বাংলাদেশি একটি টুলবারের অসাধারণ সাফল্য !!!!!!!!!

আজ পর্যন্ত 3563 জন তাদের ব্রাউজারে ব্যবহার করছে এই টুলবার। আমার জানামতে, এটি সবচেয়ে জনপ্রিয় বাংলাদেশি টুলবার। এতে একত্রে পাবেন, বাংলাদেশি সংবাদপত্রের লিংক, বাংলা ও হিন্দী রেডিও, ফেসবুক, স্বয়ংক্রিয় ই-মেইল নোটিফিকেশন, শেয়ার বাজারের লিন্ক, সার্চবক্স, চ্যট করা, ফুটবল, গেম খেলা, ইউটিউব, ক্রিকইনফো, কুইক নোটপ্যাড, ক্যালকুলেটর এবং আবহাওয়ার তথ্য।

*টিউনসটি আগেও পোষ্ট দি্যেছি এবং অনেকেই ব্যবহার করছেন

*যারা এখনো জানেন না, তারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভাল লাগবে

*কারো কোনো অভিযোগ বা পরামর্শ থাকলে অবশ্যই জানাবেন

http://toolbar.transportbd.com/

Level 0

আমি আমার জগৎ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এগিয়ে যান……………

এটার কি লিনাক্স ভার্সন আছে?

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

    এটা তো ভাই ফায়ারফক্সের এড অন, লিনাক্স আর অন্য OS এ ডিফার করেনা

Level 0

আমি নিজেও এটি ব্যাবহার করি। সত্যিই অসাধারন একটি টুলস। শুভকামনা রইল।

সত্যিই অসাধারন। আমি already use করি।

আমার মেশিনে ঝামেলা করছে। windows 7 & firefox 3.6.10. টুলবারটি ঠিক মত লোড হয় না।

    এমন তো হওয়ার কথা না।আমার জানা মতে অনেকেই এই টুলবার windows 7 & firefox 3.6.10.দিয়ে use করছে।তার পরেও আপনার অভিযোগ টা বিবেচনা করবো

আমি আগেও বলেছিলাম,আর এখনো বলছি খুবি ভাল একটি টুল্বার।

টুলবার ভালই ছিল। কিন্তু আমি আপনার এইরকম আচরনে রিমুভ করলাম। আপনি টেকটিউনসকে কী পেয়েছেন যে একই জিনিষ বারবার টিউন করেন। আপনার ভাগ্য ভাল যে আমি মডু না। দয়াকরে টেকটিউনসকে নোংরা করবেননা। এটা রিতিমত স্পামিং। আমি চাইনি টেকটিউনসে কারও প্রতি negative মন্তব্য করতে। কিন্তু আপনি বাধ্য করলেন।

আরও একটা জিনিষ বুঝতে পারলাম টেকটিউনসে মডারেশন প্যানেল শুধুমাত্র ফরমালিটি।

    আদনান ভাই আমি আপনার সাথে একমত পোশন করছি।

    আপনার কথার সাথে আমি এক মত হতে পারলাম না।আমি আবার দিয়েছি কারন যারা জানেনা তাদের জন্য। সেইটা আমি বলেই দিয়েছি।আমি একটা জিনিস বঝতে পারলাম না টেকটিউনসকে নোংরা করলাম কিভাবে। একটু বুঝিয়ে বলবেন

    আমার জগৎ ভাই, আপনার টুলবারটি খুব ভাল হয়েছে। আমিও ব্যবহার করতাম। কিন্তু এখানে বার বার লিখলে মানুষ যারা আগে দেখেছে বিরক্ত হয়। আপনি এটা বরং digg,strumbleupon,yahoo buzz এ শেয়ার করুন। দেখবেন সাড়া পাবেন।

    আপনার বিরুদ্ধে বলেছি একমত হবেন কিভাবে। মাত্রাতিরিক্ত কোনকিছুই ভাল নয়। আপনি কিভাবে আপনার টুলবারের প্রমোশন করবেন সেইটা আপনার ব্যাপার। তাই বলে অতিরিক্ত ফালাফালি করবেন কেন। আপনি এই টুলবারের ব্যাপারে অনেক আসাবাদী সেইটা বুহতে পারছি, কারন বিভিন্ন ব্লগ(টেকটিউনস, সামু, সোনারবাংলা, প্রথম-আলোব্লগ ইত্যাদী) এবং পত্রীকায় আপনি অ্যাডভার্ডাইজ করছেন। ভাল কথা আপনার জিনিষ আপনি প্রচার করবেন। টেকটিউনসেও করবেন। কিন্তু এ নিয়ে আপনি টেকটিউনসে ৩টা টিউন করেছেন এবং ৩টাই আপনার টুলবার নিয়ে। তাছাড়া “খালিদ নর্থ সাউথ”-নামে আপনার একটা আইডি আছে। তাতে ৫টা টিউন হয়েছে যার মদ্ধে ২টা সাহায্য/জিজ্ঞাসা বিভাগের এবং বাকী ৩টা আবার সেই টুলবার। এথেকেই বুঝা যায় আপনি টেটিতে কি জন্য এসেছেন। একবার টিউন করলে কিছু বলতাম না। কোন টিউন করা হলে কেউ সেটা জানবে কেউ জানবেনা। তাইবলে বারবার টিউন করতে হবে নাকি? এমনতো নয় যে এটা খুব জরুরী বিষয়, কেউ নাজানলে সমস্যায় পড়তে পার। তাছাড়া যত ইম্পর্টেন্টই হোক একটা টিউন একবারের বেশি মানায়না। ভাবুনতো সবাই যদি তাদের টিউন এইভাবে ৩-৪বার করা শুরু করে; তাহলে Techtunes কুড়েদান হয়ে যাবে। এই স্পামিং বন্ধ করুন। আর নোংরা করছেন কিভাবে সেটা নিশ্চই বুঝার বাকী নেই। আপনি টেকটিউনসের না তাই আবর্জনা টিউন হলে খারাপ লাগবেনা, কিন্তু আমরা যারা টেকটিউনসকে ভালবাসি তাদের খারাপ লাগে।

    আদনান ভাইয়ের সাথে একমতই বলা যায়

    আপনার পরামর্শ আমার ভাল লেগেছে। কিন্তু একটা কথা বলতে চাই খালিদ ওই ইডি তা আমার নই।

    আদনান ভাইয়ের সাথে আমি একমত।

    আপনি বলবেন আর আমি বিশ্বাস করব!? ধরলাম খালেদ অন্য একজনের আইডি। তাহলে উনার কি খেয়ে-দেয়ে কাজ নাই যে আপনার প্রোডাক্টের প্রচারে নিজেকে উৎসর্গ করবে, তার নিজের ব্লগেও লিখবে, আপনার সেম কন্টেন্ট কপি পেষ্ট করবে। দুনিয়াতে কি আর কিছু নাই যে উনি শুধু আপনার জিনিষ নিয়ে পড়ে থাকবে। আপনিকি রাজনীতিবিদনাকী যে পাবলিককে এতটা বেকুব ভাবেন।
    আরেকটা কথা, আমি আপনাকে কোন পরামর্শ দেইনি। আমি আপনার প্রতি আমার ক্ষোভ প্রকাশ করেছি।

আমিও এটার মধ্যে তেমন ভাল কিছু দেখিনি। একদিন ইউজ করার পর ফেলে দিয়েছি। এটা বারবার দেখতে আসলেই বিরক্তি লাগে।
oh disgusting……

    ভাল না লাগাটাও আমাদের একটি চিনতার বিষয়।

use kori
tobuo thanks nije na kheye share korar jonno