Title দেখে অবাক হওয়ার কোন কারন নেই।বর্তমানে Facbook এর পাশাপাশি Whatsapp হল সবচেয়ে জনপ্রিয় Message Service.কিন্ত আগে শুধু Phone এর মধ্যেই সীমাবদ্ধ ছিল।Pc দিয়ে ব্যাবহার করা যেত না।সপ্রতি Whatsapp সংস্থা তাদের নতুন Version টিতে এটা Add করেছে যে এখন থেকে Pc তেও Whatsapp ব্যাবহার করা যাবে।মানে Chat করা যাবে।একদম Phone এর মতই।আর খুশির সংবাদ হল Grammenphone সহ বেশ কয়েকটা Operator whatsapp free ব্যবহার করার সুযোগ দিয়েছে।আর এটা Pc এর ক্ষেত্রেও কার্যকর।তাহলে চলুন দেখে নেয়া যাক কীভাবে Pc তে whatsapp চালানো যায়.........।এর জন্য নিচের কিছু শর্ত পূরণ করতে হবে আপনাকে তা হল......১. Pc তে ব্যাবহার করতে অবশ্যই আপনার Pc তে Google Chrome এর Latest version টা Install থাকতে হবে।
২. আপনার Phone এর Whatsapp.apk টার ও New Version update থাকতে হবে।
এবার তাহলে শুরু করি।প্রথমে আপনার Pc থেকে Google Chrome ওপেন করে http://web.whatsapp.com এখানে ঢুকুন।নিচের মত একটা পেজ আসবে।
এবার উপরে চিহ্নিত যে QR code টা দেখতে পাচ্ছেন ওটা আপনার Phone দিয়ে Scan করতে হবে।নিচের চিত্র অনুসরন করুন।
সঠিক ভাবে scan হয়ে গেলেই দেখবেন Whatsapp এ ঢুকে যাবে এবং নিচের মতো আপনার Phone এর ন্যায় Chating করতে পারবেন।
বিঃদ্রঃ Pc তে Chat করার সময় অবশ্যই আপনার Phone এর Data connected থাকতে হবে।অর্থাৎ Whatsapp open রাখতে হবে।
ধন্যবাদ সবাইকে।
post টা সর্বপ্রথম এখানে প্রকাশ করা হয় ।সময় পাইলে ঘুরে আসবেন............।
আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি মোঃকামরুল ইসলাম(কামাল)।নিজের সম্পর্কে অত বলার কিছু আমার নেই। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করচি।এখানে যোগদান করেছি আপনাদের কাছ থেকে কিছু জানতে এবং কিছু জানাতে! http://www.facebook.com/kamrul88.kamal
ফোন এর ডাটা অন রাখলে আর Whatsapp চালিয়ে লাভ কি?……