যে কারনে বন্ধ করা হয়েছিলো ভাইবার, হোয়াটসএপের মত সার্ভিস গুলো।

যে কারনে বন্ধ করা হয়েছিলো ভাইবার, হোয়াটসএপের মত সার্ভিস গুলো।

কেমন আছেন ভাইলোগস,

ভয়াবহ ঠান্ডা আর সাথে টানা অবরোধ, শীতকালীন ছুটির দরকার এবার পড়বে বলে মনেই হলো না তাই না ?

আজ একটু সিরিয়াস টপিকের টিউন। আমরা সবাই ব্যাবহার না করলেও জানি গত কদিন আগে সরকারের নির্দেশে ভাইবার, ট্যাঙ্গো বন্ধ করে দেয়া হয়, দুদিন বাদেই বন্ধ করে দেয়া হয় হোয়াটস এপ, লাইন ইত্যাদি। এতে আমরা ক্ষেপে যাই, নানা মন্তব্য করি, এমন কি গালিগালাজ করি, এর পেছনের দায়ী ব্যাক্তিদের গাধা বলি, তাদের বুদ্ধি নিয়ে ট্রল করি। আমরা কি জানি কেন এমন টা করতে হলো ?

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই ই মোটামুটি জানি। আগুন ভাংচুর ইত্যাদি সহ আরো নানা অত্যাচারে জনসাধারনের জীবন যাত্রা অসহনীয় হয়ে উঠেছিলো।কিন্তু খুজে পাওয়া যাচ্ছিলো না এগুলোর পেছনের হোতা দের। কারন টা সিম্পল, নির্দেশ দাতারা আড়ালে থেকেই নির্দেশ দিতে যাচ্ছেন। হ্যা কোন মাধ্যমে অবশ্যই।

কি মাধ্যম ? হ্যা মোবাইলে ফোন করেই নির্দেশ দেয়া যাইতে পারে মারো বোমা, লাগাও আগুন। তাদের ধরার বুদ্ধি কি ?

আছে ভাই, আপনি কি জানেন যখন থেকে মোবাইল নাম্বার ১০ থেকে ১১ ডিজিটের করা হয় তখন থেকেই আপনার ফোনের প্রতি টা কল বা মেসেজ মনিটরিং করা যেতে পারে। বুদ্ধিমান রা বুঝে গেছেন কি বলছি আমি। হ্যা মোবাইল ফোন ব্যাবহার করে এধরনের কিছু করলে তাকে ধরা সম্ভব।

আচ্ছা তাহলে যোগাযোগের উপায় ? ইমেইল করা যাইতে পারে, বাট গুগলের মত কম্পানী নিজেদের প্রাইভেসীর আর কম্পানী টিকিয়ে রাখা সার্থে যেকোন ডাটা কোন সরকারী বা সিকিউরিটি সার্ভিস কে দিতে বাধ্য তা কি জানেন ?

রাইট, গুগল , ইয়াহু বা মাইক্রসফট যাই দিয়েই অকাম করেন না কেন, আপনাকে খুজে বের করা সম্ভব। পালানোর রাস্তা নাই। একটা খুবি প্রফেশনাল টিম নিষ্টার সাথে নিজের দায়ীত্ত্ব পালন করে যাচ্ছে অপরাধী দের খুজে বের করতে।

সেইম পলিসির আওতা ভুক্ত কম্পানী আমাদের নিত্যদিনের ফেইসবুক ও। ফেইসবুক তাদের সরকার কে প্রায় সব ডাটা সাপ্লাই করতে বাধ্য। অনেকে তো বলেন মার্ক জাকার্বার্গ খোদ সি আই এ (CIA) এজেন্ট।

সো আমি যেখান থেকে চাইলেই ডাটা পাইতে পারি সেটা তো আমার জন্য আদর্শ টোপ, তারে বন্ধ করার দরকার কি ? নাহ দরকার নাই।

এবার আলোচিত সাইট গুলোর কথা শুনেন। হোয়াটস এপের কথা ধরেন, খুব বেশীদিন হয়নি ফেইসবুক তাদের কেনার। এখন ও প্রতিষ্ঠান টা নিজেদের অফিস বিল্ডিং ই ব্যাবহার করতেছে, এমন কি নিজেদের সার্ভার মেকানিজম ও। আর তাদের প্রাইভেসী পলিসি তে বলাই আছে তারা ইউজার এর ডাটা সরবরাহ করতে পারলেও ইউজার রা নিজেদের ব্যাক্তিগত চ্যাটিং নিরাপদে রাখতে পারবেন। সেগুলো সম্পুর্ন প্রটেক্টেড। কেউ চাইলেই সাথে সাথে পেয়ে যাবেন না।

বুঝছেন কি বলতেছি আমি ? হ্যা, এগুলো ব্যাবহার করে অপরাধী রা নিজেদের মধ্য যোগাযোগ রাখতো, রাখতে পারতো সুধু না, রাখতো আর তাই এগুলো বন্ধ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হইছে। (আজ খবরে দেখলাম এক শিবির কর্মী হিউজ পরিমান বোমা তৈরীর সরঞ্জাম সহ ধরা পড়ছে, সে ধরা না পড়লে কাল হয়তো মরতেন আপনি, আপনার বাবা কি এলাকার গরীব রিক্সাচালক টা)

তারা এগুলো ব্যাবহার করতো এমন তথ্য না থাকলে বন্ধ করে দেয়ার প্রশ্ন ই উঠত না। দেশের নিরাপত্তার সার্থে করতে হইছে, আর করা হইছে।বন্ধ রাখা হইছে এইজন্য যে সন্দেহ ভাজন রা আসলেই তারা কিনা আর কি কি প্ল্যান তা জানার জন্য। নাইলে একাউন্ট ডিলেট ই করে ফেলতো।

কেন রে ভাই একজন মন্ত্রীর ছেলে কি নাতী কি এগুলোর কিছুই ব্যাবহার করতো না ? সে কি প্রতিবাদ করে নি ? করছে, তাকে আসল ব্যাপার টা বুঝানো হইছে, যা এখন আমি আপনারে বুঝাইতেছি।

অনেকেই বলতেছিলেন কি মাথা, কি খায় , কি এত আল্ট্রা বুদ্ধি যে এগুলো বন্ধ করে? আপনি জানেন কি বি সি এস BCS ক্যাডার কি জিনিষ ? কি পরিমান বুদ্ধি, মেধা মাথায় থাকলে এ জিনিষ হবা যায় ? দেশের সেরা মাথা গুলো, যাদের মাথায় আপনার আমার থেকে অনেক বেশী বুদ্ধি রাখেন তারাই বিসিএস ক্যাডার হবার গৌরব অর্জন করেন। আর হ্যা ভালো কথা, রাষ্ট্রের উপদেষ্টা বা সচিব পর্যায়ের সবাই কিন্তু এদের ক্যাটাগরীর।

সো ভাই, কিছু হইলেই, চিলে কান নিয়া গেছে বলে চিল্লাচিল্লি কইরেন না, আগে দেখেন আপনার কানে ক্যান্সার ছিলো কিনা যার কারনে আপনি মারা যাইতে পারতেন।

আমরা ডিজিটাল বাংলাদেশ চাই, তা সবার আগে হতে হবে সেইফ, যেখানে মানুষ বেচে থাকে, যেখানে মানুষ নেট ব্রাউজ করতে বাসায় আসবার সময় আগুনে কি বাসে পুড়ে মারা যায় না।

কে কে লিখেছে দেখলাম সরকার ঐ সাইট গুলো ব্যান করছে, তাদের আইপি ব্যান করছে, ইত্যাদি। আসল ঘটনা হলো দেশের বিভিন্ন মোবাইল অপরেটর দের কাছে চিঠি বা মেইল করা জানানো হয় এ কদিন ঐ সার্ভিস গুলো বন্ধ রাখার জন্য। আমার বাংলালায়ন দিয়েই দিব্যি ঢুকছিলো ঐ সাইট গুলোতে, ব্রডব্যান্ড কানেকশন দিয়েও ঢুকতেছিলো, বাট যেহেতু পিসি দিয়ে ব্যাবহার করা সম্ভব না তাই মাথা ঘামাই নি।

আর ভালো কথা, সরকার বলেই দিছিলো ২২ তারিখে খুলে দেয়া হবে, আমার হাতে হোয়াটস এপ অলরেডী কাজ করতেছে। ট্রাই করেন কাজ করে কিনা।

আরেক টা শেষ কথা ভাই, আপনি চিন্তা করেন আজকে আপনার বন্ধুটার সাথে চ্যাট করা থেকে কাল আপনার বন্ধু টা বেচে থাকা বেশী ইম্পর্ট্যান্ট কিনা আপনার কাছে।যারা মরে তারাও কারো বাপ, ভাই, বন্ধু।দয়া করে এটারে রাজনৈতিক লেখা না ভেবে একজন আমজনতার লেখা ভাববেন.

ধন্যবাদ, সৌজন্যে Fajlami.com

( এ অংশ টুকু ৪৪ টা কমেন্ট হবার পরে লেখাঃ উত্তর সমুহ।

১। সিস্টেম বাগের প্রসংগ না টানাই বেটার, আমার পরিচিত ৩ জন স্যার, একজন বড় ভাই বেশ কবছর থেকে কারেন্ট এফেয়ার্স এর পাতায় ডুবে থাকেন bcs পাবার আশায়।আপনে কি আপনার ভাই ঘুষ দেয় আপনাদের দোষ, নিয়ম তা বলে না।

২। কোন টা রাজনৈতিক পোস্ট আর কোন টা টেকি পোস্ট শিমুল শাহরিয়ার জানেন কিনা ?

উত্তরঃ  https://www.techtunes.io/tuner/sximul এই লিঙ্কে। শিমুল ভদ্রলোক এই বছর তিনেক থেকে টেকটিউন্সে লেখেন আরকি। রেগুলার ভিজিটর বেশ কজন কমেন্ট কারীর ইন্টারনেট কি বোঝার বয়সের আগে থেকে, এই ধরুন ৬ বছর ।

৩। ইন্টারনেট সম্পর্কে ঐ বেটা জানে কি ? আজাইরা পেচাল পারতে আসছে ?

উত্তরঃ ভদ্রলোক দু দুটো ওয়েব হোস্টিং কম্পানীর সি ই ও। দেশের বেশ কটা পপুলার সাইটের ফাউন্ডার তিনি মনে হয়।

৪। ব্লগিং কি জানে ? কোথায় কি লিখতে হবে জানে ? এই পোস্ট সামুতে করলো না কেন, সামু চেনে না ?

উত্তরঃ দেশের প্রতিটা প্রথম সারির টেক ব্লগে গিয়ে ভদ্রলোকের নাম খানা লিখে সার্চ দেন দেখি ভাই।

৫। টিটি এই পোস্ট রাইখা দিছে কেন, আজাইরা নন টেক পোস্ট কেন রেখে দিলো ?

উত্তরঃ এইখানে https://m.facebook.com/story.php?story_fbid=778313922259333&id=100002421984202। টেক টিউন্সের সর্বময় এডমিন কে মেনশন করেই স্ট্যাটাস খানা প্রসব করছে সে, টিটি প্রবলেম মনে করলে নিজে থেকেই সরিয়ে দেবে। আপনার ধারনা টেক্টিউন্স এডমিন বা মডারেটর রা আপনার থেকে খানিক টা কম ঘিলু রাখেন মাথায় ?????

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এইটা একটা রাজনৈতিক টাইপ এর Post হয়ে গেছে। এর জন্য সামু আছে। টিটি তে এইসব post না দেয়াই উত্তম।

খাওয়াইলেন গাজর, আর বলতেছেন যাতে কলা মনে করি। আপনি আমজনতা হইলেও পোস্টটা রাজনৈতিক মন্তব৽ই ধরা যায়.

শশা দিয়ে বলিতেছেন কলা খান। বড়ই আজব। সামুতে যান। এখানে কেন?????

উপরের তিনজনার কমেন্টি বলে দেয় বাংলাদেশ বুদ্ধিজীবীদের দেশ।
এখানে রাজনীতির কি দেখলেন?
আরে মিয়ারা আপনাদের বলতেছি,
আপনারাই এগুলা আব্লামি কমেন্ট সামু তে করেন।
টিটি তে ফাল পাইড়েন না

আপনার সাইটের নাম দেখেই বোঝা যায় আপনি একটা ফাজীল! টেকটিউনের মতো একটা সাইটে এসেছেন রাজনৈতিক পোষ্ট করতে! একটা বিশেষ গোষ্ঠির দালালির জায়গা টেকটিউন নয়! এটা টেকি ভাইদের স্বর্গরাজ্য, একটা চরম ফালতু টিউন করে সকাল সকাল মেজাজটা খারাপ করে দিলেন।

আপনার সাইটের নাম দেখেই বোঝা যায় আপনি একটা ফাজীল! টেকটিউনের মতো একটা সাইটে এসেছেন রাজনৈতিক পোষ্ট করতে! একটা বিশেষ গোষ্ঠির দালালির জায়গা টেকটিউন নয়! এটা টেকি ভাইদের স্বর্গরাজ্য, একটা চরম ফালতু টিউন

Brother ,
Ei koyekta massenger sara ki ar kono massenger nai…!
Jara a dhoroner kajer sathe jukto ase tara obossoi kono na kono babostha korese…

So, this idea of BCS Cader’s is not helpful… [ i think]

vul truti nij gune khoma koriben …

Apnar moto medhabi tuner ar kach theke arokom tune asha korini. Apnar tune ar maje rajnitir gondho pawar jay!

apnar moto tuner ar kach thaka amon tune paea mone khob kosto palem

রাষ্ট্রের সব মাথা bcs cader!!! আরে ভাই আমাদের এলাকার mp hsc pass korse kina tai sondheo. আর পোষ্ট পুরাপুরি রাজনইতিক। কারন এখন এত voip soft আছে যে এগুলা গুনে শেষ করা যাবে না। একটা বন্ধ করলে হাজারটা চালু করা যাবে।

তথ্যসংবলিত টিউনের জন্য ধন্যবাদ।রাজনৈতিক হলেও টিউনটি তথ্য প্রযুক্তির সাথে সম্পর্কযুক্ত তাই বলবো ভালো হয়েছে।

Apnar sorkar khub valo . to akta vot dilei hoy . k valo ar k kharap
lol

Ar apni jeibababe boltecen Bangladesh jodi atoi call monitoring korto tahole ……… (kicu koilam na)

Level 0

এইটা কি রাজনীতি করার জায়গা?

>Breking news<
Are bai sob khule dewya hoice.news dekhen

হাউ ফানি।।আমার তো মনে হয় ৯০% BCS ক্যাডার কনোদিন নেট চালায় নি।। তারা বই গুলে খেয়ে পরিক্ষার হলে বমি করে এত কিছু হতে পেরেছে।।
যাই হোক রাজনিতি ভিত্তিক পোস্ট করে টেকটিউন্স এর পরিবেশ নষ্ট করা আপ্নার কাছ থেকে আসা করি নি।।

Level 0

@ শাহরিয়ার শিমুল ভাই অনেক তো চিল্লাইলেন আমার একটা সমস্যার সমাধান দেন পারলে প্রক্সি ছাড়া http://www.whatsupmag.com এ ব্রাউজ করেন তো । যদি পারেন তো আম্রে বলেন বড়ই উপকার পাইতাম।

Level 0

অবশ্যই এটা একটা রাজনৈতিক পোষ্ট। এডমিনের উচিত টেকটিউনস কে নিরপেক্ষ রাখা।

@ওমর ফারুক:
ভাই, আপনাকে কে বলেছে যে এমপি, মন্ত্রীরা রাষ্ট্রের মাথা???
বিসিএস ক্যাডাররা অর্থাৎ সচিবরা যা লিখে দেন/সাজেশন দেন মন্ত্রীরা আর এমপিরা তাই করেন।

@ ওমর ফারুক, ভাই, আপনাকে কে বলেছে যে এমপি,
মন্ত্রীরা রাষ্ট্রের মাথা???
বিসিএস ক্যাডাররা অর্থাৎ
সচিবরা যা লিখে দেন/সাজেশন দেন
মন্ত্রীরা আর এমপিরা তাই করেন।

Level 0

শাহরিয়ার শিমুল @ apnr moto bolod rai BCS cader hoye bole jane na konta political post er jayega r konta TECHNOLOGY niye post dewar jayega.
jara shamanno porimane technology niye jane tara kkhub valo vabei jane kivabe bypass way te use kora laage…

tai bole ki off ache vpn diya cholteche

Level 0

r montri, upodesta hoye juggota laaage na , political backup lage. ashche re geyanir jahaj.

শোনেন ভাই ইচ্ছা থাকলে ফেসবুক কেনো সব সোসাল নেটওয়ার্ক ই নিরাপদ ভাবে ব্যাবহার করা অত্যান্ত সহজ। আপনি এই বিতর্কিত রাজনৈতিক আলোচনা করার জন্যয় এই বিষয় টি উত্থাপন করেছেন বলেই তো মনে হচ্ছে..

Level 0

ধন্যবাদ ভাই। সব কিছু জানানোর জন্য।

আমি ভিপিএন দিয়ে ইউজ করলাম , যদি সন্ত্রাসী রা ভিপিএন ইউজ করে , তখন কি করবে ?

এই দেশে কখনো আমজনতার মত চিন্তা করতে পারবেননা !
যাই বলবেন পক্ষপাতিত্ব হবেই

Level 0

ফালতু একটা টিউন।

I.T Boss এরা কেউ কি আমায় একটু Help করবেন please???
আমার পিসি তে 3cx IP phone active করা আছে।
3cx এ যে password Active করা আছে তা কি Text আকারে দেখা যাবে????

Level New

লিখাটা ভালোই লিখছেন। কিন্তু “বি সি এস” ক্যাডার আর “সচিব” এরা যে “জিনিস” তা মানতে পারলাম না। এরা যদি সত্যিকারের “জিনিস” হতো তাহলে দেশের আজ বেহাল দশা হতোনা। আর যে নিরাপত্তার কারণে ভাইবার বা হুয়াটসএপ বন্ধছিলো, ঠিক একই কারণে অন্য দেশগুলা বন্ধ করেনা কেন ? এই সমস্ত আজব চিন্তাধারা কি শুধু বাংলাদেশী মহা-বলদ গুলার (আপনার ভাষায় “জিনিস”) মাথায় আসে ?

Level 1

আবাল টাইপের পোস্ট ।আপনার রাজনৈতিক ভিউ সামু,আমার ব্লগ,বিডি টুডেতে খাওয়ান এখনে না।টিটির মডারেটররা কি করে বুঝি না।রাজনৈতিক পোস্ট দিয়ে কিভাবে তার একা্উন্ট এখনো একটিভ আছে।এখানে উনি চালাকী করে রাজনৈতিক ক্যাচাল করতে আসছে লগে তার সাইটের ও প্রচারনা চলতাছে।

ভাই খারাপ লেখেন নি। কিন্তু আপনার টিউন এ রাজনীতিকতার প্রতিফলন দেখা যাচ্ছে, যা হয়তো আপনি নিজেই উপলব্ধি কোরতে পেরেছেন।এ জন্নই বলেছেন আপনার কথাগুলো আম জনতার কথা মনে করতে,কিন্তু আপনি নিজেই একটু চিন্তা করেন,আপনিকি রাজনীতিমুক্ত টিউন করতে পেরেছেন?? আপনার মত টিউনার এর কাছ থেকে এইরকম টিউন আসা করিনি ভাই।খুব বেশি খুশি হতে পারলাম না। 🙁

আপনি কি মনে করেন ভাইবার, ট্যাংগো এগুলো বন্ধ করে সমাধান হয়ে গেল, বাহ কি সুন্দর বুঝাইলেন। তাহলে তো আপনার কথা অনুযায়ী বাংলাদেশে রাজনৈতিক সমস্যার সমাধান হয়ে গেল।
আপনার লেখাটা এই টাইপ হয়ে গেল এক এলাকায় বার্ড ফ্লু রোগের মহামারী আকার ধারণ করলো, সুতরাং যেসব মুরগী থেকে রোগটা ছড়াচ্ছে সেগুলো অাপনি ডাস্টবিন এ না ফেলে, যারা রোগী হলো তাদের আপনি মেরে বললেন, সমস্যার সমাধান হয়ে গেছে।

Level 0

মানুষের মন্তব্য শুইনা তো নীচতলার থিক্ক্যা লাফাইয়া পড়তে ইচ্ছা হইতাছে। সারাদিন নিরপেক্ষ্যতার ভোল ধইরা আড়ালে কোন না কোন দলের অন্ধ সমর্থক কিছু মানুষ আছে যারা সব কিছুতেই রাজনীতির গন্ধ পায়। এইটা ঠিক না। আমি মনে করি অবশ্যই এই পোষ্ট টেকটিউনে থাকার যোগ্য। কারন আসল বিষয়টা হচ্ছে কেন কিছু এপ্স বন্ধ হইলো। একটা দেশের আইন অনুযায়ী নিরপত্তার স্বার্থে অবশ্যই সংশ্লিষ্ট কতৃপক্ষ্য এমন কাজ করতে পারে। তবে আমি বলবো এখনো অনেক ক্ষেত্রে আমাদের সংশ্লিষ্ট সংস্থায় যথেষ্ট আই টি জ্ঞ্যান সম্পন্ন লোকের অভাব আছে। তাই কিছু ত্রুটি থাকতেই পারে। আশা করি এগুলো ভবিষ্যতে ঠিক হয়ে যাবে। তখন হয়তো আরো টেকনিক্যালি এসব ব্যাপার হ্যান্ডেল করতে পারবে বাংলাদেশ। তাই ধৈর্য্য ধরে দেশের আইন ও আইন প্রয়োগকারী সকল সংস্থাকে আমাদের সহযোগীতা করা উচিৎ।

ভাই সবাই কে অনেক ধন্যবাদ। জী এইটা একটা টেক টিউন। যারা সমর্থন করছেন সবাই কে ধন্যবাদ। যারা সমালচনা করছেন তাদের ও ধন্যবাদ, যেহেতু সবার ই মত প্রকাশের স্বাধীনতা আছে।

শিমুল ভাই, আপনাকে একটা পরামর্শ দিই। তা হলো, দুনিয়ার যেখানেই আপনি গমন করেন না কেন, সবসময় সংখ্যাগরিষ্ট মানুষের মতামত বিবেচনা করে কোন বিষয় উপস্থাপন করবেন। আপনাকে ধন্যবাদ।

    @নূরুল্লাহ্ দেওয়ান: সংখ্যাগরিষ্ঠ মানুষ ভুল জিনিসে বিশ্বাস করে বসে থাকলে আমিও জেনেশুনে ভুল মেনে নিবো?? আপনি ভাই পুরোপুরি ভুল একটা নীতির কথা বলেছেন!!!

    @নূরুল্লাহ্ দেওয়ান: তা করতে গিয়ে সত্য চেপে যাবো ভাই ? তাহলে আর সবার সাথে পার্থক্য থাকলো কই ?

      @শাহরিয়ার শিমুল: ভাই পার্থক্য টা আর সপ্ট হবে যদি এটা বুজতে পারেন যারা ১৯৭১ সালে তত কালিন সময় পশ্চিম-পাকিস্থানের হয়ে দেশ শাসন করে কিন্তু তাদের কে রাজাকার বলাহয় কেন। তারা কিন্তু তখন শুধু ক্ষমতার লোভ বা চাকরির জন্যই পশ্চিম-পাকিস্থানের হয়ে কাজ করতো। বর্তমান সরকারের ৩০০ টি অসনের বীপরিতে যেখানে ১৫২ টির ই নির্বচন হয়নি। ধরুন আজ থেকে ১৫-২০ বছর পর বর্তমান সরকারের কেউ যখন ক্ষমতায় থাকবে না তখন আজ কে যারা এর পক্ষে কথা বলছে তাদের কি বলবে আর যারা বিপক্ষে কথা বলছে তাদের কি বলবে বলুন তো?

Taka chara kau bcs kadar note pare na.

খুবই অবাক হলাম মানুষের মানসিকতা দেখে!!! এটা টেকনোলজি সম্পর্কিত পোস্ট অবশ্যই। কারন একই ইস্যুতে শিমুল ভাইয়ের পোস্টের আগে আরও ডজন খানেক পোস্ট হয়েছিলো টেকটিউনসে। আসলে সমস্যা হল নোংরা রাজনীতি আমাদের রক্তে ঢুকে গেছে। সবকিছুর মধ্যে রাজনৈতিক গন্ধ খোঁজা আমাদের বদ-অভ্যাসে পরিণত হয়েছে।

আমি আপনার সাথে একমত হতে পারছি না। তবে আমার যা মনে হয়, যারা এসব ব্যবহার করে লিড দেয় তাদের ধরার জন্যই যদি এসব বন্ধ করে দেওয়া হয় তাহলে বলবো ওদের মাথায় গরুর গোবর ও নাই। আর আপনি যে বি সি এস ক্যাডার এর কথা বলেছেন, তাদের মধ্যে ও কিন্তু অনেক বড় বি সি এস ক্যাডার আছে… ধন্যবাদ।

ভাই বাংলাদেশের BCS ক্যাডার যে কি জিনিস তা মোটা মুটি সবাই জানি। কারন বাংলাদেশে BCS ক্যাডার চাকরির জন্য ১০-১২ লক্ষ টাকা লাগে আর যারা টাকা দিয়ে চাকরি লয় তারা যে কি জিনিস তা আর সবাই কে বলে বুজাতে হবে না। দেশের সেরা মাথা গুলো যদি সত্যি বুদ্ধি মান হয়ে তাকতো তাহলে BTRC gate way তে vibare যতো data send receive হচ্ছে তা collect করে verify করলে send আর receiver দুই জনকে পাওয়া যেত with evidence। (বাংলাদেশের সব Internet data BTRC gate way হইয়ে ত যায় নাকি)। তার জন্য viber/Whatsapp/Tango কে কেনো বলতে হবে data দেওয়ার জন্য।

যে কারনে বন্ধ করা হয়েছিলো ভাইবার, হোয়াটসএপের মত সার্ভিস গুলো।

কেমন আছেন ভাইলোগস,

ভয়াবহ ঠান্ডা আর সাথে টানা অবরোধ, শীতকালীন ছুটির দরকার এবার পড়বে বলে মনেই হলো না তাই না ?

আজ একটু সিরিয়াস টপিকের টিউন। আমরা সবাই ব্যাবহার না করলেও জানি গত কদিন আগে সরকারের নির্দেশে ভাইবার, ট্যাঙ্গো বন্ধ করে দেয়া হয়, দুদিন বাদেই বন্ধ করে দেয়া হয় হোয়াটস এপ, লাইন ইত্যাদি। এতে আমরা ক্ষেপে যাই, নানা মন্তব্য করি, এমন কি গালিগালাজ করি, এর পেছনের দায়ী ব্যাক্তিদের গাধা বলি, তাদের বুদ্ধি নিয়ে ট্রল করি। আমরা কি জানি কেন এমন টা করতে হলো ?

দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই ই মোটামুটি জানি। আগুন ভাংচুর ইত্যাদি সহ আরো নানা অত্যাচারে জনসাধারনের জীবন যাত্রা অসহনীয় হয়ে উঠেছিলো।কিন্তু খুজে পাওয়া যাচ্ছিলো না এগুলোর পেছনের হোতা দের। কারন টা সিম্পল, নির্দেশ দাতারা আড়ালে থেকেই নির্দেশ দিতে যাচ্ছেন। হ্যা কোন মাধ্যমে অবশ্যই।

কি মাধ্যম ? হ্যা মোবাইলে ফোন করেই নির্দেশ দেয়া যাইতে পারে মারো বোমা, লাগাও আগুন। তাদের ধরার বুদ্ধি কি ?

আছে ভাই, আপনি কি জানেন যখন থেকে মোবাইল নাম্বার ১০ থেকে ১১ ডিজিটের করা হয় তখন থেকেই আপনার ফোনের প্রতি টা কল বা মেসেজ মনিটরিং করা যেতে পারে। বুদ্ধিমান রা বুঝে গেছেন কি বলছি আমি। হ্যা মোবাইল ফোন ব্যাবহার করে এধরনের কিছু করলে তাকে ধরা সম্ভব।

আচ্ছা তাহলে যোগাযোগের উপায় ? ইমেইল করা যাইতে পারে, বাট গুগলের মত কম্পানী নিজেদের প্রাইভেসীর আর কম্পানী টিকিয়ে রাখা সার্থে যেকোন ডাটা কোন সরকারী বা সিকিউরিটি সার্ভিস কে দিতে বাধ্য তা কি জানেন ?

রাইট, গুগল , ইয়াহু বা মাইক্রসফট যাই দিয়েই অকাম করেন না কেন, আপনাকে খুজে বের করা সম্ভব। পালানোর রাস্তা নাই। একটা খুবি প্রফেশনাল টিম নিষ্টার সাথে নিজের দায়ীত্ত্ব পালন করে যাচ্ছে অপরাধী দের খুজে বের করতে।

সেইম পলিসির আওতা ভুক্ত কম্পানী আমাদের নিত্যদিনের ফেইসবুক ও। ফেইসবুক তাদের সরকার কে প্রায় সব ডাটা সাপ্লাই করতে বাধ্য। অনেকে তো বলেন মার্ক জাকার্বার্গ খোদ সি আই এ (CIA) এজেন্ট।

সো আমি যেখান থেকে চাইলেই ডাটা পাইতে পারি সেটা তো আমার জন্য আদর্শ টোপ, তারে বন্ধ করার দরকার কি ? নাহ দরকার নাই।

এবার আলোচিত সাইট গুলোর কথা শুনেন। হোয়াটস এপের কথা ধরেন, খুব বেশীদিন হয়নি ফেইসবুক তাদের কেনার। এখন ও প্রতিষ্ঠান টা নিজেদের অফিস বিল্ডিং ই ব্যাবহার করতেছে, এমন কি নিজেদের সার্ভার মেকানিজম ও। আর তাদের প্রাইভেসী পলিসি তে বলাই আছে তারা ইউজার এর ডাটা সরবরাহ করতে পারলেও ইউজার রা নিজেদের ব্যাক্তিগত চ্যাটিং নিরাপদে রাখতে পারবেন। সেগুলো সম্পুর্ন প্রটেক্টেড। কেউ চাইলেই সাথে সাথে পেয়ে যাবেন না।

বুঝছেন কি বলতেছি আমি ? হ্যা, এগুলো ব্যাবহার করে অপরাধী রা নিজেদের মধ্য যোগাযোগ রাখতো, রাখতে পারতো সুধু না, রাখতো আর তাই এগুলো বন্ধ রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হইছে। (আজ খবরে দেখলাম এক শিবির কর্মী হিউজ পরিমান বোমা তৈরীর সরঞ্জাম সহ ধরা পড়ছে, সে ধরা না পড়লে কাল হয়তো মরতেন আপনি, আপনার বাবা কি এলাকার গরীব রিক্সাচালক টা)

তারা এগুলো ব্যাবহার করতো এমন তথ্য না থাকলে বন্ধ করে দেয়ার প্রশ্ন ই উঠত না। দেশের নিরাপত্তার সার্থে করতে হইছে, আর করা হইছে।বন্ধ রাখা হইছে এইজন্য যে সন্দেহ ভাজন রা আসলেই তারা কিনা আর কি কি প্ল্যান তা জানার জন্য। নাইলে একাউন্ট ডিলেট ই করে ফেলতো।

কেন রে ভাই একজন মন্ত্রীর ছেলে কি নাতী কি এগুলোর কিছুই ব্যাবহার করতো না ? সে কি প্রতিবাদ করে নি ? করছে, তাকে আসল ব্যাপার টা বুঝানো হইছে, যা এখন আমি আপনারে বুঝাইতেছি।

অনেকেই বলতেছিলেন কি মাথা, কি খায় , কি এত আল্ট্রা বুদ্ধি যে এগুলো বন্ধ করে? আপনি জানেন কি বি সি এস BCS ক্যাডার কি জিনিষ ? কি পরিমান বুদ্ধি, মেধা মাথায় থাকলে এ জিনিষ হবা যায় ? দেশের সেরা মাথা গুলো, যাদের মাথায় আপনার আমার থেকে অনেক বেশী বুদ্ধি রাখেন তারাই বিসিএস ক্যাডার হবার গৌরব অর্জন করেন। আর হ্যা ভালো কথা, রাষ্ট্রের উপদেষ্টা বা সচিব পর্যায়ের সবাই কিন্তু এদের ক্যাটাগরীর।

সো ভাই, কিছু হইলেই, চিলে কান নিয়া গেছে বলে চিল্লাচিল্লি কইরেন না, আগে দেখেন আপনার কানে ক্যান্সার ছিলো কিনা যার কারনে আপনি মারা যাইতে পারতেন।

আমরা ডিজিটাল বাংলাদেশ চাই, তা সবার আগে হতে হবে সেইফ, যেখানে মানুষ বেচে থাকে, যেখানে মানুষ নেট ব্রাউজ করতে বাসায় আসবার সময় আগুনে কি বাসে পুড়ে মারা যায় না।

কে কে লিখেছে দেখলাম সরকার ঐ সাইট গুলো ব্যান করছে, তাদের আইপি ব্যান করছে, ইত্যাদি। আসল ঘটনা হলো দেশের বিভিন্ন মোবাইল অপরেটর দের কাছে চিঠি বা মেইল করা জানানো হয় এ কদিন ঐ সার্ভিস গুলো বন্ধ রাখার জন্য। আমার বাংলালায়ন দিয়েই দিব্যি ঢুকছিলো ঐ সাইট গুলোতে, ব্রডব্যান্ড কানেকশন দিয়েও ঢুকতেছিলো, বাট যেহেতু পিসি দিয়ে ব্যাবহার করা সম্ভব না তাই মাথা ঘামাই নি।

আর ভালো কথা, সরকার বলেই দিছিলো ২২ তারিখে খুলে দেয়া হবে, আমার হাতে হোয়াটস এপ অলরেডী কাজ করতেছে। ট্রাই করেন কাজ করে কিনা।

আরেক টা শেষ কথা ভাই, আপনি চিন্তা করেন আজকে আপনার বন্ধুটার সাথে চ্যাট করা থেকে কাল আপনার বন্ধু টা বেচে থাকা বেশী ইম্পর্ট্যান্ট কিনা আপনার কাছে।যারা মরে তারাও কারো বাপ, ভাই, বন্ধু।দয়া করে এটারে রাজনৈতিক লেখা না ভেবে একজন আমজনতার লেখা ভাববেন.
ধন্যবাদ, সৌজন্যে Fajlami.com।

( এ অংশ টুকু ৪৪ টা কমেন্ট হবার পরে লেখাঃ উত্তর সমুহ।

১। সিস্টেম বাগের প্রসংগ না টানাই বেটার, আমার পরিচিত ৩ জন স্যার, একজন বড় ভাই বেশ কবছর থেকে কারেন্ট এফেয়ার্স এর পাতায় ডুবে থাকেন bcs পাবার আশায়।আপনে কি আপনার ভাই ঘুষ দেয় আপনাদের দোষ, নিয়ম তা বলে না।

২। কোন টা রাজনৈতিক পোস্ট আর কোন টা টেকি পোস্ট শিমুল শাহরিয়ার জানেন কিনা ?

উত্তরঃ https://www.techtunes.io/tuner/sximul এই লিঙ্কে। শিমুল ভদ্রলোক এই বছর তিনেক থেকে টেকটিউন্সে লেখেন আরকি। রেগুলার ভিজিটর বেশ কজন কমেন্ট কারীর ইন্টারনেট কি বোঝার বয়সের আগে থেকে, এই ধরুন ৬ বছর ।

৩। ইন্টারনেট সম্পর্কে ঐ বেটা জানে কি ? আজাইরা পেচাল পারতে আসছে ?

উত্তরঃ ভদ্রলোক দু দুটো ওয়েব হোস্টিং কম্পানীর সি ই ও। দেশের বেশ কটা পপুলার সাইটের ফাউন্ডার তিনি মনে হয়।

৪। ব্লগিং কি জানে ? কোথায় কি লিখতে হবে জানে ? এই পোস্ট সামুতে করলো না কেন, সামু চেনে না ?

উত্তরঃ দেশের প্রতিটা প্রথম সারির টেক ব্লগে গিয়ে ভদ্রলোকের নাম খানা লিখে সার্চ দেন দেখি ভাই।

৫। টিটি এই পোস্ট রাইখা দিছে কেন, আজাইরা নন টেক পোস্ট কেন রেখে দিলো ?

উত্তরঃ এইখানে https://m.facebook.com/story.php?story_fbid=778313922259333&id=100002421984202&refid=17&_ft_&__tn__=*s । টেক টিউন্সের সর্বময় এডমিন কে মেনশন করেই স্ট্যাটাস খানা প্রসব করছে সে, টিটি প্রবলেম মনে করলে নিজে থেকেই সরিয়ে দেবে। আপনার ধারনা টেক্টিউন্স এডমিন বা মডারেটর রা আপনার থেকে খানিক টা কম ঘিলু রাখেন মাথায় ?????

পোস্ট দাতা আর কমেন্টকারীদের যুদ্ধ হয় আর ওদিকে বি সি এস ক্যাডার দের প্রাণ যায়। ভেরি ফানি… ইন্টারনেট ইউজ করতে জানেনা অনেক বি সি এস ক্যাডার। এর মাঝে আমাদের অনেকের বাবা-মা ভাই-বোন ও আছে। কিন্তু কিছুই করার নেই। আর যারা সবকিছু করতে পারে তাদের কথা তো কেউ ভাবেনা। তারা তো টেকটিউনস এ পোস্ট বা কমেন্টস ও করে।

Level 0

দীর্ঘদিন ধরে টিউন থেকে বিরত, তবে আপনার এই টিউন দেখে আমি এতটাই বিরক্ত যে একটা রিপ্লাই দিতে বাধ্য হচ্ছি! এই দুনিয়াতে পাগল আর শিশু বাদে আর কেউ ই নিরপেক্ষ না এটা সত্য, তাই আপনি একটা পক্ষ নিবেনে এটা হতেই পারে! তবে আপনি ভুল সব তথ্য দিয়ে আপনাকে একটি হাসির পাত্রে পরিণত করেছেন!

নূন্যতম টেকনলোজি সম্পর্কে জ্ঞান না রেখে কিভাবে মানুষ এধরণের বিষয়ে পোস্ট দিতে পারে তা ভেবে আমার হাসি পায় না- কষ্ট পায়!

এবার দেখুন আপনার দেয়া তথ্যগুলো কেম একেবারেই ভুলঃ

১। প্রথমত আপনার কমিউনিকেশন প্রটোকল সম্পর্কে কোন ধারণা নেই! হাজারটা উপায় আছে যোগাযোগ করার! আর এমন সব উপায় আছে যা কিনা বাংলাদেশ কেন আজ পর্যন্ত এফ বি আই সমাধা বের করতে পারে নি! ইন্টারনেটে সিলক রোড বলে একটা মারকেট প্লেস আছে যেটাকে এখন পর্যন্ত লোকেট ই করা স্মবভ হয় নি! আমার কথার উদ্দেশ্য হল, আপনি কোনভাবেই দু চারটা অনলাইন সার্ভিস বন্ধ করে দিয়ে অপকর্ম থামাতে পারবেন না! যারা কিনা বি জি বি প্রহরার ভেতরে বাসে পেট্রোল বোমা মারতে পারে তাদের ভেতর দুচারজন টেকি লোক থাকবে না তা কিভাবে হতে পারে? আর এগুলো করতে কোন একজনের বের করে দেয়া কৌশিল অবলম্বন করাই যথষ্ট!

২। আপনি বললেন যে বিভিন্ন প্লাটফর্মগুলো সরকারের কাছে তথ্য দিতে বাধ্য না হলে তারা ব্যবসা করতে পারবে না। হ্যা, এদের বিভিন্ন দেশের সরকারের সাথে এধরণের তথ্য প্রদানের চুক্তি আছে তবে সেটা শুধুমাত্র যদি তারা দিতে চায় তাহলে! গত বছরের শেষ দিকে সরকার দেশের ১৭ জন ফেইসবুক ইউজারের সম্পর্কে তথ্য চাইলে ফেইসবুক সে তথ্য প্রদানে অস্বীকৃত জানায় আর এতে কিন্তু সরকার তাদের কিছুই করতে পারে নি! এখানে দেখুন নিউজ লিংকঃ http://businessnews24bd.com/bds-request-to-seek-details-of-17-facebook-users-refused/
ফেইউসবুক, টুইটাররের মত প্লাটফর্মগুলো যদি ব্যবসার কথা চিন্তা করে সরকারদের কে তথ্য সরবরাহ করত তাহলে মধ্যপ্রাচ্যে, চীনে এগূলোর ব্যবহারে কয়দিন পর পর নিষেধাজ্ঞা নেমে আসত না! নেমে আসে কারণ তারা সরকারের কথায় কর্ণপাত করে না! তাই বি টি আর সি নতুন পথ অবলম্বন করছে কিভাবে তাদের থেকে তথ্য নিতে আরবে তার জন্য বিকল্প উপায় খুজছে,খবরের লিংক দেখুনঃ http://www.southasianmedia.net/stories/bangladesh/english-language-media/btrc-wants-to-sign-deals-with-google-facebook-story
তো আপনি যে বললেন ব্যবসা চালাতে গেলে তারা সরকারকে তথ্য দিতে বাধ্য, এই তথ্য যে ভুল এটা কি বুঝতে পেরেছেন?মাথায় কিছু ঢুকেছে?

৩। বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো থেকে পাশ করা ছাত্র-ছাত্রীদের শতকরা ১০ ভাগের ও কম ছেলেমেয়ে বিসি এস দিয়ে সরকারি আমলা অথবা কামলা যেটাই বলেন সেটা হয়! বাকি ৯০ শতাংশ প্রকৌশল খাতেই থাকে, হয়তো দেশে অথবা বাইরে! সো আপনার কোন ভাইয়ের কি উদাহরণ দিলেন সেট ভুলে যান! বুয়েটে, কুয়েট,রুয়েট এ আসেন আর দেখেন কতগুলো ছেলে বি সি এস দিতে চায় আর কতজন দিতে চায় না! পয়েন্ট হল সরকরী আমলা যারা হয় তাদের বেশির ভাগই নন_টেকনিক্যাল পোলাপান! সো তারা যে টেকনোলজির কোনটার কি করলে কি হবে তা ভাল বুঝবে সেটা আশা করেন কিভাবে????

৪। বি সি এস ক্যাডারদের প্রতি আমার কোন আক্ষেপ নাই! নিশ্চিতভাবেই একজন পরিশরম করেই বিসিএস ক্যাডার হয়! তবে আপনি এটাও মনে রাখবেন দু চারটা বাংলা বই আর ইংরেজী সাহিত্যের বই আর শেষ মেষ কিছু সাধারণ জ্ঞানের গলাধঃকরণকৃত জ্ঞান নিয়ে কেউ একজন চাইলেই নিজেকে ইঞ্জিনিয়ার দাবি করতে পারে না! টেকনলোজি সম্পর্কে বুঝতে হলে আপনাকে এই বিষয়ে বহুদিন পড়তে হবে! সোনার তরী পরে দু দিন পর উগড়ে দেয়া এটা না! বুঝতে পেরেছেন? নন-টেকনিকঅ্যাল লোকদের আশা করি টেকনিক্যাল লোকদের কাতারে ফেলবেন না, এটা অপমানজনক! হ্যা যেসব প্রকৌশলী বি সি এস দিয়ে আছে আমলা হিসেবে আছে তাদের কথা কে শোণে? দিন শেষে সিধান্ত নেয় সাহিত্য পরে আসা কোন এক আবাল মাল আবুল মুহিত!

সবশেষে আপনাকে একটা কথা বলি, আপনি কোন একজায়গার প্রতিষ্ঠাতা তার মানে এই নয় যে আপনি সব জানেন! আর আজকাল দেশে এত বেশি এইসব হাবিজাবি প্রতিষ্ঠান আছে যেগুলো কিনা গরু-ছগলে চালায় কিনা আমার সন্দেহ! সো তর্ক যখন করবেন যুক্ত দিয়ে করবেন, নিজের বায়ো টেনে আনবেন না! আর আপনার লেখা দেখে বোঝা যাচ্ছে আপনি কোন রকমের রিসার্চের ধার না ধেরে একেবারেই উদ্দেশ্যপ্রণোদিত বা আবেগতাড়িত হয়ে পোস্টটি করেছেন, না হলে ফেসবুকের সাথে সরকারের সাম্প্রতিক এই সংঘাতের বিষয়টা আপনার অজানা থাকবার কথা নয়!

আরেকটা বিষয়, আপনার প্রোটোকল সম্পর্কে ধারণা কম আর অপরাধীরা কতটা জটীল ভাবে ্যোগাযোগ করতে পারে তা আপনার জনা নাই! তাই আপনাকে বলব এরকমই একটা প্রটোকলের উপর লেখা আমার পোস্টটি ঘুরে আসুন, লিংকঃ https://www.techtunes.io/hacking/tune-id/184129
তাহলে এধরণের নিম্নমানের পোস্ট দেয়া থেকে ভবিষ্যতে হয়ত বিরত থাকবেন!

পুনশ্চঃ আমি EK, টেকটিউনসে আমার ঐ একটাই পোস্ট, ভাল লিখি না খুব একটা! এটাও ঠীক খুব ভাল লিখলেই খুব ভাল বোঝা যায় না! কবিকে দিয়ে কখনো স্টীমিঞ্জিন চালান যায় না!
আশা করি সাহসিকতার পরিচয় দিবেন আর এই কমেন্ট ডিলেট করবেন না! না হলে বুঝব আপনি আসলেই “সেই টাইপের মুরাদ টাকলা”

Level 2

অবাক পৃথিবী তার অবাক সব চাহিদা,
বাংলার বুকে দেখ আজ তরুনের মাথাটা!
বিশ্ব যখন উধ্ব শীরে প্রযুক্তিকে হাতে নিয়ে
বাংলা তখন ভাবছে বসে প্রযুক্তিকে ছাড়তে হবে!!

Level 0

শমুল ভাই আপনি কি জানেন…………… একটু চেস্টা করলে হোয়াটস এপ ভাইবার ইত্যাদি হ্যাক করে জানা জায়। এগুলা তো সিমপ্ল বিষয়। সুধু ফোন কম্পানির সাহায্য লাগবে……….. আর আরেক টা কথা বলি। ডারক অয়েব এর নাম সুন ছেন । পৃথিবির সব ক্রাইম কমান্ড ছড়ায় কিন্তু ডারক ওয়েব দিয়ে। জেটা ইন্টারনেত এর ৯৯% দখল করে আছে। আরো অনেক সিস্টেম আছে যা দিয়ে ক্রাইম ছরালেও ধরতে পারবেন না।

Level New

এগুলো বন্ধ করার পেছনে VOIP ব্যবসায়ীদের হাত থাকতে পারে এর কারন হতে পারে এ সকল ‍apps সহজলব্য হওয়ার ফলে বাংলাদেশের সাথে বৈদেশিক যোগাযোগ অনেক সহজ হয়ে গেছে এবং voip কল অনেক কমে গেছে৤