চালু হবে উইকিপিডিয়া জিরো, সবার জন্য ইন্টারনেট, দিন বদলাচ্ছে ভাই……!

বিশ্বব্যাপী শুরু হয়েছে সবার জন্য ইন্টারনেট প্রকল্পের কাজ। এই মিছিলে আছে উইকিপিডিয়াও। এ কারনে ‘উইকিপিডিয়া জিরো’ প্রকল্প চালু করা আমাদের স্বপ্ন। বাংলা উইকিপিডিয়ার এক দশক পূর্তি উপলক্ষে গতকাল ঢাকার হোটেল রেডিসনে আয়োজিত এক গালা অনুষ্ঠানে এসব কথা বলেন উইকিপিডিয়ার সহ-প্রতিষ্ঠাতা জিমি ওয়ালেস

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আফ্রিকান দেশগুলোর প্রযুক্তি বিপ্লবে বড়ো অবদান রেখেছে উইকিপিডিয়া। এই বিপ্লব বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দেয়াই এখন আমাদের লক্ষ্য। এক্ষেত্রে আমাদের কাজটা সহজ করে দিচ্ছে স্মার্টফোন। বর্তমানে ৩০ ডলারে পাওয়া যাচ্ছে ইন্টারনেট ব্যবহার উপযোগী মোবাইল ডিভাইস, শিগগিরই এর দাম ১৫ ডলারে নেমে আসবে। এতে মানুষের অনলাইন নির্ভরতা আরও বাড়বে।

তিনি আরও বলেন, উইকিপিডিয়ায় তিন কোটি ২০ লাখ বিষয়বস্তু আছে। বিশ্ব জুড়ে এর সক্রিয় স্বেচ্ছাসেবকের সংখ্যা তিন থেকে সাড়ে তিন হাজার। তবে দেশ প্রতি সক্রিয় স্বেচ্ছাসেবকদের সংখ্যাটা ১০ থেকে ২০ জনের বেশি না। গালা অনুষ্ঠানটিতে দশজন বাংলাদেশী উইকিপিডিয়ানকে পুরষ্কার দেয়া হয়। এরা হলেন শরীফ উদ্দিন, সজিবুর রহমান, এম এম ছন্দ, ইকবাল হোসেন, নাবী নিয়াজী, মাসুম আল হাসান, মীর জাহেদ, কাওসার ফরহাদ, তানভীর ইসলাম, সোলামান সাদেক

অনুষ্ঠানে উইকিমিডিয়া বাংলাদেশের সভাপতি মুনির হাসান বলেন, জিমি ওয়েলসের বাংলাদেশে আগমনে আমাদের দীর্ঘ দিনের একটা স্বপ্ন-পূরণ হল। ২০১১ সালে উইকিমিডিয়া ফাউন্ডেশন বাংলাদেশে উইকিমিডিয়া চালুর আনুষ্ঠানিক অনুমতি দেয়। সেটি ২০১৪ সালের আগস্টে বাংলাদেশ সরকারের কাছ থেকে বৈধতা পায়। অথচ খুব অল্প সময়ে আমরা ৩৪ হাজারেরও বেশি নিবন্ধ তৈরি করেছি।

তিনি বলেন, উইকিমিডিয়া ফাউন্ডেশন থেকে ঊর্ধ্বতনরা আসলে আমাদের স্থানীয় উইকিপিডিয়ানরা উৎসাহিত হবে। বর্তমানে আমাদের ৭৭ হাজার উইকিপিডিয়ান রয়েছেন।

অনুষ্ঠানে গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বঙ্কে বলেন, ‘ইন্টারনেট ফর অল’ নিয়ে আমরাও কাজ করে যাচ্ছি। একই লক্ষ্যে উইকিপিডিয়াও কাজ করছে।

আমরা পরস্পরের সহযোগিতা নিয়ে এ লক্ষ্যে এগিয়ে যেতে চাই। এ সময় আরও উপস্থিত ছিলেন উইকিপিডিয়া বাংলাদেশগ্রামীণফোনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

***ভাল লাগলে নির্বাচিত টিউনে মনোনীত করবেন প্লীজ......।

ফেসবুক এ আমি আছি এখানে......

Level 0

আমি arjuahammed। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটাকে মেগা টিউন কিভাবে বলেন? মেগা টিউনের সংগা কি?

Keno 0 na kore orginal korle ki ba khoti hoi !

    @দ্বীপ সরকার: @দ্বীপ সরকার: 0 korle to kisu ekta passi but na korle to kisui passi na. ar 0 korle amra 0 diye je kono website a dhukte parbo tate amader lav kono khoto nai………? r 0 na korle to onno operator ra bose thakbe na. tara business korbe ki kore bolen tai . amader jonno 0 e best . kno na nai mamar caite kana mama valo

ভালো খবর…