বাংলাদেশে চালু হলো সার্চ ইঞ্জিন সহ সোস্যাল নেটওয়ার্ক এই প্রথম

আসসালামু আলাইকুম,

আশা করি সবাই ভাল আছেন । আবারো লিখতে বসলাম বাংলাদেশের একটি মনমুগ্ধকর ওয়েবসাইট নিয়ে । যেখানে আছে সার্চ ইঞ্জিন সহ ফলো সস্টেম সোশ্যাল নেটওইয়র্ক।

আমরা সবাই বংলাদেশি সোস্যাল ও সার্চ ইঞ্জিন ব্যবহার করবো । আমরা যদি গুগল এর কথা চিন্তা করি দেখুন গুগল যখন প্রথম ছিল তখন কেমন ছিল আস্তে আস্তে সব নতুন নতুন ফিচার নিয়ে আসছে । তেমনি আমরা সবাই যদি বাংলাদেশের ওয়েবসাইট ব্যবহার করা শুরু করি তাহলে আমাদের বংলাদেশের ই উপকার ।

চলুন দেখি কিছু এই ওয়েবসাইট সম্পর্কে কিছু ফিচার-

একজন ইউজার এর প্রোফাইল -

আরো আছে এর বেস্ট কিছু চরম ফিচার । আপনার ওয়েবসাইটে এ বিডি আলোর শেয়ার বাটন যুক্ত করতে পারবেন ফেসবুক টুইটারের মত ।

এবং আপনার ওয়েবসাইট এর সকল পোস্ট শেয়ার করতে পারবেন বিডি আলোতে । একটি উইনিক ফিচার নিয়ে বাংলাদেশের এই ওয়েবসাইট টি তৈরি হয়েছে । বেশ জনপ্রিয় ও হয়ে উঠছে দিন দিন । আপনিও যুক্ত হোন এবং সার্চ করতে থাকুন ।

ওয়েবসাইট লিঙ্কঃ  বিডি আলো

আমাকে ফলো করুনঃ Follow Us Bdaloo

আজ তাহলে আর লিখলাম না । সবাই ভাল থাকবেন ।

Level New

আমি ব্লগার বীরবল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা আগে আইটিরং নামে ছিলো। এখন ডোমেইন পরিবর্তন করছে।

আমার দেখা মোস্ট বাজে সার্চ ইঞ্জিন বলবো এটারে। নিজের তো কিছুই নাই, সার্চ রেজাল্ট দেখাচ্ছে গুগল থেকে গ্রাব করে। সে সার্চ পেইজের লোগো টাও চেঞ্জ করা হয়নাই। উপরের টিউনমেন্ট এ যা বলা হইছে তা সত্য হইলো এ বেচারা ভিজিটর পাইতে আর কত কিছু যে করবে। প্রথমে ছিলো টেক ব্লগ, পরে বানাইলো সার্চ ইঞ্জিন। এখন দেখতেছি সোসাল নেটোয়ার্ক, সবি হচ্ছে, ভিজিটর আর যাচ্ছে না, বেহাল অবস্থা।

এর জীবন চক্রটা চলছে এভাবে, itrongbd=>Eshoha=>bdalo=>? এরপর কি আসবে কে জানে। আজকাল আসলে কিছু স্ক্রিপ্ট আর প্লাগইন দিয়েই রাতারাতি গুগল আর ফেসবুক বানানো যায়।

এর জীবন চক্রটা চলছে এভাবে, আইটিরংবিডি, এরপর এসোহে, এরপর বিডি আলো। এরপর কি আসবে কে জানে। আজকাল আসলে কিছু স্ক্রিপ্ট আর প্লাগইন দিয়েই রাতারাতি গুগল আর ফেসবুক বানানো যায়।

    @উদয় খান: হাহাহাহা, বানানো তো যায়, খায় কজন সেখানেই প্রবলেম রে ভাই।

      Level New

      @শিমুল শাহরিয়ার: না খেলে ২০ দিনে ৩০০০ রেঙ্ক হয় কিভাবে । আপনি তো বানাইছিলেন ফাজলামি কি হলো

    Level New

    @উদয় খান: বানান তাহলে দেখি কত পারেন । সার্চ ইঞ্জিন যদি বাংলাদেশে ১ নাম্বার থাকে বিডি আলোই আছে । সব রেজাল্ট আমাদের বাংলাদেশের ওয়েবসাইট হতে আসে

      @Ashik: খুব অবাঞ্ছিত একটা কথাই এবার বললেন। কিছু চটি মার্কা পোস্ট আর কুরকুরি (ফেসবুকে শেখা শব্দ) ভিডিও দিয়ে এমন ভিজিটর অনেক আনা যায়। পুরা হোমপেজ তো কেবল স্ক্যান্ডালের ভিডিও দিয়ে ভরে রেখেছেন। আচ্ছা, এটা কি সোশ্যাল সাইট বানাইছেন নাকি চটি সাইট বানাইছেন? অস্বীকার করবেন? পুরা স্ক্রিন-শট নিয়া রাখছি। দেখতে চাইলে আওয়াজ দিয়েন।

Level 0

ঠিকই বলছেন

ভাই সাইটের বিজ্ঞাপনের জন্য কয়টা পাইছেন

আমার তো মনে হয় এটা চটি সাইট ছাড়া আর কিছুই না। পুরা হোমপেজ জুড়ে শুধু স্ক্যান্ডাল এর ভিডিও.

Same to Udoy Vai

হায় হায় বিডি আলোতো দেখি এখন youtube হয়ে গেছে o_O