আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আমার এক বন্ধু সে কম্পিউটার এর সম্পর্কে মোটামুটি ভাল জানা আছে তো সে আজ আমার দোকানে আসল একটি সফট নিয়ে আর Pen drive নিয়ে আসল, তো বলল হোছাইন ভাই আমার কাছে কম্পিউটার শিখার কয়েকটি বই আছে, যদি নিতে চান নিতে পারেন, তো আমি অন্য জনের থেকে বই নিবার আগে দেখি বইগুলো কাজের নাকি, কাজের হলে নিই না হলে বলি লাগবে না। ভাল লাগল তাই রেখে দিলাম।
বিশেষ করে আমার ছাত্র-ছাত্রীর জন্য ।
আর আমি নতুন কোন সফট এবং মজার কিছু পেলে আমার প্রিয় এই সাইটে শেয়ার না করলে আমার থেকে যেন কেমন কেমন লাগে, কারন অনেক কিছু শিখতে পেরেছি এই সাইট থেকে তাই আমিও নতুন নতুন কিছু পেলে এই সাইটে শেয়ার করতে চেষ্টা করি ।
তাই সময় নিয়ে সকলের মাঝে শেয়ার করা।
একসাথে ১৩ টি PDF বই ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ইনশাআল্লাহ আমার তৈরি করা ছাত্র-ছাত্রীদের জন্য কিছু কম্পিউটার পরীক্ষার শিট আছে
কাজ শেষ হলে টিটিতে শেয়ার করব ইনশাআল্লাহ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ধন্যবাদ ফর শেয়ার । তবে বই গুলি নাম দিলে ভালো হত ।