টেকটিউনস কি লেখকদের জায়গা নাকি অ্যাডের জায়গা?

ব্লগ এবং ব্লগিং

ব্যাক্তিগত ভাবে আমি টেকটিউনস কে যথেষ্ট পছন্দ করি এবং বাংলা ব্লগগুলোর মধ্যে এটিই আমার প্রথম পছন্দের ব্লগ। আগে যখন ব্লগটা ভিজিট করতাম তখন মনে একটা একটা প্রশান্তি থাকতো। ব্লগে ঢুকেই চোখে পড়ত অভিজ্ঞ ভাইদের অভিজ্ঞ টিউন। কিন্তু, এখানে ঢোকামাত্রই প্রথম যেই জিনিসটা চোখে পড়ে সেগুলি হচ্ছেঃ আকর্ষণীও দামে ইন্ডিয়ান থ্রিপিস এবং শাড়ি, আজকের ডিল ডট কমের বিশেষ অফার ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা ব্লা...।

তো তাহলে আমরা এখানে আসি কীজন্য? নিজের জ্ঞান বাড়ানোর জন্য, লেখালেখি করার জন্য, নিজের আইডিয়া অন্য ব্লগারদের সাথে শেয়ার করার জন্য নাকি আকর্ষণীও দামে ইন্ডিয়ান থ্রিপিস কেনার জন্য?  আপনারাই বলেন।

প্রথম দিককার কথা যদি বলতে হয় তাহলে ভেসে ওঠে টেকটিউনসের সূচনা লগ্নের কথা। ত্তাই মাঝে মাঝে ওয়েব হিস্টোরি থেকে এই ব্লগের পুরানো ডিজাইনটা দেখে আসি। দেখতে ভালই লাগে 🙂 চাইলে আপনারাও দেখতে পারেন এখানে ক্লিক করে

টেকটিউনস জনপ্রিয়তা এখন তুঙ্গে সুতরাং তাদের আয়ও এখন তুঙ্গে। কিন্তু, তাদের আয়ের মূল মাধ্যম হচ্ছে ভিজিটর এবং রিডার মানে পাঠক মানে আমরা। সুতরাং, আমাদের কথা ভুলে গিয়ে শুধু আয়ের চিন্তা করতে থাকলে একসময় টেকটিউনস ধংস হয়ে যাবে। এমনটা হোক আমি কখনোই চাই না কিন্তু টেকটিউনস এর বর্তমান অবস্থা দেখলে মাঝে মাঝে সেটাই মনে হয়।

অন্যান্য টিউনারদের কমেন্ট আশা করছি এই বিষয়ে। সবাইকে ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে আমার লিখাটা পড়ার জন্য। 🙂 সবাই ভালো থাকন এটাই আশা করব।

আমার ব্লগঃ ZubyTech

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এডমিন ব্লগটাকে ক্রিয়েট করার পেছনে ইনকাম ও একটি বিশেষ কারন, যদি এমন হয় যে,ইনকামের জন্য ক্রিয়েট করে নি। তবুও কারো ইনকাম করার সুযোগ থাকলে কেউ সেটা হাতছাড়া করতে চায় না। তাই টিটির এডের ব্যাপারে কিছুই বলব না,, তবে আগে টিটিতে ভিজিট করে যেমন মজা পেতাম, এখন আর আগের মত মজা পাইনা। এজন্য দরকার আগের মত অনেক সুন্দর সুন্দর টিউন করা। কিন্তু যাদের টিউনের আশা করছি তাদের টিউন পড়তে আবার তাদের ব্লগে যেতে হয়। কারন প্রত্যেকে এখন ভিন্ন ভিন্ন ভাবে নিজেদের ব্লগ নিয়ে ব্যস্ত। আর আমার মনে হয় অনেকেই হয়ত টিটিতে টিউন ত পরের কথা,তারা ভিজিট ই করে না, টিউনমেন্টে কোন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আশা করি

vai apnar kotha 100% sotto kintu jara ai techtunes toiri koreche ,jara database management korche,jara development korche tader kothatao akbar bhabun tader income source ki..

Level 0

শুধু মাত্র আপনাকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য লগইন করলাম প্রায় দুই মাস পর। আমি কয়েকবার এই বিজ্ঞাপনের বিরুদ্ধে মন্তব্য করেছিলাম, কিন্তু এডমিন এতটাই লোভী যে টাকার চিন্তায় এই মন্তব্য গুলো মুছে ফেলেছে। আমি মুটামুটি নিশ্চিত আপনার এই পোস্টটিও মুছে ফেলা হবে। তাদের এখন আর ব্লগ দরকার নাই, টাকা দরকার। আপনার আমার মত ইউজার চলে গেলে তাদের কোন কিছু আসে যায় না, বিজ্ঞাপন থাকলেই হলো। আপনি খেয়াল করে দেখবেন বিগত বছেরে যেসব তুখোর ব্লগাররা টেকটিউন মাতিয়ে রাখতো তারা এখন আর কেও টিউন করে না। নির্বাচিত টিউন পায় না বলে তিন বছর আগের হাসান যোবায়ের (আল-ফাতাহ্) টিউন দিয়ে রাখছে। আগে প্রতি মাসে ভোট হত, তাও এখন বন্ধ। তারা এখন ব্লগের চিন্তা না করে আর কৈ কৈ বিজ্ঞাপন বসানো যায় সেই চিন্তায় মশগুল। ধন্যবাদ এডমিন এমন সুন্দর একটা শিক্ষার স্থান ধ্বংস করে দেওয়ার জন্য।

সঠিক. বলেছেন আমি টিটিতে ডুকলে এখন আর নতুন টিউন গুলা দেখার ইচ্ছা করেনা সুধু আগের টিউনার ছারা যেমন হোছাইন আহমেদ ভাইয়ের আরঁও কয়েকজন আর এখন সুধু এডসটিউন করা হয়। টিউন কি লিখলো সেইদিকে খেয়াল নেই বলবে সাইটে একটু ঘুরে আসুন !

আপনার সাথে সহমত

ধন্যবাদ

Ekmot,
Jodio ami mobile theke visit kori.

Level New

Vai apni amar moner kothaguloi bolechen.

সবথেকে বাজে লাগে bikroy.com এর অ্যাড টা । নতুন রা তো দেখলে বিক্রয় ডট কম ই মনে করবে , তাতে আবার পুরাতন মোবাইল এর অ্যাড ।
প্রথম দিকে ভেবেছিলাম registar করতে পারলে TT টিউন করব বাট বিক্রয় ডট কম আর ভিসিট করতেই ভাল লাগে না ।

Level 2

thik e bro

হ্যা ভাই সত্যি বলেছেন ।

মামারা http://mobi.techtunes.io লিখে ভিসিট করেন, (No add, no more MB, no trouble)

কিছু লিিখতে ইচ্ছা করছে না…..টিউনারদের উলঙ্গ বিজ্ঞাপন দেখলেও রাগে ফেটে যেত ইচ্ছে করে……ভাল টিউনারদের নিয়ে কোন সমস্যা নেই- সমস্যা তাদের নিয়ে যারা নিয়মিত অকাজের টিউন করে যাচ্ছে 🙁

techtunes er upor khub tara tari gojob porbe

Ki j bolbo vai

আগে ভাল লাগত, এখন আর ভাল লাগে না।

আস্তে আস্তে টেকটিউনস ও ডিজিটাল হয়ে যাচ্ছে 🙁