অনেক তো জানলেন রবির ফ্রী ইন্টারনেট এর খারাপ দ্বিক !!! এবার জানুন ভাল দ্বিক গুলা!!! যে ভাবে আমাদের উপকার করছে INTERNET.ORG – বিস্তারিত টিউন

আসসালামু আলাইকুম!!

সবাই কেমন আছেন? আসা করি ভাল আছেন!! :mrgreen: 

মহান আল্লাহ্‌ তায়ালার নাম নিয়ে শুরু করছি আমার ৪র্থ টিউন!

ইদানিং যে জিনিষ টা আমাদের মাঝে টিং টিং  করেছে এবং করছে তা হল রবি এর ফ্রী ইন্টারনেট!

বাই ইন্টারনেট ডট ও আর জি !

যা নিয়ে  ভিবিন্ন জন ভিবিন্ন ভাবে মন্তভ্য করেছেন!

এবং অনেক এ  ব্লগ এ লেখালেখি  করছেন!

যে কোন জিনিষ এর অপকার যেমন আছে তেমন উপকার আছে!

আর কথায় আছে মাগনা পেলে আলকাতরা ভাল 😛

তাই মাগনা যাই হক তা আমারা গ্রহন  করি।

আবার যখন ই যে যায়গায় ফ্রী আছে সে যায়গায় সে যায়গায় সে কোন স্বার্থ আছে!

ফ্রী ইন্টার নেট যে ভাবে আমাদের ক্ষতি করে সে বিষয়ে একটা দুর্দান্ত টিউন লিখেছেন

আমার প্রান পিয় টিউনার ভাই

ফ্রি ইন্টারনেট বা ফেইসবুকের Internet.org সমাচারঃ কিভাবে এটি ধ্বংস করে দিতে পারে নতুন প্রজন্ম ও নতুন ইন্টারনেট ব্যবহারকারীদেকে!

 

এবার আসি আমার টিউন এ !

কি ভাবে ফ্রী ইন্টারনেট আমাদের উপকার করছে। 😆

যে কোন কিছুর উপকার যেমন আছে তেমন অপকার আছে 😀

আর আমি সে অপকার টা বাদ দিয়ে উপকার টা তুলে ধরব!

ভুল হলে ক্ষমা করবেন

প্রথম যখন ঘোষণা করা হয় বাংলাদেশে ফ্রী ইন্টারনেট আসবে তখন সবাই অপেক্ষা করেছিলাম কখন আসবে !! কিন্তু তারিখ ছিল ১৯ এপ্রিল !

কিন্তু সিম অপারেটর রা রাজি না হওায় তা ১৯ এপ্রিল বাস্তব হয় নি!

কিন্তু অবশেষে না না জল্পনা কাটিয়ে রবির মাধ্যমে শুরু হয় ফ্রী ইন্টারনেট!

ফেইসবুক সহ আর কয়েকটি ওয়েবসাইট

 

কিভাবে আমাদের উপকার হল ফ্রী ইন্টারনেট এর কারনেঃ-

উদাহরণ,

আমি একজন সাধারন ইন্টারনেট ইউজার, এখন আমি টাকা দিয়ে প্রতি মাসে  মেগাবাইট কিনে

ইন্টারনেট চালাই (রবি সিম এ) !

তো প্রতি মাসে আমার ফেইসবুক এর জন্য এমবি খরচ হয় ৫০০ এম বি (আনুমানিক) !

এখন রবির ফ্রী ইন্টারনেট (internet.org) এর জন্য এখন যে প্রতি মাসে আমার যে ৫০০ এম বি বেঁচে যাচ্ছে তা কি আমার উপকার হচ্ছে না??

এখন আমি এই ৫০০ এমবি অন্য কাজ এ লাগাবো তা হলে কি দারায়?

ফ্রী ইন্টারনেট এর জন্য আমি এখন বিনামূল্যে ফেইসবুক চালাতে পারি! মেসেঞ্জার এ চ্যাট করতে পারি !!

আরেক টা উদাহরন দেই!

আমি গ্রামীণ সিম দিয়ে ইন্টারনেট ব্যাবহার করি ।

আমার আরেক টা রবি সিম আছে ! আমি প্রতি মাসে জিপি সিম দিয়ে ২ জিবি কিনে ইন্টারনেট ব্যাবহার করি, তো আমার একদিন গ্রামীণ সিম এ ইন্টারনেট এ সমস্যা করছে ! তখন গ্রামীণ সিম দিয়ে ইন্টারনেট এ ডুকছে না! তখন আমার ফেইসবুক এ ডুকতে হবে ! তখন আমার রবি সিম এ এক টা ও টাকা নাই, কিন্তু এই ফ্রী ইন্টারনেট এর কারনে আমি রবি দিয়ে ফ্রী ফেইসবুক ব্রাউজ করতে পারছি!

 

এটা কি আমদের উপকার না???????

 

 

তারপর এমন একটা দিন আসলো যে আমার কাছে একটা টাকা নাই !

(কিন্তু আমায় ইন্টারনেট চালাতে হবে ফেইসবুক হলে  ও চলবে ) তখন আমি কি করবো?

কি ভাবে ফেইসবুক এ ডুকবো??

তখন যদি আমি ফ্রী ইন্টারনেট এর জন্য ফেইসবুক ব্রাউজ করতে পারি!!

 

সে টা আমার জন্য উপকার না???

এবং আমরা যদি এই সাইট গুলা  বিনা চার্জ এ ব্যবহার করি তা কি আমদের

জন্য অপকার??

1. Facebook
2. Robi
3. Accuweather
4. Amar desh
5. Ask.com
6. Babycenter and mama
7. bd jobs
8. bdnews24
9. Bikroy.com
10. Bing
11. criticalink
12. Espn cric info
13. facts for life
14. girl effect
15. healthprior
16. ict division
17. maya
18. Prothom-alo
19. shikkhok
20. socialblood
21. wattpad
22. wikipedia
23. your money

ভবিষ্যতে আরো সাইট যোগ হবে।

কিন্তু এই সব উপকার টা কাঁদের জন্য বেশি হবে??

যারা মোটামোটি ইন্টারনেট শ্বব্দ এর সাথে পরিচিত এবং প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করেন! (এম বি কিনে)

কিন্তু সাইফুল ইসলাম ভাই ওনার টিউন এ পরিষ্কার বলেছেন এবং যতাযত ভাবে বুঝিয়ে দিয়েছেন যে এটা নতুন ইন্টারনেট ব্যাবহার কারি  এর জন্য কত টা ক্ষতি কর।

 

তাই নতুন ব্যবহার কারি দের জন্য ৮০% ক্ষতি হলে ও ২০% উপকার আসবে!

আর যারা আমার মত ইন্টারনেট ব্যবহার কারি তাদের এই ফ্রী এর ফলে কিছু টা হলে ও উপকার আসবে!

 

 

সর্ব শেষে ভাল-মন্দ এর মাঝে যে কোন কিছু!

 

 

উপকার না থাকলে কিন্তু উপকার হয় না!! 😀

 

আরেকটি কথা, এই ফ্রী ইন্টারনেট টা আমাদের কোন চাপ প্রয়োগ করছে না!

আমাদের ইচ্ছা হলে চালাবো আর না হলে না! কেয় তো আমাদের জ্বুর করছে না!

 

বিদ্রঃ আমি গ্রামীণ ইউজার যখন গ্রামীণ প্রবলেম করে তখন এই ফ্রী ইন্টারনেট টা ব্যবহার করি 😀

             অবশেষে উপকার অপকার মিলে রবির ফ্রী (internert.org) ইন্টারনেট

একান্ত আমার কথা গুলু বললাম কেয় কষ্ট পেলে দুঃখিত!!

এবং তা বিচারের দায়িত্ব আপনার!!

ভাল থাকবেন সুস্ত থাকবেন বিদায় ! :mrgreen:

 

ভাল থাকবেন আপনি, ভাল রাখবেন আপনার পাশের মানুষ গুলা কে!

  :mrgreen: আমাকে পাবেন ফেইসবুক এ

https://www.facebook.com/MR.masum.ahmed

Level 2

আমি কাশিম উদ্দিন মাছুম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 64 টি টিউন ও 225 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

bro kicu mone korben na .. ami akta tune likheci bt publishe kora time a ‘Forbidden word(s) in content: ref= ‘ ai notice ti ase .. bro whts the prblm??? ata theke release hobo kivabe??

জানলাম । ভাল কিন্তু Internet.org দিয়া আমার কোন লাভ হয় নাই। 🙁

ওই শুনছিস, ওই খানে না মাগনা আলকাতরা দিচ্ছে চল নিয়ে আসি। তাই না কি! চল চল, চল চল ঊর্ধ গগনে বাজে মাদল নিম্ন উতলা ধরনী তল অরুনপাতের তরুন দল চলরে চলরে চল। আলকাতরা নিব কি করে? কেন তোর লঙ্গিতে নে। আরে কি বলিস এটা ৫০০ টাকা দিয়ে কিনছি, তাতে কি আলকাতরাত মাগনা পাচ্ছিস।।
আসলে আমাদের স্বাভই এটা।
ফেসবুক চালান ফ্রিতে- তবে শর্ত আছে, শুধু দেখবা, নিজে খাইবা না অন্যকে দিবাও না।
১। শুধু সূর্যের আলো দিয়া চালাই তে পারবা।
২। কারো ছবি, ভিডিও দেইখা হাসবা মাগার মন্তব্য করতে পারবা না। নিজের ছবি তুলছ? সাবধান কাউকে দেখাইতে পারবা না।
৩। শর্ত অমান্য করলে ওলুশের মত রক্ত খাব।
ম্যাসেঞ্জার দিয়ে ফোন করলে পেপার ইউজে ১০টাকা, ওআরজিতে করলে ৫ টাকা, নইলে নিজের সংগ্রীহিত ডাটা কর্তন। এই আর কি। ৫০০০ টাকা দিয়ে স্মার্ট ফোন কিনতে পারলে ২০ টাকা দিয়ে নেট চালানোর স্বামর্থ আছে।

    @জামান: ভাই যে কোন জিনিষ এর খারাপ যেমন আছে তেমন ভাল ও আছে ! 😀 আর আপনার কথায় বুজা যাচ্ছে ইন্টারনেট ডট অ আর জি একধ্ম ফুক্কা!! কোন কাজের নয় 😀

Level 2

আপনার সাথে আমি পুরোপুরি একমত।

    ধন্যবাদ !! কিন্তু ভাল যখন আছে তখন খারাপ থাকবে তা স্বভাবিক 😀

এই জিনিস নিয়া ত্যানা ছেড়া ছেড়ির কি আছে যার ইউজ করার ইচ্ছা করবে.যার ইচ্ছা নাই করবে না..রবিতো আর বলে নাই চালাতেই হবে..সব অপারেটর তো অনেক উদ্ভট অফার দেয়..কিন্তু এতো তো কথা হয় না..এই ব্যাপার নিয়ে এতো কথা হচ্ছে কেনো..??.বাঙালীর নেচার এইটা যে জিনিস টা ভালো তার খুঁচিয়ে খুঁচিয়ে দোষ বের করা…যেমন অনেকেইই বলবে আমার কমেন্ট পড়ার পর রবির “চামচা”..তদের বলি আমাকে রবি টাকাও দেয়না আবার রবির সিমও নাই যে এই অফার ইউজ করবো…আর এই সব বাঙালী নেচার ছাড়েন তাহলেই জীবনে উন্নতি করতে পারবেন..

    @নাইমুল ইসলাম শুভ: জি ভাই! আমি ও এটা বুজাতে চাইছি যে এটা কোন জ্বুর করে কাওকে ব্যবহার করার জন্য বলা হয় নি!!!

    যার ইচ্ছা সে ব্যবহার করবে!! 😀 আর ভাল না থকলে খরাপ শ্বব্দের কোন অস্তিত্য নাই

Level 0

faltu robi net picture dekhai jay nah 2i din free free pic dia ekhon bole mb lagbo………. toh aita free hoilo kemne eta toh 0.facebook.com jai hok bikroy.com free korse but picture dekhte parmu nah picture nah deikhai ki kenakata kormu naki ……………amar question hoilo aitake apnara kivhabe free boltasen …..bahirer desh aaa internet.org dia fb picture soho use kora jay ……. tobe internet.org dia amar ekta upokar hoise ar taa holo amar massenger t free chole….. echara aita kono kamer nah …. mark zuck ekta bolod ar robi hoilo batpar……

    আপনার কথা গুলা টিক! কিন্তু এ ভাবে গালি দেওয়য়া কাওকে টিক হয় নি! 😀

Level 0

amar kotha sune amar 4 jon frend robi sim kinse pore jokhon ai obosta dekhse ……. pore toh amare gali dise

Level 0

shikkhok.com ar sob video youtube a upload kora so shikkhok ar visiste kore lav nai video dekha jabe na

ফ্রি ইন্টারনেট হল যারা কোনরকম ফেসবুক নিয়ে দিন কাটিয়ে দেয় সেই খুদে লোকদের জন্য । আমি সিএসই তে পড়ি । আমি মাসে যে পরিমাণ ব্যান্ডওয়াইডথ খরছ করি তা মোবাইল কোম্পানিকে দিলে মনে হয় মাসে আমাকে ১০-১৫ লাখ দিতে হবে ।একটা সিম্পল কথা মনে রাখেন ভাই তাতেই হবে আর কিছু লাগবে না। ইন্টারনেট এ যে পরিমাণ তথ্য আছে তার ৫% ও মনে হয় গুগল জানে না । আর বাকি ৯০-৯৫% ই গুগল এর অজানা । কিন্তু আমরা গুগল এ যা সার্চ করি তাই পাই আর মনে করি ইন্টারনেটের সব তথ্যই মনে হয় গুগল এ আছে । গুগল এ যে তথ্য আছে তাতেই আমার আপনার মত লোক কয়েকশ বছর ব্রাউজ করে শেষ করতে পারবে না আর দেখা আর পড়া তো দূরের কথা । এটা গেল মাত্র গুগল এর ৫-১০% এর কথা । আর বাকি তথ্য গুলার কি অবস্থা তা তো মনে হয় এতক্ষনে বুঝছেন । আর আপনি ফ্রি ইন্টারনেট এর কথা বলতেছেন যেখানে নাকি ৮-১০ ওয়েবসাইট ছাড়া ঢুকে না । আর এজন্যই তো বাঙ্গালীর আজ এ অবস্থা । কথায় বলে বাঙালি ফ্রি পাইলে নাকি আল কাতরাও খায় । কিছু মনে করিয়েন না । আর ভাবিয়েন না যে আমি খুব জ্ঞানী । সিএসই এর স্টুডেন্ট হিসেবে যেটা জানা দরকার তা থেকেই বললাম ।

    @কামরুল: ভাই আপুনি তো বড় লোক !! তাই হয়ত এর ফল আপুনি ভোগ করতে পারবেন না! কিন্তু যারা দিনে ২ এম্বি কিনতে পারে না তারা কি ভাবে এত এম্বি দিয়ে চালাবে!! তাই এটা তাদের জন্য ভাল 😀

      @মাছুম আহমদ: হ্যাঁ আমি বড়লোক আর আপনি ছোট লোক এই জন্যই এত বড় বড় কথা বলি । শুনেন ৫ জন এ ৬ এমবিপিএস লাইন চালাই মাত্র ২০০০ টাকা তাও আবার আনলিমিটেড । একজনের খরচ পড়ে ৩৫০ এর মত । আর এই ৬ এমবিপিএস লাইন যদি মোবাইল অপারেটর দের কাছে নিতাম আনলিমিটেড তাহলে মাস শেষে কত টাকা দেওয়া লাগত প্লিজ আমারে একটু ক্যাল্কুলেশন করে পাঠায় দিয়েন । একি জিনিস একদল বিক্রি করে ২০০০ আর আরেকদল বিক্রি করে কয়েক লাখ টাকা তাহলে এদেরকে বাটপার ছাড়া কি বলব আমি। আর সেই বাটপার রা একটু ফ্রি দিছে ও মা কি নাচানাচি । কারে বুঝাই কোন কথা । এক কান দিয়ে শুনেন আর এক কান দিয়ে বের করেন ।

@কামরুল: আপনার মত জ্ঞানি মানুষের কথা চিন্তা করে এটা বানানো হয়..নাই বনানো হইছে একদম সাধারন মানুষের জন্য যারা কোনো দিন ইন্টারনেট চালায় নাই..সুতরাং তাদের জন্য এত কিছুতো দরকার নাই..”এতো খুচিয়ে খুচিয়ে দোষ বের করার বাঙালী নেচার ছারেন”..আপনার ইচ্ছা না করলে ব্যাবহার করবেন না..কিন্তু এতো ত্যানা ছেরার কি আছে?

    @নাইমুল ইসলাম শুভ: ভাই টিক বলেছেন !

    @নাইমুল ইসলাম শুভ: নাইমুল ভাই শুনেন খুব তো বুঝেন মনে হয় । আপনি কি জানেন মোবাইল কোম্পানি ৮০০ টাকার ব্যান্ডওয়াইথ আপনাদের মত বোকাদের কাছে ৩০০০০-৪০০০০ টাকা বিক্রি করে । আপনাদের আর কি ফ্রি পাচ্ছেন একটু খুব মজা । আপনি কি জানেন আমি ৩০০ টাকা বিল দেই আমার ব্রডব্যান্ড লাইনের জন্য । ইন্টারনেটের দাম ঠিকই খুবই কম কিন্তু মোবাইলে কোম্পানি গুলা কিভাবে আপনাদের বাঁশ দিয়ে এত টাকা নিচ্ছে তা একটু খোঁজ নিয়েই কথা বলতে আইসেন ।

হুম… খারাপ ভালো আছে… কিন্তু খারাপের তুলনায় যার ভালো দিকটা অনেক বেশি তাই ভালো জিনিস… আবার ভালোর তুলনায় খারাপের দিকটা যার অনেক অনেক বেশি তাই খারাপ জিনিস…

এখন সিদ্ধান্ত আপনার…