মোবাইল সাইট (WAP) থেকে আয় করার সকল সমস্যার সমাধান। কিভাবে মোবাইল সাইট থেকে আয় করার যায়। পর্ব – ১

কম বশি সবাই যানেন যে মোবাইল সাইট (WAP) থেকে আয় করার যায়। কিন্তু কিভাবে আয় করা যায় বা করবেন সেই নিয়ম হয়তো আপনার জানা না থাকতে পারে! আর সেই সমস্যার সমাধান নিয়ে আমি আলচনা করার জন্য এই পোস্ট টি করলাম। এই আলচনা টি এক পোস্ট এ শেষ হবে না কম পক্ষে ৫টি পর্ব করা লাগবে।

এই পোস্ট গুলোর মধ্যে যে যে ধরনের বিষয় নিয়ে আলচনা করব সেগুলো হলঃ

  • কিভাবে মোবাইল সাইট বানাতে হয়।
  • কিভাবে ফাইল আপ-লোড করতে হয়।
  • কোন কোন সাইট থেকে মোবাইল সাইট (WAP) এ এড দেয়া যায়।
  • কি কি ধরনের এড দিলে আয় বেশিবেশি করে করা যাবে।
  • কিভাবে মোবাইল সাইট এ এড দিতে হবে।
  • কিভাবে মোবাইল সাইট এর ভিজিটর বাড়াতে হয়।

আজ প্রথম পোস্ট হিসেবে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি যে কোন কোন সাইট থেকে ফ্রী মোবাইল সাইট (WAP) বানানো যায়ঃ

  1. http://xtgem.com/ (এই সাইট টি থেকে আপনি যত খুশি তত সাইট বানাতে পারবেন মাত্র ২ থেকে ৪ মিনিটের মধ্যে) কম্পিউটার ও মোবাইল থেকে সাইট বানানো যাবে।
  2. http://www.mobtron.com/en (সাইট টি দারুন তবে এটা উন্নত বলে আমার মনে হয়না। এই সাইট এ কাজ করার অনেক সহজ।) কম্পিউটার ও মোবাইল থেকে সাইট বানানো যাবে।
  3. http://www.wapzan.com/ (এই সাইট টি মোবাইল থেকে সাইট বানানোর জন্য খুব ভাল)।

আজ এই পর্যন্ত্য পরের পোস্ট এ কিভাবে মোবাইল সাইট বানাতে হয় তা নিয়ে আলোচনা করব।

যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে আমাকে মন্তব্য করে যানাতে পারেন।
ধন্যবাদ সবাইকে !

Level 2

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 967 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ। আরো বিস্তারিত লিখুন।

দারুন হয়েছে…………

এরকমই একটা পোস্টের জন্য অপেক্ষায় ছিলাম। চালিয়ে যান, আছি আপনার সাথে।

    @সাগর সুর ভাই আগ্রহ থাকার জন্য আপনাকে ধন্যবাদ!

পরের পর্ব চাই আরেকটু তাড়াতাড়ি।

many many thanks bro…

এরকমই একটা পোস্টের জন্য অপেক্ষায় ছিলাম।

    তাই নাকি! আমি আমার হাতে সময় একটু কম তাই আর কি ২দিন করে দেরি হতে পারে।

ধন্যবাদ আপনাকে ভাল উদ্যোগ এর জন্য.
পর্বগুলা যত দ্রুত সম্ভব দেওয়ার জন্য অনুরোধ করছি.

Vai…Valo hoisa…Akto details laikhen…….

প্লিজ তাড়াতাড়ি বাকি পর্বগুলো লিখে ফেলেন…….
অপেক্ষায আছি

এসব সাইট থেকে বানালে অনেক সমস্যা এবং নিজের ইচ্ছেমত কাস্টমাইজ ও করা যাবে না। তার চেয়ে বরং কোন হোস্টিং নিয়ে ওয়াপ সিএমএস দিয়ে সাইট বানানো ভাল। আর আয় নিয়ে কোন টিউন করার আগে আপনি নিজে করতে পেরেছেন কিনা বা আপনি এ বিষয়ে কতটা জানেন সেটা বুঝে লিখবেন কথাটা বলার কারন আপনার লেখায় যে পরিমান বানান ও ব্যাকরনগত ভুল তাতে সেই প্রবাদটা মনে পড়ে “ক লিখতে কলম………”

তারপরও যদি লেখেন তাহলে আশা করব এই ভুল গুলো হবে না এবং বিস্তারিত তথ্য সহ টিউন করবেন।

Comments are closed.