অনলাইন থেকে আয়, আমি সফল আপনিও হবেন ইনশাল্লাহ পর্ব-১

অনলাইনে আয়ের কৌশল সম্পর্কিত অনেক লেখা আগেও পড়েছি কিন্তু আমার কাছে মনে হয় একটি আর্টিকেল নির্ভরযোগ্য তখনই লেখা হয়ে ওঠে যখন আয়ের ব্যাপারটা নিশ্চিত করা যায়। আমি আজকে এমনই একটি সাইট সম্পর্কে বলব যেখান থেকে আমি নিশ্চিত আয় করতে পেরেছি। চেষ্টা করলে আপনারাও সফল হবেন ইনশাল্লাহ। “মাইক্রোওয়ার্কার্স ডট কম” সাইটটির নাম আমরা অনেকেই শুনেছি। হয়ত কেউ কেউ সফলও হয়েছি তবে যারা এখনও সফল হননি তাদের জন্য আমার এ ক্ষুদ্র আহবান। এ সাইটের বেশিরভাগ কাজই আকারে ছোট এবং কোন প্রকার বিড ছাড়াই পাওয়া যায়। সাধারনত অন্য কোন সাইটের পরিচিতি বৃদ্ধির জন্য ক্ষুদ্র ক্ষুদ্র এ কাজগুলো করিয়ে নেয় বায়াররা। এ সাইটে কাজ করলে একজন ভাল মানের ইমপ্লোয়ার প্রতিদিন কমপক্ষে ৩ -৫ ডলার পর্যন্ত আয় করতে পারবে। যা বাংলাদেশের একজন বেকার ভাইয়ের বেকারত্বকে লাঘব করতে পারে বলে আমার বিশ্বাস। এ সাইটে থেকে কোন কাজগুলো করতে পারবেন সেই সংক্রান্ত লেখা পড়তে ক্লিক করুন আর এ সাইট থেকে আমার পেমেন্ট এর প্রমান দিতে গিয়ে টেকটিউনস এর অভ্যন্তরীন সমস্যার কারনে পারলাম না তাই এটিও উপরের লিঙ্ক থেকে দেখে নিন।

Level 0

আমি আল-আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 59 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ভালবাসি মানুষকে কেননা এরাই হচ্ছে সৃষ্টির সেরা জীব। যারা আমাকে কাছ থেকে দেখেছে তারা সাক্ষী আমি কারো ক্ষতি চাই না বরং চেষ্টা করি ভাল কিছু করতে। আমার ক্ষুদ্র প্রয়াস থেকেই শুরু করেছি বাংলা ভাষায় টিউটোরিয়াল ও অনলাইন থেকে আয়ের টিপস সম্বলিত ওয়েব সাইট http://nextbarisal.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

হ্যালো ভাইয়া ধন্যবাদ আপনার টিউন টা দারুন হয়েছে।
যদি microworks নিয়ে ধারাবাহিক একটা টিউন করা যায় তাহলে আরো ভাল হয়।কারন অনেকেই এই বিষয়ে আগ্রহী বিষয় টি যদি একবার ভেবে দেখতেন।

micro workers এ payment er বেপার তা আলোচনা করলে ভাল হয়।

    পেমেন্ট নিয়ে সন্দেহ করে কোন লাভ নেই। কারণ ওরা ১০০% পে করে। আমি কিছু জমিয়েছিলাম। সেটা দিয়ে একটা ডোমেইন কিনেছি। আপনি চাইলে চেকের মাধ্যমেই টাকা আনতে পারবেন।

    ————————————————–
    Movie, Music, Ebooks, Software all is here.

হুম।এবার বলি:

আপনি এই সাইট থেকে প্রতিমাসে কত আয় করেন:

১০ (ঠিক আছে)

২০ ডলার( একটু সন্দেহ আছে)

৩০ ডলার ( বুঝা যাবে ইহা চাপা)

এবার ধরি আপনি ২০ ডলার করেন তাহলে:

৭০০ যোগ ৭০০ হয় হলো ১৪০০।

এবার আসি মাসের হিশাবে:

আপনাকেই ধরলাম:আপনার মাসে জামা কাপড় কিনতে লাগবে:মিনিমাম ৩০০ টাকা (হাতে থাকে ১১০০ টাকা)

খাওয়া দাওয়া:ধরলাম ৬০০ টাকা।(হাতে থাকবে ৫০০ টাকা)

বাড়ি ভাড়া:ধরলার আপনি মেসে থাকেন তাই বাড়ি ভাড়া ৫০০ টাকা।(তাই হাতে থাকে ০ টাকা)

আরও কত কিছু বাকি আছে চিন্তা করে দেখেন।

এইবার:ঐ মিয়া বাংলাদেশের বেকার যুবকদের মুখে জুতা মারতে চান!!!

    vhi ai vabe bolen ken ? uni akta vhalo kaj korcen r apnara tar guno gan na gaia boka ditacen 🙂
    20$ mane janen 1400 tk r kisu tk thakley to ami biya e kore felte partam :p
    r tuner vhi k bolci airokom mukles marka tune vad dia dekhen vhalo kisu dite paren ki na microworkers ar kaj ato easy na . so vhi tune korley vhalo kore korben details diben . new ra to kisu na buijha e dore dibo oi site a but pabe ki ? pore apnare gala gali korbe 🙁

    gamedownload ভাই
    আপনি ছোট মানুষ, এত কথা আপনার সাজে না। আপনার অধ্যায় তো গেমস আপনি তাই নিয়ে থাকেন। বাংলাদেশের বেকারত্ব আপনি বুঝবেন না। একটা pr1 সাইট থাকলে আমি এখান থেকে প্রতি মাসে $100 আয় করতে পারি।
    আপনাদের মত টিউনারদের বাজে মন্তব্যের কারনে ভাল টিউনাররা টেকটিউনস থেকে হারিয়ে গেছে। এইসব টিউনারদের ব্যাপারে কতৃপক্ষ এবং সকল টিউনারদের সতর্ক হওয়ার আহবান জানাচ্ছি।

    আল-আমিন ভাইয়ের সাথে সহমত। আর ভাই ভালই লিখেছেন।

    সহমত আল আমিন ভাইয়ের সাথে………
    তবে………মন্তব্যটি খুব খারাপ করেনি……..
    কথার মাঝে একটা যুক্তি আছে…….

    Level 0

    @ আল-আমিন
    আরে তুমি ঠিকই বলেছ, ওরে সামনে পাইতো…
    আর হা এটা(মাইক্রোওয়ার্কারস) ভাল সাইট, আমারও কিছু ডলার জমেছে

Level 0

ha ha ha

সন্দেহে মন ভরপুর ………..পেমেন্ট নিয়ে একটা পোস্ট চাই…….

    জি ভাই অবশ্যই দিব সামনে এর ওপরে ধারাবাহিক টিউন করব ভাবছি। তবে পেমেন্ট এর একটা চিত্র তো এখানেই দেখতে পারেন।
    http://nextbarisal.com/bangla_version/index.php?action=micro

    পেমেন্ট নিয়ে সন্দেহ করে কোন লাভ নেই। কারণ ওরা ১০০% পে করে। আমি কিছু জমিয়েছিলাম। সেটা দিয়ে একটা ডোমেইন কিনেছি।

    ————————————————–
    Movie, Music, Ebooks, Software all is here.

আরেকটা ভালো সাইট আছে, প্রতিদিন ১০০ এর উপরে কাজ পাওয়া যায়, সাইন আপ বোনাস ৫ ডলার, যা দিয়ে আপনি প্রথমেই আপনার কিছু মাইক্রো ওয়ার্কস করিয়ে নিতে পারেন। যেমন আপনার অধীনে কিছু সাইন আপ ইত্যাদি। এ সাইটে কাজের ধরন অন্যান্য মাইক্রো সাইটেরই মতো, কিন্তু কাজের জন্য একটু বেশিই টাকা পাওয়া যায়। ভালো লাগলে চেষ্টা করে দেখতে পারেন।
সাইটি হচ্ছে
http://www.microjob.co/?amigosid=1185

Level 0

HAA AMIO CHESHTA KORE DEKHBO, R NA HOLE……….VUBTECHI, PORE BOLBO.
TOBE LEKHATA KHUB VALO.