এবার অনলাইনে আয় করুন কোন বাড়তি ঝামেলা ছাড়াই! {ইন-টেক্সট অ্যাডভারটাইসিং}

সসালামুয়ালাইকুম!

আশা করি সকলে ভালই আছেন!

আমি এ পর্যন্ত অনলাইনে আয় বিষয়ক একটি টিউনও করিনি। সুতরাং এটি হতে যাচ্ছে এই সাইটের জন্য আমার প্রথম অনলাইনে আয় বিষয়ক টিউন!

আপনি যদি একটি ওয়েবসাইটের মালিক হন যেখানে আপনি ইংরেজী আরটিকেল বা লেখা দেন তাহলে আপনি ইনফুলিঙ্কস এ আপনার ওয়েবসাইটের জন্য সাইন আপ করে অ্যাদ প্রদরশনের মাধ্যমে আয় করতে পারবেন।

নিচে ধাপে ধাপে দেখানো হল কিভাবে আপনি ইনফুলিঙ্কস {www.infolinks.com} আয় করার জন্য সাইন আপ সহ অন্যান্য প্রক্রিয়া করবেনঃ

১.আপনার ব্রাউসারের এড্রেস বারে লিখুন http://www.infolinks.com এবং ইন্টার প্রেস করুন।এতে নিচের মত ওয়েবপেজ ওপেন হবে-

ইমেজটি দেখতে ঘোলা লাগলে ক্লিক করে বড় করে নিন

২.এরপর সাইটের ঊপরে ডানদিকে Join বাটনে ক্লিক করুন নিচের মত করে-

৩.উপরের কাজটি সমাধান করলে নিচের মত করে একটি ফর্ম আসবে-

৪.যথাযথ তথ্য দিয়ে ফর্মটি পূরণ করুন।

৫.বাকিটুকু খুবই সোজা! তারপরও কারো যদি সমস্যা হয় তাহলে নিচের ভিডিওটি দেখে নেয়ার অনুরোধ রইল।

**ভিডিওটি দেখতে সমস্যা হলে বা দেখা না গেলে এখানে ক্লিক করুন - http://www.youtube.com/watch?v=va3J2ZCD4mw&

৬.সাইন আপ শেষ হলে আপনাকে একটি কোড দিবে যা আপনার সাইটের এইচটিএমেল এ যোগ করতে হবে। আর যারা ব্লগস্পটে করতে চান তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে।

৭.ইনফুলিঙ্কস কে বাড়তি ঝামেলা ছাড়াই আয় করার মাধ্যম বলার কারণ হল- আপনি যখনি এদের কোডটি আপনার সাইটে এড করবেন তারপরথেকেই আপনার সাইটে থাকা সব পোস্টের সাথে তাদের যে সকল কি-ওয়ার্ডের মিল রয়েছে তাতে গাড় কোন কালার থাকবে এবং তাতে মাউস পয়েন্টার নিয়ে গেলে বাবল এড প্রদরশন করবে। তাতে ক্লিক করলেই আপনার আয় হবে। তারা ভালো কি-ওয়ার্ডের জন্য সর্বোচ্চ টাকা দিয়ে থাকে। আপনার সাইটে ইনফুলিঙ্কস এর এড নিম্নলিখিতভাবে প্রদর্শিত হবে-

ডেমো দেখতে এখানে ক্লিক করুন

আজ এখানেই শেষ করছি!

আমার সাইটগুলোঃ

লিঙ্কঃ  http://djarifonnet.blogspot.com/

লিঙ্ক: http://ebooksdownloadzone.blogspot.com/

আশা করি সকলের কাজে আসবে। আর ভালো কমেন্ট আশা করছি।

কারো কোন প্রশ্ন থাকলে করতে পারেন।

Level 0

আমি ডিজে আরিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 60 টি টিউন ও 1478 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি আরিফ, সাধারণ একজন আরিফ! চাই অসাধারণ কিছু করতে, সম্ভব কিনা জানিনা কিন্তু ইচ্ছাশক্তির বলে অনেক কিছুই করতে চাই। ব্লগিং - এর সাথে পরিচয় খুব বেশি দিনের না, তবুও বিষয়টাকে ব্যাপকভাবে উপভোগ করছি। ভালো মানের ব্লগার হওয়ার ইচ্ছা আছে। বর্তমানে আমি দশম শ্রেণীতে ঢাকার স্বনামধন্য বিদ্যালয়ে পড়ালেখা করছি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রতি ক্লিকে কত করে দেয়? আর পে আউট কত তে? এরা পে করার জন্য কি মাধ্যম ব্যবহার করে?

    ক্লিক প্রতি টাকার পরিমাণ নির্দিস্ট না।
    মিনিমাম $৫০।
    পেপাল, মাস্টারকারড, ব্যাঙ্ক-ওয়্যার ট্রান্সফার। তবে চেক দেয়ার জন্য অনেকে তাদের পারসনাল ব্লগে রিকোয়েস্ট করেছে তাই তারা এ নিয়ে ভাবছে, আশা করি কিছুদিনের মধ্যে চেকও পাওয়া যাবে।

ভাইরে লাগালাম।কিন্তু ক্লিক পাবো অনেক কম।

    আপনার সাইটে যদি ভিসিটর থাকে তাহলে ক্লিক কম পাবেন কেন? আমি যা দেখলাম তাহল আপনার সাইটে ভিজিটর প্রায় নেই বললেই চলে । সেক্ষেত্রে ক্লিক কমই পাবেন।

    ভাই যেটা দিয়েছি ওটা আমার সাইট না।আমার আসল যে দুটো সাইট সেটার একটার ভিজিটর প্রতিমাস ৫০০০ আরেকটা প্রতি মাসে ২০০০।

    দেন দেখি আপনার সাইট গুলোর নাম। দেখে নয়ন জুরাই।

    আপনারটা দেখে আমার নয়ন জুরেছে।অনেক সুন্দর করেছেন ভাইয়া

    সত্যি? ধন্যবাদ আপনাকে। কিন্তু আপনারগুলো? দেন দেখি আমিও আমার নয়ন জুরাই। {কোন স্কুলে পড়?}

দেখি ট্রাই করে।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

ইনকাম করতে পারলে চালাইয়া যান। ধন্যবাদ

clicksor,bidvartiser ও use করতে পারেন।আর এডসেন্স তো আছে ই।

Level 0

ডি জে আরিফ ভাই, দেখি চেস্ঠা করে ,ধন্যবাদ।

    আপনার চেস্টা সফল হোক!

খুব কম ভিজিটর InfoLink Add এ ক্লিক করে। Earning very low……..per click এ ১.৪০ টাকা থেকে ৭ টাকা……… আমি আজই আমার ব্লগ থেকে এড গুলো disable।।রে দেব। Just Adsense Ads রাখবো………

    আমি কিন্তু ইনফোলিঙ্কস কে আপনার মেইন আর্নিং সোর্স হিসেবে ইউস করতে বলিনি ব্রাদার। আপানার সাইটে আপনি কি করবেন সেটা আপনার উপর নির্ভর করে।

ইনফোলিঙ্ক সেকেন্ডারী আয় এর উৎস হতে পারে। আমি ইনফোলিঙ্ক ব্যবহার করি। এটা ভাল।
আরিফ ভাইকে ধন্যবাদ।

    ঠিক বলেছেন। আপনাকেও ধন্যবাদ!

অট:- আপনার কাছে পিসি ডিজে টাইপের কোনো সফটওয়ার আছে? থাকলে দিয়েন।

    আছে। ঠিক আছে পরে পোস্ট আকারে দিব!

Level 0

প্রিয়তে রাখলাম, যদি কখনো কাজে লাগে। ধন্যবাদ আপনাকে।

ওরা কি alertpay র মাধ্যমে টাকা পরিশোধ করে?

আমি ইনফলিঙ্কস ব্যাবহার করছি, খুবই কম ইনকাম। তবে আপনার সাইট এ বেশি visitor আসলে আর US/ UK থেকে বেসি visitor আসলে ভাল ইঞ্চমে অবশ্যই হবে

clicksor a 1st bar apply kore jodi na hoi kotodin pore apply korte hobe or another process ki? (site launch korar age apply kora hoicilo)

ama der ae akta somossa, kau bertho hole onner dos dae ,nejar dae na……….