গ্রামীণফোন এ নিয়ে নিন মাত্র ৫৭ টাকায় ১মাস আনলিমিটেড ইন্টারনেট প্যাক!

সবাইকে সালাম।

আশা করি আপনারা সবাই ভালো আছেন।

অনেকদিন পর জিপি মামু চরম একটি অফার নিয়ে এসেছে।

জিপি মামু খুব খারাপ কিন্তু মাঝে মাঝে খুব ভালো হয়ে যায়।

যেমন এখন একটি ধারুন অফার দিল।

এই অফার আপনারা সবাই পেতে পারেন। আমার ২ টা সিম এ পেয়েছি।

এই প্যাকেজ এ আপনি রাত ১২ টা থেকে সকাল ১০ টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।

২জিবি ব্যবহার করা যাবে ১ এম্বি পি এস স্পিড এ।

এই অফার শুধু বন্ধু প্যাকেজ এর জন্য।

এখন ৫৭ টাকায় পাচ্ছেন ১মাস নাইট আনলিমিটেড ইন্টারনেট প্যাক।

মোবাইলে ৫৭ টাকা রেখে ডায়াল করুন *৫০০*৩#

ফিরতি মেসেজ এ যদি নিচের মতো ছবি দেখেন তাহলে পাবেন।

আমি নিজে পেয়েছি।

তাই আপনি তাড়াতাড়ি কিনে ফেলুন।

বলা তোঁ যায় না জিপি মামু আবার কখন এটা অফ করে দিয়ে বলবে আমাদের এইরকম কনো অফার নাই!

কেনা হয়ে গেলে আরামসে বাঁশ দিতে থাকুন।

এইরকম টিউন পেতে আমার ব্লগে ভিসিট করতে পারেন।

আমার ব্লগ ঠিকানা: xNiL.Mywapblog.com

কোনো সমস্যা হলে আমাকে ফেসবুকে পাবেন।

আমার ফেসবুক আইডি

Level New

আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার ফোনে মেসেজ আসছে ৫০ টাকায় ১ জিবি। *৯৯৯*৩# একই নিয়মের

সাহায্য চাইঃ নোিকয়া E-6.00 মডের ডিসেপ্লে দরকার কোথায়, কিভাবে পেতে পারি কেউ তথ্য দিলে উপক্রিত হতাম

Level New

ভাই ১জিবির অফার আর এই অফার ভিন্ন। ১জিবির টা পাওয়া যাবে পরে, আর এইটা সাথে সাথে পাওয়া যাবে।

আর এটা ১জিবি না। এটা আনলিমিটেড

এই টিউন টা ৩০০০+ দেখা হয়েছে অথচ একটা অ ধন্যবাদ নাই।

কাদের জন্য কষ্ট করে টিউন লিখি?

সিদ্ধান্ত নিয়েছি আর টিউন লিখব না। 🙁

    আপনাকে টিউন লিখতে বলছে কে? -_-
    যতসব লল :/

    @নীল: আসলেই টিউন করার পর কেউ টিউমেন্ট না করলে খারাপ লাগে। কিন্তু তাই বলে টিউন করা ছেড়ে দিবেন? মৌলিক, নিজেস্ব , অভিনবত্য আর উদ্ভাবনী জ্ঞানের প্রয়োগ ঘটিয়ে টেকটিউনস কমিউনিটিকে মানসম্মত ও গঠনমূলক টিউন উপহার দিয়ে নিজেকে একজন দক্ষ টিউনার হিসেবে পরিচিত করে তুলতে চেষ্টা করুন। দেখবেন, আপনাকে আর টিউমেন্ট খুঁজতে হবে না।

Level New

এজন্যই মানুষের উপকার করতে নাই রে ভাই।

আপনারা একবার ট্রাই করে দেখতে পারতেন যে এটা কাজ করে কি না!

বন্ধু প্যাকেজ এ এটা ১০০% কাজ করবে।

কাজ না করলে আর জীবনেও নেট চালামু না।

Level New

সিজান@ ভাই আপনাকে ধন্যবাদ।

Level 0

vai carry on

thanks.. Try kore dekhbo..

nil@ dhonnobad, gp bndho sonjog offer ta ki ekono ase?

আরে ভাই আমি এখন ২৯টাকা রিচার্জে ২জিবি চাইলাইতেছি, ২৯টাকা কিন্তু মূল এ্যাকাউন্টেই থেকে যায়! চরম অফার! 😀

I get same free by recharging 29 tk

sundor tune thanks Ami paice

Level 2

ট্রাই করাম আজই, ধন্যবাদ।

Level New

Thanks@all. Ami 300kbps sped e eta chalaitesi.

Level 0

ami jodi dine kono pacage nai tahole ki ai offer thakbe naki off hoa jabe………

২জিবি ব্যবহার করা যাবে ১ এম্বি পি এস স্পিড এ। ai ২জিবি ki daily naki puro mash a total 2GB? R tune er jonno dhonnobad.

Level New

Made In Japan@puro mash use kora jabe

free tv dekhar jonno tv er kono link thakle kew share korben plz

thanks

কমেন্ট পড়ে মইলাম

এতদিনে জিপি একটা ভাল কাজ করছে। আমার তিন সিম-এ আমি 6জিবি পাইছি 120 টাকায়। এখন 2 টা কানেকশন ব্যবহার কইরা 256কেবিপিএস(FUP 128 x 2) বা 2জি গতিতে unlimited চালাইতাছি। আরও ছিম থাকলে ভাল হইত। 4 টা কানেকশন একবারে ব্যবহার করলে 512কেবিপিএস বা 3জি গতিও পাওয়া যাইত।

বড় ভাই @ আপনি কি যত বার 29 টাকা রিচার্জ করেন, তত বার 1 mbps speed পান।নাকি স্পিড কমে যায়।
জানালে ভাল হত।