আমরা সবাই কম বেশি ওয়েব এপ্লিকেশন এর সাথে পরিচিত । আর যারা পরিচিত নয় আমি বাজি ধরে বলতে পারি যে আপনে নিজেও একজন ওয়েব এপ্লিকেশন এর ব্যবহার কারি । ইন্টারনেট এ আমরা সবাই ফেসবুক, টুইটার, ইমেইল এর সাথে পরিচিত আর এর সবই হচ্ছে ওয়েব এপ্লিকেশন। ওয়েব এপ্লিকেশন ব্যবহার আমাদের ব্রাউজার দিয়ে করতে হয় । ওয়েব এপ্লিকেশন এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এটা হলো মাল্টি প্লাটফর্ম এপ্লিকেশন, অর্থাৎ আপনে এটা যে কোনো অপারেটিং সিস্টেমে রান করাতে পারবেন, এমনকি আপনার স্মার্ট ফোনটিতেও । একজন ডেভেলপার যদি এন্ড্রয়েড এর জন্য একটা এপ্স বানায় তাহলে সেটা শুধু এন্ড্রয়েড এই চলবে । কিন্তু একটি ওয়েব এপ্স চলবে যে কোনো অপারেটিং সিস্টেম এ । আর এ জন্যই দিন দিন ওয়েব এপ্সের চাহিদা বেড়েই চলেছে ।
ওয়েব এপ্সগুলো আমাদের ব্রাউজারে অন্যান্য ওয়েবসাইট এর সাথে ব্যবহার করতে হয় । কত ভালো হত যদি ফেসবুক ব্যবহার করার জন্য আলাদা একটা সফটওয়্যার থাকতো এবং আমাদেরকে ব্রাউজার ওপেন করা লাগতো না, তাইনা ? গুগুল ক্রোম আর ইন্টারনেট এক্সপ্লোরার আপনাকে সেই সুযোগ করে দিচ্ছে । আপনে আপনার ওয়েব এপ্লিকেশনকে একটা নিজস্ব আলাদা উইন্ডো এবং আইকোন দিতে পারবেন । মজিলা ফায়ারফক্স এ কিছু এড-ওন্স ব্যবহার করে এটা করা যেত কিন্তু এখন আর করা যায়না ।
গুগুল ক্রোমে প্রথমে যেই ওয়েব এপ্সটি ব্যবহার করতে চান সেটিতে ধুকুন । উদাহরন সরুপ আমি আমার ফেসবুক একাউন্টিটে ধুকেছি । এখন আপনার ব্রাউজার এর মেনু বাটন এ ক্লিক করুন, তারপর "More Tools" > "Create Application Shortcuts" এ ক্লিক করুন ।
এখন আপনি কোথায় কোথায় আপনার এপ্সটিকে শর্ট কার্ট করে রাখতে চান সেটা মার্ক করে "Create" বাটন এ ক্লিক করেন । আপনি আপনার এপ্সটিকে ডেস্কটপ, স্টার্ট মেনু ও টাস্কবারে পিন করে রাখতে পারবেন ।
ইউ আর অল ডান 🙂 । এখন আপনি আপনার এই ফেসবুক এপ্সটি ব্যবহার করতে পারবেন আপনার কম্পিউটার এ থাকা অন্যসব এপ্স এর মতোই । এই আলাদা উইন্ডোতে কোনো এড্রেসবার, নেভিগেশন বাটন কিছুই থাকবেনা ।
একই পদ্ধতিতে আপনি জি মেইল, মেসেঞ্জার, হোয়াটস আপ এমনকি টেকটিউন্স কেও আপনার ডেস্কটপ এপ বানিয়ে নিতে পারেন ।
ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার কারিরা ওয়েবপেজটির ফেভিকন কে ড্রাগ করে আপনার টাস্কবারে ড্রপ করুন, তাহলে ইন্টারনেট এক্সপ্লোরার ওয়েব এপ্সটির জন্য একটা ডেডিকেটেড উইন্ডো তৈরি করবে ।
আজ এই পর্যন্তই । কমেন্টস করতে ভুলবেননা কিন্তু 😀 ।
আমি Parish Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 235 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এরকম একটি টিউন “টিউনার সানিম মাহবীর ফাহাদ” এর আগে আরও বিস্তারিত ভাবে করেছিলেন। তবুও নতুন করে টিউন করার জন্য আপনাকে ধন্যবাদ।