সায়ানোজেন তৈরি করতে চায় গুগলফ্রি এন্ড্রয়েড

গত সপ্তাহে স্যান ফ্র্যান্সিস্কোতে অনুষ্ঠিত একটি এন্ড্রয়েড ইভেন্টে সায়ানোজেন সিইও Kirt McMaster তাদের ফিউচার প্ল্যান আর এন্ড্রয়েডের ওপর গুগলের কর্তৃত্ব নিয়ে নিজের মতামত তুলে ধরেন, যা নিয়ে তখন থেকেই চলছে বিভিন্ন আলোচনা- সমালোচনা.

তার বক্তব্যে তিনি বলেন '' আমি সায়ানোজেন সিইও আর আমরা এন্ড্রয়েডকে গুগল থেকে বের করে আনার চেষ্টা করছি ''

বক্তব্যের শুরুতেই এমন একটি কথায় সকলেই নড়েচড়ে বসেন. কিন্তু এরপর তিনি তার কথার ব্যাখ্যা দেন-
'' আমরা এমন একটি এন্ড্রয়েড সংস্করণ তৈরি করছি যা হবে আরও ওপেন যাতে করে আমরা আরও পার্টনারদের সাথে কাজ করতে পারি যাতে তাদের সার্ভিসগুলো একই সারির সার্ভিস হতে পারে, যাতে নতুনরা যারা অন্যান্য সমস্যা নিয়ে কাজ করছেন তারা এমন এক সমস্যায় আটকে না যান যেখানে আপনাকে একটি ছোট স্টুপিড অ্যাপ রিলিজ করতে হবে যা স্বভাবিকভাবেই গুগল বা অ্যাপলের কর্তৃত্বে চলে যাবে. এসব কোম্পানি গুগল ফ্রি এন্ড্রয়েডে সহজেই সফলতা অর্জন করতে পারবে ''

সহজ কথায় তিনি বলেন যে তার ওপেন সোর্স এন্ড্রয়েডের আরও ওপেন সংস্করণ নিয়ে কাজ করছেন. এমন কিছু যাতে অন্যান্য ডেভেলপার আর ক্রিয়েটররা তাদের সম্পূর্ণ রিসোর্স কে কাজে লাগিয়ে নিজেদেরই এক মজবুত ইন্টিগ্রেটেড সার্ভিস তৈরি করতে পারেন, যাতে থাকবেনা গুগলের কোন সার্ভিসের বাধ্যবাধকতা.

Krit বলেন 'গুগল নাও' হল এন্ড্রয়েডের মডেল সার্ভিস অ্যাপ যা এন্ড্রয়েডের সিস্টেম কোরের সাথে যুক্ত হয়ে সকল স্বয়ংসম্পূর্ণ কাজ করতে পারে, যেটি অন্যান্য থার্ড-পার্টি অ্যাপ পারেনা. উদাহরণস্বরুপ তিনি বলেন 'এভিয়েট লঞ্চার' সেই লেভেলের একসেস পেতে পারত যদি তার গুগলের সাথে না, সায়ানোজেনের সাথে কাজ করত. অর্থ্যাত্ সায়ানোজেন নিজেদেরকে গুগলের মতই একটি প্ল্যাটফর্ম হিসেবে দেখছে যার সাথে মিলে অন্যান্য ডেভেলপাররা তাদের সার্ভিস তৈরি করতে পারবে যা গুগল নাও এর মত সিস্টেম কোরের সাথে ঘনিষ্ঠভাবে ইন্টিগ্রেটেড হবে, যেটা আসলে গুগলের অধীনে এন্ড্রয়েডে করা সম্ভব নয়.

তাদের এই স্ট্র্যাটেজি নিয়ে গুগলকি ভাবে সেটা নিয়ে সায়ানোজেন চিন্তিত নয়. অবশ্যই গুগল তাদের সার্ভিসে এটি এলাও করবে না কিন্তু সায়ানোজেনের ফিউচার ভিশন হল গুগল ফ্রি এন্ড্রয়েড. আজ সায়ানোজেন বিভিন্ন কারণে গুগলের উপর নির্ভরশীল, কিন্তু তাদের ফিউচার ভিশনে এমনটি আর থাকবেনা. আগামী দেড় বছরের মধ্যে সায়ানোজেন নিজস্ব অ্যাপ স্টোর রিলিজ করারও কথা বলে.

সায়ানোজেনের এই ভিশন বাস্তবায়িত হলে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সকল দরজা খুলে যাবে, গুগলের ওপর কোন ভাবেই নির্ভরশীল থাকতে হবেনা কাউকে. এতদিন বিভিন্ন কোম্পানি গুগল ফ্রি ফোর্কড এন্ড্রয়েড নিয়ে কাজ করেছে (যেমন আমাজন) কিন্তু সেগুলোর কোনটিই গুগলের এন্ড্রয়েডের সাথে তাল মেলাতে পারেনি, সফল হতে পারেনি. সায়ানোজেন এই সমস্যাকে বুদ্ধিদীপ্ততার সাথে সমাধান করতে চায়, কিন্তু কিভাবে- সেটাই দেখার বিষয়.

আপনারা এই স্ট্র্যাটেজি সম্পর্কে কি ভাবেন? ভাল?
খারাপ? উপকারী? না ভয়ংকরী?
কমেন্টে জানাতে ভুলবেন না অবশ্যই....

আমি এনড্রোয়েড বাবা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 44 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আসসালামু আলাইকুম।আমি Rj Sohel আমি নতুন টিউনার হয়েছি।আমার বাড়ি পার্বত্য চট্রগ্রামের রাংামাটি জেলার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

নাইস। ভাল লাগলে

vai amar akta call of duty game lagbe androider
composed Kore den please

huawei y300 – CM 11 ব্যবহার কইরা খুব ভাল লাগতাছে। ধন্যবাদ cyanogenmod.