[আপডেট] মোবাইল অপারেটরদের ইন্টারনেটের যত বৈশাখী অফার!

বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষে  গ্রামীণফোন ,বাংলালিংক,রবি, টেলিটক নিয়ে এলো ইন্টারনেট এর অফার! আসুন সেগুলো জেনে নেই

গ্রামীণফোন বৈশাখী অফার!!!

  • ২জিবি 3G ডাটা প্যাকে (২৮ দিন) পাচ্ছেন অতিরিক্ত ৪ জিবি 3G ডাটা একদম ফ্রি! অফারটি আক্টিভেট করতে ডায়াল করুন *500*93# ; মূল্য ৩৫০টাকা (+১৫% ভ্যাট)।
  • ১জিবি 3G ডাটা প্যাকে (২৮ দিন) পাচ্ছেন অতিরিক্ত ২ জিবি 3G ডাটা একদম ফ্রি! অফারটি আক্টিভেট করতে ডায়াল করুন *500*94# ; মূল্য ২৭৫টাকা (+১৫% ভ্যাট)।
  • ২৫০এমবি 3G ডাটা প্যাকে (২৮ দিন) পাচ্ছেন অতিরিক্ত ৫০০এমবি 3G ডাটা একদম ফ্রি! অফারটি আক্টিভেট করতে ডায়াল করুন *500*95#; মূল্য ৯৯ টাকা (+১৫% ভ্যাট)।

• অফারটির মেয়াদ ১৩ এপ্রিল ২০১৫ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত চলবে
• সকল গ্রামীনফোন প্রিপেইড কাস্টমারদের জন্য প্রযোজ্য
• উভয় প্যাকের মেয়াদ ২৮ দিন

টেলিটক বৈশাখী অফার!!!

১২২ টাকা রিচার্জে পাচ্ছেন:

  •  ১৪২২ MB ইন্টারনেট ডাটা,১৪২২ সেকেন্ড ভয়েস, ১৪২২ সেকেন্ড ভিডিও, ১৪২২টি SMS (অন-নেট ৫০% : অফ-নেট ৫০%)
  •  ব্যবহারের মেয়াদ ৫ দিন।
  •  রিচার্জের ১২২ টাকা সাথে সাথেই কেটে নেয়া হবে
  •  অফারটি শুধুমাত্র ১লা বৈশাখ ১৪২২ (১৪ এপ্রিল ২০১৫) তারিখে নেয়া যাবে
  •  যত খুশি ততবার নেয়া যাবে

বাংলালিংক বৈশাখী অফার!!!

বাংলা নববর্ষ ১৪২২ উপলক্ষে, যেকোন ইন্টারনেট ক্রয় করলেই গ্রাহক ২২% ইন্সট্যান্ট বোনাস পেয়ে যাবেন। ৭-১৬ এপ্রিল-এর মধ্যে যতবার খুশি ইন্টারনেট প্যাক ক্রয় করে ২২% বোনাস উপভোগ করতে পারবেন

রবি বৈশাখী অফার!!!

  • ১০০ এমবি ডাটা ১৫ টাকা(+১৫% ভ্যাট)। কেনার জন্য ডায়াল করুন *8444*004#.
  •  ৮০ এমবি ডাটা ১২ টাকা(+১৫% ভ্যাট)। কেনার জন্য ডায়াল করুন *8444*002#.
  •  এই ইন্টারনেট ডাটার মেয়াদ থাকবে ১ দিন করে।
  •  *8444*88# এই কোড নাম্বারে ডায়াল করে আপনি অবশিষ্ট ডাটা ব্যালান্স চেক করতে পারবেন।
  •  এই অফার টি নেওয়া যাবে ১৯শে এপ্রিল পর্যন্ত।

তাছাড়া মোবাইল অপারেটর এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সর্বশেষ অফার, কলরেট, ইন্টারনেট প্যাকেজ সম্পর্কিত সকল তথ্য জানতে ঘুরে আসতে পারেন এখানে টেলিকথন ডটকম

Level 0

আমি telekothon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

টেলিটকের যে মিনিট এবং সেকেন্ড , ওটা কি শুধু টেলিটকের সাথেই কথা বলা যাবে নাকি অন্য অপারেটরেও কথা বলা যাবে ? @ telekothon

জিপির অফারগুলো কি সত্য? আর জিপির সাইটে তো এমন কিছু দেখলাম না

    Level 0

    @extreme dashing: জ্বি সত্য, আপনার ব্যালেন্সে টাকা কম রেখে কোড গুলা ডায়াল করে দেখতে পারেন

Level 2

Airtell er offer koi???