চলুন, এবার অনলাইনে বিশুদ্ধ বাংলা কন্টেন্ট বৃদ্ধি করার জন্য কাজে নেমে পড়ি। সেই সাথে অনলাইনে সকল প্ল্যাটফর্ম এ বাংলা লেখার নিয়ম এবং ক্ষুদি ক্ষুদি বাংলা বর্ণ বাদ দিয়ে অনলাইনে ঝকঝকে তকতকে স্পষ্ট বাংলা দেখার টিপস দেখে নিই ! আর নয় ইংরেজি বর্ণ দিয়ে বাংলা(বাংলিশ) লেখা!

আজ শহিদ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ,

শুরুতেই শ্রদ্ধা নিবেদন করছি, সে সকল ভাষা শহিদদের, যাঁরা বাংলা ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন,যাঁদের ত্যাগের বিনিময়ে আমরা আজ বাংলায় কথা বলছি, লিখছি।

যাই হোক,

অনলাইনে আমাদের প্রাণ প্রিয় এই বাংলা ভাষার ব্যবহার খুব একটা পুরনো নয়। বাংলা ব্লগিং জনপ্রিয় হয়ে ওঠে এই তো ২০০৫ সালের দিকে। আর অনলাইনে বাংলা সহজে লেখার জন্য তরুণ ভাষা সৈনিক মেহদি হাসান খান প্রতিষ্ঠা করেন OmicronLab। এই ওমিক্রনল্যাব এর তৈরি অভ্র সফটওয়্যার(২০০৩) এখন সর্বাধিক জনপ্রিয় বাংলা টাইপিং সফটওয়্যার। সফটওয়্যার টিতে ফোনেটিক ব্যবহার করে বাংলা লেখার সুবিধা থাকায় এটি  তরুণ সমাজে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। নিঃসন্দেহে এই পদ্ধতি সহজ এবং সুবিধাজনক। ইতপূর্বে বিজয় এবং অন্যান্য বাংলা লেখার সফটওয়্যার তৈরি হলেও এগুলোর কীবোর্ড লে আউট আয়ত্ত করা অনেকের কাছে কঠিন হয়ে পড়ে। কেননা প্রফেশনালি এগুলোর ব্যবহার ব্যবহারকারিকে সহজেই কীবোর্ড লে আউট আয়ত্ত করতে সাহায্য করে, কিন্তু সাধারণ ব্যবহারকারী যাদের খুব একটা প্রয়োজন না হলে বাংলা লিখতে হয় না, তাদের ক্ষেত্রে বাংলা লেখা একটা ব্যাপক ঝামেলার ব্যাপার হয়ে দাড়ায়। এই সমস্যার স্থায়ী সমাধান হিসেবে আবির্ভূত হয় অভ্র কীবোর্ড। ফোনেটিক ব্যবহার করে একজন খুব সাধারণ ব্যবহারকারীও সহজে স্বতঃস্ফূর্ততার সাথে বাংলা লিখতে পারে।

কিন্তু তারপরো দুঃখের বিষয় হচ্ছে, এখনও অনলাইনে দেখা যায়, অনেকে বাংলা লিখতে পারে না, ইংরেজি বর্ণ ব্যবহার করে খুব খারাপভাবে বাংলা লেখে। কোথাও দেখা যায় ব্রাউযারে বাংলা ঠিকমত দেখাচ্ছে না, ক্ষুদ্র ক্ষুদ্র বর্ণ দেখাচ্ছে,ব্যবহারকারি তাও কষ্ট করে বাংলা পড়ে চোখের বারটা বাজাচ্ছে। অথচ এই সমস্যার সমাধান নিয়ে তাদের বিন্দুমাত্র মাথা ব্যাথা নেই। হয়ত বা ধরেই নিয়েছে বাংলা পড়তে হলে এভাবে কষ্ট করেই পড়তে হয়।

মোবাইল, পিসি, ট্যাব, উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, আইওএস , লিনাক্স সব প্ল্যাটফর্মেই বাংলা লিখা যায় এই ফোনেটিক ব্যবহার করে দ্রুত এবং সহজভাবে।Advanced ব্যবহারকারিগণ এটি জানলেও অনেকে ব্যাপারটি জানেন না। অনলাইনে এই বাংলা নিয়ে অনেক সমস্যা রয়েছে, তাদের এই সমস্যা গুলোর সমাধান দিতে আজকে আমার এই টিউন।

[পিসি]

১। বাংলা বর্ণ খুব ছোট দেখায়, কষ্ট করে পড়তে হয়।কি করব? 

==> সমস্যাটি সাধারণত ব্রাউজারে সঠিক বাংলা ফন্ট নির্বাচন না করা হলে দেখা দেয়। ব্রাউযারের ক্ষেত্রে সাধারণত মজিলা ফায়ারফক্স এবং গুগল ক্রোম আমরা ব্যবহার করি। এই ক্ষেত্রে আমার পরামর্শ আপনি গুগল ক্রোম ব্যবহার করুন। এটিতে অনেক এক্সট্রা সুবিধা পাবেন, যা ফায়ফক্সে পাবেন না। এটিতে ফ্ল্যাশ প্লেয়ার সহ অনেক প্রয়োজনীয় প্লাগিন্স বিল্ট ইন থাকে। ফলে আপনাকে আলাদা করে ইন্সটল করতে হয় না। এবং সেগুলো অটোম্যাটিক আপডেট হয় এবং আপনাকে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে না। তবে ফায়ারফক্স এর রিসেন্ট ভার্সনগুলো-ও ব্যাপক উন্নতি লাভ করেছে। যাই হোক ক্রোম/মজিলা বিতর্কে না গিয়ে আমি শুধু আমার পরামর্শ দিলাম, কোনটা ব্যবহার করবেন আপনাদের ব্যাপার।

গুগল ক্রমে এই সমস্যা সমাধান করতেঃ 

  • প্রথমে নিচের ডাউনলোড বাটন হতে Siyam Rupali ফন্ট টি ডাউনলোড করুন।

  • এবার .ttf extention এর যে ফন্টটি আপনি নামালেন তাতে: right click-->Install এ ক্লিক করুন।
  • এবার গুগল ক্রোম ওপেন করুন।
  • দেখুন ক্রোম এর উপরে ডান দিকে এই   বাটনটি রয়েছে তাতে ক্লিক করুন অথবা কীবোর্ড এর Alt+E চাপুন। নিচের ছবির মত মেনু ওপেন হলে Settings এ ক্লিক করুন।

  • এবার নতুন পেজ আসবে। দেখুন ডান দিকে একটি সার্চ বক্স আছে। সেখানে লিখুন "font"[উদ্ধৃতি ছাড়া] । নিচের মত অপশন আসলে "Customize fonts..." এ ক্লিক করুন।

  • এবার সবগুলো "Siyam Rupali" করে দিন ।এইভাবেঃ

  • তারপর নিচের দিকে আসুন সেখানে "Encoding" লেখার নিচে একটা ড্রপ ডাউন মেনু পাবেন। সেখান থেকে "Unicode (UTF-8)" নির্বাচন করুন।এভাবেঃ

  • এবার ক্রোম বন্ধ করে চালু করুন। অথবা Address bar এ লিখুন "chrome://restart" [উদ্ধৃতি ছাড়া]।

এবার যেকোনো বাংলা সাইট ভিজিট করে দেখুন। ঝকঝকে বাংলা লেখা।

আমাদের টেকটিউনস

[বি.দ্র. অন্যান্য ব্রাউযারেও একই ভাবে ফন্ট ডাউনলোড করে ইন্সটল করে ডিফল্ট হিসেবে সিলেক্ট করে ঝকঝকে বাংলা দেখা যাবে]

২। অনলাইনে পিসি তে বাংলা লিখব কিভাবে? 

==> এটা তো আমরা সবাই জানি, অভ্র কীবোর্ড ব্যবহার করে খুব সহজেই আমরা বাংলা লিখতে পারি। অভ্র কীবোর্ড ডাউনলোড করতে নিচের লিঙ্কে ক্লিক করুন। এটি উইন্ডোজ এক্সপি/ভিস্তা/ ৭/৮/৮.১ সাপোর্টেড।

২। অভ্র ডাউনলোড-- ইন্সটল কত্ত ঝামেলা, এর চেয়ে সহজ হয় না? 

==> গুগল ক্রমে 86.85KB এর অভ্র ফোনেটিক এক্সটেন্সান ইন্সটল করে আপনি বাংলা লিখতে পারবেন।

[ওয়েব স্টোর লিঙ্ক ]

                                             <---*-->

[স্মার্টফোন] 

১। অ্যান্ড্রয়েড এ বাংলা লিখব কিভাবে?  

==>

  • প্রথমে নিচের ডাউনলোড বাটন হতে Mayabi Keyboard lite অ্যাপটি ডাউনলোড করে নিন।

  • তারপর স্বাভাবিকভাবে ইন্সটল করে নিন।
  • এবার Setting-->Language and Input-->Mayabi Keyboard lite এ টিক দিন, এভাবে।

  • এবার যে কোন টেক্সট ফিল্ড এ লং প্রেস করুন অথবা অপশন বাটন এ ট্যাপ করুন।

  • এবার "Choose Input Method" থেকে "Mayabi Keyboard Lite" নির্বাচন করুন। সেটি ডিফল্ট হয়ে যাবে ।

  • ব্যস! এবার যেকোনো টেক্সট ফিল্ডে এই কীবোর্ড দেখাবে এবং "মায়াবি" তে ক্লিক করলেই আপনি ঠিক অভ্র কীবোর্ড এর মত ফোনেটিক ব্যবহার করেই সহজে বাংলা লিখতে পারবেন।

অভ্র কীবোর্ড এবং মায়াবি কীবোর্ড এর ফোনেটিক লে আউট একইঃ

<---*-->

২।সব-ই বুঝলাম... কিন্তু উইন্ডোজ ফোনে বাংলা লিখব কিভাবে? 

==>

  • প্রথেম নিচের লিঙ্ক থেকে অ্যাপ টি ডাউনলোড করে নিন। [লিঙ্ক ছবিতে]

  • অ্যাপ টি ইন্সটল করে ফেলুন। চন্দ্র বিন্দু বাংলা লেখার চমৎকার অ্যাপ। বাংলা টেক্সট, বাংলা মেইল, ফেসবুক স্ট্যাটাস সব-ই বাংলা করতে পারবেন এর সাহায্যে।

স্ক্রিন শটঃ

iphone/ipad/ipod এ বাংলা লেখা সম্ভব??  

==> এর জন্য রয়েছে iAvroPad। বিস্তারিত এখানেঃ  ।

[ম্যাক]

১। ম্যাকেও বাংলা লেখা যায়? 

==> এর জন্য রয়েছে iavro । ডাউনলোড করুন এখান থেকে

[লিনাক্স] 

১।লিনাক্সে বাংলা লিখতে চাই,কিন্তু কিভাবে?  

==> লিনাক্সপ্রেমিদের বাংলা লেখার চাহিদা পুরণ করতে ওমিক্রনল্যাব নিয়ে এল ibus-avro। বিস্তারিত এখানে

এখন প্রায় সকল ডিভাইসে সকল প্ল্যাটফর্মে আমরা খুব সহজেই বাংলা লিখতে পারি। তো কেন এখনও ইংরেজি বর্ণ ব্যবহার করে বাংলা লিখবেন? যখন তার চেয়ে সহজেই আপনি সুন্দরভাবে আমাদের মাতৃভাষা বাংলা লিখতে পারছেন! আমরা অনলাইনে যত বেশী বাংলা ব্যবহার করব, আমাদের ততই লাভ। কেননা আমরা খুব সহজেই বাংলা তথ্য পাব, বাংলা কন্টেন্ট সমৃদ্ধ হবে । '৫২ তে সালাম, রফিক, শফিক রা রক্ত দিল ভাষার জন্য, আমাদের তো রক্ত দিতে হচ্ছে না, শুধু বাংলা লিখলেই হবে।  এইটুকু কাজ করতে যদি আমরা অলসতা করি তাহলে আমরা কিসের বাঙালি??

আসুন, শুদ্ধ ভাবে বাংলা লিখি। বাংলা কন্টেন্ট সমৃদ্ধ করি।আর ইংরেজি বর্ণ ব্যবহার করে বাংলা লেখা বর্জন করি।

টিউনটিতে  শুদ্ধভাবে বাংলা টিউমেন্ট করে দেখিয়ে দিন ভাষার প্রতি আপনার ভালবাসা। সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন, টেকটিউনস এর সাথে থাকবেন।

 

Level 2

আমি Unkn0wn। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 79 টি টিউন ও 511 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

তথ্য প্রযুক্তি পছন্দ করি। আইসিটি ডিভাইস এর সাথে সর্বক্ষণ থাকতে চেষ্টা করি। এইতো আর কি!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর টিউন। বাংলা ভাষায় আরও অনেক অনেক কন্টেন্ট লেখা দরকার। ধন্যবাদ।

    @Komol121: জি ভাই, আসলেই বাংলা কনটেন্ট সমৃদ্ধ করা অনেক জরুরী হয়ে পড়েছে। টিউমেন্টের জন্য ধন্যবাদ।

খুব সুন্দর লিখেছেন। প্রত্যেকটা লাইন খুব গুরুত্বপূর্ন।
যারা নতুন আছে তাদের খুব উপকারে আসবে আপনার টিউন।
আমি ব্যক্তিগত ভাবে বিজয় ব্যবহার করলেও অভ্র আমার খারাপ লাগেনা।
ধন্যবাদ আপনার সুন্দর টিউনের জন্য, ভালো থাকবেন 🙂

ভাই একেবারে খাটি কথা বলেছেন ।

আমি খুব কম টিউমেন্ট করি, এই দিনে এই টিউন পরে ‘আসাধারন’ না বলে পারলাম না।

ধন্যবাদ। অনেকের উপকারে আসবে টিউনটি

বাংলা লিখতে এন্ড্রয়েডে রিদ্মিক বেস্ট।