যারা অনলাইনে কাজ করে আয় করার স্বপ্ন দেখে হতাশা ছাড়া আর কিছু পাননি তাদের জন্য এই পোস্ট।

শুধু নেটে ঘুরছেন আর টাকা ও সময় নষ্ট করছেন? কোন আয় করতে পারছেন না? তবে এটি আপনার পোষ্ট!!!

আমি ২ বছর ৭ মাস আগে বিশ্বের এই সর্ববৃহৎ বাংলা প্রযুক্তির সোসিয়াল নেটওয়ার্কের এর সাথে যুক্ত হয়েছি। আর অনলাইনে যুক্ত হয়েছি ২০০৫ সালে। প্রায় আট বছর অপেক্ষাার পর অনলাইনে আয় শুরু করি ২০১৩ সালে। অপেক্ষার লম্বা সময়টি আমার জন্য ছিল তিক্ত আর হতাশার, হয়ত সেটা ছিল আমার অজ্ঞতা বা সঠিক দিক নির্দেশনার অভাব। তবে যারা অনলাইনে হ্যান্ড-সাম আয় করছেন তাদের জন্য এই পোস্ট নয় । যারা অনলাইনে কাজ করে আয় করার স্বপ্ন দেখে হতাশা ছাড়া আর কিছু পাননি তাদের জন্য এই পোস্ট। যদি বাস্তবতা বিশ্লেষণ করেন তাহলে বলব এই পোস্ট থেকে আমার স্বার্থ নেই, সেটা অস্বীকার করব না। তবে বৃহত্তর অর্থে আমার লেখা তাদের জন্য যারা আমার মত দীর্ঘ তিক্ততা আর  হতাশায় জর্জরিত।

এখন আসল কথায় আসি ।  অনলাইনে কজের প্রকার হাজার হাজার তার মধ্যে নিজের জন্য সঠিকটা বাছায় করা বেশ শক্ত।

কিছু কাজ দীর্ঘ সময়ের আর কিছু কাজ সল্প সময়ের। দীর্ঘ আর স্বল্প সব রকম কাজের কিছু কিছু আমার নাগালে শেষ পর্যন্ত এসেছে যার সুফল আমি এখন ভোগ করছি।

যেমনঃ ১। এডসেন্স (সোনার হরিন) আমার আছে বাট আপনাদের কে আমি এখন সেটা দিচ্ছি না কারণ তাহলে বলবেন আমার সাইটে ভিজিটর চাচ্ছি । তাই আমার সাইট এবং আয়ের উৎস গুলো আমি শেষের দিকে শেয়ার করব, অন লাইনে আয়ের প্রুফ হিসাবে ।

আজকের টিউনে আমি আমার একটি প্লান বা রুট ম্যাপ আপনাদের কে দেখাব। যদি পাঠক তথা আপনারা মনে করেন এই টিউন কারো উপকারে আসবে তাহলে, আপনাদের কমেন্ট এ উপর নির্ভর করে আমি পরবর্তী টিউটোরিয়াল গুলো পর্যায় ক্রমে প্রকাশ করার সাহস কবর,  না হয় এখানে শেষ করব।

রুট ম্যাপ বা কাজের প্রকারঃ

ক) বিষয় ভিত্তিক ইমেল এডড্রেস কালেকশন কিভাবে করা যায়? এবং তা কিভাবে সহজে কোয়ায় বিক্রি করা যায়?

খ) নিজে নিজে  সহজে কিভাবে ইমেল টেমপেলেট তৈরী করে তা বিক্রি করা যায় ? এবং তা কিভাবে সহজে কোয়ায় বিক্রি করা যায়?

গ) কিভাবে অতি সহজে পি.এস .ডি টু এইস.টি এম.এল টেমপেলেট  তৈরী  করা যায় ?

ঘ) কিভাবে ইমেল সহজে ইমেল র্মাকেটিং করে আয়  করা যায় ?

ঙ) ছোট একটি কাজের মাধ্যমে কিভাবে অল্প হলেও প্রতি মাসে নিয়মিত আয় করা যায় ?

চ) বৈধ ভাবে সহজে কিভাবে এডসেন্স (সোনার হরিন) পাওয়া যায়?

ছ) ব্লগ স্পটে কয়ভাবে ও কত পদ্ধতিতে আয় করা যায়?

জ) ব্লগ স্পটে /নিজেস্ব ওয়েব সাইটে  এডসেন্স (সোনার হরিন) পাওয়া যায়? সুবিধা ও সমস্যা গুলো কি কি?

ঝ) ইন্ডিয়ান ই টোকেন এর কাজ করে কিভাবে প্রতি মাসে অন্তত 5000-15000 (পাঁচ- পনের) হাজার টাকা আয় করা যায় ?

ঝ) অনলাইনে কিভাবে দেশীয় কাজ করে আয় করা যায় ? ( কাজ আপনাকে খুজে নেবে)

ঞ) কিভাবে একটি ভিডিও চ্যানেল তৈরী এবং র্মাকেটিং করে  আজীবন আয় করা যায়?

ত) কিভাবে সফটওয়ার ও পন্য এর অ্যফিলিয়েট মার্কেটিং করে প্রচুর আয় করা যায় ?

এখানে প্রত্যেকটি বিষয় স্বতনত্র অর্থাৎ  আলাদা আলাদা আয়ের উসৎ। কষ্ট করে লম্বা টিউন টি পড়ার জন্য ধন্যবাদ। ভুল ত্রুটি  ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। সবাই ভাল থাকবেন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের মত শেষ করছি।

Level 0

আমি ফ্রি টিউটোরিয়াল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 108 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সাথেই আছি…আশা করি নতুন কিছু শিখতে পারব

Level 0

আপনার ইন্ডিয়ান ই টোকেন এর video গুলো আমি দেখেছি। কিন্তু Sever Time টা কিভাবে পাবো। আপনার পরবর্তি টিউনের জন্য অপেক্ষায় থাকলাম।

Level 0

অপেক্ষায় আছি 🙂

শুরু করে দিন । আর একটা কথা – দয়া করে ভিডিও টিউন করবেন না ।

Level New

ভাই সাথে আছি, থাকবো। অবশ্যই আপনি আপনার উদ্দোশ্যে এগিয়ে যাবেন এই কামনায় এবং আপনার টিউনগুলোর জন্য আপনার পানে চেয়ে থাকলাম।

চালিয়ে যান ভাই। তবে ভিডিও টিউন না করে সড়াসড়ি লেখা পোস্ট করলে ভাল হয়।

অপেক্ষায় আছি, শুরু করে দিন ।

অপেক্ষায় আছি, tune korar jono thankyou

SOB KOITA KAJER PROKAR DETAILS SURU KORE DEN , I AM WAITING………..THANK U

waiting 🙂

অপেক্ষায় আছি, শুরু করে দিন ।সাথে আছি, থাকবো।

apnar tunes er opekkhai roilam, tobe video tune korla amar lav hobe na.eto mb khoros korar samotto nai.

Level 0

In Shaa Allah Songe asi newton kissu shikhar asai bt Vai amr akti absence account ase a blog add diyese adsence a aktu dharona paile aro beshi valo hoi

Level 0

sorry amr blog address ta holo http://www.onteckbd.blogspot.com

hm
ভালো তো,
আছি ………

Level 2

waiting,,,,,,,,

বাংলাদেশী একটি এফিলিয়েট মার্কেটিং সাইট।
http://www.iqbalenterprise.com

মামা আপনি চালিয়ে জান আমরা আছি আপনার সাথে ।

ভাই আপনি যত তারাতারি পারেন শুরু করে দিন , আপনার সাথেই আছি ।

    @ইসতিয়াক আহমেদ নাঈম: আমি টিউনে লিখেছি যে ভিউয়ারস দের আগ্রহ বিবেচনা করে শুরু করব। তবে এখন ও পর্যন্ত তেমন কোন সারা পায়নি। কারণ এখন পর্যন্ত টিউনটি ভিউ হয়েছে 3325 বার এবং কমেন্ট পড়েছে 17 টি। সব কিছু বিবেচনা করে আমার মনে হচ্ছে ভিজিটর এটার প্রোয়জন মনে করছে না।তাই এত লম্বা একটা টিউন করতে অনেক শ্রম এবং সময় দরকার তাই এটা কমেন্টস এর উপর নির্ভর করে প্রকাশ করব অযাথা পরিশ্রম করে কি লাভ যদি তা করোর কাজে না আসে !!!

মামা আপনি জানেন একটা কথা যে, যদি তোর ডাক শুনে কেও না আসে , ওমন একলা চলরে,,,,ওমন একলা চলরে,,,,ওমন একলা চলরে,,,,