আপনার ব্লগের জন্য অসাধারণ একটি Notification Bar উইজেট! (এখনই নিয়ে নিন)

সবাই কেমন আছেন? আশা করি ভালই। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের আর্টিকেলে।
আজ আমি আপনাদের একটি অসাধারণ সুন্দর এবং নিখুঁত নোটিফিকেশন বার উইজেট গিফট করবো। আশা করছি আপনাদের ভালই লাগবে। তাহলে চলুন শুরু করা যাক।

স্ক্রিনশট দেখে নিনঃ

 

এটা কেন ব্যাবহার করবেন?

এই উইজেটটা অনেক কাজের এক কথায় বলতে গেলে। আপনি যেকোনো পোস্ট এটার সাহায্যে ব্লগের একদম ওপরে দেখাতে পারবেন। এতে আপনার পোস্টের জনপ্রিয় বাড়বে। পাশাপাশি আপনার ব্লগের জনপ্রিয়তাও বাড়বে। তাই সকলেরই উচিত এই উইজেটটি ব্যাবহার করা।

কিভাবে ব্লগে অ্যাড করবেন?

১। প্রথমেই আপনার ব্লগার অ্যাকাউন্ট এ লগইন করুন।
২। Template সেকশনে যান এবং EDIT HTML এ ক্লিক করুন।
৩। এবার </head> ট্যাগটি খুজে বের করে এই কোড টা </head> ট্যাগের আগে পেস্ট করুন।
৪। এবার <body> ট্যাগ খুজে বের করুন আর এই ট্যাগের পড়ে এই সোর্স কোডটা পেস্ট করুন।
৫। শেষ! এবার সেভ করে বেরিয়ে আসুন।

আশা করি সকলের কাছে পোস্টটা ভালো লেগেছে। অনেক অনেক ধন্যাদ জানাচ্ছি কষ্ট করে পড়ার জন্য। আমি আপনাদের কমেন্টের অএপক্ষা করছি তাই কমেন্ট করতে ভুলবেন যেন!

পূর্বে প্রকাশিত আমার ব্লগে

আমার আরও পোস্টঃ 

ইন্টারনেট ডাটা খরচ কমানোর অসাধারণ কিছু ট্রিক

এসইও অপ্টিমাইজড ব্লগ আর্টিকেল লিখার টিপস

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ.

thanks bro

masud rana viya 🙂
Apnar akta post thake,ami amar blog a loding ar akta html dicilam…
So akhn aita delete koebo kivabea?
Template thake ?
Plz help