সবাইকে আমার সালাম।
আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আজো আপনাদের জন্য একটি অসাধারন বই নিয়ে এসেছি।
আমার আগের দেওয়া সাইকো বই টি আশা করি পড়েছেন?
যদি পরে থাকেন তাহলে এখন আবার এটি পড়ে দেখুন!
বই টি বাংলা অনুবাদ করা।
বই টি পড়ার সময় মনেই হবে না যে এটি বাংলা অনুবাদ করা।
কারণ অনীশ দাস আপু খুব নিখুঁত ভাবে এর বাংলা অনুবাদ করেছে।
তার জন্যেই আমরা বিশ্বের নাম করা বইগুলো বাংলা তে পড়তে পারছি।
আসুন তাহলে পরিচয় করিয়ে দেই ভয়ংকর একটি সাইকো থ্রিলার বই এর সাথে।
এটি নিয়ে অনেক আগে সামহোয়ার ব্লগ এ পোস্ট হয়েছিল।
আপনাদের জন্য আমি এখানে টিউন করে দিলাম।
এই গল্পের নাম 'কিস দা গার্লস'
মাথা খারাপ হয়ে যাওয়ার মত একটি বই।
এই গল্পে সিরিয়াল কিলার দুই জন।
এক জন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূল কলেজ ক্যাম্পাস থেকে সুন্দরী,বুদ্ধিমতী মেয়েদের অপহরণ করছে ক্রমাগত ভাবে।
সে মেয়েদের কাছে নিজেকে বিশ্বপ্রেমিক ক্যাসানোভা দাবী করে।
সে মেয়েদেরকে বন্দী করে রাখে তার গোপন আস্থানাই সেখানেই তাদের উপর চলে বিভিন্ন অত্যাচার ও বিভিন্ন খামখেয়ালী পরীক্ষা নিরীক্ষা।।
অপরজন লস-এঞ্জেলসে বর্ণনাতীত নৃশংস খুন করে সৃষ্টি করছে আতংক।।
দুই জনই খুবই প্রতিভাবান এবং কৌশলী খুনি তাদের পতিটি খুন হল পারফেক্ট ক্রাইম।।
দুই খুনিই অদ্ভুত ভাবে একে অন্যকে সাহায্য করছে এবং মেতে উঠেছে প্রতিযোগিতাই।।
গল্পে আছে হোমোসাইড ডিটেকটিভ ডঃ অ্যালেক্স ও FBI এর এজেন্টরা, তবে করো কাছে খুনিদের সম্পর্কে কোন তথ্য নেই এমনকি কি উদ্দেশে অপহরণ ও খুন করছে তাও কারো জানা নেই।
কোন পথে তারা এগবে এবং কোথা থেকে শুরু করবে তাও তারা বুঝতে পারছে না।।
অথচ খুনি তাদের আশে পাশেই ঘুরে বেড়াচ্ছে এবং তাদের কার্যকলাপ দেখে মজা পাচ্ছে।।
ডঃ অ্যালেক্স কি পারবে খুনি দের ধরতে কিছু বন্দী মেয়েদের বাঁচাতে আর খুনিদের রহস্য উদ্ঘাটন করতে???
জানতে হলে অবশ্যই আপনাকে বইটি পড়তে হবে।।
বই জুড়ে আছে রহস্য, ধোঁকা, খুনের বর্ণনা, কিলারদের অদ্ভুত কার্যকলাপ, শিহরন জাগানো ভয় ও শঙ্কা আর অদ্ভুত সব তথ্য ।
বইটি হাতে নিলে পড়া শেষ করে না উঠা মুশকিল।।
আর বইটি বিশ্বব্যাপী বেষ্ট সেলারের মর্যাদা প্রাপ্ত।।
এই উপন্যাস থেকে বিখ্যাত থ্রিলার,ডিটেকটিভ পরিচালক Gary F”eder ১৯৯৭সালে মুভি তৈরি করে Kiss the Girl 1997।
মুভিতে অভিনয় করেছেন Morgan Freeman ও সুইট নাকিয়া Ashley Judd.
মুভিটি কতটুকু ভালো লাগবে বলতে পাচ্ছি না তবে Morgan Freeman অভিনয় দেখে মুগ্ধ হবেন।
আর মুভির থেকে বইটি পড়লে ১০০% বেশি ভালো লাগবে।।
বই টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
পড়া শেষ হলে কেমন লাগলো জানাতে ভুলবেন না।
এইরকম বই আরো শেয়ার করবো যদি আপনারা চান।
এমন টিউন আরো পেতে ভিসিট করতে পারেন আমার ব্লগে।
আমার ব্লগ ঠিকানা: xNiL.Mywapblog.com
যেকোনো সমস্যায় আমাকে ফেসবুকে পাবেন।
আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।