সবাইকে আমার সালাম।
আসা করি আপনারা সবাই ভালো আছেন।
শুনলাম জিপি নাকি নতুন অফার নিয়ে এসেছে।
টার্গেট পুরন করলেই নাকি শুক্র ও শনিবার ১০০ এমবি , ১০০ এস এম এস পাবো।
এস এম এস আমার লাগবে না, এমবি পেলেই আমি খুশি।
রেজিষ্ট্রেশন করে ৫এমবি পেলাম।
আমাকে টার্গেট দিল ১টাকা।
ভালো কথা।
কাকে ফোন দিয়ে টার্গেট পুরন করবো খুজে পাচ্ছিলাম না।
তাই আমার আরেকটা মোবাইল দিয়ে নিজেই টার্গেট পুরন করলাম শনিবার, কিন্তু কোনো এমবি পেলাম না।
খবর নেওয়ার জন্য গ্রামীণফোন এর অফিসিয়াল ফেসবুক পেজ এ গেলাম।
দেখলাম সেখানে অনেকেই কমপ্লেন করছে তারা ও নাকি টার্গেট পুরন করেও এমবি পাচ্ছে না।
গ্রামীণফোন এর প্রতিনিধি রা সবাইকে বলছে ১২১ এ ফোন করে জানাতে যে কেন এম্বি পাওয়া যাচ্ছে না।
তাই আমি নিজেই ফোন করলাম ১২১ এ।
৭ মিনিট অপেক্ষা করার পর একটা ছেলে বলল, সফিক বলছি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি?
আমি বললাম, গ্রামীণফোন এ নতুন একটা অফার চলছে, টার্গেট পুরন করলে নাকি শনিবার ১০০এম্বি পাব, আমাকে টার্গেট দেওয়া হয়েছিল ১ টাকা, আমি টার্গেট পুরন করেছি কিন্তু এম্বি পাচ্ছি না।
-কিসের অফার?
-আপনার তো জানার কথা, সবাই জানে আর আপনি জানেন না।
-অফার এর এস এম এস পেয়েছেন?
-হ্যাঁ পেয়েছি।
কিছুক্ষণ অপেক্ষা করে সে বলল, আপনি ৬ ঘন্টা পর ফোন করেন, আপনার সিম এর আপডেট এখনো আসেনি।
বুঝলাম এখনো আর কাজ হবে না।
আর কিছু না বলেই ফোন কেটে দিলাম, শুধু শুধু টাকা নষ্ট করবো কেন এদের সাথে ফাউ পেঁচাল পেরে।
৬ঘন্টা পর আবারো ফোন করলাম।
এদের কে ফোন দিয়ে কখনোই আমি সমাধান পাইনি, উল্টো টাকা নষ্ট হয়েছে।
এই ব্যাক্তি ও বলল, আপডেট আসেনি ৬ ঘন্টা পর ফোন করেন।
আমার মুখ দিয়ে আর কথা বের হল না।
দিলাম ফোন কেটে।
জু** মারি গ্রামীনফোনের অফারে।
এটা কেমন অফার আপনারাই বলেন, কেউ এম্বি পাচ্ছে আবার কেউ পাচ্ছে না।
১নাম্বার ধান্দাবাজ গ্রামীণফোন।
টাকা ও নিবে বেশি আবার সুযোগ সুবিধা ও কম।
গ্রামীণফোন এর ইতিহাস নতুন করে আর না বলি।
সবাই কম বেশি জানে এর ইতিহাস।
যাই হোক আপনারা ভালো থাকবেন।
আমি নীল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ঠিক বলেছেন।