-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
সব সময় আমরা একটা কথায় বলে থাকি, প্রয়োজন উদ্ভাবনের জনক। কিন্তু সেটার বাস্তব প্রয়োগ যে কতোটুকু তা আমার এই সফটওয়্যার দিয়ে আমি নিজে বুঝতে পেরেছি। যদিও এটা আমার ইনভেনশন না, এটা হলো আমার ডিসকভারি! আমি কোন মডেম বা ব্রডব্যান্ড সংযোগ ব্যবহার করি না। আমার ইন্টারনেট চালানোর মাধ্যম হলো আমার হলের ওয়াই-ফাই নেটওয়ার্ক। আমার রুমে বসে ল্যাপটপে ভালোভাবে ওয়াই-ফাই ব্যবহার করা গেলেও ফোনের নেটওয়ার্ক খুবই দুর্বল। ভাবলাম ল্যাপটপের ওয়াই-ফাইটা শেয়ার করা গেলে কেমন হয়। অনেক খুঁজাখুজির পর আজকের টিউনের সফটওয়্যারটি পেলাম যা দ্বারা আপনি পিসিকে ওয়াই-ফাই হটস্পট তৈরীর পাশাপাশি আপনার পিসির ওয়াই-ফাই কানেকশনকেও শেয়ার করতে পারবেন। এখন আমার সমস্ত রুম জুড়ে পাচ্ছি ফুল ওয়াই-ফাই সিগনাল!
আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কানেকটিফাই হটস্পট সফটওয়্যারটিই তো সবার থেকে ভালো তাহলে এটা কেন? আপনারা অধিকাংশই কানেকটিফাই হটস্পট ব্যবহার করেন বলেই হয়তো এরকম চিন্তা করছেন, এটাই হয়তো স্বাভাবিক। কিন্তু কানেকটিফাই হটস্পট দিয়ে আপনি মডেম কিংবা ব্রডব্যান্ড কানেকশনের ইন্টারনেট শেয়ার করতে পারবেন কিন্তু আপনার কম্পিউটারকে অন্যকোন ওয়াইফাই হটস্পটের সাথে কানেক্ট করে সেই ওয়াই-ফাই শেয়ার করতে পারবেন না। এটা শুধুমাত্র করা যাবে আমার দেওয়া My Wifi Router সফটওয়্যারটি দিয়ে। তাছাড়া কানেকটিভাই প্রোফেশনাল ভার্সন হওয়াতে এটাকে সব সময় ফুল-ভার্সন রাখাটা একটা চ্যালেঞ্জ এর মতো ব্যাপার কিন্তু আমার দেওয়া সফটওয়্যারটি সম্পূর্ন ফ্রি। আগ্রহীরা ডাউনলোড করার আগে একবার দেখে নিন এর গুরুত্বপূর্ণ ফিচার সমূহ-
সফটওয়্যারটির ফিচারগুলো নিশ্চয় ভালো লেগেছে এবং আপনাদের প্রয়োজনের সাথে মিলে গেছে। এখন আপনার জন্য রয়েছে ফ্রি ডাউনলোডের সুযোগ। তবে আগেই বলে রাখছি সফটওয়্যারটি সম্পূর্ণ ওপেন সোর্স, এর জন্য কোন মেডিসিন ফাইল কিংবা সিরিয়াল নাম্বারের প্রয়োজন হবে না। কোন ঝামেলা ছাড়ায় সফটওয়্যারটির লেটেস্ট ভার্সন ডাউনলোড করতে নিচের লিংকে ক্লিক করুন।
ডাউনলোড করা যদি শেষ হয় তাহলে চলুন ব্যবহার বিধি দেখে নেই। আগেই বলেছি সফটওয়্যারটির ব্যবহার খুবই সাধারন, কারন এটা নিজে থেকেই আপনার কানেকশনের প্রকৃতি ডিটারমাইন করতে পারে। আপনি যখন সফটওয়্যারটি চালু করবেন তখন নিচের মতো চিত্র দেখতে পাবেন। আপনার কাজ হলো আপনার হটস্পটের জন্য একটা নাম এবং পাসওয়ার্ড নির্বাচন করে একটিভেট ফ্রি ওয়াই-ফাই বাটন প্রেস করা। তারপরেই সব আনন্দ আপনার, আমি ভাগ চাইতে জীবনেও আসবো না।
এবার আসুন ভিডিও শেয়ারিং এর ব্যাপারটাতে, নিচের চিত্র দেখলেই সবকিছু আপনাদের বুঝতে পারার কথা। তবুও আমি কিছুটা বলে দেই-
টিউনটা যতোটা সম্ভব সংক্ষেপিত এবং সহজ ভাবে উপস্থাপনের চেষ্টা করলাম যাতে যেকোন মানের ব্যবহারকারী বুঝতে পারেন। জানিনা আমি কতোটা স্বার্থক, তবে টিউনটি আপনাদের উপকারে আসলেই আমার প্রকৃত স্বার্থকতা। মানুষ সব সময় ভুল করে প্রমাণ করবে যে সে একজন মানুষ, তাই আমার টিউনেও শত চেষ্টা সত্যেও অনেকগুলো ভুল থেকে যেতে পারে। আপনার সদয় মন নিশ্চয় তা ক্ষমা করে দিবে। আমি কয়েকদিন থেকে অসুস্থ, আপনারা অনুগ্রহ পূর্বক আমার জন্য একটু দোয়া করবেন কারন শুয়ে শুয়ে কোলের উপর ল্যাপটপ নিয়ে টিউন করা সত্যিই বিরক্তিকর লাগে!
টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। আর আপনাদের যাদের টেকটিউনসে একাউন্ট নেই তারা আমার ব্যক্তিগত ফেসবুক পেজ লিংক থেকে আমার টিউনে কমেন্ট করতে পারবেন। পেজে লাইক দিয়ে আমার সকল টিউন বিষয়ে আপডেট থাকুন। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।
আপনাদের সাহায্যার্থে আমি আছি........
ফেসবুক | টুইটার | গুগল-প্লাস
আমি সানিম মাহবীর ফাহাদ। সুপ্রিম টিউনার, টেকটিউনস, ঢাকা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 176 টি টিউন ও 3500 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 159 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আগে যা শিখেছিলাম এখন তা শেখানোর কাজ করছি। পেশায় একজন শিক্ষক, তবে মনে প্রাণে টেকনোলজির ছাত্র। সবার দোয়া প্রত্যাশি।
nice