অনলাইন থেকে আয়, আমি সফল আপনিও হবেন ইনশাল্লাহ পর্ব-২(বিষয়-পেমেন্ট)

পেমেন্ট এর গল্প একটু আগে না শুনলে তো কাজ করে মজা পাবেন না তাই আগে ভাগেই বলে নিচ্ছি। মাইক্রোওয়ারর্কাস থেকে আমার প্রথম অর্থ উত্তোলনের ঘটনাটি শুনলে আপনারা হয়ত এ সাইট সম্পর্কে আরও একটু ভাল জানতে পারবেন। পাশাপাশি এই সাইটের পেমেন্ট নিয়ে যাদের দুশ্চিন্তা তারাও জেনে সন্তুষ্ট হবেন বলেই লিখছি। ডলারের বিনিময়ে টাকা যে ডলারগুলো আমি পেয়েছিলাম মাইক্রোওয়ারকার্স ডট কম থেকে। অনেক কাজ করেছি এবার পেমেন্ট পাওয়া যাবে। মনের গভীরে দারুন এক অনুভূতি। কেননা এই সাইট থেকে প্রথমবারের মত টাকা পাব আর সকলকে জানিয়ে দিতে পারব এর কর্ম সম্পাদন প্রক্রিয়া। আমি মাইক্রোওয়ার্কারসে withdraw অপশন ব্যবহার করলাম। তারা জানাল ২১ দিনের মধ্যে আমার বাসায় একটি পিনসহ চিঠি আসবে, আমি অপেক্ষায় থাকলাম। দিন ১৫ পরে চিঠিটি আমি হাতে পাই এবং সাথে সাথেই পিন ভেরিফিকেশন করে ফেলি। তারা আমাকে আবার জানাল দু-চার দিনের মধ্যে আমার টাকা এলার্টপে একাউন্টে চলে যাবে আমি তখনও কাউকে কিছু বলি নি। হঠাৎ করে একদিন মাইক্রোওয়ার্কারস এর সাইটে withdraw এর পেজে দেখি একটি ম্যাসেস। লেখা ছিল “আমার ব্যালেন্স সফলভাবে এলার্টপে তে চলে গেছে”। মনের বাসনাকে আর ধরে রাখতে পারিনি ঠিক তখনই আমার এলার্টপে একাউন্ট চেক করি আর দেখতে পাই মাইক্রোওয়ারর্কাস থেকে আসা আমার প্রথম পেমেন্ট। হতে পারে সেখানে সামান্য কিছু ডলার কিন্তু কাজের বিনিময়ে প্রাপ্তি আসলেই হবে কিনা তারতো একটা প্রমান দেখতে পেলাম। মনে মনে নতুন সিদ্ধান্ত নিলাম এবার কাজ করব কেননা সাইটাকে এবার পুরোপুরি সত্যি মনে হল। তাই বলছি আপনারাও কাজ করতে পারেন এ সাইটে কোন প্রকার দুশ্চিন্তা ছাড়াই। আশা করি আপনারাও সফল হবেন ইনশাল্লাহ...

এলার্টপে একাউন্ট থেকে কিভাবে ব্যালেন্স অন্য একাউন্টে পাঠানো যায় সে পদ্ধতি জানতে ক্লিক করুন।

মাইক্রোওয়ারকার্স এ কিভাবে কাজ করতে হয় তা জানতে ক্লিক করুন।

আশা করি সামনের দিনে এ সম্পর্কে আরও ভাল কিছু লিখব। সে পর্যন্ত সুস্থ থাকুন আর মাঝে মধ্যে ভিজিট করুন http://nextbarisal.com এই কামনায় শেষ করছি..........

Level 0

আমি আল-আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভালবাসি মানুষকে কেননা এরাই হচ্ছে সৃষ্টির সেরা জীব। যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা সাক্ষী আমি কারো ক্ষতি চাই না বরং চেষ্টা করি ভাল কিছু করতে। আমার ক্ষুদ্র প্রয়াস থেকেই শুরু করেছি বাংলা ভাষায় টিউটোরিয়াল ও অনলাইন থেকে আয়ের টিপস সম্বলিত ওয়েব সাইট http://nextbarisal.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

তরজমা ভাল হয় নাই। আপনার নিজের কাহিনী শোনান।

আল আমিন ভাই প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে ,এ রকম একটি বিষয় শেয়ার করার জন্য। আর শুভ কামনা রইল আপনার সামনের দিনগুলোর জন্য।

আল আমিন ভাই প্রথমেই ধন্যবাদ জানাই আপনাকে ,এ রকম একটি বিষয় শেয়ার করার জন্য।

Level 0

কিন্তু ভাই কোন website সেটা তো ঠিক বুঝলাম না ।

এই সাইটে ও কাজ করে দেখতে পারেন…http://www.microjob.co/?amigosid=1185

Level 0

মাইক্রোওয়ার্কারস সম্পর্কে আরও একটু ভাল জানতে পারবেন:- http://www.earnnews24.com

ভাই এই সাইটে কাজটা কি , সেটা ত বললেন না। জানাবেন । নিচে আমার ইমেইল দিলাম

ভাই এটি হচ্ছে পর্ব-২ তাই কাজ বুঝতে পারছেন না্ তাই আপনি http://nextbarisal.com/bangla_version/index.php?action=micro
উপরের লিংক ভিজিট করুন।