এবার ১০ এমবিপিএস গতির প্রতি জিবি ইন্টারনেট মাত্র ৩৩ টাকায়

রাজধানী শহর ঢাকায় এখন ১০ এমবিপিএস স্পীডের প্রতি জিবি ইন্টারনেট বিক্রি হচ্ছে ভ্যাটসহ মাত্র ৩৩ টাকায়। ডোজ ইন্টারনেট নামের একটি বেসরকারী প্রতিষ্ঠান এ সেবা দিচ্ছে। তাদের ওয়েব সাইট থেকে জানা যায়, ১০ এমবিপিএস স্পীডের ১০০ জিবির ডাটার দাম ৩ হাজার এবং ৪৫ জিবির দাম ১৫শ টাকায়।
তবে সেবাটি যারা নিজ নিজ প্রতিষ্ঠানে ওয়াই-ফাই বসাতে চান মূলত তাদের জন্যই।তাদের ওয়েব সাইটফ্যান পেইজে এ বিষয়ের বিস্তারিত তথ্য আছে ।
কিন্তু আমরা একক ব্যবহারকারীগণ আপাতত এ সেবাটি না পেলেও ইচ্ছা করলেই নিজ নিজ অফিস ও প্রতিষ্ঠানে কয়েক জন মিলে একত্রিত হয়ে ওয়াই-ফাই রাউটার বসিয়ে এ সুবিধাটি নিতে পারি। তাতে একদিকে আমার কম মূল্যের এবং বেশি গতির সত্যিকার ইন্টারনেট ব্যবহারের স্বাদ পাবো্।
এতে করে যদি মোবাইল কোম্পানী গুলোর ১০ কেপিবিএস কচ্ছপ গতির ৩০০ টাকা মূল্যের ১ জিবি ইন্টারনেটরে উপর প্রভাব পড়বে।

আমি কোম্পানিটির প্রসঙ্গ আমার লেখায় নিয়ে আসলাম কোন বাণিজ্যিক উদ্দেশ্যে নয় । বরং আমার পূর্বের একটি পোস্টের যৌক্তিক ব্যাখ্যা দেওয়ার জন্যই।

আমি কিছু দিন আগে ২০ টাকায় ১ জিবি ইন্টারনেট শিরোনামের একটি পোস্ট দিয়ে ছিলাম । পোস্টটি আজ পযন্ত সাড়ে ১৯ হাজারেরও বেশি বার পড়া হয়েছে। আর ফেসবুকে শেয়ার ও লাইক হয়েছে মোট ৩ হাজার ৫শ বারের বেশি।
সুতরাং এ লেখাটির পাঠ সংখ্যা থেকে বোঝা যাচ্ছে আসলেই দীঘ দিন থেকে সবারই ইন্টারনেটের গতি আর দাম নিয়ে নাভিশ্বাসে আছি।
দেখুন ইন্টারনেট প্রোভাইডার এবং ফোন কোম্পানীগুলো ইন্টারনেটের দাম আর গতির দিক থেকে আমাদের ওপর কত বেশি ঝুলুম চালাচ্ছে। বছরের পর বছর তা কেউ যেন দেখছে না । সরকার ব্যান্ড উইথের দাম কমিয়েছে বার বার কিন্তু কোম্পানী গুলো দাম কমায়নি কোন বার।

অথচ এখন কোম্পানী গুলো আমাদের কে সবচেয়ে কম দামে ইন্টারনেট সেবা দিতে পারে। কারণ ইতোমধ্যে সবগুলো কোম্পানীই দেশব্যাপী জমি লিজ নিয়েছে, টাওয়ার বসিয়েছে, জনবল নিয়োগ শেষ করেছে, গ্রাহক বেড়েছে, ব্যবসায় লাভ শুরু করেছে এবং গ্রামীণফোনের মতো কোম্পানী শেয়ার হোল্ডারদের কে ১৫০% লাভ দিচ্ছে।

কিন্তু তারপর ও দূভাগ্য জনক ভাগে আমরা কমদামের নেট ব্যবহারের সুবিধা পাচ্ছি না।

তবে এখন বেশ কয়েকটি কোম্পানী প্রতি জিবি প্রায় ৪০ টাকা মূল্যে ১ এমবিপিএস গতির নেট বিক্রি শুরু করেছে। কিন্তু এ মূল্য পেতে হলে অবশ্যই বড় প্যাকেজ কিনতে হবে। তাতে যেমন পাওয়া যাবে স্পীড তেমনি দাম হবে কম।
কিন্তু সব অপরাধ যেন কম ডাটা ব্যবহারকারীর। যেখানে কম ডাটা ব্যবহারকারীর জন্য ১২৮ কেপিবিএস স্পীডের ১ জিবি ২৭৫+ ১৫% ভ্যাট।সেখানে বড় প্যাকেজ ব্যবহারকারীর ১ এমবিপিএস গতির নেটের দাম প্রায় ৪০ টাকা।

তাই সকল অপারেটরের কাছ থেকে আমার প্রতি জিবি নেট ২০ টাকায় চাই।

২০ টাকায় যে প্রতি জিবি নেট বিক্রি করা যায় তার প্রমাণ পাবেন বিভিন্ন কোম্পানীর নিচের উল্লেখিত প্যাকেজ গুলোর দামের তুলনা করলে।

কয়েকটি কম মূল্যের ইন্টারনেট প্যাকেজ:
ডোজ ইন্টারনেট:
১০ এমপিবিএস গতির ১০০ জিবি ৩ হাজার অথাৎ প্রতি জিবি ভ্যাটসহ ৩৩ টাকা ।
বিস্তারিত: http://www.dozeinternet.com/

 

গ্রামীণফোন ( গো ব্রডব্যান্ড)
১ এমপিবিএস গতির ১৬ জিবি ৬৫০ অথাৎ প্রতি জিবি ৪০ টাকা । শুধু মাত্র ঢাকা এবং চট্টগ্রামে ।
বিস্তারিত :http://gobroadband.com.bd/#all_package

কিন্তু গ্রামীণের ২৫৬ কেপিবিএস গতির ১ জিবির দাম ২৭৫ টাকা।
বিস্তারিত : http://www.grameenphone.com/personal/internet-3g-2g/internet/packages
বাংলালায়ন
১ এমপিবিএস গতির ৩৩ জিবি ১ হাজার ৪শ অথাৎ প্রতি জিবি ৪২ টাকা ।
বিস্তারিত: http://banglalion4g.com/page/content/21

 

টেলিটক
১ এমপিবিএস গতির ৬০ জিবি ৪ হাজার অথাৎ প্রতি জিবি ৬৬ টাকা ।
কিন্তু ২৫৬ কেপিবিএস গতির ১ জিবির দাম ১৫০ টাকা।
বিস্তারিত:http://www.teletalk.com.bd/cpoint/3G/3g_dongle_plan.php

 

বাংলালিংক
১২ জিবি ১৬শ টাকা অথাৎ প্রতি জিবি ১৩৩ টাকা । গতির বিষয় জানা নেই।
বিস্তারিত: http://onlineservice.banglalinkgsm.com/AnonymousPages/InternetPackDetails.aspx?dataPackID=26&Source=BLWebSiteBOS

 

সিটিসেল
৫১২ কেপিবিএস গতির ৫ জিবির দাম ৭৯০ টাকা অথাৎ প্রতি জিবি ১৫৮ টাকা ।
বিস্তারিত http://www.citycell.com/index.php/zoom_ultra/plan
কিউবি:
১ এমপিবিএস গতির ২ জিবি ৫শ অথাৎ প্রতি জিবি ২৫০ টাকা ।
বিস্তারিত: http://www.qubee.com.bd/our-solutions/prepay/

এয়ারটেল
১ জিবি ৩১৬ টাকা তবে অনুরোধে ৩০ দিনের অতিরিক্ত মেয়াদ বৃদ্ধি করা যায়। গতির বিষয় জানা নেই।
বিস্তারিত:http://www.bd.airtel.com/services.php?cat_id=9&services_id=133

রবি
১ জিবি ৩১৬ টাকা । গতির বিষয় জানা নেই।
বিস্তারিত: http://robimynet.com/sp/

Level 2

আমি সানা উল্লাহ সানু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশ কে আর দেশীয় পণ্য কে ভালোবাসি। নিজে কে ভালোবাসি দেশের মতো।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

Ollo Wireless Internet এর কথা লিখলেন না?

ভাল লিখেছেন ভাই

যা দেখলাম ঢাকাবাসীরাই বেশি সুবিধা পেল, অন্যান্য জেলার জন্য এরকম উদ্যোগ নেওয়া দরকার ছিল!!

সেদিন দেখলাম নতুন অপারেটর আসছে নতুনভাবে বাশ দেয়ার জন্য। এই কয়েকটা অপারেটরের বাশই সহ্য করা কঠিন, আবার নতুন 😀 যাই হোক বলবো নতুন অপারেটর আসা কে স্বাগত জানাই । যদি কম দামে ভালো কিছু পাই তাদের প্রতিযোগীতার স্বার্থে 😛

কম মুল্যর উচ্চগতির ব্রডব্যান্ড গুলো বেশির ভাগই ঢাকা/চিটাগং কেন্দ্রিক, আমরা ঢাকার বাহিরে যারা তারা শুধু ফাকির তলেই পড়ে থাকি 🙁

মোবাইলের ৩জির কাভারেজ টাই সম্পুর্ন হয় নি এখনো । আমরা তো মোবাইল এ নেট বেশি ইউজ করি, আমাদের মোবাইল অপারেটরদের নেট বিল কমাতে হবে আগে।

বেশি কিছু নাহ সব অপারেটর গুলারে দেশ থেকে লাত্থি দিয়ায় বাইর কইরা আমাদের দেশিও টেলিটক এর উপর বিনিয়োগ করুন নেটওয়ার্ক ভাল করেন পাশাপাশি আর দাম কমান আর ব্রডব্যান্ড আর সহজতর প্রক্রিয়ার আওতায় আনেন 😀 আর যোনি ভাই এর সাথেও একমত

Level 0

vai aeita kisher post korlen ?? doze internet’er installation charge somporke apner kono idea ase ?? r aeita 100 gb and 50 gb er packge..So 1 gb er dam koto ase oita hisab kore lab nai 🙂