সবাই কেমন আছেন? আশা করি ভালই।
আজ আমি আবার ফিরে এলাম একটা সুন্দর এবং আই ক্যাচিং উইজেট বা প্লাগিন নিয়ে। এই প্লাগিনটি আপনি আপনার ব্লগস্পট ব্লগে ব্যাবহার করতে পারেন। অথবা আপনি চাইলে যেকোনো ওয়েবসাইট অথবা ওয়ার্ডপ্রেস ব্লগেও এটা ব্যাবহার করতে পারেন। নিচে এর একটা স্ক্রিনশট দেখে নিনঃ
তো কেমন লাগলো? এটা ইন্সটল করা খুবই সহজ। আপনি কয়েক সেকেন্ড ব্যয় করেই উইজেটটা আপনার ব্লগে লাগিয়ে নিতে পারবেন। আমি এখানে ব্লগস্পট ব্লগে লাগানোর উপায় দেখিয়ে দিচ্ছিঃ
১- প্রথমে আপনার ব্লগার অ্যাকাউন্ট এ লগইন করুন।
২- আপনার ব্লগের লেয়াউট অপশনে যান এবং 'HTML/JAVASCRIPT' উইজেট সিলেক্ট করুন।
৩- এবার সোর্স কোড তা কপি করে নিয়ে সেখানে পেস্ট করে দিন।
৪- ব্যাস! হয়ে গেলো। এবার আপনার ব্লগেও শোভা পাবে অসাধারণ একটি উইজেট।
বিদ্রঃ আপনার ফিডবার্নার ইউজারনেম রিপ্লেস করে ব্যাবহার করুন এবং ক্রেডিট রিমুভ করবেন না। এতে উইজেটটি ভালোভাবে কাজ করবে না।
আশা করি এটা আপনার অনেক ভালো লেগেছে। পরবর্তীতে আমি আরও ইন্টারেস্টিং কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব। যেই পর্যন্ত সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। 🙂
আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com
ধন্যবাদ