بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ( বিসমিল্লাহির রাহমানির রাহিম )
আসসালামু আলাইকুম । আমার ৬৪ তম টিউনে সবাইকে স্বাগতম ।আসছে ১লা বৈশাখ ১৪২২ বঙ্গাব্দ উপলক্ষে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত অপারেটর টেলিটক লিমিটেড তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে এক বিশেষ প্যাকেজ , চলুন এক নজরে প্যাকেজটির বিস্তারিত জেনে নেই ।
১২২ টাকা রিচার্জে পাচ্ছেন:
> ১৪২২ সেকেন্ড ভয়েস, ১৪২২ সেকেন্ড ভিডিও, ১৪২২টি SMS, ১৪২২ MB ইন্টারনেট ডাটা
> ব্যবহারের মেয়াদ ৫ দিন
> রিচার্জকৃত ১২২ টাকা কেটে নেয়া হবে
> অফারটি শুধুমাত্র ১লা বৈশাখ ১৪২২ (১৪ এপ্রিল ২০১৫) তারিখের জন্য প্রযোজ্য
> যত খুশি ততবার নেয়া যাবে
বিঃ দ্রঃ
১৪২২ সেকেন্ড ভয়েস (অন-নেট),
১৪২২ সেকেন্ড ভিডিও (অন-নেট),
১৪২২টি SMS (অন-নেট ৫০% : অফ-নেট ৫০%)
তথ্যসুত্রঃ টেলিটকের অফিসিয়াল ফেসবুক পেজ
প্যাকেজ টির প্রধান সমস্যা হল মেয়াদ মাত্র ৫ দিন , মেয়াদ আরো বেশি হলে সবার জন্য বেশ ভাল হত , সেই সাথে টেলিটকের নেটওয়ার্ক এখনো অনেক জায়গায় ডাউন , যাই হোক প্যাকেজটি আপনার মন মত হলে এখনই প্রস্তুতি নিন ।
আমার ব্যক্তিগত ফেসবুক পেজে লাইক দিয়ে ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপডেট থাকুন ।
যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি মোঃ আশিকুর রহমান
সৌজন্যে : Ashiq99Channel
আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি