স্বাধীনতা দিবসে মোবাইল অপারেটরদের যত ইন্টারনেট অফার!

মহান মুক্তিযুদ্ধের ৪৫তম স্বাধীনতা দিবসে সিটিসেল ছাড়া সব মোবাইল অপারেটই দিচ্ছে ইন্টারনেট এর অফার! আসুন সেগুলো জেনে নেই

স্বাধীনতা দিবসে ‪ গ্রামীণফোন‬ নিয়ে এলো ফাটাফাটি ইন্টারনেট অফার!

এখন গ্রামীণফোনের ২ জিবি ইন্টারনেট প্যাকে পাচ্ছেন আরও ২ জিবি এবং ২৫০ এমবি ইন্টারনেট প্যাকে পাচ্ছেন আরও ২৫০ এমবি অতিরিক্ত ইন্টারনেট একদম ফ্রি!

= ৪ জিবি (২ জিবি + ২ জিবি) @ (৪০০ টাকা +১৫% ভ্যাট) ইন্টারনেট অফার আক্টিভেট করতে ডায়াল করুন *500*76#

= ৫০০ এমবি (২৫০ এমবি +২৫০ এমবি) @ (৯৯ টাকা +১৫% ভ্যাট) ইন্টারনেট অফার আক্টিভেট করতে ডায়াল করুন *500*77#

• অফারটির মেয়াদ ২৪ এ মার্চ থেকে ৩০ এ মার্চ, ২০১৫ পর্যন্ত
• সকল গ্রামীনফোন প্রিপেইড কাস্টমারদের জন্য প্রযোজ্য
• উভয় প্যাকের মেয়াদ ২৮ দিন

বাংলালিংক‬ স্বাধীনতা দিবস অফার!

স্বাধীনতা দিবস উপলক্ষে সকল Prepaid & C&C গ্রাহকদের জন্য দিচ্ছে ২৬ এমবি করে Facebook, Viber, এবং Internet বোনাস। এছাড়াও পাচ্ছেন বাংলালিংক থেকে বাংলালিংক ব্যবহার এর জন্য ২৬ টি SMS এবং ২৬ টি MMS বোনাস।

= অফারটি উপভোগ করতে REG লিখে SMS পাঠাতে হবে 2500
নাম্বারে।

= ৭২ ঘন্টার মধ্যে বোনাসটি পাওয়া যাবে।

= বোনাসের মেয়াদ ৩ দিন এবং চেক করার জন্য *124*26# ডায়াল করতে হবে।

= অফার চলাকালীন সময়ঃ ২১ থেকে ৩১ মার্চ ২০১৫

রবি‬ স্বাধীনতা দিবস ইন্টারনেট অফার!

= 500MB@30 টাকা,মেয়াদ 2 দিন।এক্টিভেশন প্রসেস: dial *8444*50030#

= 2G এবং 3G উভয় নেটওয়ার্কের ক্ষেত্রে এই ডাটা ব্যবহার করা যাবে।

= একটি নম্বর থেকে একাধিক বার অফারটি উপভোগ করা যাবে।

= অফার চলবে 29 মার্চ পর্যন্ত

= ব্যালেন্সের পরিমান জানতে ডায়াল করুন *8444*88# (ফ্রি) নম্বরে।

‪এয়ারটেল‬ March Special রিচার্জভিত্তিক ইন্টারনেট ডাটা প্যাক অফার!

= ১ GB @১৩১ টাকা । মেয়াদ ১০ দিন। এক্টিভ করতে ১৩১ টাকা রিচার্জ করুন

= সাথে থাকছে Twitter, Wikipedia ও Whatsapp একদম ফ্রি।

= ব্যালেন্সের পরিমান জানতে ডায়াল করুন *778*4# (ফ্রি) নম্বরে।

= ১৩১ টাকা কেটে নিয়ে ১ GB দেওয়া হবে

‪‎টেলিটক‬ ‪‎স্বাধীনতা‬ দিবস ইন্টারনেট অফার!

১ জিবি থ্রিজি ডাটা মাত্র ৪৫ টাকায়+১৫% ভ্যাট!

= প্রিপেইড গ্রাহকরা, শুধুমাত্র ২৬শে মার্চ যত খুশি নেয়া যাবে।

= প্যাকটি নিতে S26 লিখে ১১১ এ পাঠান।

= প্যাকের মেয়াদ ৩ দিন।

= ৩ জি স্পিড ৫১২ কেবিপিএস-১ এমবিপিএস।

= ২ জিতে চালালে স্থানীয় ২জি স্পিড পাওয়া যাবে

তাছাড়া মোবাইল অপারেটর এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সর্বশেষ অফার, কলরেট, ইন্টারনেট প্যাকেজ সম্পর্কিত সকল তথ্য জানতে ঘুরে আসতে পারেন এখানে টেলিকথন ডটকম

Level 0

আমি telekothon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ

Level 0

ধন্যবাদ আপনাকে! টেলিটক থ্রিজি!

Level New

citycell kinto offer disse 26 recharge korle on net 20 o off net 20 echara 14 ti on net msg deoya hosse

ভাই আমাকে টেলিটকে ৪৫ টাকাতে ৫০০ এম্বি দিল মাত্র কেন ???

টিউন করার জন্য আর কিছু পান না.তাইনা