আপনার নিজের ব্লগ আছে? তাহলে নিয়ে নিন এই অসাধারণ ব্লগার টেম্পলেটগুলো আর সাজিয়ে নিন আপনার ব্লগকে এখনই!

সবাই কেমন আছেন? নিশ্চই ভালো? সবাইকে প্রথমেই ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ আর্টিকেলটি।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অনেক সুন্দর এবং আই ক্যাচিং তার সাথে ফুললি রেস্পন্সিভ কিছু ব্লগার টেমপ্লেটস বা থিম। আশা করি যে সবার কাছেই এগুলা ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। কি বলেন?

১। নামঃ Bold Parallax Template

বর্ণনাঃ অনেক সুন্দর একটা টেম্পলেট মনে হয়েছে আমার কাছে। আমি নিজে এই টেম্পলেটটা অত্যন্ত পছন্দ করি এবং নিজেও বিভিন্ন ব্লগে ব্যাবহার করেছি। আশা করি যে সকলের কাছেই ভালো লাগবে। ডেমো দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

DOWNLOAD NOW

২। নামঃ Extremis Responsive Template

বর্ণনাঃ আরেকটা নাইস অ্যান্ড বিউটিফুল টেম্পলেট ব্লগারের জন্য। ব্লগাররা এই ধরণের টেম্পলেট যথেষ্ট পছন্দ করেন। পাশাপাশি এটা ফুল রেস্পন্সিভ। তাই, যেকোনো ডিজাইন থেকে যেভাবে ইচ্ছা ব্রাউজ করা যাবে কোন সমস্যা ছাড়াই। ডেমো দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

DOWNLOAD NOW

৩। নামঃ Truepixel

বর্ণনাঃ কি আর বলবো...? আগেরগুলর মতই এটাও অনেক সুন্দর একটা টেম্পলেট সেটা বলতে পারি। তবে একটা ছোট্ট সমস্যা আছে। সেটা হচ্ছে যে টেম্পলেটটার লোডিং স্পিড স্লো। নতুবা এটাকে নিঃসন্দেহে একটা ভালো টেম্পলেট বলা যাবে। ডেমো দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

DOWNLOAD NOW

৪। নামঃ Simplest

বর্ণনাঃ এককথায় সিম্পল এবং নাইস একটা টেম্পলেট। চোখে ধরার মত। ডেমো দেখতে চাইলে এখানে ক্লিক করুন।

DOWNLOAD NOW

তো, কেমন লাগলো আপনাদের এই টেম্পলেটগুলো? আপনি কোন ধরণের টেম্পলেট ব্যাবহার করতে পছন্দ করেন? অবশ্যই কমেন্ট করে জানান!

সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন।  🙂

আরও পড়ুনঃ 

পপআপ লাইক বক্স উইজেট আপনার ব্লগের জন্য 

নোটিফিকেশন বার উইজেট আপনার ব্লগের জন্য 

ফেসবুক আসক্তি থেকে মুক্তি চান? এইটা পড়ুন

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Which will b da best for free blogging,blogger or wordpress? And by i could earn money after popularing da site 😉

আমাকে একটু হেল্প করেন।। আমার ব্লগ এ হোম পেজ আছে।। তবে আরো একটা পেজ আছে।। ওই পেজ এ পোস্ট দিব কিভাবে আমাকে বলবেন কি? বললে উপকার হত…

Level 0

Bikroy.com er moton ei jatio kuno template ki ase? Takle aktu kosto kore den na plz!!!!! Dile upkrito hotam. Thank you.

ভাইয়া, একটাও ব্লগএ আপলড হয় না, বলে ‘Content Missing’.

দেখতে তো ভালই

ভাই এইগুলা তো সব কিনতে হবে। ফ্রি গুলাতে ওদের এড দিয়ে রাখে। প্রো ভার্সন ফ্রি পেতে পারি?