আসসালামু আলাইকুম।
সবাই কেমন আছেন? আশা করি ভালই আছেন। আবারও আপনাদের মাঝে ফিরে এলাম।
যাই হোক।
আপনি কি আপনার বন্ধুকে একটু আতঙ্কিত করতে চান? ভয় পাইয়ে দিতে চান? তাও আবার ফেইসবুক এর মাধ্যমে? তাহলে এটা বেশ কাজে দেবে। কাজটা খুবই সাধারণ, কয়েকটা Step এর মাধ্যমেই এটা আপনি করতে পারবেন।
Just Victim একটা Icon এ ক্লিক করলেই একটা Message আসবে আর কিছুক্ষণের মধ্যেই তার পিসি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।
আসুন তাহলে দেখি নেই কিভাবে এটা তৈরি করবেন।
আগে একটা কথা বলা উচিত এটা আসলে সত্যিকার অর্থে ভয়ংকর কোনও ভাইরাস না, এটা একটা Shutdown Program.
এই মজার কাজটার জন্য আপনাকে কেবল নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে।
তো চলুনঃ
প্রথমে একটি Notepad ওপেন করুন।
এতে লিখুন shutdown -s -t 30 -c "Your computer will be closed in 30 seconds" লেখাটি কপি করে বসিয়ে দিন।
এখানে 30 নির্দেশ করছে কত সময়ের মধ্যে কম্পিউটারটি Shut Down হয়ে যাবে। এখানে 30 দেওয়ার মানে হচ্ছে 30 সেকেন্ডের মধ্যে কম্পিউটার Shut Down হবে। আপনি যদি আরও বেশি বা কম দিতে চান তাহলে 30 এর জায়গায় অন্য সংখ্যা লিখুন।
Icon এ ক্লিক করার সাথে সাথে কম্পিউটারে যে Message টি আসবে সেটি হচ্ছে "Your computer will be closed in 30 seconds". আপনি ইচ্ছা হলে নিজের মত করে এটি পরিবর্তন করতে পারেন।
এবার নোটপেড ফাইলটি Gift.bat এই নামে Save করুন।
এর পর একটা কমপ্রেস ফাইল বা ফোল্ডার তৈরি করুন।
তার মধ্যে, Gift.bat ফাইল টি ড্রাগ করে রাখুন।
এবার কমপ্রেস ফাইলটিও Gift নামে Save করুন।
ব্যাস তৈরি হয়ে গেল আপনার মজার Shut Down Virus!
এবার আপনার বন্ধু Gift আইকন এ ক্লিক করার সাথে সাথে আপনার দেওয়া সেকেন্ডের মধ্যে কম্পিউটার Shut Down হয়ে যাবে।
এবার আপনার ফেইসবুক এ লগ ইন করুন, তারপর কোন বন্ধুকে Attach File অপশন টির মাধ্যমে পাঠিয়ে দিন। আর বলেন একটু Icon টাতে ক্লিক করতে।
আর যেই বন্ধু এই ফাদে পা দিবে কয়েক সেকেন্ডের মধ্যেই তার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। এভাবে বোকা বানিয়ে দিন তাকে আর আপনি মজা লুটেন !!!
আশাকরি একটু হলেও মজা পাবেন।
সবাই ভালো থাকবেন ।
কিছু বুঝতে অসুবিধে হলে, ভিডিও টি দেখুন।
তো কেমন লাগলো জানাতে ভুলবেন না। আশা করি ভালো লেগেছে।
আমাকে ফেসবুকে পাবেন এখানে।
আমি আহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 34 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই কাজ করলেত ভালো…