চলুন, টাইম মেশিনে চড়ে ঘুরে আসি পুরনো দিনের ওয়েব জগত থেকে!! হয় তোবা আপনি সেদিনের সাইট গুলো মিস করেছেন, কিন্তু এবার তা আর হতে দিচ্ছি না!

বিসমিল্লাহির রাহমানির রাহিম 

আমরা তো এখন সবাই ফেসবুক, গুগল,ইয়াহু,জিমেইল  সহ জনপ্রিয় সব সাইট এর আধুনিক রুপ দেখে অভ্যস্ত...বলাই বাহুল্য যে এগুলোই ওয়েব সাইটগুলোর স্ট্যান্ডার্ড ভার্সন, কিন্তু জন্মের সময় ওয়েব সাইট গুলো কেমন ছিল তা কি আমরা জানি??

আপনি হয়তো বা বলতে পারেন, যে তখন তো আমার জন্মই হয় নি বা ইন্টারনেট জগতে প্রবেশই করি নি, দেখব কিভাবে? কথা ঠিক, কিন্তু কথা হল গিয়া কথা তা না, আমরা এখন টাইম মেশিনে চড়ে পুরাতন দিনের ওয়েব জগত থেকে ঘুরে আসব।

বি.দ্রঃ আপনারা হয়তো বা অনেকেই টাইম মেশিন টিতে চড়ে থাকবেন, কিন্তু এইভাবে একসাথে হয়তবা ঘুরতে পারেন নি, আর অনেকেই নতুন আছেন, তারা তো ঘোরেন নি, তো সকলকে নিয়ে চলুন যাত্রা শুরু করি  ।  

১। ফেসবুক ডট কম

২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি মার্ক জাকারবারগ,তার কলেজ রুম মেট, হার্ভার্ড ইউনিভার্সিটি'র কতিপয় সহপাঠীদের নিয়ে ফেসবুক যাত্রা শুরু করে। শুরুর দিকে এটি শুধু হার্ভার্ড ইউনিভার্সিটি এর ছাত্রদের মাঝে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে এটি উন্মুক্ত করা হয় সকলের জন্য। ২০০৬ সাল থেকে কমপক্ষে ১৩ বছর বয়সী যে কেউ এটিতে রেজিস্টার করতে পারত।

চলুন দেখি, ২০০৬ সালের জুন মাসে ফেসবুকের অবস্থা কেমন ছিলঃ

হুম, তখন ফুটারে জাকার মামা (না, আমার আত্মীয় হয় না) তার ক্রেডিট লিখা দিছিলেন "a Mark Zuckerberg production" । আর সাইট টা খুব সিম্পল।কি যেন নাই নাই মনে হয় না??

ফেসবুকের যে লোগো সেইটাই তো নাই। 😛

২। গুগল ডট কম 

গুগল মামুরে নিয়া আর কি বলার আছে, সারাদিন তো প্রায় সব কিছু নিয়েই গুগল করি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুইজন পিএইচডি ছাত্র ল্যারি পেজ এবং সারজে ব্রিন গুগল এর প্রতিষ্ঠাতা। গুগল প্রথম ১৯৯৮ সালের ৪ই সেপ্টেম্বর প্রাইভেট কোম্পানি হিসেবে করপরেট হয়।

চলুন দেখে নিই ১৯৯৮ সালের গুগলকে!

ল্যারি পেজ আর সারজে ব্রিন খুব সম্ভবত HTML ভালভাবে জানতেন না, নাইলে কেউ সাইটের এই অবস্থা করে??[আমারে দিলেও তো পারতেন 😛 ] , হুম, সিরিয়াসলি ব্যাপারটা নাকি আসলেই তাই! তারা খুব স্বল্প HTML জ্ঞান কে কাজে লাগিয়ে সাইট টি বানিয়ে ছিলেন এবং মানুষ সাইটটি যখন ব্রাউয করত তখন নাকি তারা সাইটটি পুর লোড হওয়ার জন্য ওয়েইট করত[কারণ পেজের অনেকাংশ ফাকাই থাকত]। এ কারণেই নিচে কপিরাইটের ফুটার টি যুক্ত করে সাইট এর সমাপ্তি রেখা যোগ করে দেয়া হয়।

৩। ইয়াহু! ডট কম

১৯৯৪ সালের জানুয়ারিতে জেরি ইয়াং এবং ডেভিড ফিলো ইয়াহু প্রতিষ্ঠা করেন এবং ইনকর্পোরেটেড হয় ১৯৯৫ সালের মার্চে।

১৯৯৬ সালে ইয়াহু!

বাপরে! এটা সার্চ ইঞ্জিন এর হোম পেজ! নাকি উইকিপিডিয়া-র আর্টিকেল!!

৪। উইকিপিডিয়া ডট অরগ 

wikipedia হল একটি উন্মুক্ত বিশ্বকোষ।জানুয়ারির ১৫ তারিখে জিমি ওয়েলস এবং ল্যারি স্যাঙ্গার ওয়িকিপিডিয়া চালু করেন।২০০১ সালের মধ্যে উইকিপিডিয়ায় ১৮ ভাষার প্রায় ২০,০০০ নিবন্ধ তৈরি করা হয় এবং ২০০৩ সালের মধ্যে মোট ৪৬ টি ভাষায় এটি চালু হয়!

২০০১ সালের উইকিপিডীয়া!

৫। বিং ডট কম 

আমরা সবাই জানি, বিং হল মাইক্রোসফট এর নিজস্ব সার্চ ইঞ্জিন। মাইক্রোসফটের তৎকালীন CEO স্টিভ বল্মার ২০০৯ সালের ২৮ মে এটি চালু করেন।

চলুন দেখে আসি ২০০৯ সালের বিং!

৬।ইউটিউব ডট কম 

আমরা তো জানি, ইউটিউব হল একটি জনপ্রিয় ভিডিও শেয়ারিং  সাইট। এটি প্রতিষ্ঠিত হয় ২০০৫ সালে। প্রতিষ্ঠা করেন চ্যাড হারলি, স্টিভ চ্যান এবং বাংলাদেশি বংশদ্ভুত জাভেদ করিম।

২০০৫ সালের ইউটিউব!

তারপর ২০০৬ সালের দিকে গুগল $১.৬৫ বিলিয়ন দিয়ে এটাকে কিনে নেয় এবং বর্তমানে এটি তো গুগলের-ই মালিকানাধীন ।

৭। জিমেইল ডট কম

জিমেইল (কোন কোন দেশে গুগল মেইল নামে পরিচিত) হল গুগল এর মেইল সার্ভিস। এর পরীক্ষামূলক সংস্করণ চালু হয় ২০০৪ সালের ১লা এপ্রিল এবং ২০০৭ সালের ফেব্রুয়ারিতে বেটা ভার্সন হিসেবে সবার জন্য উন্মুক্ত হয়। এর ব্যবহারকারী বর্তমানে প্রায় ২৬০ মিলিয়ন। শুরুর দিকে এর URL ছিল http://gmail.google.com/gmail

দেখা যাক, ২০০৫ সালের গুগল মেইলের রূপ

৮।আউটলুক ডট কম[হটমেইল]

হটমেইল মাইক্রোসফট এর মেইল সার্ভিস। ১৯৯৬ সালে সাবীর ভাটিয়া এবং জ্যাক স্মিথ  এটি চালু করেন।এটি মাইক্রোসফট ১৯৯৭ সালে প্রায় ৪০ কোটি ডলারে অধিগ্রহন করে এবং নাম দেয় উইন্ডোজ লাইভ হটমেইল। ২০১৩ সালে একে আউটলুক ডট কমে রূপান্তর করা হয়।

১৯৯৮ সালের হটমেইল !

৯। ফ্লিকার ডট কম

ফ্লিকার হল ইয়াহুর ফটো শেয়ারিং সাইট। এটি চালু হয় ২০০৪ সালের দিকে। ফ্রী ব্যবহারকারিদের জন্য মাসে ৩০০ এমবি সাইজ লিমিট থাকে। প্রতি মাসে $24.95 ব্যয় করে এর Pro ভার্সন এ আপগ্রেড করা যায়।

২০০৪ সালের ফ্লিকার

১০। টেকটিউনস ডট কম ডট বিডি 

২০০৮ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলাদেশের সর্বাধিক জনপ্রিয় টেকনলজি সোশ্যাল নেটওয়ার্ক Techtunes জন্ম লাভ করে।টেক টিউনস নিয়ে আর কিছু বলার প্রয়োজন বোধ করছি না। প্রযুক্তির ক্ষেত্রে বাংলা ভাষাভাষীদের মাঝে টেকটিউনস যে বিপ্লব ঘটিয়েছে তা বলাই বাহুল্য।

চলুন দেখে আসি ২০০৮ সালে টেকটিউনস কেমন ছিলঃ  

আজকের মত টিউন এখানেই শেষ। টিউনটি ভাল লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না। সবাই ভাল থাকবেন আর টেক টিউনস এর সাথে থাকবেন।

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল।

এত কিছু জেনে ফেললাম
thanks

ভালো লাগলো

সুন্দর । খুব ভাল লাগল ।

এককথায়-অসাধারণ লিখেছেন।

oneeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeek Thankx