গ্রামীনফোন তাদের ইন্টারনেট প্যাকেজ এর কঠোরতার এর জন্য হারাতে পারে গ্রাহকদের

সবাইকে আমার সালাম এবং অন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।

সেই ছোট বেলা থেকেই Grammenphone(GP) sim এ নেট চালিয়ে আসছি। আমার ইন্টারনেট জগৎ এই সিমই এনেছিল ফ্রি MB অফার দিয়ে। তারপর GPMMS Free Net নেট। এরপর এর সাথে সুখে-দুঃখে এর কাছেই ছিলাম।কিন্তু আর মনে হয় কাছে থাকা হবে না।

নতুন প্যাকেজ সিস্টেমটা একটু র্দুচিন্তায় ফেলে দিয়েছিল। ৩টাকার বদলে ৪০ টাকা খরচ করে ৩জি স্পীড পেতে হত। তা ও মেনে নিলাম। কিন্তু এখন তো এটাও বন্ধ >_< । ৭৫ এমবি ৫ দিনই। বাড়ানোর ওয়ে/উপায় নেই। *৫০০*১# এটা কাজ নয় ওল্টা বাঁশ দিচ্ছে শুনলাম। মাসিক না হয় ৩০-৪০ টাকা নেটের পিছনে যাইতো মেনে নিতাম ।

কিন্তু এখন তো ৫ দিনে ৩০ টাকা আরে আমাদের মতো ছেলেরা পাইবো কোথা থেকে এত টাকা??যারা ইন্টারনেট ইউজ করি তাদের অধিকাংশ ছাত্র।

আমারদের ভবিষ্যৎ প্রজন্ম কে কি ডিজিটাল হতে দিবে জিপি? মনে হয় ৫ কোটি গ্রাহক পেয়ে হুশ হারা হয়ে গেছে।

আগে বাবা ৩ এমবির ক্লিক প্যাকেজটা কিনত খবরের কাগজ পড়ার জন্য। জাভা মোবাইল ৩ দিন অনায়াসে চলে যেত।কিন্তু এখন মেয়াদ ১ দিন মনে হয় ছেড়ে দিবে এ নিয়মটা।

তবে এতদিন মুখে জিপিকে গালি দিলেও অন্তরে জিপির জন্য ভালোবাসা/শ্রদ্ধা ছিল ।কিন্তু এরপর এটাও সম্ভব হবে না।জিপিকে Bye!! জানিয়ে অন্য অপারেটর এর সিম কে Hi/Hello বলতে কষ্ট হবে তারপরও নিরউপায়।

জিপিকে খুলে রাখব। ৮ তারিখের পর নেট এর মেয়াদ শেষ।
যদি তাদের এ জটিল নেট প্যাকেজ সিস্টম এর পরিবর্তন করা না হয় তাহলে

হয়তো গ্রামীনফোনের ইন্টারনেট প্যাকেজ এর কঠোরতার এর জন্য হারাতে পারে আমার মত গ্রাহকদের

Level 0

আমি জিকরুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একটু ক্লয়ার করে বলেন |

Level 0

Taletalk internet is the bast..

নেট ইউস করলে ডিজিটাল হওয়া যায়? ডেটিং মারার সময় তো হাজার টাকাও উড়িয়ে দিতে কোন তোয়াক্কা করেন না। কথা বলতে বলতে রাত পার করে দেন, তখন টাকা আসে কোথা থেকে?

নেটে ভাল কিছু করলে পরিবার নেটের টাকাও দিত। পরিবার কোন দিন ভাল কাজের জন্য না করে না।

Level 3

ভাই আমাদের হারামিন ফোন অসাড়ে এতদিন মেরে এসেছে। দুঃখ শুধু এক জায়গায় এরা যদি থ্রিজি গুলো সব থানা পর্যায়ে কভার করত তাহলে এরকম মানুষ তাদের পিছনে এত লাগত নাহ।

ভাই আমি ও জিপি ইউস করা বাদ দিব এত টাকা দিয়ে নেট চালানো সম্ভব না জিপি বাদ দিয়ে কোন সিমটা চালাবো যদি একটু বলতেন

টেলিটক ব্যবহার করুন, ১ জিবি ৯৯ টাকা, ৩০০ টাকা তে ৫ জিবি আর ৫০০ টাকা তে ১০ জিবি, আর আগামীকাল থেকে টেলিটক এর নতুন সিম বর্ণমালা এর জন্য আবেদন করুন, ৫০ টাকা তে বিশেষ সিম,

গ্রামীন ফোন এর টার্গেট অফার আমি পাচ্ছি না কেন বুঝলাম না, আজকের সকালের কাহিনী শুনেন,

শুক্রবার এর টার্গেট ফুরানর পর আও বোনাস না পাওয়া তে ১২১ এ ফোন দিলাম বলল আপনার কি জেন অফার চালু আছে বন্ধ করুন *১১১*৭৮ # ডায়াল করে, তো বন্ধ করার পর টার্গেট এ পৌঁছানর পর ও বোনাস পেলাম না, তারপর আবার ফোন দিলাম এবার বলতেছে আপনার মাই জোন চালু করা আছে, আপনি *৬৬৬*৯# ডায়াল করে বন্ধ করুন, ভাল কথা করলাম, তারপর আবার দুই টাকা খরচ করলাম কিন্তু তাউ পেলাম নাহ, দিলাম আবারও ফোন, এবার বলতেছে দুঃখিত স্যার আপনার টার্গেট ২ টাকা কিন্তু আপনি টার্গেট এর টাকা ফুরিয়েছেন কিনা এটা চেক করে দেখতে হবে, তো এটা এখন দেখা সম্ভব না, দুই ঘণ্টা পর ফোন দিতে হবে, কি আর করা দুই ঘণ্টা পর এবার ফোন দিবো?

তো ১২১ এ ফোন এতবার দিয়ে একটা জিনিশ বুজলাম ফোন লায়ন কাটার পর দেখাই যে এত মিনিট কথা হয়েছে, এবং আপনার অ্যাকাউন্ট থেকে কাটা হয়েছে জিরো টাকা, ভাব্বেন বাহ ১২১ এ ফ্রী ওদের হেল্প লাইন এ কথা বলা যাই কিন্তু আসলে নাহ, মুল অ্যাকাউন্ট থেকে ঠিক এ টাকা কাটে, এটা নিরব দুর্নীতি ।

এয়ারটেল কিংবা টেলিটক চালায় দেখেন আমি জিপি রে already ছেকা দিয়া এই লাইনে আসছি

Level 0

আমিতো জিপি অনেক আগেই বাদ দিয়েছে, গ্রামে গেলে শুধু জিপি ব্যাবহার করতে হয়, কারন আমাদের গ্রামে জিপি ছাড়া অন্য কোন ৩জি পাওয়া যায় না…..

আমি এখন টেলিটক চালাই।

আসলে আমরাও খারাপ কম না।জিপি আমাদের বাস দেয় জাইনাও আমরা এইটা ছাইরা দিতে পারিনা।

টেলিটক ব্যবহার করছি। ১ জিবি ভ্যাটসহ ১১৫ টাকা মাত্র। স্পীড খারাপনা। হারামী জিপি সিমে ফ্রী এমবি পাইলে চালাবো। নতুবা শুধুই জিপি টু জিপি কলের জন্য ব্যবহার করবো।

সবাই কে কমেন্ট করার জন্য ধন্যবাদ।।খায়রুজ্জামান ভাই ক্লিয়া করেই বলছি লিমিট ছাড়া জিপি ৩ জি নেট ইউজ করতে হলে ৫ দিন পর পর ৩০ টাকা বরাদ্দ রাখতে হবে আপনাকে। ফ্রি নেট চালে লেও ।
হুম টেলিটকই কিনব।

টেলিটক জিপি কোনো টাই ভালো না।।সব থেকে বেষ্ট হলো ব্রডব্যান্ড।৫০০টাকায় পুরা ১এম্বি পি এস স্পিড আনলিমিটেট।।ভ্যট এর ঝামেলাউ নাই।।

টেলিটক এর নেট কানেকশন তো ঘন্টায় দুই-তিন বার ডিসকানেক্টেড হয়ে যায়। টেলিটক ব্যবহার করা ঝামেলার

ঠিক টেলিটক তো একেবারেই দুরবল নেটওয়ার্ক ।

Level 0

আমার ২জিবি আছে, পে এজ ইউ গু অ্যাক্টিভ করে ব্যবহার করছি 2G স্পীডে। কিছু করা নাই এমবি শেষ হলে হারামিরফোন বাদ দিমু।

সবাই যে যাই বলুক ভাই, আমার টেলিটকই চাই। যারা টেলিটক ইউস করে তারা নিশ্চয় টেলিটকের ভক্ত হয়ে গেছে

টেলিটক আসলে ৫০০০০০০% ভাল।অন্য সিম থেকে।।। আসুন আমারা টেলিটক ব্যবহার করি।।দেশের সেরা রেট নেট কল সব।।

ভাল লাগল মন্তব্য পইড়া …….

আমি Teletalk use করি। Grameen use করা ছেড়ে দিছি। Grameen আসলে ডাকাত। টেলিটকে সব কিছুই কম, Call rate, internet package & সার্ভিস ও মুটামুটি ভাল।

gp sobtheke worse

good news kisu diner moddhe amra sobai ager moto gp diye pc tay unlimited net chalte parbo.

karon amra koyek jon group mile pc te gp free net bahir korte sofol hoyeci. kintu duker bisoy seta techtunes a post kora jabe na.

Level 2

টেলিটক ব্যবহার করছি। ১ জিবি ভ্যাটসহ ১১৫ টাকা মাত্র।Vai eta ki teletalk er sob sime powa jabe ar activation code ki.

ভাই মোবাইলের ব্যাটারি চার্জ এ দেওয়ার সময়, মেমরি কার্ড খুলে লাগানোর সময়ও একটা করে টিউন করে বইসেন, মন্দ হবে না… আপনাদের জন্যেই টিটিতে আজ এই অবস্থা। আর একটা কথা হল জিপি তে ৩০ টাকায় হক আর ৩০০ টাকায় হোক মেয়াদ তো বাড়ানো যায়, বিডি এর অন্য কোন কোম্পানিকে তো জিন্দিগিতেও দেখি নি মেয়াদ বাড়াতে দিতে…

Level 2

৩০ টাকায় হক আর ৩০০ টাকায় হোক মেয়াদ তো বাড়ানো যায় vai gp te MB meyad kivabe barabo janaben ki?@Net Master Osama@

Net Master Osama ভাই p1+3g click+75 তারপর ৩ জি ১ মাস ওটাও বন্ধ তাই এ টিউনটি। আপনি বাড়ান দেখি।আরে ভাই অন্য আপারেটর হারামি না ২.৩০ টাকা খরচ করলে সারা মাস ৩ জি স্পীড দেয়। আমি আপনার চেয়ে জিপি ভক্ত কম নই।মেয়াদ শেষ হলে বুঝবেন।

thik

সত্যি বলতে, এখনো হারামি সিমটাই চালাচ্ছি

সিম টার প্রতি ভালবাসা জন্মে গেছে ,,,অন্য অপারেটরে গেলে কেমন যেন পর পর লাগে 😀 🙂 😛

টেলিটক ইজ দ্যা বেস্ট !