Fiverr-এ ভাল Review এবং কাজ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি

আমরা অনেকেই Fiverr এ কাজ করি। কিন্তু Fiverr এর একটা বড় সমস্যা হলো এরা একাউন্ট Disable করে দেয় এবং Gig ডিলিট করে দেয়। আর নতুনদের জন্য কাজ পাওয়া তো সব জায়গাতেই কঠিন। তাই আমার এই ছোট্ট ব্যবস্তা। আপনারা যারা নতুন Gig তৈরি করেছেন তাদের জন্য। আমি আপনার একটা Gig কিনবো Fiverr এ এবং আপনার পছন্দ মত খুব ভালো একটা Review ও দিয়ে দিবো। ফলে আপনার জন্য কাজ পাওয়া অনেক সুবিধাজনক হয়ে যাবে। আমি একটা Gig এর জন্য ৩৮০ টাকা করে নিবো। আপনি চাইলে যোগাযোগ করতে পারেন।

মোবাইলঃ ০১৯১৯৪৩৭৬৪১।

Level 0

আমি ফরিদ আহাম্মেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই এটা বিক্রয় ডট কম না………।

Level 3

বেচা, কেনা, আজাইড়া প্যাচাল টেকটিউনস ডট কম….. টু টু টু টুট টুট। এখাইনে ডট কমের গানটা দিয়ে দিলাম।

ফাউল লোক। জিগও কিনবেন আবার টাকাও নিবেন। ভালোতো ভালোনা

    তাই না ভাই। গিগ কিনতে কি টাকা লাগে না? আপনাকে কি কেউ ফ্রি দেয় নাকি? আমি গিগ কিনলে আমার টাকা তাকে দিবো তাহলে তার কাস থেকে টাকা নিবো না কেনো?

“অন্ধকার জীবণ” নিজের আইডির নামের বানান টাও তো ঠিকমতো লিখতে পারেন নাই আর আইছেন জ্ঞান দিতে। মনে তো হয় না Fiverr সম্পর্কে বিন্দু মাত্র ধারণা আছে। কাজ কাম না থাকলে যা হয় আর কি। ফালতু কমেন্ট না করে কাজের কাজ থাকলে করেন না হলে চুপ চাপ টিউন পড়েন এবং কিছু শেখার চেষ্টা করেন।

“HosT HuB” ভাই আমি এইখানে বিক্রয় ডট কমের এড দেই নাই। Fiverr এ দু-একটা Review থাকলে কাজ পাওয়া অনেক সহজ হয়ে যায়। সেই জন্যই এই পোস্ট। এর বেশি কিছু না। যদি কখনো Fiverr এ কাজ করে থাকেন তবে এইটার ধারণা হয়তো আছে। আর না করলে একটু ধারণা নিয়ে দেখেন।

    Level 0

    @ফরিদ আহাম্মেদ: আপনি কি টেকটিউন্সের শর্তাবলী পড়েছেন? আপনার টিউন যতই উপকারী হোক না কেন এই ধরনের টিউন গ্রহনযোগ্য নয় । এইখানে সবাই একটু এডভান্স টিউন আশা করে। আপনি যদি ফাইভারে এতই অভিজ্ঞ হন তাহলে নতুনদের জন্য টিউটোরিয়াল তৈরি করে পোস্ট করতে পারেন। আপনি বললেন যে “>>>>>ফালতু কমেন্ট না করে কাজের কাজ থাকলে করেন না হলে চুপ চাপ টিউন পড়েন এবং কিছু শেখার চেষ্টা করেন<<<<<" আপনার এই টিউনে শেখার কি আছে আমি বুঝতে পারছি না। আপনি যদি সত্যিই চান যে নতুনরা যেন কজ পায়, তাহলে কিভাবে একটা সুন্দর গিগ তৈরি করা যায় সেই বিষয়ে টিউন করুন । এইভাবে ফালতু টিউন করে অন্যদের বিভ্রান্ত করবেন না। আপনাদের মত কিছু লোকের, অমানসম্মত টিউনের জন্য টেকটিউন্সের আজ এই অবস্থা।
    আমার কথায় আঘাত পেলে ক্ষমা চেয়ে নিচ্ছি।