আজকে আমি বাংলাদেশের ৫ টি অপারেটরের (গ্রামীনফোন, বাংলালিঙ্ক, এয়ারটেল, টেলিটক ও রবি) নেটের খরচ নিয়ে সামান্য আলোচনা করবো। প্রথমেই বিভিন্য প্যকেজের দাম জেনে নেওয়া যাক।
৩০ MB বা তার নিচে
গ্রামীণফোনঃ অফিসিয়াল ওয়েবে নাই
বাংলালিঙ্কঃ ২.৫ টাকা (৫ MB)
এয়ারটেলঃ ১০ টাকা (৩০ MB)
টেলিটকঃ ৮ টাকা (২০ MB)
রবিঃ ২ টাকা (৪ MB) ও ১০ টাকা (২৫ MB)
৭৫ MB বা তার নিচে
গ্রামীণফোনঃ ২৫ টাকা (telekothon.com এ লেখা ৫০ টাকা)
বাংলালিঙ্কঃ ৩০ টাকা (৭৫ MB)
এয়ারটেলঃ ২০ টাকা (৫০ MB)
টেলিটকঃ ১৫ টাকা (৪০ MB)
রবিঃ ৩০ টাকা (৭৫ MB)
৩০০ MB-র নিচে
গ্রামীণফোনঃ ৯৯ টাকা (২৫০ MB)
বাংলালিঙ্কঃ ৭৫ টাকা (১৭৫ MB) ও ৯৯ টাকা (২৫০ MB)
এয়ারটেলঃ ৫০ টাকা (১৫০ MB) ও ১০০ টাকা (৩০০ MB)
টেলিটকঃ ৫০ টাকা (১০০ MB)
রবিঃ ১০০ টাকা (১০০ MB) ও ১৫০ টাকা (৩০০ MB)
১ GB
গ্রামীণফোনঃ ৩০০ টাকা (২৮ দিন)
বাংলালিঙ্কঃ ২৭৫ টাকা (১মাস)
এয়ারটেলঃ ১৯৯ টাকা (১মাস)
টেলিটকঃ ৮০ টাকা (৩দিন) ও ৯৯ টাকা (১মাস)
রবিঃ ২৭৫ টাকা (১মাস)
২ GB
গ্রামীণফোনঃ ৪০০ টাকা (২৮ দিন)
বাংলালিঙ্কঃ ৩৫০ টাকা (১মাস)
এয়ারটেলঃ ৩৫০ টাকা (১মাস)
টেলিটকঃ ৩৫০ টাকা (১মাস)
রবিঃ ৩৯৯ টাকা (১মাস)
৩ GB
গ্রামীণফোনঃ ৭০০ টাকা 1mbps (২৮ দিন)
বাংলালিঙ্কঃ ৭৫০ টাকা (১মাস)
এয়ারটেলঃ ৪৫০ টাকা (১মাস)
টেলিটকঃ ৪২০ টাকা (১মাস)
রবিঃ ৪৫০ টাকা (১মাস)
৫ GB
গ্রামীণফোনঃ নাই
বাংলালিঙ্কঃ ৯৫০ টাকা (১মাস)
এয়ারটেলঃ ৬৫০ টাকা (১মাস)
টেলিটকঃ ৩০০ টাকা (১মাস)
রবিঃ ৬৫০ টাকা (১মাস)
৬ GB বা তার উপরে
গ্রামীণফোনঃ নাই
বাংলালিঙ্কঃ ১৬০০ টাকায় ১০ GB (১মাস)
এয়ারটেলঃ ৯৫০ টাকায় ৮ GB (১মাস)
টেলিটকঃ ৫০০ টাকায় ১০ GB (১মাস)
রবিঃ ৯৯৫ টাকায় ৬ GB (১মাস)
সবগুলোতে ১৫% ভ্যাট প্রযোজ্য।
এছাড়া গ্রামীনফোনে Smart(৬৯৯ টাকা), Heavy(১২৫০ টাকা) বলে কিছু আনলিমিটেড প্যাকেজ আছে যেগুলোর Smart-এ ১.৫ থেকে এবং Heavy-তে ৮ GB-র পর থেকে Fair Usage Policy (FUP) চালু হবে, যখন স্পীড কমে হয়েযাবে 10kbps. কিন্তু অফিসিয়ালি ভাবে বলা আছে স্পীড 180kbps হবে।
আর সবচে মজার ব্যাপার হলো টেলিটকে 512kbps স্পীডের ৫ GB-র ২টা প্যকেজ আছে, ১টার দাম ৬০০ অপরটার দাম ৩০০। আবার ১০GB-র ও ২টা প্যাকেজ, যার একটা ৮২৫ টাকা এবং অপর টা ৫০০ টাকা।
শেষ কথাঃ দাম গুলো দেখে আপনারাই ডিসিশন নিন, কোন অপারেটর সবচে ভালো সেবা দিচ্ছে। তবে আমার মতে, যেহেতু টেলিটক দেশীও সীম তাই যাদের এলাকায় টেলিটক 3g আছে তারা টেলিটক ইউস করুন। কারন দিনদিন টেলিটকের ইউজার যত বাড়বে তারা কলরেট ও নেটের দাম ততো কমাবে।
বিঃদ্রঃ এটা আমার ২য় টিউন। তাই ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এপর্যন্তই। শুভ রাত্রি।
আমি Hasan Toufiq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
grameenphone er net pckg er meyad 28 din ….. 2 din niye o dakat giri, eybr ekdin call chrg nye likhn