সবাইকে সালাম।
আশা করি আপনারা সবাই ভালো আছেন।
অনেকদিন পর জিপি মামু চরম একটি অফার নিয়ে এসেছে।
জিপি মামু খুব খারাপ কিন্তু মাঝে মাঝে খুব ভালো হয়ে যায়।
যেমন এখন একটি ধারুন অফার দিল।
এই অফার আপনারা সবাই পেতে পারেন। আমার ২ টা সিম এ পেয়েছি।
এই প্যাকেজ এ আপনি রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
২জিবি ব্যবহার করা যাবে ১ এম্বি পি এস স্পিড এ।
এই অফার শুধু বন্ধু প্যাকেজ এর জন্য।
এখন ৫৭ টাকায় পাচ্ছেন ১মাস নাইট আনলিমিটেড ইন্টারনেট প্যাক।
মোবাইলে ৫৭ টাকা রেখে ডায়াল করুন *৫০০*৩#
ফিরতি মেসেজ এ যদি নিচের মতো ছবি দেখেন তাহলে পাবেন।
আমি নিজে পেয়েছি।
তাই আপনি তাড়াতাড়ি কিনে ফেলুন।
বলা তোঁ যায় না জিপি মামু আবার কখন এটা অফ করে দিয়ে বলবে আমাদের এইরকম কনো অফার নাই!
কেনা হয়ে গেলে আরামসে বাঁশ দিতে থাকুন।
এইরকম টিউন পেতে আমার ব্লগে ভিসিট করতে পারেন।
আমার ব্লগ ঠিকানা: xNiL.Mywapblog.com
কোনো সমস্যা হলে আমাকে ফেসবুকে পাবেন।
আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার ফোনে মেসেজ আসছে ৫০ টাকায় ১ জিবি। *৯৯৯*৩# একই নিয়মের