প্রিয় টিউনার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমরা শিখব কিভাবে লেখা এবং ছবির এনিমেশন দিতে হয় তার নিয়ম, আমরা অনেকে এনিমেশন তৈরি করার জন্য সফট ব্যবহার করি, আমিও অনেক ধরনের সফট ব্যবহার করি এনিমেশন এবং লেখার জন্য।
আজ আমরা শিখব কোন প্রকার সফট ছাড়া কিভাবে অনলাইনে খুব সহজে 3D লেখা এবং ছবির এনিমেশন তৈরি করা যায় তার নিয়মঃ
১। 3D লেখা তৈরি করার নিয়মঃ প্রথমে এখানে ক্লিক করুন। তাহলে নিচের মত আসবে।
এবার Text বক্স এ আপনার নাম লিখুন আমি আমার নাম লিখলাম।
এবার লেখার সাইজ লেখার ফন্ট, স্টাইল সিলেক্ট করুন।
সবশেষ Preview বাটনে ক্লিক করে দেখুন কেমন হয়েছে, ভাল লাগলে সেভ করে রাখুন।
২। ছবির এনিমেশন তৈরি করার নিয়মঃ ছবির বিভিন্ন ইফেক্ট এ এনিমেশন তৈরি করতে প্রথমে এখানে ক্লিক করুন।
তাহলে নিচের মত আসবে আপনার পছন্দের স্টাইল সিলেক্ট করে নিন।
আমি ১টি ইফেক্ট এর স্টাইল নিলাম পছন্দ করে।
এবার ফটোশপে ৫০০x ৫০০ সাইজের ছবিটি ক্রপ করে নিন, এনিমেশন সুবিধার জন্য।
এখন Upload বাটনে ক্লিক করে ছবি নিয়ে নিন।
Preview বাটনে ক্লিক করে ছবি অনুযায়ী কিছুক্ষন অপেক্ষা করুন।
সবশেষ Download the image এ ক্লিক করে সেভ করে রাখুন।
একই নিয়মে করা আরেকটি।
আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
very very thanks