গ্রামীনফোনের টার্গেট পূরন ভুয়া অফার!!! (গ্রামীণফোন অফার দেওয়ার নামে হাতিয়ে নিচ্ছে টাকা)

সবাইকে আমার সালাম।

আসা করি আপনারা সবাই ভালো আছেন।

শুনলাম জিপি নাকি নতুন অফার নিয়ে এসেছে।

টার্গেট পুরন করলেই নাকি শুক্র ও শনিবার ১০০ এমবি , ১০০ এস এম এস পাবো।

এস এম এস আমার লাগবে না, এমবি পেলেই আমি খুশি।

রেজিষ্ট্রেশন করে ৫এমবি পেলাম।

আমাকে টার্গেট দিল ১টাকা।

ভালো কথা।

কাকে ফোন দিয়ে টার্গেট পুরন করবো খুজে পাচ্ছিলাম না।

তাই আমার আরেকটা মোবাইল দিয়ে নিজেই টার্গেট পুরন করলাম শনিবার, কিন্তু কোনো এমবি পেলাম না।

খবর নেওয়ার জন্য গ্রামীণফোন এর অফিসিয়াল ফেসবুক পেজ এ গেলাম।

দেখলাম সেখানে অনেকেই কমপ্লেন করছে তারা ও নাকি টার্গেট পুরন করেও এমবি পাচ্ছে না।

গ্রামীণফোন এর প্রতিনিধি রা সবাইকে বলছে ১২১ এ ফোন করে জানাতে যে কেন এম্বি পাওয়া যাচ্ছে না।

তাই আমি নিজেই ফোন করলাম ১২১ এ।

৭ মিনিট অপেক্ষা করার পর একটা ছেলে বলল, সফিক বলছি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?

আমি বললাম, গ্রামীণফোন এ নতুন একটা অফার চলছে, টার্গেট পুরন করলে নাকি শনিবার ১০০এম্বি পাব, আমাকে টার্গেট দেওয়া হয়েছিল ১ টাকা, আমি টার্গেট পুরন করেছি কিন্তু এম্বি পাচ্ছি না।

-কিসের অফার?

-আপনার তো জানার কথা, সবাই জানে আর আপনি জানেন না।

-অফার এর এস এম এস পেয়েছেন?

-হ্যাঁ পেয়েছি।

কিছুক্ষণ অপেক্ষা করে সে বলল, আপনি ৬ ঘন্টা পর ফোন করেন, আপনার সিম এর আপডেট এখনো আসেনি।

বুঝলাম এখনো আর কাজ হবে না।

আর কিছু না বলেই ফোন কেটে দিলাম, শুধু শুধু টাকা নষ্ট করবো কেন এদের সাথে ফাউ পেঁচাল পেরে।

৬ঘন্টা পর আবারো ফোন করলাম।

এদের কে ফোন দিয়ে কখনোই আমি সমাধান পাইনি, উল্টো টাকা নষ্ট হয়েছে।

এই ব্যাক্তি ও বলল, আপডেট আসেনি ৬ ঘন্টা পর ফোন করেন।

আমার মুখ দিয়ে আর কথা বের হল না।

দিলাম ফোন কেটে।

জু** মারি গ্রামীনফোনের অফারে।

এটা কেমন অফার আপনারাই বলেন, কেউ এম্বি পাচ্ছে আবার কেউ পাচ্ছে না।

১নাম্বার ধান্দাবাজ গ্রামীণফোন।

টাকা ও নিবে বেশি আবার সুযোগ সুবিধা ও কম।

গ্রামীণফোন এর ইতিহাস নতুন করে আর না বলি।

সবাই কম বেশি জানে এর ইতিহাস।

যাই হোক আপনারা ভালো থাকবেন।

আমার ফেসবুক আইডি

Level New

আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ঠিক বলেছেন।

Level New

হুম!

আমি তো পেয়েছি

@নীল: আপনি যদি শনিবারে রেজি করেন তাহলে পাবেন না । পরের সপ্তাহে চেষ্টা করেন তাহলে পেতে পারেন ।

আমি তো পেয়েছি

@কাফি হাসান:
ভাইজান কত পেয়েছেন

প্রথমে *111*78# ডায়াল করুন , তাহলে খুব সম্ভবত Start On নামে ১ টা অফার ক্যানসেল হয় । এখন টার্গেট পূরন করলেই আশা করি বোনাস পেয়ে যাবেন

আমি পাচ্ছি আমার ২টা সিম এ। আমার আর সব বন্ধুরা পাচ্ছে। কারো কোন সমস্যা হচ্ছে না, আর আপনার সমস্যা হচ্ছে?
ভাই গ্রামীন আমারো পছন্দ না। কিন্তু আপনি পাচ্ছেন না বলে কি আর কেউ পাবে না। সম্পূর্ণ না জেনে টিউন করবেন না প্লিজ। টিউন করলে এমন টিউন করেন যেইটাতে সবার উপকার হয়।

apni pela amra paini kno…??
xtra kono condition o dey ni…
shalara sotti e harami….

@akash_mahmud

নীল ভাই,টিউন টা হেল্পডেস্ক বিভাগ এ পোস্ট করতে পারতেন। আর আমিও আমার ২ টা সিম এ এম্বি+এসএমএস ইত্যাদি পাচ্ছি। এর আগেও জিপি এমন অফার দেওয়ার পর পেয়েছিলাম। আপ্নি কেন পাচ্ছেন না তা আপনি জানেন। আর অফার সম্পর্কিত আগে ভাল করে তথ্য নিবেন আশা করি। ধন্যবাদ।।।

121 er customer manager ra onek information e jane na. Abar ulta-palta torko Kore.

কি বলেন !!
আমি পেয়েছি এমবি !

mb পাইছিলাম ১০০ এর মত। কিন্তুু mb মোয়াদ আমাকে দিছে মাত্র ১ দিনের। তাই আর ব্যবহার করি নাই। শালা দুনিয়ার হারামীফোন। এদের কোন অফার আমি আর নেব না। তার চাইতে বাংলািলংক দিয়ে ফ্রি নেট অনেক ভাল

আমিও পাচ্ছিনা।

ভাই,আপনারা নিশ্চিন্ত প্যাকেজ করে নেন,১০০% পাবেন ঈনশা আল্লাহ।@সবাই

অফার নেওয়ার আগে ঐটার শর্তগুলি আগে জেনে নিবেন ।

আমি পাচ্ছি আমার
২টা সিম এ।

Ami O Goto Friday Te 50MB Paicilam. But Oidin E Shob Shesh…..!!!!!!

আমি ৪টা সিমে নিয়েছি

apni gp to gp te call na kore onno operator a call koren asha kori mb paben

উনার কথায় কেন যে চাপাবাজির গন্ধ পাওয়া যাচ্ছে… হা হা হা ১টাকা কোথায় খরচ করবে সেটা নিয়ে তিনি চিন্তায় পরে গেলেন… পরে নিজের সিমেই নিজে কল দিলেন… ব্যাপক মজার কথা.… আর আমি গ্রামীনফোনের টার্গেট পুরণ অফারে এর আগের সিজনেও ছিলাম এই সিজনেও আছি… কখনোই এমন হয় নি যে টার্গেট পুরন করেছি কিন্তু এম্বি অথবা এস এম এস পাইনি। সব সমই এম্বি, এস এম এস ও বোনাস পেয়েছি

কই ভাই পাইছি তো

আচ্ছা জিপির ফ্রি নেট হ্যাকার রা কই গেলেন। আগের আরামচে থ্রিজি স্পিডে ইচ্ছামত ডাউনলোড দিতাম এখন আর পারি না।
কোন পদ্ধতি জানা আছে কারো।

@আব্দুল্লাহ আল বাকী: সবাই রে বলছিলাম ফ্রি নেট ট্রিক সেয়ার করবেন না।।প্লিজ।।তাউ শোনে নাই নিজেদের সাইট পপুলার বানাতে গিয়ে সব ফ্রি নেট অফ করাইছে।।আফছস।।

ভাই না জেনে শুধু শুধু এই সব ফাউল টিউন করে লাভ আছে?? আপ্নার এম্বি না পাওয়ার ২টা কারন হতে পারে।।
১. ১টাকার কথা বললে এম্বি না আসাই স্বাভাবিক আমি আগে ১টাকার টার্গেট পুরোনের কথা বললে ২টাকার কথা বলার পরই এম্বি পেতাম।।
২.আপ্নার মাইজোন সার্ভিস চালু থাকলে এম্বি পাবেন না।।

কল দিলে ধরতে ৭মিনিট লাগে না ৩০সেকেন্ড যথেষ্ট কল দিয়ে ০ তে চাপ দিলেই কল চলে যাবে।।আবার আরেকটা কথা ভোর ৪টায় যদি কল দেন ১ঘন্টায় ও ধরবেনা।।
আর দয়া করে এই সব পোস্ট করে টেকটিউন্স এর পরিবেশ নষ্ট করবেন না।।

Level 0

এ অফারে আছে প্রতি শুক্র ও শনিবার কাংখিত টার্গেট পুরণ করলে ৫০ মেগাবাইট ডাটা ও ৫০টি এসএমএস পাবেন এছাড়া প্রতিদিন ১০০% talk time bonus আছে।আমি পেয়েছি। কিন্তু মনে রাখবেন আপনার যদি whole sale recharge offer active থাকে তাহলে *১১১*৭৮# ডায়াল করে Deactive করে নিবেন।Emergency balance দিয়ে টার্গেট পুরণ করা যাবে না।আপনার যদি My zone acive থাকে তাহলে *666*9# ডায়াল করে বন্ধ করে নিবেন।আপনার যদি কোন বোনাস টক টাইম থাকে বা কোন bundle minute কেনা থাকে তাহলে ঐ মিনিট দিয়ে টার্গেট পূরন করা যাবে না। তাহলে আশা করছি এই অফার পেয়ে যাবেনআর এর মেয়াদ থাকবে একই দিনের রাত ১১ঃ৫৯ মিনিট পযর্ন্ত।ধন্যবাদ।

ভাই যে যাই বলুক আমি আপনার সাথে একমত।।আমিও একটাতে পাই অন্যটাতে পাই না।।আমি কেয়ারে ফোন দিয়েছিলাম তারা বলে ডিজুজ টু ডিজুজ কল করলে হবে না অথোচো আমি অন্যটাতে কিন্তু ডিজুজ টু ডিজুজ কল করেই পেয়েছি।।এটা বললে বলে ভাগ্য জোরে পেয়েছেন।।তাইলে বলেন কি বলব।।