অন্যায়ের প্রতিবাদ স্বরুপ বাংলাদেশী হ্যাকার দের আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটের উপর ব্যাপক ভাবে আক্রমন , সাফল্য লাভ।

গত কালকের খেলায় আইসিসি এর কাহিনী বোধকরি জানতে কারো বাকি নাই। রাগে ফুসছে পুরো বাংলাদেশ। এর জোয়ার লেগেছে বাংলাদেশী ইন্টারনেট একটিভিস্ট দের মধ্যেও। প্রতিবাদে ফেটে পড়েছে পুরো দেশ, আর তা সুধু রাস্তায়, মিছিলেই সীমাবদ্ধ নাই, ছরিয়ে পড়েছে অনলাইনেও।

প্রথম ঘোষনা কে বা কারা দেন তা এই মুহুর্তে আমার জানা নাই, তবে বাংলাদেশের বিভিন্ন অনলাইন একটিভিস্ট গ্রুপ, হ্যাকার গ্রুপ প্রায় একসাথেই যুদ্ধ ঘোষনা করে ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিলের বিরুদ্ধে। আঘাত হানা হয় তাদের ওয়েবসাইটে।

শুরুতে বলে নেই দিনে প্রায় ৬ লাখ ইউনিক ভিজিটর এর সাইট, চিন্তা করতে হবে কি পরিমান পেইজ ভিউ পায়। এরকম একটা সাইট কে কিছু করা যাবে কিনা ভেবে চিন্তাতেই ছিলাম আমরা। কিন্তু সারা দেন পুরো বাংলা ভাষাভাষী ইন্টারনেট ইউজার রা। অনলাইনে থাকা আর এটাক সম্পর্কে জানা প্রায় সবাই একসাথে একযোগে ঝাপিয়ে পড়েন আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটের উপর। অনেক বেশী এ্যাটাকার, আর ঝটিকা আক্রমনের শিকার হয় সাইট টা। শুরুর ধাক্কা সামলে নিলেও এটাকের পরিমান বাড়তেই থাকে। প্রথমেই একবার ২ মিনিটের জন্য বন্ধ হয়ে গেলে সাথে সাথে সাইট টা ব্যাকাপ সার্ভারে নিয়ে যাওয়া হয়। সেটাও মিনিট দুয়েকের জন্য বন্ধ হয়ে গেলে মেইন সার্ভারের রিসোর্স বাড়িয়ে দিয়ে সাইট কে অন রাখার চেষ্টা করা হয়। এদিকে এটাকের পরিমান বাড়ছিলোই। যোগ দিচ্ছিলো স্মার্টফোন ব্যাবহার কারীরাও। আর ফলাফল হিসেবে সাইট টা টানা ৭ মিনিট বন্ধ থাকে । ( আমি এই টিউন লেখা সময় পর্যন্ত )

এটাক শুরু করার অল্প সময়ের মধ্যেই এত ভালো ফলাফল দেখে উচ্ছাসে ফেটে পড়ে বিভিন্ন সিক্রেট গ্রুপে অবস্থান করা এটাকার বা হ্যাকার রা। আজ কারোর ই বাধা ছিলো না এতে যোগ দেবার। তাদের ডেডিকেট করে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপলোড করি সাইট টা ডাউন হবার পর পর ই। দেখতে বাধা নাই।

Link: Massive DDOS Attack on ICC website. Massege To All Bangladesh

যাহোক, আমরা দাত ভাঙ্গা জবাব দিতে জানি এটাই বড় কথা। আর আমরা একসাথে হলে রুখে দিতে পারি দুনিয়ার টপ সাইট গুলোর একটা কে এটাও আবার প্রমানিত। হেইল কমরেডস, হেইল বাংলাদেশের সাইবার প্রটেক্টরস।

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি দারুন খবর !

ভাল খেলে প্রতিবাদ জানানটাই কি শ্রেষ্ঠ পন্থা নয় ?
আপনাদের টাইগারদের ফিল্ডিং দেখেছেন ?
আশা করব ভাল ক্রিকেট দেবার চেষ্টা করবেন , হ্যাকিং না করে !!!!
আর খেলা টাকে খেলা হিসাবে দেখাটাই কি বুদ্ধিমানের কাজ নয় ?
এটাকে যদি বিশ্বযুদ্ধ মনে করেন , তাহলে কিছু বলার নেই ।

    @নীলোৎপল বেদী: দেখেত মনে হইতেছে INDIAN

      @মুনিফ শাহরিয়ার: নিজ দেশের জন্য দালালি লাগে না রে ভাই , একথা আপনার বুইঝা উচিত ছিল । দেখেন এটার জন্য আবার অ্যাকাউন্ট হ্যাক করতে বইসেন না যেন !!!!!

    Level 0

    @নীলোৎপল বেদী: ICC কে তো কিনে রাখছেন, ভাল খেলে লাভ কি? চোরের মার বড় গলা, চোর কে চোর বলাটা কি অন্যায়? নাকি চোরের দাত ভাঙ্গা জবাব দেওয়াটা অন্যায়? আপনার কাছে যদি অন্যায় মনে হয় তবে চলে যান এখান থেকে, রেন্ডীয়ার পোলাপানদের এখানে কেউ দাওয়াত দিয়ে আনে নাই।

    @নীলোৎপল বেদী: ভাই আপনি হয়তো পুরো খেলা টা দেখেননি যার ফলে এই কথা বলছেন….

    আপনি যদি পুরো খেলা দেখতেন… তাহলে আপনি ও বলতে বাধ্য হতেন যে ইন্ডিয়া……. কত খারাপ….

    @নীলোৎপল বেদী:
    আপনার কথায় তো মনে হচ্ছে, আপনি এই খেলাটা দেখেন নাই। না হলে এই টাইপের মন্তব্য এখানে করতেন না। আমাদের যা ইচ্ছা মন চায় আমরা করতে পারি, তাতে আপনি অথবা আপনারা যা কিছু মনে করেন না কেন, সেটাতে আমাদের কিছু যায় আসে না।

    আমি জানতাম @নীলোৎপল বেদী: আমি এই কারনেই ভিডিও টা আপলোড করে রেখে আসছি, মন্তব্য করার আগে আপনার দেখা উচিত ছিলো।

”নীলোৎপল বেদী”

আসলেই খেলাকে খেলা হিসাবে নেয়া উচিৎ, কিন্তু পক্ষপাত করে নয়।| খেলাতে পক্ষপাত করা আর রাতের অন্ধকারে না বলে গৃহস্থের গোয়াল থেকে গরু নিয়ে যাওয়া (ওটাকে কি যেন বলে) এক কথা নয় কি?

Level 2

@নীলোৎপল বেদী ভাই আপনি কি বাংলাদেশী? মনে তো হচ্ছে না। কারন গতকাল শুধু আমাদের দেশ না পুরো পৃথিবী দেখসে ইন্ডিয়া কি পরিমান চুরি করসে বলে জিতসে, সেখানে আপনি বলতেসেন “ভাল খেলে প্রতিবাদ জানানটাই কি শ্রেষ্ঠ পন্থা নয়”। কাল বাংলাদেশ ভালো খেলসে না তো কি ঘাস কাটসে? ফাজলামি কথা বার্তা কম বলবেন।আর শোনেন আমাদের দেশটা ছোট হতে পারে তাই আমরা আর আমাদের মনটা এত ছোট না যে আমাদের সাথে কেউ এতো বড় অন্যায় করবে আর তাতে দেশের সব মানুষ কষ্ট পাবে আর আমরা তা মুখ বুঝে শয়ে যাব। next time কিছু বলার আগে ভালো করে ভাবে চিন্তে বলবেন।

    Level 0

    @Ni: r8 brother

    @Ni: ভারতের জিতে যাওটা তো অস্বাভাবিক । এর আগেতো একটাও ম্যাচ জিততে পারেনি , বাংলাদেশ কে হারাল কি প্রকারে নিশ্চয় অ্যামপিয়ারকে ঘুষ দিয়াছে ………………………

    @Ni: রান্ডদের কাছ থেকে চুরি-ছেচরামি ছাড়া আর কি আশা করা যায়।।
    ওরা শুধু জাতের দিক নিচু না,তার থেকেও হাজার গুনে নিচু
    এদের মন-মানসিকতা।।।
    ছিঃ ভারত ছিঃ।
    যেমন তুমি নিঃকৃষ্ট তেমনি তোমার সন্তান গুলোও।।
    নীলোৎপল বেদী তার উৎকৃষ্ট প্রমান।।।

      Level New

      @হাফিয আনোয়ার:
      রা…… কাছ থেকে চুরি-ছেচরামি ছাড়া আর কি আশা করা যায়।।
      ওরা শুধু ………. দিক নিচু না,তার থেকেও হাজার গুনে নিচু
      এদের মন-মানসিকতা।।।
      ছিঃ হাফিয আনোয়ার ছিঃ।
      যেমন তুমি নিঃকৃষ্ট ।।
      হাফিয আনোয়ার তার উৎকৃষ্ট প্রমান।।।

Level 0

@bedi khela hisebe umpire ra dekeni… amra keno dekbo….apni mone hoi khela valo kore deken ni, na hoi apni india supporter… apnar to niti kotha bola sajena…..

খুব দারুন খবর….

নীলোৎপল রান্ডটাকে টিটি থেকে ব্যান করা হোক।।।

Level 2

নীলোৎপল khay day bangladeshe ar ghumay indiay.

ভাইয়া তোমার ভিডিও টা দেখে খুব ভালো লাগলো 😀
আর আমার কম্পিউটারে এখন ও ডস চলছে :v :v :v

Level 0

I am confution to see that video………amr mone hoi Hacking ta ki se jane na..r je vabe hack kortece tate 1 ,2 jonom lagbe hack hote(site down)…r oita to mone hoi hack er modde pore na.

Level New

হাহ ! হেরে গেলে সবাই এই রকমি বলে

Level New

মনে হচ্ছে যেন হ্যাক করে icc world cup জিতে নিয়েছেন

    @Surya: ঐ মিয়া ইউ (Surya) কি বেআক্কেল নাকি???? আমারা Newzeland & Srilonkar কাছে হারিনি???? তখন কি আমরা এই রকম করেছিলাম না লিখেছিলাম????

    গতকাল BD টিম বলে পার পেয়ে গেছো…. Australia বা ইংল্যান্ড হইলে বুঝতা বাশঁ কারে কয়…..

      Level New

      @অগোছালো সাতার: আর কিছু হোক বা না হোক আপনাদের মতন পাগলামি করে না।
      “আমারা Newzeland & Srilonkar কাছে হারিনি???? তখন কি আমরা এই রকম করেছিলাম না লিখেছিলাম????”……….. আপনাদের পাত্তা দিলে তবেত করবেন।

    Level 0

    @Surya: eto dalal kotteke j ase bujina….

      Level New

      @arnub52: আপনাদের দেশের যত দালাল শেষ পর্যন্ত তো আমাদের দেশেই এসে ভেরে।

    Level 0

    @Surya: dala giri caren, Mr. Surya

      Level New

      @arnub52: হ্যা এখন থেকে দালাল গিরি ছেরে আপনাদের মত পেঁচো গিরি করব।

    @Surya: আপনি মানুষ নাকি ইন্ডিয়ান ?

    @Surya: Speed Post এ already Cup টা ICC পাঠিয়ে দিয়েছে ।

Level 0

টেকটিউন্স এ এই আবাল গুলা আসলো কেমনে????
যেখানে সারা বিশ্ব এমন কি সয়ং ইন্ডিয়া, পাকিস্থান, অস্ট্রেলিয়ার খেলোয়াররা পর্যন্ত টাইগার দের সাপোর্ট করছে, সেখানে এই দালালরা এসে জ্ঞান দিচ্ছে।
সেইসব দালালদের উদ্দেশ্যে বলছি, ভাই কোনো বিষয়ে জ্ঞান দেওয়ার আগে দয়াকরে নিজে সেই বিষয়ে পরিপুর্ন জ্ঞান লাভ করে, তারপর জ্ঞান দিতে আসবেন।

This comment specially for @নীলোৎপল বেদী & @Surya.

    Level New

    @K.H Shohag: টেকটিউন্স এ এই আবাল গুলা আসলো কেমনে????
    আপনার দেখছি এই বিষয়ে বেশ পরিপূর্ণ জ্ঞান আছে।তা হলে টেকটিউন্স-এ কি ভাবে আসলাম এটা জানেন না?
    তবে দেখছি আপনার মতে টেকটিউন্স এ যারা আসবে তারাই আপনাদের সাপোর্ট করতে হবে নয় তো গালি খেতে হবে।
    ভাষাজ্ঞান চমৎকার!

    Level New

    @K.H Shohag: বাজে ভাষা ব্যবহারের জন্য ১০ টাকা দিয়ে পুরস্কিত করা হোক।।।

lol @munif

@wasik: আপনি যদি অ্যাডমিন হতেন তবে এই কমেন্ট এর পর আর টিটি তে আসতাম না । কিন্তু আপনি কে মশাই যে আপনার কথা শুনব ??
তবে আপনার মত কিছু পলাপাইন এইসব উটকো কথাকে খুব গুরুত্ব দেয় । কে ভিডিও বানাল না দেখেন লাফানো শুরু করে দিলেন । আর মুখের ভাষা একটু ভাল করলে হয় না ?

Level 0

@All…
“অপরাধী হয়ে লিখছি, বাংলাদেশের বিপদে রাখার সব আয়োজন সম্পূর্ণ ছিল চিরচেনা এমসিজিতে” – মাইকেল ক্লার্ক, অস্ট্রেলীয় অধিনায়ক

“আমি মনে করি পৃথিবীর সবচেয়ে সহনীয় ক্যাপ্টেন হলেন মাশরাফি; সুরেশ রায়না আর রোহিত শরমার ক্রিজে থাকার কোন অধিকার নাই।”
– ভিভিএস লক্ষন, সাবেক ভারতীয় ব্যাটসম্যান

“রিভিউ চাওয়ার পরও আউট দেয়া হলো না কেন???” – হরভজন সিং, সাবেক ভারতীয় স্পিন বোলার

“আমার এই মূহর্তে মনে পড়ছে সেই ক্রিকেট পাগল জাতির কথা, তারা নিশ্চয় বড় কিছু আশা করেছিল আর এটাই স্বাভাবিক।” – শন পোলক, সাবেক সাউথ আফ্রিকান স্পিড স্টার

“আমায় যদি কেউ বলে বাংলাদেশ ম্যাচে লড়াই করেছে কি না..?? আমি সরাসরি বলবো বাংলাদেশ ভারত তথা সারাবিশ্বকে ক্রিকেট খেলাটা কি তা বুঝিয়ে দিয়ে গেলো।” – ব্রায়ান লারা, সাবেক ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড

“৯০ রানে ব্যাটিং করা রোহিতকে আউট না দেওয়াটা ছিল আম্পায়ারের ভুল” – মাইকেল হোল্ডিং,সাবেক উইন্ডিজ পেসার

“এটা নো বল ছিল না। খুবই বাজে সিদ্বান্ত । আম্পায়াররা অবশ্যই প্রযুক্তির সাহায্য নিতে পারতেন” – শেন ওয়ার্ন, সাবেক অস্ট্রেলীয় স্পিনার

“রোহিতের ৪৭ আর রায়নার ৬৫ ছিল আম্পায়ারের দান, এটা ভুলবো না। বাংলাদেশ ইজ রিয়েল টাইগার।” – ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ হার্ড হিটার

“এটা অস্বাভাবিক সিদ্বান্ত, যার কোন প্রয়োজন ছিল না” – গ্রায়াম স্মিথ, সাবেক সাউথ আফ্রিকা অধিনায়ক

“ইয়ান গোল্ড, আলিম দার, স্টিভ ডেভিস গুড জব বয়েস, তোমরা শুধু একটি দলকে না একটি জাতিকেও মেরে ফেলেছো” – নাসির হুসেন, সাবেক ইংল্যান্ড ব্যাটসম্যান

“আমি বুঝলাম না সাকিব মাঠে কেন চুপ করে থাকলো, সে বড় মাপের খেলোয়ার তারপরেও আবার সে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক, সে অনেক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে তার অভিজ্ঞতা বেশি। সে কেন চুপ করে থাকল?” – মনোজ তিউয়ারি, ইন্ডিয়ান ব্যাটসম্যান, সাকিবের কলকাতা নাইট রাইডার্সের সঙ্গী

“ক্রিকেট হেরেছে, কিন্তু ইন্ডিয়া জিতেছে” – কপিল দেব, ইন্ডিয়ার ৮৩ এর বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন

“কষ্ট লাগছে, সব ফেয়ার থাকলে হয়তো ম্যাচের রেজাল্ট ভিন্ন কিছু হলেও হতে পারতো, এই ম্যাচটা বাংলাদেশকে নয়, ভারতকে আগামী ম্যাচে ভোগাবে, কারন তারা ম্যাচটা আম্পায়ারের সাহায্যে জয় পেয়েছে, গুড লাক টাইগার্স” – সৌরভ গাঙ্গুলি, সাবেক ইন্ডিয়ান অধিনায়ক

“আম্পায়ারের কিছু ভুল সিদ্ধান্তের কারনে আজ হারতে হয়েছে বাংলাদেশকে, আমি মনে করি এই ম্যাচ যদি আবার খেলানো হয় তাহলে বাংলাদেশই জিতবে।” – রিকি পন্টিং, অস্ট্রেলীয় বিশ্বকাপজয়ী সাবেক অধিনায়ক

“নিশ্চয় বাংলাদেশ সেমি- ফাইনালিস্ট, তবে বাংলাদেশের বদলে ভারতকে দেখতে হবে ইডেন পার্কে, অকল্যান্ডে” – স্টিফেন ফ্লেমিং, সাবেক নিউজিল্যান্ড ক্যাপ্টেন

আর কিছু বলার আছে?
যদি কিছু বলার থাকে তাহলে http://youtu.be/St-3vXw8tPk
এই লিঙ্ক এ যেয়ে কস্ট করে একবার দেখে আসুন কত আগ থেকেই আমাদের সবার প্রিয় ইন্ডিয়ান টিমের শিরায় শিরায় বইছে চিটিং বাটপার এর রক্ত…

Level 0

@নীলোৎপল বেদী & @Surya, you guys must see the video…
http://youtu.be/St-3vXw8tPk

রান্ডদের কাছ থেকে চুরি-ছেচরামি ছাড়া আর কি
আশা করা যায়???
ওরা শুধু জাতের দিক দিয়েই নিচু না,তার থেকেও হাজার গুনে
নিচু
এদের মন-মানসিকতা।।।
ছিঃ ভারত ছিঃ।
যেমন তুমি নিঃকৃষ্ট তেমনি তোমার সন্তান গুলোও।।
নীলোৎপল বেদী তার উৎকৃষ্ট প্রমান।।।

    Level New

    @হাফিয আনোয়ার: “রান্ডদের” এটা আবার কী ভাষা? আপনাদের পক্ষেই এই সব ভাষা ব্যবহার করা সম্ভব। বাংলা ভাষার তো দেখছি আর মান সন্মান থাকবে না।

@নীলোৎপল বেদী @Surya
চোরের মা’র কত বড় গলা হতে তা আপনাদের কমেন্ট দেখেই বোঝা যায় ।

@নীলোৎপল বেদী @Surya
চোরের মা’র গলা কত বড় হতে পারে তা আপনাদের কমেন্ট দেখেই বোঝা যায় ।

Level New

সবার দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমাদের উচিত না “নীলোৎপল বেদী” বা “Surya” এদেরকে বাজেভাবে কিছু বলা। এরা হোক বাংলাদেশী বা ভারতীয়। এতে যাইহোক দেশের ভাবমূর্তি কখনো ভালো হয়না। অসাধারণ কিছু বড় ক্রিকেট স্টারদের কমেন্টস তুলে ধরার জন্য “K.H Shohag” কে THANKS …… এবার মূল কথায় আসাযাক। আমরা যারা আম-জনতা তারা ক্রিকেটকে শুধু একটা খেলা মনেকরি কিন্ত “ICC”র জন্য ক্রিকেট হলো একটা ব্যবসা। যে পন্থা অবলম্বন করলে “ICC” এর ব্যবসা ভালো হবে বা টাকা বেশি উপার্জন হবে তারা ঠিক সেটাই করবে এবং এটাই আসল সত্য । বাংলাদেশে যদি ১৫ কোটি লোক ক্রিকেট দেখে ঠিক ভারতেও ১০০ কোটি লোক ক্রিকেট দেখে। তো এবার আপনারাই বিচার করুন “ICC” বোর্ড কি ১৫ কোটির পক্ষ নেবে নাকি ১০০ কোটির পক্ষ নেবে। বাংলাদেশ হেরেছে ১৫ কোটি লোক হয়তো বিশ্বকাপ ক্রিকেট আর দেখবেনা কিন্ত ১০০ কোটি ভারতীয় লোক-তো অবশ্যয় দেখবে। ব্যবসার ক্ষেত্রে আমি, আপনি আমরা সবাই ঠিক এই কাজটাই করবো। হয়তো আমার কথা আপনাদের শুনতে খারাপ লাগছে কিন্ত এটাই বাস্তবতা। সে-দিনের খেলা সারা বিশ্ব দেখেছে এবং যার বিবেক আছে হোক সে বাংলাদেশী বা ভারতীয়, এক কথায় স্বীকার করতে বাধ্য হবে যে সে খেলাটি সম্পূর্ণ পক্ষপাতী হয়েছিলো এবং তার একমাত্র কারণ “ব্যবসা”…..বর্তমানে “FAIR” বা “নিরপেক্ষ” বলে কিছুই নেই যার বড় প্রমাণ সেদিনের খেলাটা। আমরা ভারতের তুলনাই সংখ্যালঘু তাই এক্ষেত্রে “FAIR” জিনিসটা আমাদের জন্য আসেনাই। তাই বলে আমরাও থেমে থাকবোনা আমাদের এগিয়ে যেতে হবেই। .. আজ আমরা সবাই ক্রিকেটের জন্য এক কাতারে দাড়িয়ে আছি। … ঠিক দেশের জন্য এভাবে সবাই যদি এক কাতারে দাড়াতে পারতাম !! …..সবার প্রতি শুব-কামনা রইলো।