মোবাইলে ফেসবুক , টেকটিউনস , গুগল কিংবা ইউটিউব ব্যবহারকারী দের জন্য এক অসাধারন ইন্টারনেট প্যাকেজ , মাত্র ২৩ টাকায় ২০০ মেগাবাইট 3G প্যাকেজ , ৩০ দিনের জন্য

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ  ( বিসমিল্লাহির রাহমানির রাহিম )


আসসালামু আলাইকুম । আমার ৬২ তম  টিউনে  সবাইকে স্বাগতম । আমরা যারা মোবাইলে  ফেসবুক , টেকটিউনস , গুগল কিংবা ইউটিউব ব্যবহার করে থাকি অথবা এসব সাইট থেকে আপডেট নিয়ে থাকি তাদের জন্য ইন্টারনেট প্যাকেজ এক বড় সমস্যা । কারন আমাদের ডাটা ব্যবহার হয় কম কিন্তু কম টাকার তেমন কোন ভাল প্যাকেজ নেই । যেগুলো আছে সেগুলোর আবার মেয়াদ খুবই কম । এবার আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে যদি আপনি এয়ারটেল ব্যবহারকারী হয়ে থাকেন । আমি ব্যক্তিগতভাবে এয়ারটেল এ নেট তেমন একটা ব্যবহার করি না , কিন্তু এই প্যাকেজ টি আমার নজর কেড়েছে । হয়ত আপনিও এমন একটি প্যাকেজ খুজছিলেন ।

এয়ারটেল নিয়ে এসেছে মাত্র ২৩ টাকায় ২০০ মেগাবাইট 3G প্যাকেজ ৩০ দিনের জন্য । এত সুন্দর মোবাইল ইউজার বান্ধব প্যাকেজ আর একটিও নেই । প্যাকেজটি কিনতে ডায়াল করুন *121*602# , ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *778*39# .

তাহলে আর কথা বাড়াবো না , প্যাকেজটি আপনার মন মত হলে এখনই কিনে নিন ।

আমার ব্যক্তিগত ফেসবুক পেজে লাইক দিয়ে ও ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আপডেট থাকুন ।

যেকোন প্রয়োজনে ফেসবুকে আমি   মোঃ আশিকুর রহমান

সৌজন্যে : Ashiq99Channel

Level 0

আমি আশিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 139 টি টিউন ও 257 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আশিকুর রহমান , রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করি , পড়াশুনার পাশাপাশি নতুন ও প্রযুক্তি ভিত্তিক নানা বিষয়ে জানতে ও জানাতে সবসময় চেষ্টা করি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আসা সব কোম্পা‌নি দি‌বে।

head লাইন দেখে তো মনে করেছিলাম বিরাট কিছু ! ভিতরে 😛

Level 2

এই অফার আমি অনেক দিন আগে থেকে ব্যবহার করছি। প্রায় ৩-৪ মাস। আমার বন্ধুর মোবাইলে এই অফার কাজ করত না। শুধু আমার টায় ই কাজ করত। তাই টেকটিউনে আর টিউন করিনি। যাক এয়ারটেল ব্যবহারকারীরা অনেক সুবিধা পাবে।

    @FA Shopnil: হুম, এয়ারটেল ব্যবহারকারীরা অনেক সুবিধা পাবে।

      Level 2

      @আশিকুর রহমান: তবে আপনার একটা কথার সাথে একমত হতে পারলাম না। ইউটিউব চালালে একদিনে এই ২০০ এমবি উধাও হয়ে যাবে।

sov sim er jonno /

এয়ারটেল এর কি এটা পারমানেট প্যাকেজ? নাকি কোন বিশেষ প্যাকেজ

Level New

নুতন সিমের free fb offer এর আওতায় আছি। এই প্যাক নিলে কি আগের অফার বাদ হয়ে যাবে?

    @JOYANTA: সম্ভবত বাদ হয়ে যাবে , কাস্টমার কেয়ারে যোগাযোগ করে সিউর হয়ে নিন

এয়ারটেলে *121*601# 100MB for 11.5TK, *121*602# 200MB for 23TK, *121*603# 1GB for 115TK with 30Days validity. যারা ম্যাসেজ পেয়েছেন শুধু তারাই পাবেন। সবার জন্য নয়। সবার জন্য ১জিবি ২২৯টাকা।

হেড লাইনে এয়াটেল গ্রাহকের জন্যে লিখে দেন

kew ki pc te kono sim diye free net chlalate parcen?

hoi na