ZI Phreaking Tool 1.3 , সাথে থাকছে বাংলালিংক ৪ জিবি ডাটাকে কাজে লাগানোর কনফিগ (কম্পিউটার ব্যবহারকারীদের জন্য)।

ZI Phreaking Tool 1.3

[IMG]

অনেক দিন পর টিটি-তে আসলাম । আশা করি সবাই ভাল আছেন । আমি একজন সাধারণ মানুষ আপনাদের জন্য সামান্য/সাধারন একটি ফ্রি নেট সফটওয়্যার নিয়ে হাজির হলাম । কারন ফ্রি নেট চালাতে আমি/ আপনি হয়ত এধরনের সফটওয়্যার অহরহ খুজে থাকি ।

সফটওয়্যারটিতে যে সুবিধাগুলো আছে -

1. যেহেতু ZI Phreaking Tool ম্যানুয়াল কনফিগারেশন সাপোর্ট করে সেহেতু পৃথিবীর যেকোন ISP(Internet Service Provider) তে এটি কাজে লাগানোর চেষ্টা করা যাবে ।

2.NetData Options - Front, Back, Front+Back and Disable .

3.Custom http fake request

4.Replace Response String and Parsing String

5.Query Mode ( front query , back query ) and Add Custom htp Header

6.Download/Upload speed show

7.Show Local IP address .

8. Show log,clear log and hide log .

9.Save and Load Config .

10. Terminate/Close from Menu .

11. Manual EOL ( End of Line / New Line) . We can write , clear , rewrite , edit /modify as we want )

By default request header line =#13#10

By default Host line = #13#10

But you need to use EOL / End of Line/ New Line as custom in field of 'EOL of Fake Request' .

Here #13=%CR

#10=%LF

so #13#10=%CR%LF

12. Memo Payload (update).

When you will check "Use as Memo" the 'Normal Mode' will be disable . So you need to maintain CRLF by 'Enter' button and you need to maintain fake request position/place by 'ZIDATA' .

Here ZIDATA means NetData .

13. Support Internal Inject .

14.Installer version , Launch from desktop/start menu/program menu .

15. Uninstall by single click .

16. Included more skin /change skin .

17. IP hunter

18. Connect/Disconnect available network connections from ZI Tool

19. Custom Header with fake request

20. Fix some bugs.

21. Launch Application from Menu by single click such as Bitvise , Proxifire , Mozilla Firefox , Google Chrome .

22. Tunnel Mode , Multiple Login (1SSH-5SSH) , Single Server .

23. Very simple , easy to use . 🙂

Download version 1.3

Password

zahidbd2!

বাংলালিংক ৪ জিবি ডাটাকে কাজে লাগানোর কনফিগ-

১। ZI Phreaking Tool টি আপনার পিসিতে ইন্সটল দিন ।

২। আপনার বাংলালিংক সিমে ২জি চালু করুন । (*5000# , তারপর 7 , সবশেষে ৩)

৩। *222*1*44# ডায়াল করে ফ্রি ৪ জিবি ডাটা নিয়ে নিন । ( চেক কোড *222*3*88#)

৪। APN- blwap দ্বারা মডেম কানেক্ট করুন । ( আপনার সিমে ২জি চালু থাকলে প্রতিবার কানেক্টে IP- 10.80.xxx.xxx পাবেন , এটি আপনার বুঝার জন্য বললাম )

৫। এখান থেকে  বাংলালিংক কনফিগ ডাউনলোড করুন ।

৬। ZI Phreaking Tool এর File-Load থেকে কনফিগটি ওপেন করুন , তারপর ZI Phreaking Tool এর File অপশন থেকে Save এ ক্লিক করুন । এরপর 'Start' এ ক্লিক করুন ।

৭। ব্রাউজারে Proxy- 127.0.0.1 Port-8080 সেট করুন ।

এখন আপনি সকল সাইট ফ্রি ব্রাউজ করতে পারবেন ।

যদি ডাউনলোড সুবিধা পেতে চান(ডাউনলোড ভাল না) , তাহলে ZI Phreaking Tool এর Tools অপশন থেকে Ultrasurf এ ক্লিক করে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন । Ultrasurf কানেক্ট হলে ব্রাউজার ও IDM এ Proxy- 127.0.0.1 Port-9666 সেট করুন ।

আশা করি যাচাই করে দেখবেন অন্যন্য টুলস এর সাথে ZI Phreaking Tool তফাৎ কি ।

উৎসর্গঃ আমার ফেসবুক গ্রুপের সকল মেম্বারদের জন্য ( Isp Hacking Tutorials and Isp Phreaking Tutorials)

Level 2

আমি জাহিদ ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 69 টি টিউন ও 617 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো টিউন করেছেন।
এখন কাজ করলেই হলো।
টিউনের জন্য ধন্যবাদ 🙂

মোবাইলের জন্য কিছু আছে? আপাতত পাশে পিসি নেই।

সে অনেক দিন পর আপনার টিউন পেলাম @ কেমন আছেন জাহিদ ভাই? আশা করি টিটিতে আরো আপনার মূল্যবান টিউন গুলো পাবে।

ভাই, চেষ্টা করলাম, কিন্তু কোন কাজ হল না । আমার ip 10.80.xxx.xxx এরকম আসে না 10.86.xxx.xxx বা 10.84.xxx.xxx বা 10.85.xxx.xxx এরকম আসে ।

আর স্পিড ১ সেকেন্ড এর জন্যও ০ এর উপরে উঠে নি । কোন সাইটেই ঢুকে না ।

onek din por tune korle tao free net ta nia,,ashole khuboi anondito

ভাই কেমন আছেন

অনেক দিন পরে টিউন করলেন
কোথায় ছিলেন ভাই

মনে মনে টিটি তে খুজতেছিলাম আপনাকে 😀

কেমন আছেন zahid bai ? apnar khuj khobor nai , valo asen toh?

Nice tune zahid bro…….thanks….

Jader PC nai tara simple server die Android e bl 2g chalate paren.#Zahid Vi, Onek din por!!!! Gp special pack er jonne kisu koren. Thanks, For Valuable soft published.

zahid vai@ apnar jonno roilo ek koti lal gulapfuler suvessa asa kori agamiteo techtunes er sathei thakben

Level 0

এই পোস্ট এখন অনেক সাইটে গড়াগড়ি খাবে। আই মিন, কপি আর কি। আপনি কষ্ট করে লিখলেন আর দেখেন অন্য সাইটে অন্য কেউ নিজের নামে চালাই দিছে হয়ত।

    @abmurad: এটাকে বন্ধ করারনোর জন্য যা যা করা প্রয়োজন পাবলিক(আপনি যাদের কথা বলছেন ) তা তা সব করবেন । যেমন জিপি প্রক্সি সার্ভার বন্ধ করাতে পাবলিক এর অগ্রণী ভুমিকা ছিল ।

অনেক ধন্যবাদ ভাই 🙂

ট্রাই করি নাই ! হলে বলব ।

জাহিদ ভাই,কত দিন পর আপনার post পেলাম। এখন থেকে রেগুলার পাবতো?

ভাই অনেক দিন পর টিউন করলেন আশা করি ভাল আসেন 😀 সত্যি কই দেইক্ষা খুশি হইলাম আপনি নাই তাই ফ্রি নেট এর অবস্থাও বেহাল আর চুরের ত অভাব নাই ভাই পারলে অন্য কোথাও আপলোড করে দেন পারলে মিডিয়া ফায়ার এ ড্রপবক্স এ কাহিনি করতাসে 😀

Level 0

ভাই লিংকটা কাজ করছেনা সফটওয়্যারের

Level 0

Onek din por Zahid baia ke pelam, kubei anondito. Baia link ta kaj korche na.

Level 0

ভাই আপনাকে ফিরে পেয়ে অনেক ভাল লাগছে ।

Level 0

জাহিদ ভাই দয়া করে অন্য কোথাও আপলোড করে দিন।ড্রপবক্স থেকে ঝামেলা হচ্ছে

Level 0

ohh hell link doesn’t work.another link please..

যারা ঐ লিঙ্ক থেকে ডাউনলোড করতে পারছেন না, তারা এখান থেকে ডাউনলোড করে নিন- http://filepi.com/i/DqwrvQp
পাসওয়ার্ড- shahidulcse

আর কারো কাজ করলে বলবেন ।

Level 0

ধন্যবাদ জাহিদ ভাই,কাজ করেছে।কিন্তু যেহেতু ২জি তাই খুব স্লো।আচ্ছা ভাই রবিতেও তো ফেসবুক ফ্রি এই ট্রিক কি মডিফাই করে রবিতে কাজে লাগানো যায়না ?অথবা অন্য কোন অপারেটরে যেখানে থ্রিজি স্পিড পাব ?

Level 0

আরেকটা সমস্যা ভাই,আল্ট্রাসার্ফ কানেক্ট নেবার পর আমি IDM এ প্রক্সি সেট করেছি 127.0.0.1 ও পোর্ট 9666 কিন্তু ডাউনলোড হচ্ছেনা 🙁

Level 0

@m0bst3r: এখন হচ্ছে (স্লো)

ভাই একটা বাগ পাইসি সেটা হইল ডিফল্ট কনফিগ দিয়ে লোড দিলে আল্ট্রা সার্ফ লোড নে কিন্তু আপনার কনফিগ লোড করলে ওপেন হয় নাহ আল্ট্রা সার্ফ এর বদলে প্রক্সিফাার দিলে করলে ভাল হয় zi কে ডাইরেক্ট কানেকশন ার এম্নে প্রক্সি ১২৭.০.০.১ পোর্ট ৮০৮০ https দিলেই হয়

    Level 0

    @IHK শাওন: শুধু আল্ট্রাসার্ফ কানেক্ট দিলে দেখাবে কানেক্ট হইছে কিন্তু কোন সাইটেই ঢুকতে পারবেন না।এটা আজাইরাই।বেশিরভাগ সিমেই এমন দেখায়।

আমি অনেক খুশি । জাহিদ ভাইয়ের পোস্ট দেখে । তাই তো কমেন্ট করলাম ।