বাংলালিংক দিচ্ছে 4GB ফ্রি ফেসবুক ডাটা, এখুনি নিয়ে নিন

এবার বাংলালিংক প্রিপেইড কাস্টমারদের জন্য নিয়ে এলো ফ্রি ফেসবুক অফার! এই অফারে আপনি ৪জিবি পর্যন্ত ফ্রি ফেসবুক ডাটা পাবেন ৩০ দিন মেয়াদের। আসুন অফারের শর্তাবলি গুলো জেনে নেই!

ফ্রি ফেসবুক অফারে প্রযোজ্য শর্তাবলী

  • এই ক্যাম্পেইনটি ২৪ এপ্রিল, ২০১৫ থেকে শুরু হয়ে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত চলবে
  • অফারটি সকল বাংলালিংক  প্রিপেইড কাস্টমারদের জন্য প্রযোজ্য
  • স্মার্টফোনে ফেসবুক, ফেসবুক মেসেঞ্জার ব্যবহারের জন্য কোন চার্জ প্রযোজ্য নয়। অন্যান্য ডাটা ভিত্তীক সার্ভিস ব্যবহারের জন্য ডাটা চার্জ প্রযোজ্য
  •  অফারটি উপভোগ করতে *222*1*44# ডায়াল করতে হবে।
  • ফ্রি ফেসবুক অফারটির মেয়াদ ৩০দিন। মেয়াদ শেষে অফারটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে
  • এক্টিভের পর কাস্টমারগণ ৪জিবি ফ্রি ফেসবুক উপভোগ করতে পারবেন
  • ৩জি প্যাকেজ ব্যবহারকারী কোন কাস্টমার অফারটি নিয়ে থাকলে প্রাপ্য ফ্রি ফেসবুক ভলিউম মূল থ্রিজি প্যাকেজ ভলিউমের সাথে যোগ হবে। তবে প্রাপ্ত ফ্রি ভলিউম দিয়ে কেবল ফেসবুক, মেসেঞ্জার ব্যবহার করা যাবে
  • ইন্টারনেট ব্যবহারকারী নন এমন কোন কাস্টমার অফারটি নিয়ে থাকলে মেয়াদ শেষে (৩০দিন) অফারটি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে
  • ফ্রি ফেসবুকের অবশিষ্ট ব্যালেন্স চেক করতে *222*3*44# এবং অফারটি বন্ধ করতে *222*2*44# ডায়াল করতে হবে।
  • ফ্রি ইন্টারনেটের সর্বোচ্চ স্পীড হবে ১এমবিপিএস
  • ক্যাম্পেইন চলাকালীন একজন কাস্টমার ফ্রি ফেসবুক অফারটি সর্বোচ্চ 2 বার নিতে পারবেন

Level 0

আমি telekothon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Thanks

http://www.montroguru.com/
সকল সমস্যার সমাধান হয়তো পেতে পারেন।

একই টিউন চৌদ্দবার করার কোন দরকার আছে ????

এটা নিয়ে সর্বপ্রথম টিউন এখানেঃ https://www.techtunes.io/internet/tune-id/346652

Level 0

ভাল টিউন…

Level 2

জিপি’র একটা নিয়েছিলাম। মূল একাউন্ট থেকে টাকা কেটে একাউন্ট জিরো করে ফেলেছে। এটাও কি সেই রকম?