بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ ( বিসমিল্লাহির রাহমানির রাহিম )
আসসালামু আলাইকুম । আমার ৬২ তম টিউনে সবাইকে স্বাগতম । আমরা যারা মোবাইলে ফেসবুক , টেকটিউনস , গুগল কিংবা ইউটিউব ব্যবহার করে থাকি অথবা এসব সাইট থেকে আপডেট নিয়ে থাকি তাদের জন্য ইন্টারনেট প্যাকেজ এক বড় সমস্যা । কারন আমাদের ডাটা ব্যবহার হয় কম কিন্তু কম টাকার তেমন কোন ভাল প্যাকেজ নেই । যেগুলো আছে সেগুলোর আবার মেয়াদ খুবই কম । এবার আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি এয়ারটেল ব্যবহারকারী হয়ে থাকেন । আমি ব্যক্তিগতভাবে এয়ারটেল এ নেট তেমন একটা ব্যবহার করি না , কিন্তু এই প্যাকেজ টি আমার নজর কেড়েছে । হয়ত আপনিও এমন একটি প্যাকেজ খুজছিলেন ।
এয়ারটেল নিয়ে এসেছে মাত্র ২৩ টাকায় ২০০ মেগাবাইট 3G প্যাকেজ ৩০ দিনের জন্য । এত সুন্দর মোবাইল ইউজার বান্ধব প্যাকেজ আর একটিও নেই । প্যাকেজটি কিনতে ডায়াল করুন *121*602# , ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *778*39# .
তাহলে আর কথা বাড়াবো না , প্যাকেজটি আপনার মন মত হলে এখনই কিনে নিন ।
আমার ব্যক্তিগত ফেসবুক পেজে লাইক দিয়ে ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপডেট থাকুন ।
যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি মোঃ আশিকুর রহমান
সৌজন্যে : Ashiq99Channel
আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি
আসা সব কোম্পানি দিবে।