বাংলাদেশে যে তিন ক্যাটাগরির ওয়েব সাইট একটু বেশিই জনপ্রিয়। [আমার ব্যক্তিগত রিভিউ এবং মতামত]

প্রতিদিন একই ধারার টেক টিপস কিংবা ট্রিকস অথবা টিউটোরিয়াল লিখতে লিখতে আমি ক্লান্ত শ্রান্ত হয়ে পড়েছি। নিজেও চাই একটু ভিন্ন স্বাদ। কোন গবেষণামূলক বা মুক্ত মতের কিছু যে লিখব সেই সময় হয়ে উঠেনা। আজ জোর করেই সেরকম একটি লেখার টপিক বের করলাম। অনেকদিন ঠিক না অনলাইন জীবনের প্রায় প্রতিদিনই নিজের চোখে দেখা এবং বিশ্লেষণ করেছি আজকের টপিকটি। হুম, আজকের টপিক হলো, কোন ধরনের সাইটগুলো চলে বাংলাদেশে? আপনিও যদি অনলাইনের সাথে দীর্ঘদিন যুক্ত থেকে থাকেন এবং একটু খেয়াল করেন তবেই আপনি সহজেই ব্যাপারটি বুঝতে পারবেন। আমারো দীর্ঘ দিনের অনলাইন অভিজ্ঞতায় এবং নিজস্ব মতের ভিত্তিতে আজ লিখছি কোন ৩ ধরনের সাইট বেশি জনপ্রিয় আমাদের কাছে।

#১ সোশ্যাল নেটওয়ার্কিং সাইট

দেশের সর্বসাধারন অনলাইন ইউজারের ভিত্তিতে বলছি, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট কাকে বলে সেটা জানা থাক আর নাই থাক ফেসবুক -কে চেনেন অনলাইনে সদ্য নতুন ব্যবহারকারীও! হ্যা, একটু চিন্তা করে দেখবেন কথাটি কতটুকু যৌক্তিক বলেছি? গ্রামের যে ছেলেটি নতুন ইন্টারনেট ব্যবহার করা শুরু করেছে সেও ইন্টারনেটে প্রবেশ করেছে ফেসবুকের হাত ধরে। অথচ সে একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করেও হয়ত জানেনা সোশ্যাল নেটওয়ার্কিং কি! আসলে চরম বাস্তব এবং সত্য কথা হলো, বাংলাদেশের অনলাইন জগতে শীর্ষে এখন ফেসবুক। অ্যালেক্সা র‍্যাংকিং অনুযায়ী বলুন আর নিজের অভিজ্ঞতাতেই বলুন না কেন, বাংলাদেশে বর্তমানে ফেসবুক শীর্ষে। তবে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মধ্যে আরও রয়েছে টুইটাল, গুগল প্লাস, লিংকড ইন ইত্যাদি। কিন্তু বাস্তবে বাংলাদেশে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের আধিপত্য বিস্তার করে আছে শুধুমাত্র ফেসবুক! বর্তমানে ফেসবুকের বাংলাদেশী ব্যবহারকারী সংখ্যা ১ কোটি ছাড়িয়েছে। এছাড়া অন্যান্য সোশ্যাল নেটওয়ার্কিং সাইট তো রয়েছেই!

#২ ফ্রি ডাউনলোড করার সাইট

দেশে অনলাইন ইউজারদের একদম নতুন যারা আছেন তাঁদের লক্ষ্য করলেই বুঝবেন তারা ইন্টারনেটে মানে কি বুঝে। এমনও অনেকে আছেন যারা ইন্টারনেট ব্যবহার করেন শুধু গান, মুভি, ভিডিও ডাউনলোড করার জন্য। ইন্টারনেট মানেই যেন ডাউনলোড! আহা ডাউনলোড রে! উদাহরণ হিসেবে ধরুন, টেকটিউনস হলো প্রযুক্তির ব্লগ সাইট। সেখানে দেখুন, প্রোগ্রামিং এর একটা টিউটোরিয়াল পোস্ট হলে কত ভিউ হয় আর একটা গান নিয়ে পোস্ট দিয়েই দেখেন না! ভিউয়ের সংখ্যা হাজারের পর হাজার ছাড়িয়ে যাবে। আমার নিজের ব্লগ সাইটটির কথাই ধরি, যত টিপস ট্রিকস নিয়ে পোস্ট দেই না কেন! একটা নাটক ডাউনলোডের পোস্ট দিলে তা ঐ টিপস ট্রিকসের চেয়ে পাঁচ ছয় গুণ বেশি ভিউ হয়। তাছাড়া একটু লক্ষ্য করেই দেখুন, কত্ত ডাউনলোডের সাইট গজিয়ে উঠেছে। মিউজিক, ভিডিও, মুভি, অ্যান্ড্রয়েড অ্যাপস, ওয়ালপেপার, আহা আরও কত্ত কি! এক কথায় ডাউনলোডের সাইটগুলো বাঙ্গালি আমজনতা ইন্টারনেট ইউজারদের কাছে অপরিহার্য এবং খুবই জনপ্রিয়।

#৩ বিভিন্ন পরীক্ষার রেজাল্ট দেখার সাইট

মৌসুমী ব্যবসায়ের সাথে আপনারা পরিচিত আছেন? রেজাল্ট দেখার সাইটগুলোকে আমি মৌসুমী ব্যবসায়ের সাথেই কিছুটা তুলনা করব। কিছুদিন পর পর কোন না কোন পরীক্ষা লেগেই থাকে দেশে। আর সেগুলোর রেজাল্ট এখন সব সাধারনত অনলাইনেই প্রকাশ হয়ে থাকে। আর সেগুলোর খবরাখবর দেখার সাইটগুলো অনেক পপুলার। দেখবেন ওমুক পরীক্ষার ফল, তমুক পরীক্ষার ফল প্রকাশের খবর সম্বলিত কিছু সাইট আছে। হুম, আমি সেগুলো সাইটের কথাই বলছি। অবশ্যই আমি নিজের চোখে দেখা অভিজ্ঞতাতেই এই সাইটগুলো সম্পর্কে বলছি। যেমন ধরুন, আমার ব্যক্তিগত ব্লগটায় প্রায় সব ধরনের পোস্টই করি। তাই পরীক্ষার ফলাফল নিয়েও পোস্ট করে থাকি। অন্য সাধারন দিনগুলোতে আমার ব্লগে সাধারনত ১০ থেকে ৩০ জনের মতো সবসময় অনলাইন ভিজিটর থাকে। কিন্তু পাবলিক পরীক্ষার রেজাল্টের দিনগুলোতে আমার চোখ কপালে উঠে। কারণ সেই দিনগুলোতে সারাদিনই ১০০ থেকে ১৫০ জনের মতো অনলাইন ভিজিটর থাকে। তাহলে বুঝেন আমার ব্লগটি শুধু রেজাল্ট পাবলিশ সংক্রান্ত না হলেও এরকম পপুলার হয়ে উঠে সেই দিনগুলোতে। এতে সহজই বুঝা যায়, রেজাল্ট নিয়ে যেসব সাইটগুলো আছে তারা কিরকম জনপ্রিয়!

আজ এখানেই থামছি। আসলে লেখার কিছু পাচ্ছিলাম না তো তাই সামান্য ব্যক্তিগত গবেষণার ফল তুলে ধরলাম। এই পোস্টে কোন নির্দিষ্ট ওয়েব সাইটের জনপ্রিয়তার কথা উল্লেখ করিনি। আমি ওয়েব সাইটের ক্যাটাগরির জনপ্রিয়তা তুলে ধরার চেস্টা করলাম। বাংলাদেশে নব্য জনপ্রিয়তার শ্রেনীতে নতুন এক ক্যাটাগরি ঠুকেছে! আর তা হল, অনলাইন নিউজপেপার। যাক সেটা এই পোস্টে আনলাম না। আপনার মতামতগুলোও তুলে ধরবেন। ধন্যবাদ...

আমার আরও পোস্টের জন্য ব্যক্তিগত ব্লগ "ব্লগার মারুফ ডট কম" থেকে ঘুরে আসবেন। আমার সাথে যোগাযোগ রাখতে পারেনঃ ফেসবুক প্রোফাইল, ফেসবুক ফ্যান পেজ -এ!

Level 2

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ami ekta blog khulte chai…kon bisoye khulle jonopriyota pabo?

    @হৃদয় হাসান: জনপ্রিয়তার কথা চিন্তা করে ব্লগ খুললে আপনি প্রকৃতপক্ষে জনপ্রিয়তা পাবেন না। আমার একটি সাজেশন দিব সেটা হলো মানুষের চাহিদা বিশ্লেষণ করুন এবং এমন একটি টপিক নির্বাচন করুন যেটায় আপনি পারদর্শী। আমি আমার আজকের এই টিউনে ৩টি জনপ্রিয় ক্যাটাগরির কথা তুলে ধরেছি। এগুলো নিয়ে ভাবতে পারেন। তবে অবশ্যই একটি কথাই মনে রাখবেন এমন টপিক নিয়ে ব্লগ খুলবেন না যেটাতে আপনার জ্ঞান সীমিত। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্রি ডাউনলোড আর রেজাল্টের ব্লগ সাইটগুলো খুবই জনপ্রিয়। এছাড়া অ্যান্ড্রয়েড অ্যাপস নিয়েও ব্লগ তৈরি করতে পারেন।

@IT sordarধন্যবাদ ভাইয়া, আমার আগে থেকেই সপ্ন যে একটা সাইট খুলব। কিন্তু কন ধরনের সাইট খুলব সেটা ভেবে পাচ্ছিলাম না। আর, আমি যদি একটা সাইট খুলি, তাহলে কন ওয়েব সাইট থেকে খুলব?? প্লিজ জানাবেন। আর, ওয়েব সাইট ডিজাইন আমি মোটেও পারি না। এখেত্রে আমার কি করনীয়? ওয়েব সাইট ডিজাইন কি মোবাইল দিয়ে সম্ভব?

@bloger maruf,.,,, ভুল করে আইটি সর্দার লিখছি

    @হৃদয় হাসান: হুম 😛 ওয়েব সাইট ডিজাইনিং না জানলে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে ওয়েব ডিজাইনারের দ্বারা সাইট বানিয়ে নিতে হবে। সেক্ষেত্রে হাতে অনেক টাকা পয়সা থাকতে হবে। শুধু ডিজাইনিং নয়, ব্লগ লিখেও নিতে পারবেন যদি কিনা থাকে আপনার হাতে অনেক টাকা। আর নিজে জানলে তো ভালো। মোবাইল দিয়ে ওয়াপ সাইটগুলো নিয়ে কাজ করাই শুধু সম্ভব।

html code kivabe banay?

good post. thanks for your idea

Ekmot maruf vai..

ফ্রি নেট বাদ যাবে কেন ভাই?এই একটা কারণেই ট্রিকবিডি সম্ভবতঃ রোজ ৬,০০০+ ভিজিট হয়।

    @সাঈদ হাসান: ভাই আপনি হয়ত আমার পোস্টের সারমর্মই বুঝতে পারেন নি। আমি নির্দিষ্ট কোন সাইট সম্পর্কে লিখিনি। আমি ৩টি ক্যাটাগরি নিয়ে লিখেছি।

@মারুফ ভাই,
দেখুন আপনি যেটা বুঝেছেন আমি সেটা বোঝাতে চাইনি।আমি বলতে চেয়েছি,সোশ্যাল কিংবা ডাউনলোড সাইটের মতো ফ্রি নেটভিত্তিক সাইটগুলোও এদেশে সমান জনপ্রিয়।কমেন্টের জন্য ধন্যবাদ।

    @সাঈদ হাসান: ধন্যবাদ। সেটি আমি বুঝতে পেরেছি। তবে আপনি নিশ্চই জানেন আমি এটি ব্যক্তিগত মতের ভিত্তিতে লিখেছি। তবে ধন্যবাদ আপনার মতের জন্য। আসলে শুধু ফ্রি নেট নয়। সেদিক থেকে বিবেচনা করলে সকল আকর্ষণীয় ট্রিকস জাতীয় সাইট জনপ্রিয়।

@ব্লগার মারুফ:

আহারে ভাই,অনলাইন নিউজপেপার সাইটগুলার যে অবস্থা, আই মিন ক্লিক হেয়ার ফর সি *** জাতীয়,এগুলা সম্পর্কে কিছু বললে পাবলিক বেশি বিনোদন পেত।

    হুম, অনলাইন নিউজ সাইট গুলার জ্বালা যন্ত্রণা এতটাই বিরক্তির হয়ে গেছে যে এদের নিয়া আলাদা পোস্ট লিখলেও মন ভড়বেনা।

@হৃদয় হাসান: আপনি ঠিক বলছেন ভাই| আমার ব্লগে কমেন্ট করার জন্য অনুরোধ রইল http://tuneshot.blogspot.com
আমি কি ভুল করছি তা ধরিয়ে দিন | আমি নতুন |

ভালো হৈছে…

ভাল লিখছেন

Level 1

সবচেয়ে ভালmobile site Diজাইন নিজে করা যায় এবং না পারলে শিখে নিতে পারেন আমার.
কাছ থেকে।.
Mobile siteএর অনেক সুবিধা আছেlike:-

1)siteতারাতারিload হয়
2)visitorবেশি মিলে।
for contact me go
My site=> tokbd.tk