আসুন Pc দিয়ে whatsapp চালাই তাও আবার সম্পূর্ণ ফ্রি তে।

Title দেখে অবাক হওয়ার কোন কারন নেই।বর্তমানে Facbook এর পাশাপাশি Whatsapp হল সবচেয়ে জনপ্রিয় Message Service.কিন্ত আগে শুধু Phone এর মধ্যেই সীমাবদ্ধ ছিল।Pc দিয়ে ব্যাবহার করা যেত না।সপ্রতি Whatsapp সংস্থা তাদের নতুন Version টিতে এটা Add করেছে যে এখন থেকে Pc তেও Whatsapp ব্যাবহার করা যাবে।মানে Chat করা যাবে।একদম Phone এর মতই।আর খুশির সংবাদ হল Grammenphone সহ বেশ কয়েকটা Operator whatsapp free ব্যবহার করার সুযোগ দিয়েছে।আর এটা Pc এর ক্ষেত্রেও কার্যকর।তাহলে চলুন দেখে নেয়া যাক কীভাবে Pc তে whatsapp চালানো যায়.........।এর জন্য নিচের কিছু শর্ত পূরণ করতে হবে আপনাকে তা হল......১. Pc তে ব্যাবহার করতে অবশ্যই আপনার Pc তে Google Chrome এর Latest version টা Install থাকতে হবে।

২. আপনার Phone এর Whatsapp.apk টার ও New Version update থাকতে হবে।

এবার তাহলে শুরু করি।প্রথমে আপনার Pc থেকে Google Chrome ওপেন করে http://web.whatsapp.com  এখানে ঢুকুন।নিচের মত একটা পেজ আসবে।

এবার উপরে চিহ্নিত যে QR code টা দেখতে পাচ্ছেন ওটা আপনার Phone দিয়ে Scan করতে হবে।নিচের চিত্র অনুসরন করুন।


সঠিক ভাবে scan হয়ে গেলেই দেখবেন Whatsapp এ ঢুকে যাবে এবং নিচের মতো আপনার Phone এর ন্যায় Chating করতে পারবেন।


বিঃদ্রঃ Pc তে Chat করার সময় অবশ্যই আপনার Phone এর Data connected থাকতে হবে।অর্থাৎ Whatsapp open রাখতে হবে।

ধন্যবাদ সবাইকে।

Facebook এ আমি.........

post টা সর্বপ্রথম এখানে প্রকাশ করা হয় ।সময় পাইলে ঘুরে আসবেন............।

আমি কামরুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মোঃকামরুল ইসলাম(কামাল)।নিজের সম্পর্কে অত বলার কিছু আমার নেই। আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করচি।এখানে যোগদান করেছি আপনাদের কাছ থেকে কিছু জানতে এবং কিছু জানাতে! http://www.facebook.com/kamrul88.kamal


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

ফোন এর ডাটা অন রাখলে আর Whatsapp চালিয়ে লাভ কি?……

Level 0

nice tune Kamrul bro 🙂

vai ekta jinis thik clearly bujhlam na,seta hocche pc te qr code ta phone deye kivave scan hobe

    @মো আরিফ: ভাই আপনি যখন আপনার Phone থেকে whatsapp web এ ঢুকবেন তখন Automatically আপনার Phone এর Camera on হবে এবং সেটা QR code scanner এবার phone এর camera টা Pc এর QR code টার উপর ধরুন scan হয়ে যাবে!

free te hoy na to 🙁

আমাকে একটি বার সুযোগ দেওয়া হ উক

tahole lav ki? Amar phone jodi data on rakhte hoy? Er cheye blustack ba manymo dia chalano onek valo

ধন্যবাদ, ভাই আমার কাজ হইসে।।

দুই জায়গায় নেট খরচ করতে হলে মোবাইল দিয়েই চ্যটা করাই ভালো।

amr chrom version 39.0.2171.99 m ,colbe?

মোটামুটি ভালোই।।
তবে মোবাইলেও নেট কানেক্ট রাখতে হবে আবার পিসিতেও।।
এ জিনিষ টাই ভালো লাগলো না।।

pc te apk file run korar jonno vlo kono software er link keu dile khub khusi hobo

পিসির জন্য আলাদাভাবে whatsapp থাকলে ভাল হত। এভাবে তো পুরা ঝামেলা

আসলেই ঝামেলা