সহজ করুন e-mail-এ ঢোকার পথ, user name এবং password ছাড়াই প্রবেশ করুন e-mail

আমরা যারা নেট ব্যবহার করছি, তাদের ক্ষেত্রে অপরিহার্য একটি বিষয হচ্ছে, মেইল চেক করা। সকালটাই শুরু হয় ইনবক্সে নতুন কি মেইল আসল তা দিয়ে। কিন্তু এই মেইল চেক করার জন্য আপনাকে প্রথমে ব্র্রাউজারে ঢুকতে হবে, মেইল একসেস পেইজ খুলে, ইমেইল আইডি, পাসওয়ার্ড টাইপ করে তারপর পাওযা যাবে ইনবক্স।

একটু শর্টকাট করেই বলি, এতকিছু করেও কিন্তু আমরা মেইল চেক করছি, তথাপি কাজটি যদি আরও সহজ করে দেয়া যায় তাহলে সময়ও বাচঁল আবার এতগুলো প্রসেসের হাত থেকে কিছুটা স্বস্তিও পাওয়া গেল।

কিভাবে ? ধরুন আপনার পিসির ডেক্সটপে একটি তৈরী শর্টকাট থাকল, পিসি ওপেন করে শুধু সেই শটকার্টে ক্লিক করলেই হল, সোজাসুজি সে নিজে থেকেই ব্রাউজার ওপেন হয়ে অটো লগইন করে আপনার মেইলে নিয়ে যাবে। কাজটা কত সহজেই হয়ে গেল তাইনা ? একবার শুধু শর্টকাট করে নিলেই হল, ব্যস।

অবশ্য এজন্য আপনাকে সেই শর্টকাট তৈরীর সময় একটি কমান্ড লাইন লিখতে হবে। (পোষ্টে যথাক্রমে তা দেয়া থাকল কপি-পেষ্ট করলেই হবে)

  • ১) ডেক্টটপে মাউসের ডান দিকে ক্লিক করে একটি নতুন শর্টকাট তৈরী করুন
  • ২) “Type the location of the item” – বক্সে নীচে দেয়া যে কোন সার্ভিসের একটি কোড সেখানে কপি-পেষ্ট করুন। [ব্রাকেট ছাড়া]
  • ৩) MYUSERNAME – এর স্থানে আপনার ইমেইল আইডি এবং MYPASSWORD – এর স্থানে আপনার ইমেইলের পাসওয়ার্ড টাইপ করুন।
  • ৪) Next – এ ক্লিক করে পরের স্টেপে যে শর্টকাটটি তৈরী করতে যাচ্ছেন তার একটি নাম দিন, নিজের পছন্দনুযায়ী।
  • ৫) Finish করে শর্টকাটটি তৈরী কমপ্লিট করুন।

এবার ডেক্সটপে তৈরী হওয়া শর্টকাট-টিতে ক্লিক করে উপভোগ করুন সরাসরি ইমেইল চেকিং, ইউজার নেইম, পাসওয়ার্ড ছাড়াই।

CODE

My Yahoo!
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://my.yahoo.com]

Yahoo! Mail:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://mail.yahoo.com]

Compose Yahoo! Mail:

[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://compose.mail.yahoo.com]

Yahoo! Address:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://address.yahoo.com/yab/us]

Yahoo! Notepad:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://notepad.yahoo.com]

Yahoo! Briefcase:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://briefcase.yahoo.com]

Yahoo! Groups:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://groups.yahoo.com]

Yahoo! Calendar:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://calendar.yahoo.com]

Yahoo! Geocities:

[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://geocities.yahoo.com]

Yahoo Photos:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://photos.yahoo.com]

Yahoo 360:
[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://360.yahoo.com]

Yahoo Chat:

[http://login.yahoo.com/config/login?login=MYUSERNAME&passwd=MYPASSWORD&.done=http://chat.yahoo.com]

কিন্তু, এই টিপসটি শুধুমাত্র ইয়াহু সংশ্লিষ্ট সার্ভিসগুলোর ক্ষেতে প্রযোজ্য। যা ইতোমধ্যে আপনারা সার্ভিসগুলোর কোড দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন।

Level 0

আমি prochetto। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 13 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দাদা কি বলবো, কোন জবাব খুজে পাচ্ছি না ! চালিয়ে যান, থেমে যাবেনা কিন্তু ।

ভালবাসা রইলো

Level 0

Jotil hoise vai…good luck…thanks

Level 0

Prochetto Bhai,thankyou very much 4 good tips.

ভালা ভুদ্দি ৷তয় পাচুয়াড পাচাড় হয়া জাইবু না তো??

Level 0

ব্যবহারিক ক্ষেত্রে আমার কিছু ব্যক্তিগত অভিমত ছিল :

১) যদি একান্তই আপনার ব্যক্তিগত পিসি হয়, সেখানে যদি অন্য কারও একসেস না থাকে, তাহলে সমস্যা নেই, কিন্তু অন্য কেউ যদি আপনার পিসি একসেস করে এবং এই শর্টকাটে ক্লিক করে, তাহলেই সর্বনাশ।

২) নূন্যতম যারা এ বিষয়ে অভিজ্ঞতা রাখেন এবং এ শর্টকাটটি পেয়ে থাকেন তাহলে খুব সহজেই এ শর্টকাটের properties থেকে আপনার ব্যবহৃত ইমেইলের username এবং password পেয়ে যাবেন। সর্বনাশ এখানেও।

তাহলে ????
সমাধান নয় সর্তকতা :

১) আপনি আলাদা ইউজার ব্যবহার করতে পারেন

২) শর্টকাটটিতে শর্টকাট কমান্ড দেয়ার ব্যবস্থা আছে, properties এ গেলেই পেয়ে যাবেন, একটি শর্টকাট কমান্ড দিয়ে নিন, তারপল শর্টকাটটি hide করে রাখুন।

যেমন ধরুন, ডেক্সটপেই শর্টকাটটি hide করে রাখলেন কিন্তু তার শর্টকাট কমান্ড Ctrl+1 সেট করা ছিল। hide থাকলেও Ctrl+1 প্রেস করলেই আগের মত সোজাসুজি ব্রাউজারের মেইলে ঢুকে যাবেন।

[বি:দ্র: অসাবধনতা বশত: কারও ইমেইল আইডি এবং পাসওয়ার্ড হ্যাক হয়ে গেলে এই পোষ্টদাতা কোন অংশে অতীত, বর্তমান এবং ভবিষ্যতকালীন কোন সময়ে কোন ভাষায় যে কোন বর্ণনায় লিখিত বা বক্তব্য দায়ী করা যাবেনা ]

Level 0

সবাইকে অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য

ধন্যবাদ ভাই টিউনের জন্য, যদিও এটা আমি অনেক আগেই বানাইছিলাম…. যাইহোক, হটমেইল এরটা কি আছে আপনার কাছে? থাকলে দিবেন প্লিজ।

এইটা হইলো গুগলির জন্য…..আপনাদের কাজে লাগতে পারে…..

https://www.google.com/accounts/LoginAuth?continue=https://mail.google.com/mail&Email=MYUSERNAME&Passwd=MYPASSWORD

Level 0

চালিয়ে যান দাদা।

Level 2

বস্, আপনাকে স্যালুট জানাই।

জটিলস টিউন ধন্যবাদ।

কাজ তো হয় না এখন কি করি 🙁