আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আজ অনেকদিন পর টিউন লিখতে বসলাম!
আমরা মধ্যবিত্ত পরিবার এর ছেলেরা নেট ব্যবহার করার টাকা ঠিকভাবে জোগাড় করতে পারি না।
আবার না ব্যবহার করেও থাকতে পারি না যে।
কত কষ্টে নেট এর টাকা জোগাতে হয় আমাদের তা তো ওরা বুঝবে না।
এমন অনেকে আছে যারা প্রতিদিন ১০ থেকে ২০ এমবি ব্যবহার করে মাত্র।
আবার অনেকে প্রতিদিন ২ থেকে ৩ জিবি পর্যন্ত ব্যবহার করে থাকে।
কিন্তু বাংলাদেশের অপারেটর রা ডাকাত!
ইতোমধ্যে আপনারা জেনেছেন যে গ্রামীণফোন এ আগের মত এমবির মেয়াদ ১মাস করা যায় না।
ভবিষ্যৎএও করা যাবে কি না কেউ জানে না।
গ্রামীণফোন এর সিস্টেম এমন করেছে যে এই সিম দিয়ে টাকা খরচ করে নেট ব্যবহার করা চরম বোকামি।
ধরুন আপনি ১৮টাকা দিয়ে ৬০এমবি কিনলেন জার মেয়াদ ১০দিন।
এখন দেখছেন নেট একদম স্লো তাই ১টাকা দিয়ে 3G ক্লিক প্যাকেজ টি কিনলেন ভালো স্পিড পাওয়ার জন্য।
এবার এমবি চেক করে দেখেন ৮দিন কমে গিয়ে এমবির মেয়াদ ২দিন হয়ে গেছে।
তারপর ২০এমবি ব্যবহার করে দেখেন আর নেট চলবে না।
এখন আবার প্যাকেজ কিনতে হবে তারপর নেট চলবে।
ওরা যে আপনার থেকে বেশি চালাক।
তাই জিপি সিম গুরা গুরা কইরা পানি দিয়া গিল্লা খাইয়া ফালান।
এবার আসি বাংলালিঙ্ক এ।
বাংলালিঙ্ক সিম দিয়ে ২৩টাকায় সকাল আনলিমিটেড নেট ব্যবহার করা যায়।
আমি নিজেও ব্যবহার করতাম। প্রতিদিন ১জিবি ব্যবহার করতাম ২৩টাকায়।
কিন্তু এখন আর তা করা যায় না। এখন ১০০এমবি ব্যবহার করার পর ২ KBPS স্পিড হয়ে যায়। এটাও বাদ দিলাম।
রবি সিম এর কথা থাক।
আপনি টেলিটক সিম ব্যবহার করতে পারেন।
এই সিম এ খুব কম টাকায় এম্বি পাওয়া যায়।
তবে এই সিম এর সমস্যা হল সব জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না।
তাই আপনি ব্যবহার করতে পারেন এয়ারটেল।
এই সিম এ ১০ টাকা দিয়ে আপনি এমবির মেয়াদ ৩০দিন করতে পারবেন।
এর জন্য lu30 লিখে পাঠিয়ে দিন ৫০০০ এ।
এয়ারটেল সিম এ ১৯৯টাকা দিয়ে ১জিবি 3G প্যাক পাওয়া যায়।
মেয়াদ ৩০দিন।
সব সিম বাদ দিয়ে এয়ারটেল এ চলে আসলাম।
স্পিড সবসময় ৩০০/ ৪৩০ Kbps পাই।
আর হ্যাঁ আপনার জিপি সিম গুলো বন্ধ করে রাখবেন।
বন্ধ সিম এর অফার আসলেই সিম ওপেন করে যতটা পারেন বাঁশ দিন এই হারামিরফোন রে।
কোনো সমস্যা বা বা সাহায্যের দরকার হলে আমাকে ফেসবুক পাবেন।
ভালো থাকবেন সবাই।
আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
airtel er 3g desh er 25 ta jela te o nei, amader elaka te o nei, tt er 1 gb 99 tk ar airtel er 199 tk, mot ktha airtel er 3g er dekha ki pabo…