গত কালকের খেলায় আইসিসি এর কাহিনী বোধকরি জানতে কারো বাকি নাই। রাগে ফুসছে পুরো বাংলাদেশ। এর জোয়ার লেগেছে বাংলাদেশী ইন্টারনেট একটিভিস্ট দের মধ্যেও। প্রতিবাদে ফেটে পড়েছে পুরো দেশ, আর তা সুধু রাস্তায়, মিছিলেই সীমাবদ্ধ নাই, ছরিয়ে পড়েছে অনলাইনেও।
প্রথম ঘোষনা কে বা কারা দেন তা এই মুহুর্তে আমার জানা নাই, তবে বাংলাদেশের বিভিন্ন অনলাইন একটিভিস্ট গ্রুপ, হ্যাকার গ্রুপ প্রায় একসাথেই যুদ্ধ ঘোষনা করে ইন্টারন্যশনাল ক্রিকেট কাউন্সিলের বিরুদ্ধে। আঘাত হানা হয় তাদের ওয়েবসাইটে।
শুরুতে বলে নেই দিনে প্রায় ৬ লাখ ইউনিক ভিজিটর এর সাইট, চিন্তা করতে হবে কি পরিমান পেইজ ভিউ পায়। এরকম একটা সাইট কে কিছু করা যাবে কিনা ভেবে চিন্তাতেই ছিলাম আমরা। কিন্তু সারা দেন পুরো বাংলা ভাষাভাষী ইন্টারনেট ইউজার রা। অনলাইনে থাকা আর এটাক সম্পর্কে জানা প্রায় সবাই একসাথে একযোগে ঝাপিয়ে পড়েন আইসিসির অফিশিয়াল ওয়েবসাইটের উপর। অনেক বেশী এ্যাটাকার, আর ঝটিকা আক্রমনের শিকার হয় সাইট টা। শুরুর ধাক্কা সামলে নিলেও এটাকের পরিমান বাড়তেই থাকে। প্রথমেই একবার ২ মিনিটের জন্য বন্ধ হয়ে গেলে সাথে সাথে সাইট টা ব্যাকাপ সার্ভারে নিয়ে যাওয়া হয়। সেটাও মিনিট দুয়েকের জন্য বন্ধ হয়ে গেলে মেইন সার্ভারের রিসোর্স বাড়িয়ে দিয়ে সাইট কে অন রাখার চেষ্টা করা হয়। এদিকে এটাকের পরিমান বাড়ছিলোই। যোগ দিচ্ছিলো স্মার্টফোন ব্যাবহার কারীরাও। আর ফলাফল হিসেবে সাইট টা টানা ৭ মিনিট বন্ধ থাকে । ( আমি এই টিউন লেখা সময় পর্যন্ত )
এটাক শুরু করার অল্প সময়ের মধ্যেই এত ভালো ফলাফল দেখে উচ্ছাসে ফেটে পড়ে বিভিন্ন সিক্রেট গ্রুপে অবস্থান করা এটাকার বা হ্যাকার রা। আজ কারোর ই বাধা ছিলো না এতে যোগ দেবার। তাদের ডেডিকেট করে একটা ছোট্ট ভিডিও ক্লিপ আপলোড করি সাইট টা ডাউন হবার পর পর ই। দেখতে বাধা নাই।
Link: Massive DDOS Attack on ICC website. Massege To All Bangladesh
যাহোক, আমরা দাত ভাঙ্গা জবাব দিতে জানি এটাই বড় কথা। আর আমরা একসাথে হলে রুখে দিতে পারি দুনিয়ার টপ সাইট গুলোর একটা কে এটাও আবার প্রমানিত। হেইল কমরেডস, হেইল বাংলাদেশের সাইবার প্রটেক্টরস।
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
কি দারুন খবর !