আপনার পিসির ওয়াইফাই শেয়ার করতে, ওয়াই-ফাই রেঞ্জ বাড়াতে এবং শক্তিশালী করতে ডাউনলোড করুন অসাধারন এক সফটওয়্যার। এবার মুগ্ধ হতে আপনি বাধ্য!

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন
Level 7
সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

সব সময় আমরা একটা কথায় বলে থাকি, প্রয়োজন উদ্ভাবনের জনক। কিন্তু সেটার বাস্তব প্রয়োগ যে কতোটুকু তা আমার এই সফটওয়্যার দিয়ে আমি নিজে বুঝতে পেরেছি। যদিও এটা আমার ইনভেনশন না, এটা হলো আমার ডিসকভারি! আমি কোন মডেম বা ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করি না। আমার ইন্টারনেট চালানোর মাধ্যম হলো আমার হলের ওয়াই-ফাই নেটওয়ার্ক। আমার রুমে বসে ল্যাপটপে ভালোভাবে ওয়াই-ফাই ব্যবহার করা গেলেও ফোনের নেটওয়ার্ক খুবই দুর্বল। ভাবলাম ল্যাপটপের ওয়াই-ফাইটা শেয়ার করা গেলে কেমন হয়। অনেক খুঁজাখুজির পর আজকের টিউনের সফটওয়্যারটি পেলাম যা দ্বারা আপনি পিসিকে ওয়াই-ফাই হটস্পট তৈরীর পাশাপাশি আপনার পিসির ওয়াই-ফাই কানেকশনকেও শেয়ার করতে পারবেন। এখন আমার সমস্ত রুম জুড়ে পাচ্ছি ফুল ওয়াই-ফাই সিগনাল!

My Wifi Router (সেরা ওয়াই-ফাই শেয়ারিং সফটওয়্যার)

আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কানেকটিফাই হটস্পট সফটওয়্যারটিই তো সবার থেকে ভালো তাহলে এটা কেন? আপনারা অধিকাংশই কানেকটিফাই হটস্পট ব্যবহার করেন বলেই হয়তো এরকম চিন্তা করছেন, এটাই হয়তো স্বাভাবিক। কিন্তু কানেকটিফাই হটস্পট দিয়ে আপনি মডেম কিংবা ব্রডব্যান্ড কানেকশনের ইন্টারনেট শেয়ার করতে পারবেন কিন্তু আপনার কম্পিউটারকে অন্যকোন ওয়াইফাই হটস্পটের সাথে কানেক্ট করে সেই ওয়াই-ফাই শেয়ার করতে পারবেন না। এটা শুধুমাত্র করা যাবে আমার দেওয়া My Wifi Router সফটওয়্যারটি দিয়ে। তাছাড়া কানেকটিভাই প্রোফেশনাল ভার্সন হওয়াতে এটাকে সব সময় ফুল-ভার্সন রাখাটা একটা চ্যালেঞ্জ এর মতো ব্যাপার কিন্তু আমার দেওয়া সফটওয়্যারটি সম্পূর্ন ফ্রি। আগ্রহীরা ডাউনলোড করার আগে একবার দেখে নিন এর গুরুত্বপূর্ণ ফিচার সমূহ-

  • সব চেয়ে সহজ পদ্ধতিতে ওয়াই-ফাই হটস্পট তৈরী করা যায়। শুধুমাত্র তিনটি স্টেপ ফলো করতে হবে, ডাউনলোড, ইনস্টল এবং স্টার্ট হটস্পট।
  • আপনার যেকোন একক ইন্টারনেট কানেকশন (LAN, Ethernet, Data-Card, 3G/4G, Wifi) শেয়ার করতে পারবেন আপনার আশেপাশে থাকা একাধিক ডিভাইসে।
  • কানেকটেড যেকোন ডিভাইসকে ম্যানেজ করতে পারবেন খুব সহজেই। আপনার প্রয়োজনে তাদের জন্য স্পিড লিমিটেড করে দিতে পারবেন যা আমার কাছে মনে হয় এক অনন্য ফিচার।
  • আপনার কম্পিউটারে রাখা ভিডিও খুব সহজেই আপনার ওফাই-ফাই রেঞ্জে থাকা সকল ডিভাইসে শেয়ার করতে পারবেন।
  • সর্বশেষ যা করতে পারবেন সেটা হলো, আপনি চাইলেই যেকোন ওয়াই-ফাই নেটওয়ার্কের শক্তিশালী একটা এক্সটেনডেট কাভারেজ তৈরী করতে পারবেন। যেমন আমার রুমে ওয়াই-ফাই সিগনাল কম হলেও আমি আমার ল্যাপপের সাহায্যে আরও শক্তিশালী নেটওয়ার্ক তৈরী করতে পারছি। এভাবে আরও করা যাবে, বুঝতে পারছেন নিশ্চয়?

ডাউনলোড My Wifi Router | Free

সফটওয়্যারটির ফিচারগুলো নিশ্চয় ভালো লেগেছে এবং আপনাদের প্রয়োজনের সাথে মিলে গেছে। এখন আপনার জন্য রয়েছে ফ্রি ডাউনলোডের সুযোগ। তবে আগেই বলে রাখছি সফটওয়্যারটি সম্পূর্ণ ওপেন সোর্স, এর জন্য কোন মেডিসিন ফাইল কিংবা সিরিয়াল নাম্বারের প্রয়োজন হবে না। কোন ঝামেলা ছাড়ায় সফটওয়্যারটির লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।

ডাউনলোড লেটেস্ট My Wifi Router | সাইজ ১৬.৫৮ মেগাবাইট

যেভাবে ব্যবহার করবেন

ডাউনলোড করা যদি শেষ হয় তাহলে চলুন ব্যবহার বিধি দেখে নেই। আগেই বলেছি সফটওয়্যারটির ব্যবহার খুবই সাধারন, কারন এটা নিজে থেকেই আপনার কানেকশনের প্রকৃতি ডিটারমাইন করতে পারে। আপনি যখন সফটওয়্যারটি চালু করবেন তখন নিচের মতো চিত্র দেখতে পাবেন। আপনার কাজ হলো আপনার হটস্পটের জন্য একটা নাম এবং পাসওয়ার্ড নির্বাচন করে একটিভেট ফ্রি ওয়াই-ফাই বাটন প্রেস করা। তারপরেই সব আনন্দ আপনার, আমি ভাগ চাইতে জীবনেও আসবো না।

নাম এবং পাসওয়ার্ড নির্বাচন করুন | তারপর স্টার্ট করলেই কাজ শেষ

এবার আসুন ভিডিও শেয়ারিং এর ব্যাপারটাতে, নিচের চিত্র দেখলেই সবকিছু আপনাদের বুঝতে পারার কথা। তবুও আমি কিছুটা বলে দেই-

  • প্রথমে উপরের ট্যাব থেকে My Video সিলেক্ট করুন।
  • আপনার ভিডিও গুলোর লোকেশন ব্রাউজ করে দেখিয়ে দিন।
  • তারপর শুধু ভিডিও শেয়ারিং স্টার্ট করতে যতো দেরী। আশা করি বুঝতে পারছেন।
ভিডিও শেয়ারিং মেথোড | স্টেপগুলো মনযোগ দিয়ে অনুসরন করুন

টিউনটা যতোটা সম্ভব সংক্ষেপিত এবং সহজ ভাবে উপস্থাপনের চেষ্টা করলাম যাতে যেকোন মানের ব্যবহারকারী বুঝতে পারেন। জানিনা আমি কতোটা স্বার্থক, তবে টিউনটি আপনাদের উপকারে আসলেই আমার প্রকৃত স্বার্থকতা। মানুষ সব সময় ভুল করে প্রমাণ করবে যে সে একজন মানুষ, তাই আমার টিউনেও শত চেষ্টা সত্যেও অনেকগুলো ভুল থেকে যেতে পারে। আপনার সদয় মন নিশ্চয় তা ক্ষমা করে দিবে। আমি কয়েকদিন থেকে অসুস্থ, আপনারা অনুগ্রহ পূর্বক আমার জন্য একটু দোয়া করবেন কারন শুয়ে শুয়ে কোলের উপর ল্যাপটপ নিয়ে টিউন করা সত্যিই বিরক্তিকর লাগে!

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

আপনাদের সাহায্যার্থে আমি আছি........

ফেসবুক | টুইটার | গুগল-প্লাস

Level 7

আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন ভাই । মাত্র download দিলাম ।অনেক দিন পর tech tunes থেকে কিছু download দিলাম

ধন্যবাদ ভাই

Level 0

@ফাহাদ ভাই , connectify বড় বেশি পেইন দিচ্ছিল , মনে মনে এমন কিছু খুজছিলাম , অনেক ধন্যবাদ

মনের মতো টিউন 🙂 ।অনেক অনেক অনেক অনেক থেঙ্কু ভাইয়া 😀

Thanks a lot…………………..

সত্যি বলছি ভাই অনেক বর একটি উপকার করেছেন ৷অনেক অনেক ধন্যবাদ আপনাকে এটা শেয়ার করার জন্য

এটাই খুজছিলাম,ধন্যবাদ

Vai ami already wifi chalai tesi. but aita dia active korle amar net disconnect hoa jaise. then soft ta deactivate korle, abar net thick hoa jaise. so please help me.

    @হাসিবুর রায়হান: ডিসকানেক্ট থাকা অবস্থায় ট্রে-আইকন হতে সফটওয়্যারটি ওপেন করলে এডভান্স সেটিং দেখতে পাবেন। সবগুলো ওয়াই-ফাই করে দিলেই কাজ হবে। কোন সমস্যা হবে না। আশা করি কাজটি সফল ভাবে করতে পারবেন।

প্রথমেই আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমি একটা wifi adapter কিনতে চাচ্ছি। কোনটা ভাল হবে?

    @মোঃ প্লাবন: TP-Link ওয়াই-ফাই এডাপ্টার আমার জানামতে সব চেয়ে ভালো। ১০০০-১১০০ টাকা দিয়ে আমার মতে ভালোটা কিনতে পারবেন। এন্টেনা যেটার আছে সেটা কিনবেন, কারন ওটা ভালো নেটওয়ার্ক টানতে পারে।

ধন্যবাদ

এক কেজি ধন্যবাদ ।

আমার সমস্যা+আপনার টিউন=সমাধান।
আমার মত অলসকে টিউমেন্ট করতে বাধ্য করলেন।

Level 0

windows 8.1 e ki kaj korbe?

    @Sk Miraj: জি, সব ধরনের সিস্টেমেই কাজ করবে। নিশ্চিন্তে ডাউনলোড দিন।

      Level 0

      @সানিম মাহবীর ফাহাদ: আমার ল্যাপটপে ওয়াইফাই আছে । আমি কমান্ড প্রমট ব্যবহার করে হটস্পট তৈরি করেছিলাম । কিন্তু ঠিকঠাক পাসোয়ার্ড ব্যবহার করার পরেও মোবাইলে কানেক্ট পাচ্ছিল না। কিন্তু আজ সমাধান হল। সুপার থ্যাঙ্কস!

        অবশেষে সমাধান পেলেন যেনে ভালো লাগলো 🙂 কোন কিছু সমাধান হওয়া যে কতো মজার সেটা যার হয় সেই জানে 😛

sanim bhai sundar tune,ami mhotspot use kori free version. seta dea o wifi network share kora jay.chalea jan.

    টিউমেন্টের জন্য ধন্যবাদ শাহাদাত কবির ভাই:)
    আমার এই সফটওয়্যার ব্যবহার করা কিন্তু সব চেয়ে সহজ।
    এতোটা সহজভাবে কোনটাতেই করা যায় না বলে আমার সন্দেহ আছে 😛

সবাই তো ধন্যবাদ দিল @ আমি না হয় দিলাম না 🙂 রেখে দিলাম @ কাজে দিবে।

Level 0

password sara kivabe wify zone banano jabe?

হুম, জিনিসটা আগে পাইনি কোথাও……পেলে বাংলালায়নের বিতিকিচ্ছিরি মডেমের অতি গুপন কানেকশনটা ওদের রাউটার ছাড়া শেয়ার করতে পারার মতো অষ্টমাশ্চার্যের পরীক্ষাটা করে নিজের চোখ-কানের বিবাদ ভাঙতে পারতাম…..জলতো কম ঘোলা করলাম না- শুধু কাদাই ছড়িয়েছে 😉

দুইটা বালুর ট্রাকের সমান ধইন্যা 🙂

খুবই কাজের, অন্যান্য ওয়াইফাই শেয়ারিং সফটওয়্যার এর চেয়ে ভাল। অসংখ্য ধন্যবাদ।

খুবই কাজের, অন্যান্য ওয়াইফাই শেয়ারিং সফটওয়্যার এর চেয়ে ভাল।
অসংখ্য ধন্যবাদ।

অন্যান্য ওয়াইফাই শেয়ারিং সফটওয়্যার এর চেয়ে অনেক ভাল।
অসংখ্য ধন্যবাদ।

Nice Post……Many Many Thanks…..

Wifi Adapter Thakle ki modem dorkar hoi? Naki Wifi adapter er moddhe sim lagano jay?

সানিম ভাই আপনার এই সুন্দর টিউন অনেক অনেক ধন্যবাদ । কয়েক দিন ধরে আমার connectyfy me কাজ করতেসে না ।আমি এর বিকল্প কুজছিলাম তো পেয়েয় গেলাম তার থেকেও ভালো সফটওয়্যার আজ থেকে এটা ব্যবহার করব ।