সবাইকে আমার সালাম এবং অন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন ।
সেই ছোট বেলা থেকেই Grammenphone(GP) sim এ নেট চালিয়ে আসছি। আমার ইন্টারনেট জগৎ এই সিমই এনেছিল ফ্রি MB অফার দিয়ে। তারপর GPMMS Free Net নেট। এরপর এর সাথে সুখে-দুঃখে এর কাছেই ছিলাম।কিন্তু আর মনে হয় কাছে থাকা হবে না।
নতুন প্যাকেজ সিস্টেমটা একটু র্দুচিন্তায় ফেলে দিয়েছিল। ৩টাকার বদলে ৪০ টাকা খরচ করে ৩জি স্পীড পেতে হত। তা ও মেনে নিলাম। কিন্তু এখন তো এটাও বন্ধ >_< । ৭৫ এমবি ৫ দিনই। বাড়ানোর ওয়ে/উপায় নেই। *৫০০*১# এটা কাজ নয় ওল্টা বাঁশ দিচ্ছে শুনলাম। মাসিক না হয় ৩০-৪০ টাকা নেটের পিছনে যাইতো মেনে নিতাম ।
কিন্তু এখন তো ৫ দিনে ৩০ টাকা আরে আমাদের মতো ছেলেরা পাইবো কোথা থেকে এত টাকা??যারা ইন্টারনেট ইউজ করি তাদের অধিকাংশ ছাত্র।
আমারদের ভবিষ্যৎ প্রজন্ম কে কি ডিজিটাল হতে দিবে জিপি? মনে হয় ৫ কোটি গ্রাহক পেয়ে হুশ হারা হয়ে গেছে।
আগে বাবা ৩ এমবির ক্লিক প্যাকেজটা কিনত খবরের কাগজ পড়ার জন্য। জাভা মোবাইল ৩ দিন অনায়াসে চলে যেত।কিন্তু এখন মেয়াদ ১ দিন মনে হয় ছেড়ে দিবে এ নিয়মটা।
।
তবে এতদিন মুখে জিপিকে গালি দিলেও অন্তরে জিপির জন্য ভালোবাসা/শ্রদ্ধা ছিল ।কিন্তু এরপর এটাও সম্ভব হবে না।জিপিকে Bye!! জানিয়ে অন্য অপারেটর এর সিম কে Hi/Hello বলতে কষ্ট হবে তারপরও নিরউপায়।
জিপিকে খুলে রাখব। ৮ তারিখের পর নেট এর মেয়াদ শেষ।
যদি তাদের এ জটিল নেট প্যাকেজ সিস্টম এর পরিবর্তন করা না হয় তাহলে
হয়তো গ্রামীনফোনের ইন্টারনেট প্যাকেজ এর কঠোরতার এর জন্য হারাতে পারে আমার মত গ্রাহকদের
আমি জিকরুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একটু ক্লয়ার করে বলেন |