যে কারনে বন্ধ করা হয়েছিলো ভাইবার, হোয়াটসএপের মত সার্ভিস গুলো।
কেমন আছেন ভাইলোগস,
ভয়াবহ ঠান্ডা আর সাথে টানা অবরোধ, শীতকালীন ছুটির দরকার এবার পড়বে বলে মনেই হলো না তাই না ?
আজ একটু সিরিয়াস টপিকের টিউন। আমরা সবাই ব্যাবহার না করলেও জানি গত কদিন আগে সরকারের নির্দেশে ভাইবার, ট্যাঙ্গো বন্ধ করে দেয়া হয়, দুদিন বাদেই বন্ধ করে দেয়া হয় হোয়াটস এপ, লাইন ইত্যাদি। এতে আমরা ক্ষেপে যাই, নানা মন্তব্য করি, এমন কি গালিগালাজ করি, এর পেছনের দায়ী ব্যাক্তিদের গাধা বলি, তাদের বুদ্ধি নিয়ে ট্রল করি। আমরা কি জানি কেন এমন টা করতে হলো ?
দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই ই মোটামুটি জানি। আগুন ভাংচুর ইত্যাদি সহ আরো নানা অত্যাচারে জনসাধারনের জীবন যাত্রা অসহনীয় হয়ে উঠেছিলো।কিন্তু খুজে পাওয়া যাচ্ছিলো না এগুলোর পেছনের হোতা দের। কারন টা সিম্পল, নির্দেশ দাতারা আড়ালে থেকেই নির্দেশ দিতে যাচ্ছেন। হ্যা কোন মাধ্যমে অবশ্যই।
কি মাধ্যম ? হ্যা মোবাইলে ফোন করেই নির্দেশ দেয়া যাইতে পারে মারো বোমা, লাগাও আগুন। তাদের ধরার বুদ্ধি কি ?
আছে ভাই, আপনি কি জানেন যখন থেকে মোবাইল নাম্বার ১০ থেকে ১১ ডিজিটের করা হয় তখন থেকেই আপনার ফোনের প্রতি টা কল বা মেসেজ মনিটরিং করা যেতে পারে। বুদ্ধিমান রা বুঝে গেছেন কি বলছি আমি। হ্যা মোবাইল ফোন ব্যাবহার করে এধরনের কিছু করলে তাকে ধরা সম্ভব।
আচ্ছা তাহলে যোগাযোগের উপায় ? ইমেইল করা যাইতে পারে, বাট গুগলের মত কম্পানী নিজেদের প্রাইভেসীর আর কম্পানী টিকিয়ে রাখা সার্থে যেকোন ডাটা কোন সরকারী বা সিকিউরিটি সার্ভিস কে দিতে বাধ্য তা কি জানেন ?
রাইট, গুগল , ইয়াহু বা মাইক্রসফট যাই দিয়েই অকাম করেন না কেন, আপনাকে খুজে বের করা সম্ভব। পালানোর রাস্তা নাই। একটা খুবি প্রফেশনাল টিম নিষ্টার সাথে নিজের দায়ীত্ত্ব পালন করে যাচ্ছে অপরাধী দের খুজে বের করতে।
সেইম পলিসির আওতা ভুক্ত কম্পানী আমাদের নিত্যদিনের ফেইসবুক ও। ফেইসবুক তাদের সরকার কে প্রায় সব ডাটা সাপ্লাই করতে বাধ্য। অনেকে তো বলেন মার্ক জাকার্বার্গ খোদ সি আই এ (CIA) এজেন্ট।
সো আমি যেখান থেকে চাইলেই ডাটা পাইতে পারি সেটা তো আমার জন্য আদর্শ টোপ, তারে বন্ধ করার দরকার কি ? নাহ দরকার নাই।
এবার আলোচিত সাইট গুলোর কথা শুনেন। হোয়াটস এপের কথা ধরেন, খুব বেশীদিন হয়নি ফেইসবুক তাদের কেনার। এখন ও প্রতিষ্ঠান টা নিজেদের অফিস বিল্ডিং ই ব্যাবহার করতেছে, এমন কি নিজেদের সার্ভার মেকানিজম ও। আর তাদের প্রাইভেসী পলিসি তে বলাই আছে তারা ইউজার এর ডাটা সরবরাহ করতে পারলেও ইউজার রা নিজেদের ব্যাক্তিগত চ্যাটিং নিরাপদে রাখতে পারবেন। সেগুলো সম্পুর্ন প্রটেক্টেড। কেউ চাইলেই সাথে সাথে পেয়ে যাবেন না।
বুঝছেন কি বলতেছি আমি ? হ্যা, এগুলো ব্যাবহার করে অপরাধী রা নিজেদের মধ্য যোগাযোগ রাখতো, রাখতে পারতো সুধু না, রাখতো আর তাই এগুলো বন্ধ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হইছে। (আজ খবরে দেখলাম এক শিবির কর্মী হিউজ পরিমান বোমা তৈরীর সরঞ্জাম সহ ধরা পড়ছে, সে ধরা না পড়লে কাল হয়তো মরতেন আপনি, আপনার বাবা কি এলাকার গরীব রিক্সাচালক টা)
তারা এগুলো ব্যাবহার করতো এমন তথ্য না থাকলে বন্ধ করে দেয়ার প্রশ্ন ই উঠত না। দেশের নিরাপত্তার সার্থে করতে হইছে, আর করা হইছে।বন্ধ রাখা হইছে এইজন্য যে সন্দেহ ভাজন রা আসলেই তারা কিনা আর কি কি প্ল্যান তা জানার জন্য। নাইলে একাউন্ট ডিলেট ই করে ফেলতো।
কেন রে ভাই একজন মন্ত্রীর ছেলে কি নাতী কি এগুলোর কিছুই ব্যাবহার করতো না ? সে কি প্রতিবাদ করে নি ? করছে, তাকে আসল ব্যাপার টা বুঝানো হইছে, যা এখন আমি আপনারে বুঝাইতেছি।
অনেকেই বলতেছিলেন কি মাথা, কি খায় , কি এত আল্ট্রা বুদ্ধি যে এগুলো বন্ধ করে? আপনি জানেন কি বি সি এস BCS ক্যাডার কি জিনিষ ? কি পরিমান বুদ্ধি, মেধা মাথায় থাকলে এ জিনিষ হবা যায় ? দেশের সেরা মাথা গুলো, যাদের মাথায় আপনার আমার থেকে অনেক বেশী বুদ্ধি রাখেন তারাই বিসিএস ক্যাডার হবার গৌরব অর্জন করেন। আর হ্যা ভালো কথা, রাষ্ট্রের উপদেষ্টা বা সচিব পর্যায়ের সবাই কিন্তু এদের ক্যাটাগরীর।
সো ভাই, কিছু হইলেই, চিলে কান নিয়া গেছে বলে চিল্লাচিল্লি কইরেন না, আগে দেখেন আপনার কানে ক্যান্সার ছিলো কিনা যার কারনে আপনি মারা যাইতে পারতেন।
আমরা ডিজিটাল বাংলাদেশ চাই, তা সবার আগে হতে হবে সেইফ, যেখানে মানুষ বেচে থাকে, যেখানে মানুষ নেট ব্রাউজ করতে বাসায় আসবার সময় আগুনে কি বাসে পুড়ে মারা যায় না।
কে কে লিখেছে দেখলাম সরকার ঐ সাইট গুলো ব্যান করছে, তাদের আইপি ব্যান করছে, ইত্যাদি। আসল ঘটনা হলো দেশের বিভিন্ন মোবাইল অপরেটর দের কাছে চিঠি বা মেইল করা জানানো হয় এ কদিন ঐ সার্ভিস গুলো বন্ধ রাখার জন্য। আমার বাংলালায়ন দিয়েই দিব্যি ঢুকছিলো ঐ সাইট গুলোতে, ব্রডব্যান্ড কানেকশন দিয়েও ঢুকতেছিলো, বাট যেহেতু পিসি দিয়ে ব্যাবহার করা সম্ভব না তাই মাথা ঘামাই নি।
আর ভালো কথা, সরকার বলেই দিছিলো ২২ তারিখে খুলে দেয়া হবে, আমার হাতে হোয়াটস এপ অলরেডী কাজ করতেছে। ট্রাই করেন কাজ করে কিনা।
আরেক টা শেষ কথা ভাই, আপনি চিন্তা করেন আজকে আপনার বন্ধুটার সাথে চ্যাট করা থেকে কাল আপনার বন্ধু টা বেচে থাকা বেশী ইম্পর্ট্যান্ট কিনা আপনার কাছে।যারা মরে তারাও কারো বাপ, ভাই, বন্ধু।দয়া করে এটারে রাজনৈতিক লেখা না ভেবে একজন আমজনতার লেখা ভাববেন.
( এ অংশ টুকু ৪৪ টা কমেন্ট হবার পরে লেখাঃ উত্তর সমুহ।
১। সিস্টেম বাগের প্রসংগ না টানাই বেটার, আমার পরিচিত ৩ জন স্যার, একজন বড় ভাই বেশ কবছর থেকে কারেন্ট এফেয়ার্স এর পাতায় ডুবে থাকেন bcs পাবার আশায়।আপনে কি আপনার ভাই ঘুষ দেয় আপনাদের দোষ, নিয়ম তা বলে না।
২। কোন টা রাজনৈতিক পোস্ট আর কোন টা টেকি পোস্ট শিমুল শাহরিয়ার জানেন কিনা ?
উত্তরঃ https://www.techtunes.io/tuner/sximul এই লিঙ্কে। শিমুল ভদ্রলোক এই বছর তিনেক থেকে টেকটিউন্সে লেখেন আরকি। রেগুলার ভিজিটর বেশ কজন কমেন্ট কারীর ইন্টারনেট কি বোঝার বয়সের আগে থেকে, এই ধরুন ৬ বছর ।
৩। ইন্টারনেট সম্পর্কে ঐ বেটা জানে কি ? আজাইরা পেচাল পারতে আসছে ?
উত্তরঃ ভদ্রলোক দু দুটো ওয়েব হোস্টিং কম্পানীর সি ই ও। দেশের বেশ কটা পপুলার সাইটের ফাউন্ডার তিনি মনে হয়।
৪। ব্লগিং কি জানে ? কোথায় কি লিখতে হবে জানে ? এই পোস্ট সামুতে করলো না কেন, সামু চেনে না ?
উত্তরঃ দেশের প্রতিটা প্রথম সারির টেক ব্লগে গিয়ে ভদ্রলোকের নাম খানা লিখে সার্চ দেন দেখি ভাই।
৫। টিটি এই পোস্ট রাইখা দিছে কেন, আজাইরা নন টেক পোস্ট কেন রেখে দিলো ?
উত্তরঃ এইখানে https://m.facebook.com/story.php?story_fbid=778313922259333&id=100002421984202। টেক টিউন্সের সর্বময় এডমিন কে মেনশন করেই স্ট্যাটাস খানা প্রসব করছে সে, টিটি প্রবলেম মনে করলে নিজে থেকেই সরিয়ে দেবে। আপনার ধারনা টেক্টিউন্স এডমিন বা মডারেটর রা আপনার থেকে খানিক টা কম ঘিলু রাখেন মাথায় ?????
আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com
এইটা একটা রাজনৈতিক টাইপ এর Post হয়ে গেছে। এর জন্য সামু আছে। টিটি তে এইসব post না দেয়াই উত্তম।