpn নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত হবেন তখন আপনার সকল তথ্য নিরাপদ এমনকি আপনার অবস্থান নির্ণয় ও সম্ভব হবে না। তার মানে vpn নেটওয়ার্ক এর সাথে আপনি যুক্ত হয়ে যা খুশি করতে পারবেন ! 🙂

Be Cautious :  ভিপিএন দিয়ে আপনার ফেসবুক , পেপাল অ্যাকাউন্ট , email এ লগিন করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে কারন আপনি যদি vpn ব্যাবহার করেন তাহলে vpn server -এ সেটা  লগ সেভ হয়। যদি ভিপিএন নেটওয়ার্ক টি স্কাম হয় তাহলে আপনার ইনফর্মেশন তারা কপি করতে পারে। সাবধান !!!

vpn server দিয়ে কিভাবে কোন software দিয়ে connect করতে হবে ? তা এই techtunes বা নেট –এ search করলে অনেক information পাবেন।তবে আমি এখন avast secureline vpn নামক software দিয়ে কাজ করব।

avast secure line vpn software টি avast antivirus latest ভার্সন গুলোতে স্থায়ী অবস্থায় থাকে।তবে অন্য কোন antivirus যারা use করেন তারা নিচের লিঙ্ক থেকে আপডেট ভার্সন  অবশ্যই ট্রায়াল ভার্সন  ডাওনলোড  করে নেন। avast antivirus আছে তারাও কষ্ট করে পারলে ডাওনলোড    করে নেন। কেন তা পরে বলছি।।

 https://www.avast.com/secureline-vpn

 

এবার license key টা download করে নেন।

https://app.box.com/s/9exi1axsvbof4695mhhrmfsiugfb322d

 

 

এবার একটিভ করার পালা।

যে license key দিলাম তা extract করে নেন ।

এবার ,মূল  সফটওয়ার টা ওপেন করে  করার পর ইন্সটল করে সক্রিয় করতে নিচের ছবির মতো অনুসরণ করুন।

 

উপরের ছবির মতো “insert it here” ক্লিক  করুন।

তারপর আপনি যে ফোল্ডার এ কি ফাইলটি রেখেছেন তাতে ক্লিক করুন। license ফাইলের ভিতরের avast! SecureLine VPN 2 years License সিলেক্ট করুন।

সক্রিয় হয়ে যাবে।

এবার avast secure line vpn software টির অ্যারো তে ক্লিক করুন ।আপানার পছন্দ মতো একটা server পছন্দ করে ক্লিক করুন।5-10 সেকেন্ড সময়ের মধ্যে connected হবে।connect হতে কতো সময় নিবে তা আপনার internet speed এর উপর depend করে।তবে highest ৬০ সেকেন্ডের মধ্যে হয়ে যাবে।

এবার আপনি বুঝবেন কিভাবে যে আপনার ip change হয়েছে ? online থেকে দেখতে হবে ,তাই না।অতদুর যাওয়াও লাগবে না।just ফায়ারফক্স এর নিচের ছবির মতো জাইগায় ক্লিক করুন।

Google –এর দিকে তাকায় দেখুন ...আপনি যদি new york united state ক্লিক করেন তাহলে আপনি এখন google brasil-এ।

এবার আপনি আরও sure হওয়ার জন্য  ip check  অথবা server -এর speed কেমন তা জানতে  নেট use করতে পারেন।server -এর speed নেট connection -এর উপরও depend  করে।

এবার আসি... যারা latest avast antivirus use করি ,তাদের জন্য।

Settings-এ গিয়ে subscription এ ক্লিক করুন। আপনি যদি latest antivirus active করেন তাহলে SecureLine VPN তা trial মুডে থাকবে। এবার SecureLine VPN এ গিয়ে আগের মতো insert it file- এ ক্লিক করুন।তারপর বাকিটুকু আগের মতো।

এবার Tools-এ গিয়ে SecureLine VPN এ ক্লিক করুন।তারপর আগের মতো server choice করুন।

এখন কেন আগে বলেছিলাম যে avast secure line vpn software টি download করতে।কারনটা এখন বলছি।

 

Antivirus থেকে SecureLine VPN active করার পর Tools-এ SecureLine VPN এ গিয়ে নিচের ছবির মতো আসতে পারে।

 

ভয় পাবেন না... down arrow তে ক্লিক করে  just server choice করে connect করুন connected হয়ে যাবে। যদি তারপরও না হয় বা কোন সমস্যা হয় তাহলে ওই avast secure line vpn software টিতে প্রয়োগ করে দেখেন active হয়ে যাবে আমারটাতে দুই ভাবে করেছি।

ধন্যবাদ সবাইকে। 🙂

 

 

 

 

 

Level 0

আমি Partho। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I HAVE TO IMPROVE MYSELF BY ACQUIRE KNOWLEDGE Favourite website that I have ever seen: www.bkwsu.org


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লেখেছেন

vaia avast site e jeye direct kon ta dwnld korbo bujlam nah, direct dwnld link den

    @লিমন: @লিমন: ভাই, যে link দেয়া আছে সেইখানে গিয়ে একদম সোজা নিচে যেয়ে দেখবেন ” Avast SecureLine for Windows” তারপর “Buy Now” দেখবেন । তার আরেকটু নিচে ” Undecided? DOWNLOAD TRIAL ” লেখা আছে… সেইখান থেকে download করে নিন।
    ধন্যবাদ কমেন্ট করার জন্য……।

লাইসেন্স ফাইল রিফিউজ কানেকশন আসে 🙁

    @এস কে মিরাজ: ভাই ,আপনার solution পাইসি… আপনি কষ্ট করে লাইসেন্স ফাইল আবার reinsert করে, পিসি restart দেন , এইবার connect করেন…

Level 0

Sorry, the SecureLine server has refused your licensed file.
কানেক্ট ক্লিক করলে এটা দেখায়

    @voyager: @voyager: আমারো একই আসে 🙁

    @voyager: ভাই ,আপনার solution পাইসি… আপনি কষ্ট করে লাইসেন্স ফাইল আবার reinsert করে, পিসি restart দেন , এইবার connect করেন…

https://148.251.229.77/index.php?topic=141697.0 এই link এ আপনাদের মতো সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে…দেখতে পারেন… browser -এ untrusted link আসতে পারে… ভয় পাইয়েন না… এটা avast forum. আর যদি আমাকে বিশ্বাস না করেন তাহলে proxy server use করে এই লিঙ্কে যেতে পারেন…

একবার লাইসেন্স ইন্সার্ট এর পরে আর তো ইন্সার্ট এর অপশন পাচ্ছি না see this screenshot goo.gl/JtYg9d

    @এস কে মিরাজ: @এস কে মিরাজ: ভাই , যদি ঝামেলা এড়াতে চান তাহলে মূল link হতে software টা download করে নেন। আর যদি তা না করতে চান তাহলে প্রথমে আপনাকে একটু কষ্ট করতে হবে … আপনি যে অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস use করছেন… এটাতে ফাইল reinsert করতে problem হয়।এইজন্য আপনাকে প্রথমে control panel – এ গিয়ে unstall programm -এ গিয়ে avast anivirus এ ক্লিক করুন । এবার change button -এ ক্লিক করুন । continue clickকরুন ।তারপর একটা windows আসবে সেখানে গিয়ে tools -এ গিয়ে secureline এ টিক mark টা উঠিয়ে দিন। এবার continue বাটন চাপলে নতুন করে update হবে।পরে avast antivirus গিয়ে settings -এ গিয়ে registration এ দেখবেন secureline vpn হাওয়া হয়ে গেছে ।এখন আগের মতো control panel -এ গিয়ে secureline এ টিক mark টা বসিয়ে দিন। continue তে click করলে আবার update হবে।এবার settings -এ গিয়ে registration এ দেখবেন secureline vpn চলে এসেছে।এখন active করুন।ভাই , avast antivirus দিয়ে কাজ করলে একটু problem হবে আমি tune -এ বলেছিলাম।শুনেন এখনো active করার পর যদি কাজ না করেন তাহলে direct যে লিঙ্ক দেয়া আছে সেইখান থেকে কষ্ট করে software টা download করে নেন। তারপর active করেন।আর সমস্যা হবে না আশা করি।

ভাই, আপনার শিখার আগ্রহ দেখে আমি খুশি হমু না কাঁদমু বুঝবার পারতেছি না। আপনি software বন্ধ করে কষ্ট করে আবার try করেন।আর যদি না হয় তাহলে পিসি restart দেন।এবার try করেন। ভাই, হইলে আমারে ভুলে যাইয়েন না। একটু জানাই যাইয়েন ।

রিস্টার্ট দেয়ার পরেও কাজ হচ্ছে না। Secureline sever has refused your license file. 🙁

রিস্টার্ট দেয়ার পরেও কাজ হচ্ছে না। Secureline sever has refused your license file. 🙁

আপনারা এই patch ডাউনলোড করে নিয়ে run as administrator এ running করেন।
for 32 bit
https://app.box.com/s/7p9y9ena1c79vq1euqdara89szyewg1p

for 64 bit:
https://app.box.com/s/k20l9dfyrmrhpliqww34wts5tq2c51o5

আশা করি এইবার connect হবে।
reference link:https://forum.avast.com/index.php?topic=132812.0

আমার তো অ্যাক্টিভ হল , থ্যাংকস ।

ভাই , thanks তো আমি আপনাকে বলবো ।কারন আমার tension টা দূর করার জন্য।এক জনও active করতে সফল হতে না পারায় মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলও……।ঃ)