রবি এ কি করল ? যারা রবি সিমে ফ্রিতে অনেক জিবি ডাটা নিছেন তাদের সবার কি আমার মতো অবস্তা।

আসাকরি সবাই ভাল আছেন, তবে পুরোপুরি ভাল থাকার কথা না কারন রবি যে অবস্তা শুরু করছে। কালকে দেখি হটাৎ মেসেজ আসছে যে আমরা যে ফ্রি ডাটা নিছি এটা বুঝি কি সমস্যা ছিল। তাই তারা তাদের ডাটা ফিরিয়ে নিতে চায়। আবার আজকে ডাটা চেক করে দেখি 1028 MB 1.0GB remaining। কি বুঝে পুরোপুরি ডাটা নে নাই। এখন আপনারাই বলেন তাদের সমস্যার জন্য আমরা তো দায়ী না। আমরা ডাটা পেক পাইছি তাই কিনছি, তাও আবার সঠিক পন্তায় তাদের ডাটা কিনার জায়গা থেকে। তাদের ভুলে আমরা কেন নিরাশ হব। তারা ডাটা বিক্রি করছে আমরা কিনছি।

আপনাদের সবার কি আমার মতো অবস্তা ? আমার মতো হলে জানান।

If you need computer, technology, adsense, seo, wordpress those type informations, then visit Technic Desk , and also read best electric razor for men.

Thanks for all tech lovers.

আসাকরি সবাই ভাল আছেন, তবে পুরোপুরি ভাল থাকার কথা না কারন রবি যে অবস্তা শুরু করছে। কালকে দেখি হটাৎ মেসেজ আসছে যে আমরা যে ফ্রি ডাটা নিছি এটা বুঝি কি সমস্যা ছিল। তাই তারা তাদের ডাটা ফিরিয়ে নিতে চায়। আবার আজকে ডাটা চেক করে দেখি 1028 MB 1.0GB remaining। কি বুঝে পুরোপুরি ডাটা নে নাই। এখন আপনারাই বলেন তাদের সমস্যার জন্য আমরা তো দায়ী না। আমরা ডাটা পেক পাইছি তাই কিনছি, তাও আবার সঠিক পন্তায় তাদের ডাটা কিনার জায়গা থেকে। তাদের ভুলে আমরা কেন নিরাশ হব। তারা ডাটা বিক্রি করছে আমরা কিনছি।

Level 2

আমি ওমর ফারুক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 98 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার এই পোষ্ট টি দেখুন,কাজে লাগবে। https://www.techtunes.io/tutorial/tune-id/332044


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমারও ৩৯ জিবি ছিল ৷ আজকে দেখি মাত্র ১জিবি ৷৷৷

taw 1gb free eta niye sntusto thkte hbe,

hmm @লিমন

ki ar korben….sab operator ra i ak….?????

কি আর করব। আমার ও এক অবস্তুতা

কিছু করার নাই। আমরা আমাদের কাজ করছি, ওরা ওদের কাজ করেছে।

Level 0

আমারো একই অবস্তা হয়েছে!!!

রবি সার্কেল এ নাকি নতুন উপায়ে এম বি নেয়া যাইতেছে

রাতে রাখছিলাম ১০ জিবি এখন দেখি ১ জিবি। আমি পাগল না কোম্পনী পাগল?

Level 0

মাগনা পাইছেন এটাইতো বেশি

AMITO PAINAI,APNARA PAISEN ETAI TO ONK BORO

একমত #সাদমান সাকিব

”রবি এ কি করল” খুব খারাপ////////////

আমারো একই অবস্থা

magna paichen ja use korchen ta korchen e ??1GB dilo tate khusi na?? jara pai nai tara ki koibe??Aita nia tune korar ki hoilo???

কেন কোনো সমস্যা ? অফার দিয়ে টিউন করলে সমস্যা হয় না আর অফার নিয়ে গেছে তাই নিয়ে টিউন করলে সমস্যা। অনেকে অনেক দরকারি টিউন করে সেগুলুতে ভিউ ২০০ থেকে ২৫০ হয়, আর অফার নিয়ে টিউন করলে ভিউ কয়েক হাজার হয়। তাহলে আপনি বলেন আমরা দরকারি টিউন লিখতে বসতে কি ভাল লাগবে।

আমি ২৬ গিগা পাইছিলাম, ৩দিনেই খাইয়া দিছি 😀

টিউন করা শুধুমাত্র ভিউ এর জন্য না।
১০০ জন ক্লাস ৫ পড়ুয়া ছাত্র আপনার ৪০ জিবি পাওয়ার টিউন দেখার চেয়ে কেউ না দেখাই ভালো।

আর রবি আপনাকে কোথাও কোন নোটিশ দেয় নাই, তাহলে এটাকে অফার বলছেন কিভাবে?
সিস্টেম বাগ হইছিলো, সিস্টেম বাগ দুর করে ফেলছে। দয়াবশত আরো ১ জিবি ফ্রি দিছে।
তবুও কান্নাকাটি করলে কিছুই বলার নাই।

আপনি পোষ্টটি মনেহয় ঠিকমতো পড়েননি, ওদের সমস্যার ভার আমরা কেন নিব। ওরা তো আমাদের সাথে সবকিছুতে আন্তরিকতা করে না। শুধু বাঁশ আর বাঁশ দে। @Bootable Ishraque

Level 2

ami r ki bolibo ?

Level 0

ভাই, এইবার থামেন আপনারা।