এখন প্রতি জিবি ইন্টারনেট মাত্র ২০ টাকায় ! মেয়াদ ১ বছর !

এখন প্রতি জিবি ৩জি ইন্টারনেট ডাটা পাচ্ছেন মাত্র ২০ টাকায় ! সাথে মেয়াদ ১ বছর ! এমন অবিশ্বাস্য শিরোনামে অনেকের চোখটি কপালে ওঠে যাওয়ারই কথা। আবার কেউ কেউ শিরোনাম

দেখে ভাবছেন এটা একটা গাঁজা খুরি গল্প। হ্যাঁ যাহাই বলুন, গ্রাহকরা সচেতন হলেই বাংলাদেশে ইন্টারনেট প্যাকেজ বিক্রির জন্য আমার শিরোনামটিই হবে ভবিষ্যতে প্রোভাইডারদের ইন্টারনেট বিক্রির একমাত্র বিজ্ঞাপন জিঞ্জেল ।

এই মুহুর্তে দেশে মোবাইল ইন্টারনেটের সবচেয়ে কম রেটের ১ জিবির প্যাকেজের সবনিম্ন দাম ২৭৫+ ১৫%ভ্যাট। আর ছোট প্যাকেজ গুলোর মধ্যে গ্রামীণের প্রতি ১০ কিলোবাইট ১ পয়সা হারে ১জিবির দাম ১০ হাজার ২শ ৪০ টাকা। না হিসাব করে নিয়মিত এই দামেই আমরা সবাই নেট ব্যবহার করছি।

আমাদের দেশের ইন্টারনেটের দাম বিশ্বের শীর্ষে থাকলে ও গতিতে আমরা সবার নিচে। কারণ ২০১৫ সালেও বাংলাদেশের জনগণ এখনও ১০ কেবিপিএস গতির ইন্টারনেট ব্যবহারে বাধ্য হচ্ছে ।

অথচ এখন আমাদের দেশে প্রতি জিবি নেটের উপযুক্ত দাম মাত্র ২০ টাকাই হওয়ার কথা ছিল।

কারণ ইন্টারনেট প্রোভাইডার কোম্পানী গুলো সরকারের কাছে থেকে মেগাবিট স্পীডের প্রতি জিবি ডাটা ক্রয় করছে গড়ে মাত্র ১৩.৫৮ টাকায়। আর তা কিলোবাইট স্পীডে গ্রাহকদের কাছে বিক্রি করছে গড়ে ৩৪৫ টাকার ও বেশি মূল্যে !

😆 সত্যিই অবিশ্বাস্য এক ডিজিটাল ব্যবসা! 😆

এই উচ্চহারে দাম দিয়েও আমার অত্যন্ত ধীর গতির (জিপিআরএস এবং ইডিজিই) ইন্টারনেট ব্যবহার করে প্রতিদিন আমাদের কোটি কোটি ঘন্টা মূল্যবান সময় নষ্ট করছি।

বর্তমানে ইন্টারনেট প্রোভাইডার কোম্পানী গুলো বাংলাদেশ সরকার থেকে প্রতি সেকেন্ডে  মেগাবাইট স্পীডের ব্যান্ডউইডথ কিনছে ৪ হাজার ৮০০ টাকায়(২০১৩)।

১৯৯৬ সালে যার দাম ছিল ১ লাখ ২০ হাজার টাকা। সেটা ২০০৪ সালে ছিল ৭২ হাজার টাকায়। ওই সময়ে ইন্টারনেটের গ্রাহক পর্যায়ে মূল্য যা ছিল বর্তমানে ৪ হাজার ৮০০ টাকায় ও তাই আছে।

সরকার নেটের খরচকে গ্রাহকের হাতের নাগালে রাখতে ১৯৯৬, ২০০৪, ২০০৮, ২০০৯, ২০১১ (দুবার), ২০১৩ সালে দফায় দফায় মোট ৭ বার ব্যান্ডউইডথের দাম কমানো হলেও গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম ১ বার ও কমেনি।

বরং উল্টো নানা ধরনের প্যাকেজ সাজিয়ে গ্রাহকের পকেট কাটছে দেশের ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান গুলো। খরচ না কমিয়ে তারা কৌশলে নানা ধরনের প্যাকেজ কিংবা গতি বাড়ানোর মধ্যেই কার্যত সীমাবদ্ধ থেকেছে।

আবার মাঝে মধ্যে গ্রাহকদের দাবিতে সুকৌশলে যেসব প্যাকেজ সাধারণত ব্যবহার করা হয় না সেগুলোর দাম কমিয়েছে অপারেটরগুলো।

প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন কম্পিউটার জগতের এক পরিসংখ্যান থেকে জানা যায়, ইন্টারনেট প্রোভাইডার কোম্পানী গুলো মাত্র ৪ হাজার ৮শ টাকায় ব্যান্ডউইডথ ক্রয় করলেও তা যে দামে বিক্রি করছে সে সংখ্যাটি আমরা পড়তে গিয়ে সঠিক উচ্চারণ ও করতে পারিনা।

যেমন গ্রামীণফোন তাদের টুজি নেট ৪ হাজার ৮শ টাকায় কিনে তা বিক্রি করছে ৪৩,৩৫০X৬০,০০০ টাকায়।

অন্যদিকে টেলিটক ৪ হাজার ৮শ টাকায় থ্রিজি কিনে তা বিক্রি করছে ২৪,০০০X২৮,০০০ টাকায়। এভাবে সবগুলো কোম্পানীই ৪ হাজার ৮শ টাকায় কিনে তা একই হারে সিন্ডিকেট আকারে বিক্রি করছে। মোবাইল অপারেটররা বিভিন্ন সময়ে স্বীকারও করেছে যে, বর্তমানে  ব্যান্ডউইডথের দাম হিসাবে ইন্টারনেটের খরচ ৯৬শতাংশ কমানো সম্ভব।  কিন্তু  মেইনটেন্যান্স এবং অবকাঠামোর ব্যয় দেখিয়েই তারা মূলত এ বড় রকমের দাম নিচ্ছে।

এ দিকে দেশে ইন্টারনেটের স্পিড নিয়ে আছে দেশব্যাপী ভয়াবহ অভিযোগ। কারণ সারা দেশের ৯০% গ্রাহক টুজি ইন্টারনেট ব্যবহার করে। তা সত্তেও গ্রামীণফোন গত ৩০ মাচথেকে সকল টুজি ডাটা প্যাকেজ বন্ধ করে দিয়ে গ্রাহকদের কে বেশি দামের ৩জি ডাটা কিনতে বাধ্য করছে। এ ক্ষেত্রে তারা দেশের কোন আইনের তোয়াক্কা না করে এবং ৩জি কভারেজ না দিয়েই গ্রাহকদের থেকে ৩জির টাকা নিচ্ছে।

😯 সত্যিই আমার স্বাধীন দেশে আছি! 👿

গ্রাহকদের অভিযোগ গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমানো বা স্পীড বাড়ানোর জন্য সরকারি আন্তরিক উদ্যোগ লক্ষ করা যায় না।

পরিসংখ্যান এবং অভিজ্ঞতা থেকে দেখা যায় আমাদের দেশের টাকা অনেকটা যেন লুটপাট করেই নিয়ে যাচ্ছে বিদেশী  কোম্পানী গুলো। আর তাদের কে সহযোগিতা করছে দেশে যারা প্রযুক্তির এ বিভাগটি দেখছে তারা। আমার মতো গ্রাহকদের অভিযোগ আমাদের দেশের কিছু লোকই মূলত আমাদের কে শোষণ করতে বিদেশী এ কোম্পানীগুলো কে সাহায্য করছে।

আমাদের দেশে ইন্টারনেটের ইতিহাস:
বাংলাদেশে প্রথম অফ-লাইন ইন্টারনেটের ব্যবহার শুরু হয় ১৯৯৩ সালে। ১৯৯৬ সালের ৬ জুন বাংলাদেশে সবার জন্য ইন্টারনেট ব্যবহার উন্মুক্ত করে দেয়া হয়। সে বছরই বাংলাদেশ প্রথম ভিস্যাটের মাধ্যমে ইন্টারনেটের সাথে যুক্ত হয়। তখন প্রতি এমবিপিএস ইন্টারনেটের জন্য খরচ হতো ১ লাখ ২০ হাজার টাকা। কিন্তু তখন সরকারিভাবে বিটিসিএল কোনো ব্যান্ডউইডথ বিক্রি করত না।

জিপিআরএস টেকনোলজি দিয়ে ২০০৪ সালে মোবাইল ইন্টারনেট চালু হয়। ২০০৫-এর শেষের দিকে বাংলাদেশ সাবমেরিন ক্যাবল নেটওয়ার্কের সাথে যুক্ত হয়। ২০০৬ সালে জিপিআরএসের তুলনায় কিছুটা গতি সম্পন্ন EDGE সার্ভিস চালু করে গ্রামীনফোন।২০০৮ সালে ওয়াইম্যাক্স সেবা পরিচালনার জন্য লাইসেন্স পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে অজের প্রথম ওয়াইম্যাক্স সেবা কিউবি প্যাকেজ চালু করে ২২ নভেম্বর ২০০৯ সালে।

মোট ইন্টারনেট ব্যবহারকারী:

গত ২৬ এপ্রিল ২০১৫ তারিখে দৈনিক প্রথমআলো মোবাইল কম্পানি এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)র তথ্যের ভিত্তিতে জানায়, চলতি বছরের  মার্চ শেষে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৪ কোটি ৪৬ লাখ ২৫ হাজার, যা ফেব্রুয়ারি মাসে ছিল ৪ কোটি ৩৪ লাখ ১৯ হাজার। অর্থাৎ আগের মাসের তুলনায় ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১২ লাখ ৬ হাজার। এর মধ্যে প্রায় সবাই মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী। তবে ওয়াইম্যাক্স ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা ২ লাখ ১৫ হাজার থেকে কমে দাঁড়িয়েছে দুই লাখ আট হাজারে। আর আইএসপি ও পিএসটিএনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা পাঁচ হাজার বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৫০ হাজারে। সাধারণত তিন মাসের সক্রিয় গ্রাহক বিবেচনায় ইন্টারনেট গ্রাহক হিসাব করা হয়।

আমাদের কথা:
দেশে এখন ইন্টারনেটভিত্তিক কনটেন্টের (অডিও, ভিডিও, লাইভ খবর-মিডিয়া) ব্যাপক চাহিদা তৈরি হয়েছে। ফলে ইন্টারনেট চাহিদাও বেড়েছে বহুগুণ। দুঃখের বিষয়, মোবাইল অপারেটরগুলো নিজেদের ইচ্ছে মতো প্যাকেজ তৈরি করে গ্রাহকের টাকা হাতিয়ে নিচ্ছে। অথচ এসব ব্যাপারে বিটিআরসি নীরব ভূমিকা পালন করছে। সরকার ব্যান্ডউইডথের দাম কমিয়েই দায়িত্ব শেষ করেছে। দেশের আইসিটি শিল্পের দ্রত বিকাশ এবং দক্ষ কর্মী গড়ে তুলতে ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট সেবার খরচ সাশ্রয়ী, সেবাবান্ধব এবং সহজলভ্য করতে হবে। বিপরীতে ইন্টারনেটের গতি বাড়াতে হবে।

আমাদের দাবী:
দফায় দফায় ইন্টারনেট ব্যান্ডইউথের দাম কমলেও গ্রাহক পর্যায়ে কোন প্রভাব নেই। তাই দাবী আদায়ের জন্য সরকার কে এগিয়ে আসতে হবে এবং ব্যবহারকারী কে জাগতে হবে। এখন প্রতি জিবি নেটের দাম মাত্র ২০ টাকা করাসহ নিম্নোক্ত দাবী পূরণ করতে হবে।

দাবীসমূহঃ
১. অতি শীঘ্রই ১ জিবি ডাটার দাম ২০ টাকা নির্ধারণ করতে হবে।
২.৩জি কভারেজ না দিয়ে ২জি এলাকায় ৩জির বিল নেওয়া যাবে না।
৩. ডাটার মেয়াদ শেষ হয়ে গেলেও অব্যবহিত ডাটা পরের ডাটা প্যাকেজ চালু করার
সাথে সাথে যোগ করে দিতে হবে ।
৪. ১ জিবির মেয়াদ ১ বছর করতে হবে।
৫. ফেয়ার ইউস পলিসি সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।
৬.নুন্যতম গতি নির্ধারণ করে করে পূর্ণ গতির ডাটা দিতে হবে ।
৭. আনলিমিটেড নামে কোন বিজ্ঞাপন দেওয়া যাবে না।

৮. ফ্রি নামের কোন ডাটা অপার করা যাবে না। ( কারণ প্রতিটি ফ্রি অপার মানে নতুন প্রতারণা )

এ প্রতিবেদনটি তৈরির সময় নিম্নোক্ত ওয়েব সাইটসহ বেশ কয়েকটি ওয়েব সাইটের সাহায্য নেওয়া হয়েছে।

http://www.btrc.gov.bd/

http://www.btcl.gov.bd/

http://www.teletalk.com.bd/

http://grameenphone.com/…/produc…/internet/internet-packages

http://www.banglalinkgsm.com/…/data_based…/banglalink_intern

et

http://www.robi.com.bd/bangla/index.php/page/view/412

http://www.bd.airtel.com/services.php…

http://www.citycell.com/index.php/zoom_ultra/plan

http://www.banglalionwimax.com/index.php/ products-a-services/prepaid-plans

http://www.qubee.com.bd/prepay

Level 2

আমি সানা উল্লাহ সানু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 71 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেশ কে আর দেশীয় পণ্য কে ভালোবাসি। নিজে কে ভালোবাসি দেশের মতো।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সবাই মিলে এগিয়ে আসলে আমাদের উদ্দেশ্য সফল হবেই হবে। পোস্টটি সবাই শেয়ার করুন ! জাতীকে জাগ্রত করুন!

    @কিছুই বুঝলাম না: ধন্যবাদ ভাই সবাই কে জাগ্রত করার জন্যই কষ্ট করে এ টিউনটি করলাম। সবাই নিজ নিজ সামাজিক প্রোফাইলে বিষয়টি শেয়ার করলে ভালো হবে।

Level 0

আর কেউ সমথর্ন করুক বা নাই করুক আপণার এই লেখার প্রত্যেকটি কথার সমথর্ন আমি করছি।আমরা কি পারিনা সবাই এক সাথে এই একদাবি র কথা গুলো বলতে? [ {(বাঙ্গালী একাই এক’শ;কিন্ত এক’শ বাঙ্গালী কখনও এক হতে পারেনা)}]

    @Laserbeam: ইন্টারনেট ছাড়া আমরা আর চলতে পারবো না । কিন্তু ফ্রি অফারের নামে ফোন কোম্পানী গুলো আমাদের মন মানসিকতা কে ভিন্ন খাতে দাবিত করে নতুন ফায়দা লুটছে।

Level 0

সেই সাথে মডারেটর মহোদয় কে অনুরোধ করবো পোস্ট টি স্টিকি করা হোক সকলের স্বার্থে।

    @Laserbeam: আপনার ভলো সাড়ার জন্য ধন্যবাদ। আমার এ লেখা গুলো শুধু আমার জন্য না বাংলাদেশের অর্থনীতি বাচাঁনোর জন্য।

      @sana ullah sanu:
      ৮০ টাকায় দিতে পারে, তাই বলে ২০ টাকা………!!!!
      যেভাবে বলতেছি গ্রামীনফোন মনে হয় তাদের টেকনোলোজি সিস্টেম বিনা পয়সায় বানাইছে। ১৩ টাকায় কিনে ২০ টাকায় দিয়ে দিবে।
      কতো হাজার হাজার কোটি টাকা ব্যায় হইতেছে এগুলো বানাইতে এবং রক্ষনাবেক্ষন করতে, তাদের কর্মীদের বেতন দিতে।

সহমত! এখনই এগিয়ে আসার সময়।

    @MD. GOLJAR ALI: সহমত বললেই হবে না । সবার প্রোফাইলে শেষের দাবিগুলো তুলে ধরুন । শেয়ার করতে বলুন।

Level 0

@sana ullah sanu :
ফাইনাল-এ সবাই কে ২৪ ঘন্টার জন্য INTERNET ব্যবহার বন্ধ রাখতে হতে পারে হয়তো।আপণি কি মনে করেন?

    @Laserbeam: বাংলাদেশে তাতে সমাধান হবে কিনা আমি জানি না । তবে সবাই মিলে নতুন এক জাগরণ মঞ্চ তৈরি করতে হবে।

Level 0

পোস্ট টি স্টিকি করা হোক

পোস্ট টি স্টিকি করা হোক

ভালো পোস্ট… স্টিকি করা হোক

সবগুলো মোবাইল অপারেটর রক্তচোষা।

সহমত। তবে ইন্টারনেট ওয়াক আউটের দাবিটা অযৌক্তিক না।

মনের অব্যক্ত কিছু কথা আপনার মাধ্যমে বিবৃত হল।আপনাকে অনেক ধন্যবাদ।

এগুলো নিয়ে লেখালেখই হয় , কিন্তু কাজের কাজ কিছুই হয় না ! 🙁
একটা বার সবাই মিলে সরকার ওয়াশ করা উচিত !

দশে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ।

ভালো পোস্ট… স্টিকি করা হোক

সানা উল্লাহ সানু ভাইঃ আপনি একদম আমার মনের কথা গুলো আপনার টিউনে তুলে ধরেছেন। সেই সাথে যেই ভাইয়েরা টিউনমেন্ট করেছেন তারাও অনেক পজেটিভ। তাই অনেক ভাল লাগছে।
আমিও আজ থেকে প্রায় ১ বছর আগে একই বিষয়ে “আর চাইনা ফ্রী ইন্টারনেট” নামে টিউন করেছিলাম যেটা পড়ে দেখতে পারেন এখান থেকে https://www.techtunes.io/reports/tune-id/284519?preview=true&preview_id=284519&preview_nonce=d6c76caeda । সেটায় ব্যাপক সাড়া পাওয়ার পর ভেবেছিলাম এই বিষয়ে নিয়মিত ধারাবাহিকভাবে টিউন চালিয়ে যাব। তারপর, এটার দ্বিতীয় টিনটি করি https://www.techtunes.io/reports/tune-id/286913 । এই টিউনটির টিউনমেন্ট পড়ার পর অনেক খারাপ লাগে যার দরুন সিদ্ধান্ত নেই যে আর এই বিষয়ে লিখবনা। কেননা, আমদের দেশের লোকেরা নিজের ভাল বুঝেনা কিন্তু অন্যের উপর দোষ চাপাতে পছন্দ করে, যা আপনি আমার টিউনের টিউনমেন্ট পড়লেই বুঝতে পারবেন।
অনেক দিন পর আপনার ইন্টারনেটের বিল কমানোর প্রসংগে টিউনটি পড়ে ভাল লাগল। তাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।

    @মোঃ মমিনুল ইসলাম খান: ভাই আগে আপনার লেখাটি পড়া হয়নি। তবে আপনার দারুণ মতামতের জন্য ধন্যবাদ। আমরা স্বভাবগত ভাবে ভালো কাজের ও সমালোচনা করি। তবু এ বিষয়টি সবার অধিকার। এটা নিয়ে জাগতে হবে।

Level 0

ভালো পোস্ট… স্টিকি করা হোক

Cocktel toh oneke rastay futay. Ekhon theke gp airtel robi bl er Customar care a futhanu houk. . .

পোস্ট টি স্টিকি করা হোক

আরে ভাই দুক্ষের কতা আর কি বলব, আমি গ্রামিনের ২ জি ২ গিগা ব্যবহার করতাম।বেশ ভালো ভাবে মাস পার করতাম।কিন্তু আমার এখানে ২ জিই ভালো চলেনা হঠাত দেখি যে তাদের সকল পাক এখন ৩ জি।বলেন এখন নিজের মাথার চুল নিজেরি ছিড়তে ইচ্ছা করছে।আমি ২ জিই ভালো চালাতে পারিনা আবার ২ জির সকল পাক বন্দ করে দিছে।আর একটা জিনিশ বলি গ্রামিনের ওয়েবপেজ লেখা আছে যে আনলিমিটেড ফেছবুক!!!! কি সাংঘাতিক দেখেন আনলিমিটেড ফেছবুক অথছো ছোট করে লেখা এই কই মেগা ব্যবহার করতে পারবেন।তখন মনে হচ্চিলো এই ডাকাতি মনে হয় এদেশে দেখার কেউ নাই।জাই হক ভাই আপনার লেখা আমার খুব ভালাও লাগ্লো কিন্তু কন পদক্ষেপ সরকার নিবেনা ১০০% সত্ত কথা।তার পরেও আপনাকে সালুট জানাচ্ছি।চালিএ জান।

এইসব আজাইরা চিন্তা বাদ দিয়া সরকারকে বলেন সারাদেশে ব্রডব্যান্ড নিশ্চিত করতে । অন্যথায় উচ্চমূল্যের মোবাইল ইন্টারনেট চালাতেই হবে ।
মোবাইল ইন্টারনেট সেটাপ করতে যে পরিমান খরচ হয় তাতে ২০টাকা জিবি দিলে ব্যাবসা লাটে তুলে দিতে হবে ।।।

একবারও কি চিন্তা করেছেন, আপনার বাড়ির পাশের টাওয়ারটা সেটআপ করতে কত খরচ হয়েছে ???

আবারও বলি, মোবাইল ইন্টারনেট সেটাপ খরচ বেশি তাই দামও বেশি । সরকার যদি ইউনিয়ন পর্যায়ে ব্রডব্যন্ড নিশ্চিত করতে পারে তখন আর কিছুই লাগবে না ।

তখন গ্রামীণফোন ১৫০০টাকা প্রতি জিবি বিক্রি করলেও কোন সমস্যা নাই ।।।

    @মোশারফ তানভির: ভাই ফোন কোম্পানী গুলো মনে হয় আপনাকে কমিশন দিবে। নাকি আপনিই কোন ফোন কোম্পানীর মালিক। আমরা কোন চিন্তা করলে আজারইয়া হয়?

      @sana ullah sanu: আমাকে সব কোম্পানিই কমিশন দেয় । আপনার কোন সমস্যা ???

      আর,
      আপনার এই পোষ্ট দেখলে মোপাইল অপারেটররা সবাই ২টাকা প্রতি জিবি ইন্টারনেট বিতরন শুরু করবে । চালায়া যান ।।।

আন্দোলন করেও আগেও এম্বির দাম কমানো যায় নাই।

তার পরেও লেগে থাকতে সমস্যা কি

সরকারের উচিত টেলিটক 3G গ্রাম পর্যায়ে বিস্তৃত করা।
বা
ব্রডব্যান্ড সকল ইউনিয়ন পরর্যায়ে নিশ্চিত করা

না হলে ডিজিটাল বাংলাদেশ গড়বে কিভাবে?????

এই..
আমাদের বাংলা।
ডিজিটাল বাংলা..।
১জি ডিজিটাল বাংলা..। :'(

সহমত 🙂 সবাই এগিয়ে আসলে অন্তত কিছু টা দাম কমবে

সেই সাথে মডারেটর মহোদয় কে অনুরোধ করবো পোস্ট টি স্টিকি করা হোক সকলের স্বার্থে।

ইন্টারনেট অল্প দামে নেয়ার জন্য এত কিছু লিখেছেন আর ইন্টারনেট এর মেয়াদ বাড়ানোর জন্য কিছু লিখলেই সেই পোস্ট নিশ্চিত গাজাঁ খুরি পোস্ট হয়ে যাই তাই না ভাই # sana ullah sanu. Post er comment ta dekhe bollam kisu mone koren na ato din dhore tt te asen ar comment koren new der moto paren vai apnara.
https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/346188

    @ফরিদ আহাম্মেদ: ভাই দু:খিত আমি আপনার পোস্টকে বলিনি। সংশ্লিষ্ট কোম্পানী কে বলেছিলাম। দু:খিত আপনার মনে কষ্ট দেয়ার জন্য

সহমত ! প্রথমেই গ্রামিনফোন কে বাদ দিয়ে শুরুকারা যায়।
গ্রামিনফোন ভ্যালু লেস করলে অন্য কম্পানি আবার লেস করবে অনলি গ্রামিনফোন কে আমরা বাদ দিয়ে অন্য আপারেটর ইউস করে আমাদের কাজ চালিয়ে যেতে পারি।

সহমত, পোস্ট টি স্টিকি করা হোক হোক। ধন্যবাদ

সহমত, পোস্ট টি স্টিকি করা হোক হোক। ধন্যবাদ

Level 0

ভাল লাগলো, আমিও সহমত

খুব ভাল হয়েছে মানসম্মত টিউন…

    @সাইবার গোস্ট: আপনাদের সবার সহযোগিতা থাকলে আমাদের দাবি যৌক্তিক দাবিতে পরিনত হবে। ধন্যবাদ ভাই

আপনার সাথে আমি সহমত জানাচ্ছি । গ্রাহক পর্যায়ে ইন্টারনেটের দাম কমাতে হবে ।

আর যে সকল ভাইয়েরা বিশ্ববাটপার কোম্পানীদের পক্ষে টিউনমেন্ট করেছেন তাদের দুইটা কথা বলবো। ১। পাশের দেশ ইন্ডিয়ার সাথে তুলনা করে দেখেন একই কোম্পানী টেলিনর/এয়ারটেল সাথে আমাদের সাথে কি পরিমান জচ্চুরি করছে । ২। গ্রামীনফোন ২০১২সালে (সনি)এরিকসন বি.টি.এস. সোয়াপিং করে চাইনিজ হুয়াও বি.টি.এস লাগিয়েছে (চাইনিজ মাল কেমন হয় তা সবাই জানেন) যেটা বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ট্রান্সফার করেছে। এরা টাওয়ারের ১৫ থেকে ২০শতাংশ জমি ১০০ বছরের লিজ নিয়েছে সর্বনিম্ন দামে এবং কৌশলে কিনে নিয়েছে অনেক জমি।এরাই ফ্রী ইন্টারনেট.অর্গ চালু করতে দেয় নি।

সরকারের কাছে আমাদের একটাই চাওয়া সর্বনিম্ন গতির ইন্টারনেট নির্ধারন করে ২০টাকায় ১জিবি বিক্রি করতে বাধ্য করা হোক ।

    @জনি আহমেদ: ভাই সুন্দর গোছালো তথ্যের জন্য ধন্যবাদ। আপনারাও একই দাবি নিয়ে প্রায় প্রতিদিনই যার যার জায়গায় লিখুন। দেখিনা কি হয়। আমাদের আন্দোলন হবে কলমে। ধন্যবাদ

ব্রডব্যান্ড ইন্টারনেট এর দাম কমিয়ে সব জায়গায় প্রভাইড করা উচিৎ।

Level 2

আপনি উপযুক্ত বিষয় নিয়ে উপযুক্ত কথাই লিখেছেন। মোবাইল অপারেটররা আমাদেরকে ভিক্ষুক বানিয়ে রেখেছে।

Level 0

ধন্যবাদ।
আপনার লিখাটি কয়েক লক্ষ কপি মুদ্রণ করে বিতরণ করবো ইনশাআল্লাহ্‌।

Level 0

Good.

পোস্ট টি স্টিকি করা হোক

Level 0

akmot

Level 2

পোস্ট টি স্টিকি করা হোক

মন থেকে প্রান থেকে দিল থেকে আপনার প্রত্যেক টি কথার সাথে একমত পোশন করতেছি !
আর এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তথ্য পোস্ট এ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ !
=========================
আর কবে আমাদের দিকে তাকাবেন আল্লাহ্‌ সেটা তিনিই ভাল যানেন কবে আমরা শান্তি পাবো ইন্টারনেট ব্যাবহার করে !

Strongly agree with you.
But there is no one to listen our voice.

দয়া করে শেয়ার করুন..
“1 জিবি 100 টাকা 30 দিন 512 kbps স্পীড”
মোবাইল কোম্পানিগুলো কমদামে ব্যান্ডউইথ কিনে চড়া দামে বিক্রি করছে আমাদের কাছে অত্যন্ত নিম্নমানের স্পীড দিয়ে আর প্যাকেজের নামে প্রতারণা করে..টাকা পাচার করছে বিদেশে..রীতিমতো বাশ দিয়ে যাচ্ছে আমাদেরকে..এইসব দাবি দাওয়ার আন্দোলন হয়েছে অনেক..কিছুই হয়নি, হবেওনা..পৃথিবীর কোন আন্দোলনই শাসকগোষ্ঠী কিংবা শক্তিশালী বিরোধী পক্ষ ছাড়া সম্ভব হয়নি..আর আমরা এই ব্যাপারে কখনোই সফল হবোনা কারন এই দুই পক্ষ কখনোই আমাদের সহায়তা করবেনা কমিশনের লোভে…
এখন সময় এসেছে পাল্টা জবাব দেয়ার, বাশের মাথাটা ঘুরিয়ে দেয়ার..এবং অবশ্যই সবার প্রথমে গ্রামীণফোন..কারন ইন্টারনেট ছাড়া আমরা থাকতে পারবোনা..তাই একসাথে সবাইকে বাশ দেয়া যাবেনা..যেহেতু অধিকাংশ লোকেরই দুটো সিম আছে কিংবা ডুয়েল সিম সেট আছে তাই সবাই একটা শুভদিন(!) দেখে জিপিকে বাশ দেয়া স্টার্ট করি..ঐদিন সবার জিপি সিম টোটালি বন্ধ থাকবে শুধুমাত্র কেউ যদি ফ্রি ইউজ করতে পারেন তারা ছাড়া…আর অন্য সিমটা ইউজ করবেন সেদিন..এভাবে বাকি কোম্পানি গুলোকেও বাশ দেয়া হবে পর্যায়ক্রমে..
আমাদের এখন দাবি একটাই..1 জিবি 100 টাকা -30দিন..512 কেবিপিএস.
কোন ভন্ডামী চলবেনা..রাতের বেলা, সন্ধ্যাবেলা, 3 দিন, 15 দিন..এইসব হবেনা..সোজা কথা..1 জিবি 100টাকা 30 দিন..512 কেবিপিএস স্পীড..
একটা কথা আছে..বাংগালী একাই একশ,কিন্তু একশ বাংগালী এক হতে পারেনা..
আসুন আমরা দেখিয়ে দিই “আমরাও পারি”.. গর্জে উঠি আরেকবার.. মাত্র একটা দিনই তো, নাকি?
মনে রাখবেন এ প্রতিবাদ যুদ্ধ বিদেশী বেনিয়া গোষ্ঠীর বিরুদ্ধে যারা কম দামে ভালো জিনিস কিনে অত্যন্ত নিম্নমানের জিনিস খুবই চড়া দামে বিক্রি করছে..এ যুদ্ধ দীর্ঘদিনের চলমান শোষণের বিরুদ্ধে ..
দয়া করে এই পোস্টটি কপি করুন, শেয়ার করুন বিভিন্ন পেজে,গ্রুপে..রিলেটেড আনরিলেটেড যেকোন গ্রুপে..কোন ক্রেডিট দেয়া লাগবেনা..
একটি ঝড় আসছে, সবাই প্রস্তুত থাকুন…

    @শুভ সকাল: ভাই আপনি তো মনে হয় আমার পোস্টটি পড়েন নি। আমি ২০ টাকায় ১ জিবি ১ বছরের জন্য আবেদন রাখলাম।কিন্তু তার কমেন্টস এ আপনি ১০০ টাকায় ১ জিবি ৩০ দিন কমেন্টস করলেন। ব্যাপারটি বুঝলাম। এখন তো আমি নিয়মিত ৪৩ টাকায় ১ জিবি পাচ্ছি। কিন্তু আপনার দাবিতে আমিতো খুন। আশা করি আমার পোস্ট আপনি সময় করে পড়বেন।

kkkk

লাভ নাই ভাইয়া ! এই রকম অনেক বার করা হয়েছে ! কনো ফল পাওয়া যায়নি !

ভালো বলেছেন ভাই

Level 0

মাদারটোস্ট গ্রামিন, আবার ডাইলোগ লাগাইসে “কাছে থাকুন”

আমরা এক কাজ করি না কেনো? জাতীয় পর্যায়ে একটা রেডিও লিনক আইএস্পি কোম্পানি খোলা হোক।আমরা সবাই রিসেলার নিবো।আমার মনে হয় এটিই একমাত্র সমাধান। প্রত্যেক উপজেলায় ব্রডব্যান্ড কানেকশান থেকে রেডিও লিনক আই এস পি খোলা হবে। ১৫০০ টাকায় ১ এম্বিপিএস আনলিমিটেড় ইন্টারনেট। একার পক্ষে হয়তো আইএসপি খোলা সম্ভব না। কিন্তু প্রত্যেক উপজেলায় একজন করে রিসেলার ৪,০০,০০০ টাকা খরচ করলে প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব।

খুব ভাল লাগলো পোষ্টটি

Nice to know these.

ঘরের শত্রু বিভীষণ ! আমাদের দেশের প্রযুক্তি খাতের রক্ষণাবেক্ষক রা ই আমাদের মুল শত্রু

আচ্ছা ভাই,

আপনার টিউনটি অনেক দিন পর ফার্স্ট পেজে কিভাবে আসলো? আমারও একটি তথ্যবহুল টিউন আছে। আমি সেটি আবার ফার্স্ট পেজে আনতে চাই। উপায় তা একটু বলবেন, দয়া করে?

ধন্যবাদ।

আমি আপনার প্রত্যেকটি কথার সাথে একমত পোশন করছি…
আর এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তথ্য পোস্ট করা জন্য আপনাকে অনেক ধন্যবাদ…

আমি আপনার প্রত্যেকটি কথার সাথে একমত পোশন করছি…

ভাই দেখেন পোষ্ট 10000 view পরছে এর মানে কি ঠিক কি বুঝায় বুজসেন আশা করি | আর তাই আপনার কাছে আমার বিশেষ অনুরোধ যে আবার এমনই আরেকটা টাইটেল দিয়ে ফেসবুকে একটা ইভেন্ট পেজ খুলেন | আমার বিশ্বাস দেশে ইন্টারনেট বিপ্লব হয়ে যাবে | যদি কোন কারনে না করতে পারেন তাহলে আমি বুজমু আপনার বুকে সাহস নাই | PLS PLS PLS আমি নিজে 500-600 এমন মানুষ এনে দিতে পারব যারা এমনটা চায় |PLS PLS PLS PLS PLS

ভাই সঠিক কথা লিখছেন অনেক দরকারি পোস্ট

এভাবে হয়নি, হবেও না। চাই পরিকল্পিত আন্দোলন।

right bro

Thanks To All। এখন করোনার মহামারিতে আবার সবাই একবার জেগে ওঠেন ভাই, বন্ধু