ব্যাক্তিগত ভাবে আমি টেকটিউনস কে যথেষ্ট পছন্দ করি এবং বাংলা ব্লগগুলোর মধ্যে এটিই আমার প্রথম পছন্দের ব্লগ। আগে যখন ব্লগটা ভিজিট করতাম তখন মনে একটা একটা প্রশান্তি থাকতো। ব্লগে ঢুকেই চোখে পড়ত অভিজ্ঞ ভাইদের অভিজ্ঞ টিউন। কিন্তু, এখানে ঢোকামাত্রই প্রথম যেই জিনিসটা চোখে পড়ে সেগুলি হচ্ছেঃ আকর্ষণীও দামে ইন্ডিয়ান থ্রিপিস এবং শাড়ি, আজকের ডিল ডট কমের বিশেষ অফার ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা ব্লা...।
তো তাহলে আমরা এখানে আসি কীজন্য? নিজের জ্ঞান বাড়ানোর জন্য, লেখালেখি করার জন্য, নিজের আইডিয়া অন্য ব্লগারদের সাথে শেয়ার করার জন্য নাকি আকর্ষণীও দামে ইন্ডিয়ান থ্রিপিস কেনার জন্য? আপনারাই বলেন।
প্রথম দিককার কথা যদি বলতে হয় তাহলে ভেসে ওঠে টেকটিউনসের সূচনা লগ্নের কথা। ত্তাই মাঝে মাঝে ওয়েব হিস্টোরি থেকে এই ব্লগের পুরানো ডিজাইনটা দেখে আসি। দেখতে ভালই লাগে 🙂 চাইলে আপনারাও দেখতে পারেন এখানে ক্লিক করে
টেকটিউনস জনপ্রিয়তা এখন তুঙ্গে সুতরাং তাদের আয়ও এখন তুঙ্গে। কিন্তু, তাদের আয়ের মূল মাধ্যম হচ্ছে ভিজিটর এবং রিডার মানে পাঠক মানে আমরা। সুতরাং, আমাদের কথা ভুলে গিয়ে শুধু আয়ের চিন্তা করতে থাকলে একসময় টেকটিউনস ধংস হয়ে যাবে। এমনটা হোক আমি কখনোই চাই না কিন্তু টেকটিউনস এর বর্তমান অবস্থা দেখলে মাঝে মাঝে সেটাই মনে হয়।
অন্যান্য টিউনারদের কমেন্ট আশা করছি এই বিষয়ে। সবাইকে ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে আমার লিখাটা পড়ার জন্য। 🙂 সবাই ভালো থাকন এটাই আশা করব।
আমার ব্লগঃ ZubyTech
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com
Nice