আসসালামু আলাইকুম,
আশা করি সবাই ভাল আছেন । আবারো লিখতে বসলাম বাংলাদেশের একটি মনমুগ্ধকর ওয়েবসাইট নিয়ে । যেখানে আছে সার্চ ইঞ্জিন সহ ফলো সস্টেম সোশ্যাল নেটওইয়র্ক।
আমরা সবাই বংলাদেশি সোস্যাল ও সার্চ ইঞ্জিন ব্যবহার করবো । আমরা যদি গুগল এর কথা চিন্তা করি দেখুন গুগল যখন প্রথম ছিল তখন কেমন ছিল আস্তে আস্তে সব নতুন নতুন ফিচার নিয়ে আসছে । তেমনি আমরা সবাই যদি বাংলাদেশের ওয়েবসাইট ব্যবহার করা শুরু করি তাহলে আমাদের বংলাদেশের ই উপকার ।
চলুন দেখি কিছু এই ওয়েবসাইট সম্পর্কে কিছু ফিচার-
একজন ইউজার এর প্রোফাইল -
আরো আছে এর বেস্ট কিছু চরম ফিচার । আপনার ওয়েবসাইটে এ বিডি আলোর শেয়ার বাটন যুক্ত করতে পারবেন ফেসবুক টুইটারের মত ।
এবং আপনার ওয়েবসাইট এর সকল পোস্ট শেয়ার করতে পারবেন বিডি আলোতে । একটি উইনিক ফিচার নিয়ে বাংলাদেশের এই ওয়েবসাইট টি তৈরি হয়েছে । বেশ জনপ্রিয় ও হয়ে উঠছে দিন দিন । আপনিও যুক্ত হোন এবং সার্চ করতে থাকুন ।
ওয়েবসাইট লিঙ্কঃ বিডি আলো
আমাকে ফলো করুনঃ Follow Us Bdaloo
আজ তাহলে আর লিখলাম না । সবাই ভাল থাকবেন ।
আমি ব্লগার বীরবল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 128 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা আগে আইটিরং নামে ছিলো। এখন ডোমেইন পরিবর্তন করছে।