বাংলালিংক এর গ্রাহক প্রতারণা আর হাতিয়ে নিচ্ছে কোটি টাকা !!! সচেতন হোন, প্রতিরোধ করুন ।

বাংলালিংক বন্ধ থাকা সিম এ ১৯ টাকা রিচার্জ এর মাধ্যমে ২.৫ জিবি ইন্টারনেট এবং ২২০০ এস এম এস  দেয়ার কথা থাকলেও ২২০০ এস এম এস দিচ্ছে কিন্তু ২.৫ জিবি ইন্টারনেট দিচ্ছে না । তাদের শর্ত হল আগে থেকে যে কোন একটি ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভ করে ১৯ টাকা রিচার্জ করতে হবে কিন্তু কথা হল সিম এ টাকা না থাকলে প্যাকেজ অ্যাক্টিভ করবো কি করে ? আর টাকা রিচার্জ করে প্যাকেজ অ্যাক্টিভ করলেও ২.৫ জিবি ডাটা দিচ্ছে না । কেউ যদি ১৯ টাকা রিচার্জ করে প্যাকেজ অ্যাক্টিভ করে আবার ১৯ টাকা রিচার্জ করে তাহলেও ডাটা দিচ্ছে না । তাদের কথা হল আপনার ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভ ছিল না ।

আর ভাবেই হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা !!!

নিজে সচেতন হন, শেয়ার করে অন্য কে সচেতন হতে সাহায্য করুন ।

২.৫ জিবি ইন্টারনেট পাবার যত প্যাচ

১। আপনার সিম এ আগে থেকে টাকা থাকলে যে কোন একটি ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভ করুন । ১ টাকা দিয়ে ৩এমবি প্যাকেজ অ্যাক্টিভ করতে *৫০০০*৫১৮# করুন ।

২। টাকা না থাকলে ১৯ টাকা ছারা যেকোনো পরিমাণ টাকা রিচার্জ করুন । ধরুন ১০ টাকা । ১৯ টাকা রিচার্জ করে ফেললে আপনি ৫ দিনের মধ্যে যতবার ই ১৯ টাকা রিচার্জ করেন কোন লাভ হবে না । So careful !!

৩।এর পর যেকোন একটি ইন্টারনেট প্যাকেজ অ্যাক্টিভ করুন ।

৪। এখন ১৯ টাকা রিচার্জ করুন, আর তাহলেই আপনে ২.৫ জিবি ইন্টারনেট পাবার মিশন আপনে সফল হবেন ।


ভালো লাগলে ফেসবুক পেজ এ লাইক দিয়ে অ্যাক্টিভ থাকুন ।

***বুজতে সমস্যা হলে কমেন্ট করুন ।

Like Us: https://www.facebook.com/BytesBD

Tweet Us: https://twitter.com/BytesBD

Subscribe Us: https://www.youtube.com/channel/UCMB4l7lC3uCiMJeqJUuDWmg/

Level 0

আমি ডাটাবেস সফটওয়্যার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

10 tk. recharge kore chutto ekta internet package kine 19 tk recharge korun

Level 0

ভাইজান তারা তো তাদের সাইটে/নোটিশে বলেই দিয়েছে যে, কোন একটি নেট প্যাকেজ এক্টিভ থাকতে হবে। একটু খেয়াল করে বুঝে শুনে রিচার্জ করলেই তো হয়। আমি এক সিমে ৬ বার অন্য সিমে ১ বার অলরেডি পেয়েছি। কোন প্রবলেম হয় নি।

Level 0

২.৫ GB Free পাবেন আর একটা ছোট্ট নিয়ম মানতে পারবেন না ? এরকম বলদ দের মোবাইল ব্যাবহার করতে বলসে কে?

বাংলালিংক কে ধন্যবাদ দেয়া উচিত যে আমাদের এত Free ব্যাবহার এর সুযোগ দিচ্ছে। অন্য কোম্পানি তো ১৯ টাকা Recharge ২.৫ mb ও দেই নাই।

Level 0

ami paici! apni pannai keno.? r kono internet pakage ami kini nai. 19 tk recharge a paici

Level 0

ami o

hlw bro apni tader offer er terms & condition ta pore recharge korlei to loss khan na

assa suppose az ke 19 tk recharge korechi thn nxt 5 din kbe hbe 8 or 9 tarikh e amake recharge korte hbe??

    Level 0

    @লিমন: 6 tarikh ses hobe. apni 7 tarikh shokale recharge korle shathe shathe e peye jaben 2.5gb, but kinar age *5000*518# dial kore 1 tky 3 mb kine niben, r bonus peye gele ektu por *5000*536# dial kore 3mb off kore diben, noile abar tk katbe protidin. noyto dosh diben banglalink er

ভাইজান আগে তাদের শর্তগুলো ভালভাবে পড়েন। অশিক্ষিত হলে অন্যকে দিয়ে পড়িয়ে নিন। তার পরেও যদি না বুঝতে পারেন তাবে হেল্পলাইনে ফোন করেন। শর্তঅনুযায়ী কাজ করার পরেও যদি দেখেন আপনি অফার পাচ্ছেন না তখন একটা স্ট্যাটাস দিয়েন। অযথা না বুঝে আলতুফালতু স্ট্যাটাস দিয়েন না। :@

ভাই আপনি যে বললেন “আর এ ভাবেই হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা !!!” এর সত্যতা কই ৷ তারা কি আপনার ঐ 19 টাকা হাওয়া করে দিছে, নাকি বলছে ঐ টাকা দিয়ে 90 টাকা মিঃ কথা বলতে হবে৷

আমার জানা মতে এরাই অন্যদের থেকে কিছুটা ভাল ৷

age 10 taka advance niye tarpor mb kine 19 taka recharge korlei hoye jay just simple

LHOST = ‘127.0.0.1’
IMETHOD = 4
ISPLIT = 1
RHTTP = 0
TIMEOUT = 1000
PHOST = ‘10.10.55.34’
RQUERY = ”
RPATH = 0
PTYPE = 1
KEEP = ”
BQUERY = ”
MQUERY = ”
RHTTPS = 1
PPORT = 8799
LPORT = 8080
VALHDR0 = ”
VALHDR1 = ”
VALHDR2 = ”
VALHDR3 = ”
IQUERY = ”
ADMODE = 0
CQUERY = ”
CUSHDR2 = ”
CUSHDR3 = ”
CUSHDR0 = ”
CUSHDR1 = ”
ILINE = 1
FQUERY = ”
SBUFF = 1024
RPORT = 0

আমিও হয়েছি তাদের শিকার

২০ ডিসেম্বর, ২০১৪-এর পর থেকে অব্যবহৃত সকল প্রিপেইড এবং কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকগণদের (আই’টপ-আপ ব্যতীত) ক্ষেত্রে এই অফারটি প্রযোজ্য
আপনার সংযোগটি এই অফারের আওতাভুক্ত কিনা জানতে যে কোন বাংলালিংক সংযোগ থেকে নাম্বারটি টাইপ করে ফ্রি এসএমএস পাঠিয়ে দিন ৪৩৪৩ নাম্বারে।
সুপার এফএনএফ নাম্বারের কলরেট শুধু প্রিপেইড গ্রাহকগণদের জন্য প্রযোজ্য
সর্বোচ্চ একটি বাংলালিংক নাম্বার সুপার এফএনএফ নাম্বার হিসেবে সেট করা যাবে
সুপার এফএনএফ সেট করতে ডায়াল *১৬৬*৭*নাম্বার#
সুপার এফএনএফ পরিবর্তন করতে ডায়াল *১৬৬*৮*পুরাতন নাম্বার*নতুন নাম্বার#
স্পেশাল কলরেটের মেয়াদ রিচার্জের দিনসহ ১০ দিন এবং প্রতি ১৯ টাকা রিচার্জে বর্ধিত মেয়াদ প্রযোজ্য হবে
অফারটি থেকে আন-সাবস্ক্রাইব করতে ডায়াল *১৬৬*৬১৭#। আন-সাবস্ক্রাইব করার পর রাত ১২টার মধ্যে ১৯ টাকা রিচার্জ করলে গ্রাহক ১০ দিনের জন্য আবারও স্পেশাল ট্যারিফ উপভোগ করতে পারবেন
অফারটি থেকে আন-সাবস্ক্রাইব করার পর স্পেশাল অফারটি আর প্রযোজ্য নয়
অফারটি থেকে আন-সাবস্ক্রাইব করার পর গ্রাহক পুনরায় পূর্ববর্তী ট্যারিফ রেটে ফিরে যাবেন
গ্রাহকগণ বন্ধ সংযোগটি চালু করার পর প্রতি ১৯ টাকা রিচার্জে ২.৫ জিবি ইন্টারনেট বোনাস এবং ২২০০ এসএমএস প্রতি ৫ দিনে একবার উপভোগ করতে পারবেন
গ্রাহকগণ প্রথম রিচার্জের পর ৩০ দিন পর্যন্ত সর্বোচ্চ ৬ বার এসএমএস এবং ইন্টারনেট বোনাস উপভোগ করতে পারবেন
ইন্টারনেট বোনাস পেতে হলে গ্রাহককে যে কোন ইন্টারনেট প্যাকে অ্যাক্টিভেট থাকা অবস্থায় ১৯ টাকা রিচার্জ করতে হবে
ইন্টারনেট বোনাস রাত ২টা থেকে দুপুর ২টা পর্যন্ত ব্যবহার করা যাবে
ইন্টারনেট বোনাসের ব্যালেন্স জানতে ডায়াল *১২৪*৯৯৪#
বোনাস এসএমএস যে কোন বাংলালিংক নাম্বারে ব্যবহার করা যাবে দিন-রাত ২৪ ঘণ্টা
এসএমএস বোনাসের ব্যালেন্স জানতে ডায়াল *১২৪*৩১#
ইন্টারনেট বোনাসের মেয়াদ ১০ দিন এবং এসএমএস বোনাসের মেয়াদ রিচার্জের দিনসহ ৩ দিন
এই অফার সীমিত সময়ের জন্য
ভ্যাট প্রযোজ্য।