ওয়েব এপ্লিকেশনকে বানিয়ে ফেলুন ডেস্কটপ এপ্লিকেশন এবং ফেসবুক, মেসেঞ্জার, জি মেইলকে ব্যাবহার করুন আপনার কম্পিউটার এর অন্যান্য এপ্স এর মত ।

ওয়েব এপ্লিকেশন -

আমরা সবাই কম বেশি ওয়েব এপ্লিকেশন এর সাথে পরিচিত । আর যারা পরিচিত নয় আমি বাজি ধরে বলতে পারি যে আপনে নিজেও একজন ওয়েব এপ্লিকেশন এর ব্যবহার কারি । ইন্টারনেট এ আমরা সবাই ফেসবুক, টুইটার, ইমেইল এর সাথে পরিচিত আর এর সবই হচ্ছে ওয়েব এপ্লিকেশন। ওয়েব এপ্লিকেশন ব্যবহার আমাদের ব্রাউজার দিয়ে করতে হয় । ওয়েব এপ্লিকেশন এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা হলো মাল্টি প্লাটফর্ম এপ্লিকেশন, অর্থাৎ আপনে এটা যে কোনো অপারেটিং সিস্টেমে রান করাতে পারবেন, এমনকি আপনার স্মার্ট ফোনটিতেও । একজন ডেভেলপার যদি এন্ড্রয়েড এর জন্য একটা এপ্স বানায় তাহলে সেটা শুধু এন্ড্রয়েড এই চলবে । কিন্তু একটি ওয়েব এপ্স চলবে যে কোনো অপারেটিং সিস্টেম এ । আর এ জন্যই দিন দিন ওয়েব এপ্সের চাহিদা বেড়েই চলেছে ।

ওয়েব এপ্লিকেশনকে বানিয়ে ফেলুন ডেস্কটপ এপ্লিকেশন-

ওয়েব এপ্সগুলো আমাদের ব্রাউজারে অন্যান্য ওয়েবসাইট এর সাথে ব্যবহার করতে হয় । কত ভালো হত যদি ফেসবুক ব্যবহার করার জন্য  আলাদা একটা সফটওয়্যার থাকতো এবং আমাদেরকে ব্রাউজার ওপেন করা লাগতো না, তাইনা ? গুগুল ক্রোম আর ইন্টারনেট এক্সপ্লোরার আপনাকে সেই সুযোগ করে দিচ্ছে । আপনে আপনার ওয়েব এপ্লিকেশনকে একটা নিজস্ব আলাদা উইন্ডো এবং আইকোন দিতে পারবেন । মজিলা ফায়ারফক্স এ কিছু এড-ওন্স ব্যবহার করে এটা করা যেত কিন্তু এখন আর করা যায়না ।

গুগুল ক্রোমে প্রথমে যেই ওয়েব এপ্সটি ব্যবহার করতে চান সেটিতে ধুকুন । উদাহরন সরুপ আমি আমার ফেসবুক একাউন্টিটে ধুকেছি । এখন আপনার ব্রাউজার এর মেনু বাটন এ ক্লিক করুন, তারপর "More Tools" > "Create Application Shortcuts" এ ক্লিক করুন ।

এখন আপনি কোথায় কোথায় আপনার এপ্সটিকে শর্ট  কার্ট করে রাখতে চান সেটা মার্ক করে "Create" বাটন এ ক্লিক করেন । আপনি আপনার এপ্সটিকে ডেস্কটপ, স্টার্ট মেনু ও টাস্কবারে পিন করে রাখতে পারবেন ।

ইউ আর অল ডান  🙂 । এখন আপনি আপনার এই ফেসবুক এপ্সটি ব্যবহার করতে পারবেন আপনার কম্পিউটার এ থাকা অন্যসব এপ্স এর মতোই । এই আলাদা উইন্ডোতে কোনো এড্রেসবার, নেভিগেশন বাটন কিছুই থাকবেনা ।

একই পদ্ধতিতে আপনি জি মেইল, মেসেঞ্জার, হোয়াটস আপ এমনকি টেকটিউন্স কেও আপনার ডেস্কটপ এপ বানিয়ে নিতে পারেন ।

ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার কারিরা ওয়েবপেজটির ফেভিকন কে ড্রাগ করে আপনার টাস্কবারে ড্রপ করুন, তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব এপ্সটির জন্য একটা ডেডিকেটেড উইন্ডো তৈরি করবে ।

আজ এই পর্যন্তই । কমেন্টস করতে ভুলবেননা কিন্তু  😀  ।

ফেসবুকে আমি

Level New

আমি Parish Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 235 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এরকম একটি টিউন “টিউনার সানিম মাহবীর ফাহাদ” এর আগে আরও বিস্তারিত ভাবে করেছিলেন। তবুও নতুন করে টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ।

Level 0

Thanks