কোন সিম ব্যবহার করবেন নেট এর জন্য? আমার তরফ থেকে সামান্য কিছু পরামর্শ!

আশা করি আপনারা সবাই ভালো আছেন।

আজ অনেকদিন পর টিউন লিখতে বসলাম!

আমরা মধ্যবিত্ত পরিবার এর ছেলেরা নেট ব্যবহার করার টাকা ঠিকভাবে জোগাড় করতে পারি না।

আবার না ব্যবহার করেও থাকতে পারি না যে।

কত কষ্টে নেট এর টাকা জোগাতে হয় আমাদের তা তো ওরা বুঝবে না।

এমন অনেকে আছে যারা প্রতিদিন ১০ থেকে ২০ এমবি ব্যবহার করে মাত্র।

আবার অনেকে প্রতিদিন ২ থেকে ৩ জিবি পর্যন্ত ব্যবহার করে থাকে।

কিন্তু বাংলাদেশের অপারেটর রা ডাকাত!

ইতোমধ্যে আপনারা জেনেছেন যে গ্রামীণফোন এ আগের মত এমবির মেয়াদ ১মাস করা যায় না।

ভবিষ্যৎএও করা যাবে কি না কেউ জানে না।

গ্রামীণফোন এর সিস্টেম এমন করেছে যে এই সিম দিয়ে টাকা খরচ করে নেট ব্যবহার করা চরম বোকামি।

ধরুন আপনি ১৮টাকা দিয়ে ৬০এমবি কিনলেন জার মেয়াদ ১০দিন।

এখন দেখছেন নেট একদম স্লো তাই ১টাকা দিয়ে 3G ক্লিক প্যাকেজ টি কিনলেন ভালো স্পিড পাওয়ার জন্য।

এবার এমবি চেক করে দেখেন ৮দিন কমে গিয়ে এমবির মেয়াদ ২দিন হয়ে গেছে।

তারপর ২০এমবি ব্যবহার করে দেখেন আর নেট চলবে না।

এখন আবার প্যাকেজ কিনতে হবে তারপর নেট চলবে।

ওরা যে আপনার থেকে বেশি চালাক।

তাই জিপি সিম গুরা গুরা কইরা পানি দিয়া গিল্লা খাইয়া ফালান।

এবার আসি বাংলালিঙ্ক এ।

বাংলালিঙ্ক সিম দিয়ে ২৩টাকায় সকাল আনলিমিটেড নেট ব্যবহার করা যায়।

আমি নিজেও ব্যবহার করতাম। প্রতিদিন ১জিবি ব্যবহার করতাম ২৩টাকায়।

কিন্তু এখন আর তা করা যায় না। এখন ১০০এমবি ব্যবহার করার পর ২ KBPS স্পিড হয়ে যায়। এটাও বাদ দিলাম।

রবি সিম এর কথা থাক।

আপনি টেলিটক সিম ব্যবহার করতে পারেন।

এই সিম এ খুব কম টাকায় এম্বি পাওয়া যায়।

তবে এই সিম এর সমস্যা হল সব জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না।

তাই আপনি ব্যবহার করতে পারেন এয়ারটেল।

এই সিম এ ১০ টাকা দিয়ে আপনি এমবির মেয়াদ ৩০দিন করতে পারবেন।

এর জন্য lu30 লিখে পাঠিয়ে দিন ৫০০০ এ।

এয়ারটেল সিম এ ১৯৯টাকা দিয়ে ১জিবি 3G প্যাক পাওয়া যায়।

মেয়াদ ৩০দিন।

সব সিম বাদ দিয়ে এয়ারটেল এ চলে আসলাম।

স্পিড সবসময় ৩০০/ ৪৩০ Kbps পাই।

আর হ্যাঁ আপনার জিপি সিম গুলো বন্ধ করে রাখবেন।

বন্ধ সিম এর অফার আসলেই সিম ওপেন করে যতটা পারেন বাঁশ দিন এই হারামিরফোন রে।

কোনো সমস্যা বা বা সাহায্যের দরকার হলে আমাকে ফেসবুক পাবেন।

আমার ফেসবুক আইডি

ভালো থাকবেন সবাই।

Level New

আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

airtel er 3g desh er 25 ta jela te o nei, amader elaka te o nei, tt er 1 gb 99 tk ar airtel er 199 tk, mot ktha airtel er 3g er dekha ki pabo…

Level New

apnar kotha thik! Tobe telitalk er theke airtel e valo speed pawa jay. Ar telitalk er kotha bad e dilam. Onno sim gulor theke airtel e 199takay 3g pawa jay. R bl e 2g 1gb 317 taka. R gp te 450tk. Ebr dekhen airtel ooder theke valo ki na.

রবি বাদ দিলেন কেনো
আমার এখানে এয়ারটেল এর নেটওয়ার্ক নেই 🙁

“এয়ারটেল সিম এ ১৯৯টাকা দিয়ে ১জিবি 3G প্যাক পাওয়া যায়।”
আর টেলিটকে ৩০০ টাকায় ৫ জিবি আর ৫০০ টাকায় ১০ জিবি পাওয়া যায় , যদিও রাত ১২ টা থেকে সন্ধ্যা ৬ টা (তবে বর্নমালা সিমে ২৪ ঘণ্টা ) , তথাপি টেলিটকের রেট ই সবচে কম , আপনি কোন হিসেবে এয়ারটেল নামক বিদেশী কোম্পানির গুণগান গাচ্ছেন ? আর নেটওয়ার্ক ……… আমার তো মনে হয় এয়ারটেলের চাইতে টেলিটকের নেটোওয়ার্কই বেশি হওয়ার কথা !

    @Ashikur Rahman Tomal: এয়ারটেল এ ৩জিবি ৫১৭টাকা, স্পিড অনেক বেশি আর টেলিটকে ৩ জিবি ৪৮৮টাক্‌ স্পিড ৫১২ – এয়ারটেলের মত স্পিড দিলে তো রেট আরো বেশি হতো, তো আমারা যারা নেট জব করি তাদের জন্য এখন এয়ারটেলের অফার টা কাজের – আবার যখন অন্য অপারেটর আরো ভালো সুবিধা দিবে তখন তা ইউজ করবো। কারো গুনগান না। সুবিধাবাদী, আর বন্ধ সিমের অফার এর প্রতিক্ষায়।

      @চেস্টায় সাইদ: //স্পিড অনেক বেশি// !! কত বেশি সেটা তো বললেন না । আর মাত্র ৩ জিবি ডেটাতে আপনি স্পিড কে প্রাধান্য দিচ্ছেন কেন ? ৫১২ কেবিপিএস এ ৩ জিবি কয়েক ঘন্টায় শেষ করে ফেলা যায় । আপনার এই স্পিডের দাবি আনলিমিটেড এর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারত ।

Level 0

@Ashikur Rahman Tomal: আমি আপনার কথায় একমত। আমার আগের বাসায় এয়ারটেলের নেটওয়ার্ক ছিল না আর নতুন বাসায় তো ঠিকমতো ভোয়েস কলে কথাই বলা যায় না। 3G নেটওয়ার্কের কথা তো বাদই দিলাম। আর অন্যদিকে টেলিটকের 3G নেটওয়ার্ক অনেক ভাল। আমি প্রায় সবসময় ৫ দাগ নেটওয়ার্ক পাই। টেলিটকে ইন্টারনেট প্যাকেজ অনেক সাশ্রয়ী। টেলিটকে আমি ৫১২ kbps স্পিডের ইন্টারনেটে average ৯০ kb/s স্পিড পাই। সুতরাং ইন্টারনেট ব্যবহারের জন্য টেলিটকই সেরা।

Level 0

Tomal vai 10 gb 500 takay oi pakage ta kivabe nibo.

Bondho sim use korun net use er jonno. Proyojon hole GP&BL er koekta sim kine off kore rakhun.

mote o mante parlam nah, service, quality sob dik diye airtel bohu pichiye,

Level 0

আমার বাসার এলাকায় না টেলিটক না এয়ারটেল কোনটার ই ভাল নেটওয়ার্ক নেই। বাধ্য হয়ে হারামির ফোন ব্যবহার করি। তবে টেলিটক বেস্ট অফ অল ।

যাদের এলাকায় টেলিটক 3g আছে, আমি বলবো তাদের জন্য অবস্যাই টেলিটক ব্যাবহার করা উচিত। আমি আগামি প্যাকেজ ইউস করি, ১০০ টাকায় ১gb. আবার সবার জন্যেই তো ৩০০ টাকায় ৫gb & ৫০০ টাকায় তো ১০gb আছেই।

আমাদের এখানে জিপি ও রবির ৩জি পাওয়া যায় কোন রকম, বাংলালিংকের ২জি, অন্যসব সিমের নেটওয়ার্ক সিগন্যাল ই পাওয়া যায় না। 🙁

আমিও তমার দলে ভাই airtel use kori

আমিও এয়ারটেল ইউজ করি। ৫১ টাকা রিচারজে ১জিবি ১৫ দিন মেয়াদ দেয়। চরম লাগে। আপনিও এই অফার পাবেন কিনা জানতে ডায়াল করুন *২২২*৫# 🙂

এয়ারটেল এর সার্ভিস পুরাই ফালতু। প্রায় ডাকাতের মত। নেটওয়ার্ক নেই, স্পীড নেই, প্যাকেজ এর দাম বেশি। আপনি কোন হিসেবে এয়ারটেল এর গুণগান গাচ্ছেন ? একবার মাত্র ৫ – ১০ সেকেন্ড এর জন্য আমার ফোনে ভুল করে ইন্টারনেট সার্ভিস অন করে ফেলেছিলাম (কোনো প্যাকেজ নেয়া ছিল না। ) । ৩ – ১০ কিলোবাইট Use হইছিল, তাতেই আমার Account Balance থেকে ২০ টাকা মত উধাও। বাংলাদেশে টেলিটকই একমাত্র কম খরচে ভাল মানের ইন্টারনেট সেবা দিচ্ছে। টেলিটকের ইন্টারনেট প্যাকেজ এর দামই সব থেকে কম। সার্ভিস গ্রামীন, বাংলালিঙ্ক, এয়ারটেল এবং রবির থেকে অনেক অনেক ভাল। টেলিটকে ৯৯ টাকায় ১ জিবি, ৩০০ টাকায় ৫ জিবি, ৫০০ টাকায় ১০ জিবি ১০৫০ টাকায় ২৫ জিবি কেনা যায়। যেখানে জিপি, বাংলালিঙ্ক, এয়ারটেল এবং রবির তে ১০৫০ টাকায় ২৫ জিবি দিবে না। এটা সত্য যে টেলিটক এর ২ জি ইন্টারনেট এর অবস্থা ভাল না। তবে জিপি, বাংলালিঙ্ক, এয়ারটেল এবং রবির এর নেটওয়ার্ক ও গ্রামে ঠিক মত পাওয়া যায় না। আমি নিজেই টেলিটক ব্যাবহার করি, ৫১২ Kbps এর প্যাকেজে ১ Mbps এর থেকেও বেশি স্পীড পায়।

Level 2

ধুর ভাই কি বলেন এ সব টেলিটক এর উপর কিছু আছে নাকি,,,,,সবচেয়ে সস্থা এবং মানান সই টেলিটক

Level 2

@Hasan Toufiq: @Hasan Toufiq: @Hasan Toufiq:
ভাই সত্য বলেছেন,

এইরকমই একটা টিউন খুজছিলাম….

গত ৬ মাস ধরে ৬০ টাকার নেট ও কিনিনাই কিন্তু প্রতিদিনি নেট ইউজ করি। ফ্রি পাই মেগা অনেক। জিপি তে

Level 2

ব্লাক হার্ট kibave free net passen GP te janaben ki?

আমি আপনার সাথে একমত!

টেলিটক আমাদের ফোন,আমাদের দেশের ফোন,টেলিটক ব্যাবহার করুন দেশের টাকা দেশেই রাখুন।

Level New

ভাই লিমন টেলিটক তো ভালো এ কথা আমি স্বীকার করি। যাদের এলাকায় টেলিটক এর Network নাই তাদের বলছি এয়ারটেল ব্যবহার করেন।

Level New

ভাই মামুন আপনি হারামির ফোন ব্যবহার না করে রবি ব্যবহার করতে পারেন।

Level New

ভাই হাসান আমি আপনার সাথে একমত।

Level New

ভাই রাকিব আপনাকে ধন্যবাদ আমার দলে থাকার জন্য

Level New

ভাই মহিদুল আমি জানি

Level New

ভাই বন্ধন আপনাকে ধনবাদ

Level 0

এয়ারটে ভালই। আমি সবসময় ৩০০ কেবির উপরে স্পীড পাই। রাতে এবং সকালে ৮০০ কেবির উপরে স্পীড পাই। এয়ারটেলের কল রেট অন্য সব অপারেটর থেকে সাশ্রয়ী। টেলিটকের ইন্টারনেট ও সাশ্রয়ী। টেলিটকে নাকি নতুন এমবির সাথে পুরানো এমবি যোগ হয়না, নতুন এমবি কিনলে আগের অবশিষ্ট থাকা এমবি নাকি বাতিল হয়ে যায়?

আগে এয়ারটেল বাজে ছিলো এখন এটাই বেষ্ট।।৯৯টাকায় ১জিবি।।আর স্পিড অন্ন অপারেটর এতো কম দামে এতো ভালো স্পিড মে বি দেয় না।।৩০০-৪০০KB/s আর রাত ১২টার পর থেকে সকাল ১২টা পর্যন্ত স্পিড ১MB/s।।আমদের এখানে টেলিটক এর নেটওয়ার্ক খুব বাজে।।তবে যতই হোক দেশি ফোন একটু কষ্ট করে হলেউ ব্যাবহার করা উচিত।।

টেলিটকের চেয়ে কোনটাই ভালো মনে হচ্ছে না……টেলিটক ইজ দ্যা বেষ্ট

আসলে ভাই কথাটা আপনি হাচাই কইছেন

vai airtel ar network to tale talk er thakau kom. amader grame taletalk chole eseche kintu airtel asenai.

amio gp te bodho sim use korsi

Level 3

ভালই লিখেছেন। আমি আপনার সাথে সহমত। তবে রবির ২ জি স্পিড টা ভাল যেটা এয়ারটেলে মোটেই ভাল না। এছাড়া আমার এয়ারটেলে মাত্র ১৫১ টাকায় ১ জিবি দেয়। আর স্পিড তো আপনি জানেনই।

Level New

HosT HuB@ hm vai thax

যখন টেলিটকের নেটওয়ার্ক থাকে, আমি অন্য অপারেটরদের হেট করতে স্বাচ্ছন্দ্য বোধ করি।

USE TELETALK & SAVE MONEY!1!1!1!

Level New

thanks all